নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

তিতায় তিতায় কাটাকাটি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪১

স্কুলের শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সবক দিচ্ছেন। ঘুষ দিয়ে চাকরি নিলেও খুব একটা অপরাধ না। ঘুষ দিয়ে চাকরি নিয়ে পরে ঘুষ না খেলেই হয়ে গেলো।

ক্লাস এইটের বাচ্চাদের আর কতটাই বা ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে। তারা অনেক ক্ষেত্রেই শিক্ষকদের এসব কথাকে সারা জীবনের জন্য পাথেয় হিসেবে খুঁজে নেয়।

স্কুলের প্রতিটি শিক্ষক ন্যূনতম পাঁচ লাখ টাকা করে ঘুষ দিয়ে তবেই চাকুরীতে প্রবেশ করেছেন। হালাল উপায়ে পাঁচ টাকা ইনকাম করে যে শান্তি লাভ করা যায় সেটা পেতে হলেও হালাল পথে থাকা প্রয়োজন।

যার মুখটাই তিতা হয়ে আছে, সে আসলে কিভাবে বুঝবে তিতা আর মিঠার পার্থক্য! একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামান্য ঝাড়ুদার থেকে শুরু করে প্রতিষ্ঠান প্রধান পর্যন্ত বিভিন্ন লেভেলে ঘুষ দিয়েই প্রবেশ করে। বিষয়গুলো প্রায় প্রকাশ্যেই চাউর হয়ে যায়, সবাই জানে। আর তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চেইন অব কমান্ড, লিডারশিপ, মান্য করা বিষয়গুলো প্রায়ই উধাও হতে চলেছে।

কে কাকে মানবে? সবাই সভাপতির কাছে খৎনা দিয়েই আসছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: শুধু কি শিক্ষক হওয়ার জন্য ঘুষ দিতে হয়?? পুলিশ এর চাকরীর জন্য??

আমি এক ক্ষমতাবানের কাছে গেলাম চাকরীর জন্য। উনি আমাকে বললেন, তুমি গরীব মানুষ। তুমি তিন লাখ টাকা দাও। আরে-- বিদেশ যেতেও তো পাঁচ লাখ লাগে। তাহলে আমাকে কেন তিন লাখ দিবে না??

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২১

নীল আকাশ বলেছেন: পুরো দেশটা নষ্ট হয়ে পঁচে গেছে। এখন ঠগ বাছতে গাঁ উজার অবস্থা!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: নাহিদ০৯,



নীল আকাশ এর সাথে সহমত।

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ ভোর ৪:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম তিতায় তিতায় কাটাকাটি।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: হায় হায় তাই বলে স্কুলের বাচ্চাদেরকে শিখাতে হবে? বড় হলে তো এমনিতেই শিখে যাবে।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: জাতির অধঃপতন কতটুকু হয়েছে বুঝা যাচ্ছে। শিক্ষকদের এই অবস্থা ?

৭| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: আমাদের অধঃপতনের শুরুটা শিক্ষা দিয়েই, শিক্ষাঙ্গণ থেকেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.