![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো
কুয়াশাচ্ছন্ন সকাল
কয়লা উত্তলোন চলছে
পাথর তোলা হচ্ছে
আমার হাটুপানি নিচের পাথর কিন্তু কি স্পষ্ট !!
বৃষ্টির পানিতে মাঠঘাট ডুবে গেছে তাই নৌকায় করে ছাগলকে খাওয়াচ্ছে মেয়েটা ! তাও আবার ধইঞ্চা !!
জলহস্তিদের লাঞ্চপার্টি
সবুজের মাঝে প্রানের খেলা
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকয, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন?
২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
আমিনুর রহমান বলেছেন:
ওই হই তুই দেখি দারুন ছবিও তুলিস
ভালো হইছে +++
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯
এ্যাপোলো৯০ বলেছেন: ইশশ, লজ্জা পাইলাম :#>
অটঃ তোমার কোলের পিচ্চিটা ....... ?
৩| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
আমিনুর রহমান বলেছেন:
ভাতিজারেই চিনোস নাই
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
এ্যাপোলো৯০ বলেছেন: ইয়ে, এত পিচ্চি ! ডাউনলোড হইলো কবে !
৪| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: আমি কারও ভাতিজা নই
একদম চাচা
ছবি ও পোষ্টে ধন্যবাদ
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩
এ্যাপোলো৯০ বলেছেন: জ্বি চাচা, আপনাকেও ধন্যবাদ
৫| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টের শিরোনাম দেখে কিঞ্চিত হতাশ! !
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
এ্যাপোলো৯০ বলেছেন: হতাশ কেনো? হুদাই ছবি তুলি, আর ব্লগেও হুদাই দিছি, সবই হুদাই।
ওক্কে তুমি শিরোনাম দাও।
৬| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২১
আমিনুর রহমান বলেছেন:
আমার কিন্তু শিরোনামটা হুদাই ভালোই লেগেছে
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
এ্যাপোলো৯০ বলেছেন: হ হ, আমরা হুদাই পাবলিক তাই হুদাই ভালো লাগে
৭| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
বাংলার হাসান বলেছেন: চমৎকার
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪০
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু
৮| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
মাক্স বলেছেন: সুন্দর!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪১
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ
৯| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর হইছে গো... ছবি গুলো ।
কেমন আছেন ?
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪২
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ। আমি ভালো আছি, তুমি কেমন আছো?
১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০২
আরমিন বলেছেন: সুন্দর সব ছবি এ্যাপোলো ! কোথায় জায়গাটা?
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ।
একটা জায়গা নাতো। অনেক গুলো।
প্রথম ৬ টা সিলেটে। এর পরের ২টা চাদপুরে। এর পরেরটা মিরপুর চিড়িয়াখানায়। আর সবার শেষেরটা পদ্মা রিসোর্টে।
১১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ভাল লাগলো ।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৫
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হুদাই ভালো লাগল +++++++++++
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০০
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকয ভাইয়া।
১৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! বলার জন্য ভালো আছি , অনেক দিন পর ব্লগে দেখলাম ! আমি আবার নিক বদলেছি , এই নিকে দাওয়াত থাকলো !
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
এ্যাপোলো৯০ বলেছেন: আবার নিক বদলেছ মানে কি !!
আমি অনেকদিন পর ব্লগে এসছি তাই তুমিও অনেকদিন পর দেখলে।
নিকে ঘুরে আসবো ইনশাআল্লাহ।
১৪| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৫:১৫
বৃতি বলেছেন: এ্যাপোলো, ছবিগুলো খুব ভালো লেগেছে । +++
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
এ্যাপোলো৯০ বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫
~মাইনাচ~ বলেছেন: হুদাই কিন্তু হুদাই না
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫
এ্যাপোলো৯০ বলেছেন: হুদাই তাইলে কি?
১৬| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
মামুন রশিদ বলেছেন: ছবিগুলো চমৎকার । প্রথমে ভাবলাম জাফলং । জলহস্তির ছবি দেখে কনফিউশন লাগলো । জায়গাটা কোথায় ?
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩
এ্যাপোলো৯০ বলেছেন: প্রথম ৬ টা সিলেটর জাফলং এই।
এর পরের ২টা চাদপুরে।
এর পরেরটা মিরপুর চিড়িয়াখানায়।
আর সবার শেষেরটা পদ্মা রিসোর্টে।
১৭| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সুন্দর সব ছবি !!!
শেষেরটা দারুণ!!
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩
এ্যাপোলো৯০ বলেছেন: অনেক ধন্যবাদ আপি
১৮| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬
Sohelhossen বলেছেন: আমার ফটু কই
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৫
এ্যাপোলো৯০ বলেছেন: একটা লাঞ্চ পার্টির ফটু দিয়েছি, ঐখানে নাই আপনি ?
১৯| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৫
এ্যাপোলো৯০ বলেছেন: অনেক ধন্যবাদ
২০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৯
হৃদ যমুনার জল বলেছেন: বাহ।বেশ বেশ।carry on man...
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২২
এ্যাপোলো৯০ বলেছেন: নারে ভাই, আমি শখেও ফটোগ্রাফি করিনা। মাঝে মাঝে কিছু ছবি ভালো হয়ে যায় হয়তো, তার মাঝেই কিছু দিয়েছি। এটাকে ক্যারি করার ইচ্ছে নেই।
তবুও ধন্যবাদ।
২১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১
একজন আরমান বলেছেন:
ছবিগুলা তো বুঝলাম হুদাই দিছো। কিন্তু জায়গার নাম আর ক্যাপশন দিলা না কেন?
ছবিগুলো সুন্দর হইছে আমারেও বলতে হইবে?
২২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
শীলা শিপা বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০০
সঞ্জয় নিপু বলেছেন: সুন্দর হইছে গো... ছবি গুলো ।
কেমন আছো ?