নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ | রোমান্টিক ৩ টি মুভি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

আমি মুভি খুব সহজে দেখিনা, কিন্তু অনেক অনেক এবং অনেক মুভি দেখি। মুভি চয়েস করার আগে বিভিন্ন রকমের রিভিউ, রেটিং, লেখক, পরিচালক দেখে তারপরে মুভি সিলেক্ট করি।


আজকে রিসেন্টলি দেখা ৩ টা মুভি নিয়ে আমার ছোট্ট কিছু অভিজ্ঞতা লিখবো। যার যার ভালো লাগবে ডাউনলোড করে দেখতে পারেন। আর সাজেস্ট করতে পারেন রিসেন্টলি দেখা আপনার প্রিয় মুভি’র নাম।

১. You've Got Mail


সেই ১৯৯৮ সালের মুভি। মূলত টম হ্যাংস এবং মেগ রায়ান এর জন্যই প্রাথমিক সিলেকশান। মুভি তে দেখা যায় বাস্তব জীবনের দুজন বিজনেস ম্যান যারা একজন আরেকজনের জন্য হুমকি তারা ইন্টারনেট এ পরিচিত। ইমেইল এর মাধ্যমে তাদের পরিচয় গোপন করে প্রেমে পড়ে। একে অপরকে তারা বাস্তবে দেখতে পারেনা, কিন্তু ইন্টারনেট এ মন খুলে একজন আরেকজন এর সাথে গল্প করে। একসময় টম হ্যাংস জানতে পারে বাস্তবে মেগ রায়ানকে, এবং আরো বেশি আকৃষ্ট হয়। মুভি টি রোমান্টিং ধাঁচের। যারা ক্লাসিক মুভি পছন্দ করেন তারা অবশ্যই পছন্দ করবেন। এই জুটির কোন মুভি ই খারাপ লাগেনি এ পর্যন্ত।

২. Sleepless in Seattle


একটা কিউট পিচ্চি একদিন লাইভ রেডিও শো তে ফোন করে তার বাবা এর জন্য নতুন মা এর আবদার করে। তারপরের দিন প্রায় ২০০০ মেয়ে ফোন করে সেই বাবা মানে টম হ্যাংস এ নাম্বার চায়। আত্মীয়দের মেকি কান্না এড়াতে স্ত্রী হারা টম হ্যাংস সিয়াটল শহরে ছেলেকে নিয়ে মুভ করে। ইঞ্জিনিয়ার বাবা এবং একমাত্র সন্তান এ ভেতরে দারুন এক কেমিস্ট্রি দেখা যায় এই মুভি তে। মেগ রায়ান এর অসাধারন অভিনয় চোখে পড়বে এটাতেও।

৩. 500 Days of Summer


জোসেফ গর্ডন মুভি পাগল এবং গল্প তার জীবনে অনেক বেশি ইনফ্লূয়েন্স করেছে। সে মনে করে যে তার জীবনে প্রেম না আসলে জীবনটাই বৃথা। অপরদিকে জোয়ি ওরফে সামার মনে করে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই...। এরপরে তারা দুজনে অনেকদিন প্রেম প্রেম খেলা খেলে খান্ত দেয়। সামার বিয়ে করে এবং জোসেফ ও তার ফ্যান্টাসি থেকে বেরিয়ে আসে।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

জাহিদ অনিক বলেছেন:
ওহ দারুন ! ১ নাম্বারটা দেখা আছে। খুব খুব সুন্দর মুভি
বাকী ২ টাও দেখব !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নাহিদ০৯ বলেছেন: দ্বিতীয়টা আমি ব্লগের একটা পোস্ট থেকে সাজেশান পেয়ে দেখেছিলাম। দারুন লেগেছে। আর তৃতীয়টা পেয়েছি আইএমডিবি লিস্ট থেকে। এটাও ভালো লাগবে আশা করছি।

আপনার মুভি দেখার রুচিবোধ বেশ ভালো। কয়েকটা মুভি সাজেস্ট করেন তো।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

জাহিদ অনিক বলেছেন:

Interstellar
The Shape of Water
Call Me by Your Name
The Imitation Game
The Pursuit of Happyness
The Japanese Wife
Baishe Srabon
Hemlock Society
Memories in March


আরও আরও আছে মনে আসতেছে না --------------

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

নাহিদ০৯ বলেছেন: বস্। আপনার লিস্ট এর সাথে আমার অনেক মিল আছে। এগুলার তো সবই দেখা আছে প্রায়। Memories in March টা দেখা নাই শুধু।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: একটাও দেখিনি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫২

নাহিদ০৯ বলেছেন: সময় থাকলে দেখে ফেলতে পারেন। ভালো লাগবে।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

আখেনাটেন বলেছেন: চমৎকার মুভির লিস্ট দিয়েছেন।


কিয়ানু রিভস'র 'এ ওয়াক ইন দ্যা ক্লাউড;
মাইলি সাইরাসের 'দ্যা লাস্ট সং';
জেসে ম্যাকার্টনির 'কেইথ';
'Tristan and Isolde'...এই মুভিগুলি দেখতে পারেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

নাহিদ০৯ বলেছেন: একটা মুভিও দেখিনি এই লিস্ট থেকে। আশা করছি এই সপ্তাহেই দেখে ফেলবো। ধন্যবাদ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

লিসানুল হাঁসান বলেছেন: P. S I LOVE U
HIDDEN FIGURE
THE SPACE BETWEEN US
EVERYTHING, EVERYTHING
THE PHYSICIAN
TABLE 19
u can try watching these movies

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.