নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

কেন এবং কিভাবে আইএস এর টুপি!

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঘন্যতম ঘটনার রায়ের পর একজন আসামি আইএসের প্রতীকসংবলিত টুপি পরে এজলাস থেকে বের হন। ভ্যান থেকে এদের কে বের করে নিয়ে আসার সময় এবং ক্যামেরা এর সামনে স্টান্ট এর সময় আংগুল তুলে একই রকমের ভঙ্গি দেখাতে দেখা যায়।



২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে। আর এই রায়ের সময় এরকম স্টান্টবাজি আমাদের মনে নানারকমের বিভ্রান্তির তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম কয়েকটি বিভ্রান্তি এরকম-

এক:
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই টুপি আদালত পাড়া থেকে নয় কারাগার থেকেই জঙ্গিরা এনেছে। তারপরেই কারা অধিদপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি নিজেদের উপরে তদন্ত করে নিজেদের ব্যপারে প্রতিবেদন দাখিল করে বলেছে ওই দিন জঙ্গিরা কারাগার থেকে কোনো টুপি নিয়ে বের হয়নি। সেদিন আদালতে আনার সময় প্রিজন ভ্যানে তোলার আগে তল্লাশি করা হয়েছিল। তখনো কোনো টুপি পাওয়া যায়নি। এমনকি আদালত থেকে এই আসামিদের কারাগারে ফেরত আনার পরও তল্লাশি করা হয়। সে সময়ও এমন কোনো টুপি তাদের কাছে পাওয়া যায়নি। টুপি খানা জেল হইতে আসেনি, অর্থাৎ জেল কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না, তাঁরা গা বাচালেন।

এদিকে গোয়েন্দা বিভাগ থেকে বলেছিলেন, কারাগার প্রাঙ্গণে থাকা সিসি ক্যামেরার ফুটেজ তাঁরা দেখেছেন। জঙ্গি রাকিবুল আদালতের হাজতখানা থেকে মাথায় টুপি পরে বের হন। ব্যাপার টা নিয়ে বক্তব্যগুলো খুবই বিভ্রান্তিকর। পুলিশ ও কারা অধিদপ্তরের প্রতিবেদন সম্পুর্ণ বিপরীতমুখী। দু পক্ষই সিসি ক্যামেরা দেখেছেন। তাহলে কি সিসি ক্যামেরা দুজনের কাছে দুরকমের ফুটেজ পাঠিয়েছে?

দুই:
নাকি এমন যে, বিশ্বকে দেখালাম আমরা ভেজাল আইএস নয়, শতভাগ খাঁটি আইএস দমন করছি। এবং যাদেরকে ধরা হয়েছে তারা আসল আইএস!

শহীদুল ইসলাম কথা বলার সাথে সাথে মুখ চেপে ধরা হয়। দেশের ভিআপিদের কেও আনা নেয়ার সময় বরাবর আইনশৃঙ্খলা বাহিনী গায়ে লাইফজ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে রাখে। আর আইএস টুপি দেখেও কোন পুলিশ এগিয়ে এলো না? পুলিশ এর হয়তো জানা ছিলো না এই আঁকাবাঁকা হিজিবিজি লিখা আইএস টাইপ কিছুর লোগো। কিন্তু ওই এলাকায় তো দেশের চৌকশ গোয়েন্দা কর্মকর্তারা থাকার কথা। তারাও এগিয়ে এল না!

তিন:
আবার এরকম ও হতে পারে, হয়তো উপর মহলের স্থুল মস্তিস্কের পরিকল্পনায় জঙ্গীদের মাথায় এই টুপি পরিয়ে দেয়া হয়েছিল! আইএসের ভাবধারায় বিশ্বাসীদের এই বার্তা দেয়া যে, "দেখ তোমরা যারা এই লাইনে আছো, তার পরিণতি হল এই"।

----
মন্তব্য বা ধারনাগুলো সাধারন জনগনের ভিন্নমত থেকে আসছে। কিন্তু কিছু কিছু মন্তব্য দেখে মনে হলো, স্পষ্ট করে কোন কিছু না জানার কারনে জঘন্য এই বিষয়টা নিয়েও মানুষের মনের ভেতরে সাধারন করুনা জেগে উঠছে। এই করুনা আমাদের জঙ্গিবাদ বিরোধী সামাজিক আন্দোলনের অন্তরায়।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪৮

শাহিন বিন রফিক বলেছেন:



মুল কথা হচ্ছে- আই এস টুপি বলে কি কিছু আছে? বাগদাদীর যত ছবি দেখেছি কখনো তো এরকম টুটি মাথায় দিতে দেখিনি।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১২

নাহিদ০৯ বলেছেন: কে আর বাগদাদী রিসার্চ করতে যায়!! মানুষ দেখছে আরবী লিখা, আইএস ই হবে। আমরা সব বাঘা বাঘা আইএস মারছি ।।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭

জগতারন বলেছেন:
ঐ টুপিগুলি আসলো কোত্থেকে ?

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১২

নাহিদ০৯ বলেছেন: টুপি দেখালে যার লাভ আছে। সেই দিয়েছে!!

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:

টুপিগুলি আসলো কোত্থেকে ?

সাধারণ সাদা টুপি, ইয়া লম্বা পাঞ্জাবী, দাড়ির মেহেদী যেভাবে এসেছে, সেভাবেই।
নইলে দেলা সাইদি কিভাবে জেলের ডোরাকাটা পোশাক না পড়ে লম্বা আলখেল্লা পড়ে ঘুরে বেড়ায়?

জেল রক্ষীরা ভয়ে কিছু বলতে পারে না। যদি ধর্মবমাননা হয়ে যায়!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

নাহিদ০৯ বলেছেন: এদেরকে দেখেও কি ধর্মবমাননার ভয় আসে কারো মনে? আমার তো আসে না!!

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: টুপি নিয়ে এত মাতামাতির কিছু দেখছি না।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

নাহিদ০৯ বলেছেন: মাঝেই এমন অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে মিডিয়ায় ব্যাপক মাতামাতি করতে দেখি। সবাই একসাথে হেডিং করা শুরু করে। হুদাই টক শো করে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়।

কিন্তু ভয়ের ব্যাপার হলো, প্রতিবারই এসব অপ্রয়োজনীয় জিনিস এর আড়ালে বড় কিছু ঘটে যায়।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

নীল আকাশ বলেছেন: ড্যাল মে কুছ কালা হ্যায়! জানবেন সবই তবে সময় লাগবে!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

নাহিদ০৯ বলেছেন: তখন আর কিছু করার থাকবে না।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

কনফুসিয়াস বলেছেন: আপনিতো দাদা কোরার জনপ্রিয় লেখক।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

নাহিদ০৯ বলেছেন: আসলেই? টুকটাক কিছু লিখেছি নিজের মতো। জনপ্রিয় গোছের কেউ না।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি ভেবেছি।ওই টুপিগুলো আসলো কোত্থেকে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.