নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

আপনার বইটি গুডরিডস এ তালিকাভুক্ত করেছেন তো?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩

এবার বইমেলায় যাদের বই প্রকাশিত হয়েছে তাদের জন্য শুভকামনা। কিছু বিচ্ছিন্ন পোস্ট এর মাধ্যমে ব্লগারদের বই প্রকাশ এর খবর পাচ্ছি। বরাবর এর মতো মাহবুবুল আজাদ ভাই এর একটা গুছানো স্টিকি পোস্ট ও পাচ্ছি। কিন্তু এটা তো শুধুমাত্র ব্লগারদের জন্যই।



এর আগে একবার বই এ ডাটাবেইজ গুডরিডস এর কথা বলেছিলাম। আমরা কোন মুভি দেখার সময় যেমন এর রিভিউ আর রেটিং এর জন্য একবার হলেও imdb তে লগিন করি। এটা তেমনই একটা প্লাটফর্ম যা শুধুমাত্র বই আর বই এর লেখকদের ডাটাবেইজ হিসেবে ব্যবহৃত হয়।

আইএমডিবি এর নাম তো সবাই ই শুনেছেন। এটা বই এর আইএমডিবি। আপনি যে বইটি পড়ছেন, যে ভাবনাটি ভাবছেন পড়ার ফাঁকে, বইয়ের যে কথাগুলো ভালো লাগছে, সবই সহজে তুলে রাখতে পারবেন, বন্ধুদের জন্যে তো বটেই, ভবিষ্যতে একবার পেছনে ফিরে নিজেকে দেখার জন্যেও।

এটাও আমাজন এর একটি প্রোডাক্ট যা বই পড়ুয়া এবং লেখকদের কাছে বেশ জনপ্রিয়। এখানে নিজের পড়া বইয়ের তালিকা দিয়ে বুক শেলফ বানানো যাবে। আবার যে সব বই পড়তে ব্যবহারকারীরা পড়তে চান সেগুলোরও আলাদা একটি তালিকা বানানো যায়। এখানে রিভিউ লেখারও সুবিধা আছে। তাই অন্যদের রিভিউ দেখেও অন্যান্য বইয়ের ব্যাপারে ধারণা পাওয়া যাবে।

এর সব কিছু শুরু তখনই হয় যখন কেউ একটি নতুন বই এটাতে যোগ করে। বই যোগ করার ব্যাপার টা ভলান্টিয়ারি, যে কেউ ই যোগ করতে পারে। তবে লেখক বা প্রকাশক ই স্বপ্রনোদিত হয়ে এটাতে বই যোগ করার কাজ করতে পারবে। আর বই একটা যোগ হয়ে গেলে লেখক এর নামেও একটা উইকি স্টাইলের বায়োগ্রাফি প্রোফাইল তৈরি হয়ে যায়। এটা দেখতেও প্রফেশনাল আর গুগল এর সার্চ রেজাল্ট এ বেশ বেশ জায়গা করে নেওয়া যায়।

বই যোগ করার জন্য আপনারা https://www.goodreads.com/book/new ঠিকানায় গিয়ে প্রাথমিক ফর্ম পূরন করে সাবমিট করতে পারেন। অথবা যে পারে তাকে তথ্যসমূহ পাঠিয়ে সাহায্য নিতে পারেন। বই এর প্রচ্ছদ এর একটা ছবি আর বই সম্পর্কিত একটা সামারি যোগ করা অপশনাল হলেও এটা বেশ কাজে দিবে।

বই যোগ করা হয়ে গেলে অথর এর প্রোফাইল এডিট করতে গুডরিডস লাইব্রেরিয়ান বা এডমিন এর সাথে যোগাযোগ করে আপনার প্রোফাইল টাও সাজিয়ে নিতে পারেন। গুডরিডস এ আমার লাইব্রেরিয়ান এডমিন একসেস আছে। আমার পোস্ট এ মন্তব্য করলেও আমি স্বপ্রনোদিত হয়ে সহায়তা করি। আমাকে নক করতে পারেন এখানে।

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ ব্লগারদের বই সমূহ

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪১

নয়ন বিন বাহার বলেছেন: ভাল কথা মনে করিয়ে দিলেন।
আশা করি লেখকরা সচেতন হবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৬

নাহিদ০৯ বলেছেন: হুমম। সাথে সাথে পাঠকরাও। সব লেখক তো নিজের এতটা সময় বা আগ্রহ পান না। তাই বেশিরভাগ কাজ ই পাঠকদের কাছ থেকে আসে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: এটা না করলেও সমস্যা নাই।
আর যদি করতেই হয় এটা প্রকাশক করে দিবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৮

নাহিদ০৯ বলেছেন: হুমম তা তো অবশ্যই। না করলে সমস্যা নাই, বিশ্বের সবচাইতে বড় বই ডাটাবেইজ এ নিজের বই যুক্ত থাকলে বরং লাভ আছে।

বাংলাদেশী প্রকাশকদের অনেকেই ব্যাপার টা নিয়ে মাথা ঘামান না। কিছু প্রকাশনা কোম্পানিকে মাথা ঘামাতে শুনেছি, তবে একটা পর্যায়ে এরা বুঝতে না পেরে হাল ছেড়ে দিয়েছে। ঠিক এই জায়গাতেই ভলান্টিয়ার রা কাজ করে থাকে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩২

নীল আকাশ বলেছেন: এটা আমি করতে চাই। নিজে না পারলে আপনার সাহায্য চাইবো।
খুব সুন্দর একটা পোস্ট লিখেছেন। প্রিয়তে নিলাম আমি।
ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৮

নাহিদ০৯ বলেছেন: হুমম অবশ্যই। আমি খুশি হবো আপনাকে সাহায্য করতে পেরে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫

অজ্ঞ বালক বলেছেন: দারুন পোস্ট। আপনে তাইলে লাইব্রেরিয়ান। গ্রেট। আমিও পরীক্ষাটা দিমু কিন্তু সামনের মাসে। এই মাস শুধু লেখমু।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২২

নাহিদ০৯ বলেছেন: ঠিক পরীক্ষা দেয়া লাগে না। আপনি আপনার আবেদনে সুন্দর মতো গুছিয়ে কারন লিখতে পারলে ওরা বিবেচনা করে। তবে কারন না থাকলে আগে ভাগে আবেদন না করাই ভালো।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯

তামান্না তাবাসসুম বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ। পোস্ট প্রিয়তে নিলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৫

নাহিদ০৯ বলেছেন: আমিও আপনার কবিতা পড়ি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

সোহানী বলেছেন: চমৎকার সাজেশান.......

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৪

নাহিদ০৯ বলেছেন: গতবারের বইমেলার সময়ে আপনার মনে হয় একটা প্রোফাইল করে দিয়েছিলাম। মনে পড়ছেনা এখন।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট, কাজে লাগবে। "প্রিয়"তে নিলাম।
অনেক ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৪

নাহিদ০৯ বলেছেন: বই মেলার এই সময়ে সবার মনে পড়ে, তাই পোস্ট করলাম।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩১

সোহানী বলেছেন: না মনে হয়, কারন আমার এখনো কোন বই বের হয়নি। আমি একজন আপাদমস্তক পাঠক।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার পোস্ট। প্রিয়'তে নিলাম। ++

১০| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৮

নীল আকাশ বলেছেন: নাহিদ ভাই,
আমি শবনম এ্যাড করেছিঃ
'শবনম'
কিন্তু এটাতে বইয়ের ছবি যোগ করতে পারছি না। এটা কোথা থেকে করে? আর এটাতে আর কী কী করতে হবে দেখে জানাবেন প্লীজ!
ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৭

নাহিদ০৯ বলেছেন: আমি কভার ছবি যোগ করে দিয়েছি। কভার যোগ করার জন্য কিছু করা লাগে না। যে কেউ ই তো করতে পারে।

১১| ২২ শে জুন, ২০২২ রাত ৯:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চমৎকার উদ্যোগ ও তথ্যের জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.