নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইয়াদ

দুঃখ বিলাস ভালো লাগে না আর, সুখে না শান্তিতে থাকতে চাই।

এ্যাপোলো৯০

নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো

এ্যাপোলো৯০ › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না এস এম এস

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬

এস এম এসঃ

মেয়েঃ ২৬ তারিখ আসা কোনোভাবেই সম্ভব না, তুমি আগে এসে আমাকে চকলেট দিয়ে যাও, প্লীজ।



ছেলেঃ আপনি থাকেন কই?



মেয়েঃ মিরপুর :)



ছেলেঃ ইয়ে মানে, আপু, আমি তো আজকে ঢাকার বাইরে আছি !!!



মেয়েঃ শনিবার দিতে পারবা না?



ছেলেঃ শনিবার তো আমার অফিস থাকে



(জানা গেলো মেয়েটার ক্যাম্পাস আর ছেলেটার বাসা পাশাপাশি)



ছেলেঃ ওকে আপু, আমি শনিবার আপনার ক্যাম্পাসে গিয়ে চকলেট দিয়ে আসবো।



শনিবার ছেলেটি মেয়েটির সাথে দেখা করলো সেই সাথে চকলেটও দিলো।



এর পরে ফেইসবুকে কথা, প্রায় ৩০,৫০৮ টা কনভার্সেশন-



ছেলেঃ তোকে আমি অনেক পছন্দ করি কিন্তু তুই আমার ফ্যামিলির সাথে এডজাস্ট করতে পারবি না।



মেয়েঃ ব্যাপার না, আমাকে নিয়ে সিরিয়াস হবার কিছু নেই।

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

ছেলেঃ আমার জন্য মেয়ে দেখছে, কিন্তু আমি বিয়ে করতে চাই না।

মেয়েঃ কেনো? আজ না কাল হোক বিয়ে তো করতেই হবে।

ছেলেঃ আমি বিয়ে করলে তুই কষ্ট পাবি, তোকে কষ্ট দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না।

মেয়ে(কান্না চেপে) : আরে ধুর, কিছুই হবে না, আই উইল বি ওকে। বিয়েটা করে ফেলো। বাসার সবাই হ্যাপী হবে।

.

.

.

.

.

.

.

.

.

.

মেয়েঃ তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তুমি কি আমাকে সারাজীবন তোমার পাশে চাও? এমনকি পরকালেও? জাস্ট Y বা N বলো

ছেলেঃ Y

মেয়েঃ তুমি, তোমার ফ্যামিলি যেভাবে চাও আমি ঠিক সেভাবে নিজেকে গড়ে তুলবো, আই প্রমিজ।

.

..

.

.

.

.

.

.

.

.

.

২ দিন ধরে মেয়েটা ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কেউ ধরছে না। খুবই টেনশন, ছেলেটার কিছু হলো নাতো !!



মেয়েঃ কি ব্যাপার, কি হইছে তোমার?

ছেলেঃ আমি অসুস্থ ছিলাম।

মেয়েঃ প্লিজ তারাতারি সুস্থ হয়ে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি, সুস্থ হয়ে আমার কাছে আসো।

ছেলেঃ আজকে সন্ধায় আমার বিয়ে।

.

.

.

.

.

.

.

মেয়েঃ তুমি কি আমাকে এক্টুও মিস করো? আমি খুবই সরি এই প্রশ্নটা করার জন্য। আর কখনো করবো না। শেষবারের মত জাস্ট Y বা N দিয়ে জবাব দাও।

আর একটা কথা, আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করি যাতে তুমি ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো।



ছেলেঃ কিছু কিছু সময়, কিছু কিছু প্লেসে,কিছু কিছু কাজে তোর কথা মনে পড়ে।আমিও তোর জন্য অনেক দোয়া করি। স্মোকিং ছেড়ে দিয়েছি। নামাজ পড়াও শুরু করতেছি। আলহামদুলিল্লাহ আমি তোর দোয়ায় ভালোই আছি। তুই প্লীজ ভালো থাকার ট্রাই কর। তুই ভালো আছিস জানলে আমি অনেক খুশি হবো।



মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... ভাল থাকুক ওরা...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

এ্যাপোলো৯০ বলেছেন: হুম, ভালো থাকুক সবাই।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল পড়ে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

খেয়া ঘাট বলেছেন: লিখার সাথে ছবিটা দারুন মানিয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

এ্যাপোলো৯০ বলেছেন: জীবনের সাথেও ছবিটা দারুন মানায়।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :( :( :( :( :(


খেয়া ঘাট বলেছেন: লিখার সাথে ছবিটা দারুন মানিয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

এ্যাপোলো৯০ বলেছেন: মন খারাপের ইমো কেনো বর্ষণ??

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

বেকার মানুষ বলেছেন: আমার সাথে কাহিনীটা মিললো না..

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

এ্যাপোলো৯০ বলেছেন: মিলতেই হবে এমন তো কোনো কথা নেই।

ধন্যবাদ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

তবু ভালো থেকো ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

এ্যাপোলো৯০ বলেছেন: আমি ভালোই আছি ভাইয়া :)

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

শূন্য পথিক বলেছেন: ভালো লাগল।
আমি চাই কিছু কিছু নাম্বার থেকে এসএমএস যেন না আসে, কিন্তু অপারেটররা সকাল বিকাল এমন কী মধ্যরাতেও এসএমএস দিয়ে ইনবক্স ভরিয়ে দিচ্ছে! X( :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

এ্যাপোলো৯০ বলেছেন: সারাদিন একবার কি দুইবার ফোনে সাউন্ড হয়, যখন দেখি মোবাইল অপারেটরের টেক্সট খুব ই মেজাজ খারাপ হয় X( X( X( X( X(

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

রাধাচূড়া ফুল বলেছেন: আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে!


২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

এ্যাপোলো৯০ বলেছেন: বেঁকে যাবারই কথা ছিলো :)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

এহসান সাবির বলেছেন: আমার গল্প অন্য রকম.......!! কিছু নাম্বার থেকে আর আসবে না এস এম এস............ কারন ও নেই, ওরা নেই.. ওদের নাম্বার গুলি রয়ে গেছে.....!! আমি জানি ওরা পৃথিবীতে থাকলে অবশ্যই এস এম এস আসতো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

এ্যাপোলো৯০ বলেছেন: আমি খুবই দুঃখিত ভাইয়া :(

১০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

তবু ভালো থেকো । :)

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১১| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

ঘুমন্ত আমি বলেছেন: ভালোবাসা সম্পর্ক বেশীরভাগ সময় চাইলেও পরিনয় গড়ায় না !

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

এ্যাপোলো৯০ বলেছেন: জানা কথা !

ধন্যবাদ।

১২| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

রিমঝিম বর্ষা বলেছেন:

ছেলেরা বরাবরই এমন। জাস্ট পিত্তি জ্বলা।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

এ্যাপোলো৯০ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা।
ঠিক বলেছেন। পিত্তি জ্বলা :)

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: :(

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

এ্যাপোলো৯০ বলেছেন: মন খারাপ করো কেনো আপুনি ?

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬

অরুদ্ধ সকাল বলেছেন:
কিছু কিছু নাম্বার থেকে আসবেনা কোন....

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

এ্যাপোলো৯০ বলেছেন: .......................... :( :( :(

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

ড. জেকিল বলেছেন: অর্ধেক মিলছে ;) ;)

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

এ্যাপোলো৯০ বলেছেন: আপ্নি অর্ধেক আসছেন তাই অর্ধেক মিলেছে :P মি: হাইড কোথায়?

১৬| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

ড. জেকিল বলেছেন: এখন নাই, রাত্তের বেলা বেরুবে মিস্টার হাইড। :D উনি এখন "হাইড" করে আছেন।

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

এ্যাপোলো৯০ বলেছেন: মিঃ হাইডকে বইলেন উনাকে মিস করতেছি যাতে তারাতারি চলে আসেন।



অটঃ কোনো এক পিচ্চি কালে এই গল্প টা পড়েছিলাম, বইটা কি কোথাও কিনতে পাওয়া যাবে ?

১৭| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


কি লিখবো খুঁজে পাচ্ছি না! :( :(







((( অফ টপিকঃ তোমার জন্যে কিছু লিঙ্ক আছে আপুনি।নিচে দিচ্ছি।তোমার কাজে লাগবে...যত দূর জেনেছি :|


১। Click This Link


২। Click This Link




৩। Click This Link




৪। Click This Link


৫। http://www.ijprbs.com/issuedocs/2013/8/IJPRBS 375.pdf



লিঙ্কগুলো কে দিয়েছে কেন দিয়েছে, নিষেধ আছে বলতে :| :(


ভালো থেকো আপি !

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাঙ্কু আপি :)

কে দিয়েছে আর কেনো দিয়েছে সেটা আমি জানি। অনেক অনেক ধন্যবাদ :)

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

রাবেয়া রব্বানি বলেছেন: অতি সত্য। হা হা। ছেলেরা বাস্তবতা বুঝার আগেই মেয়েরা যদি বুঝতো তাহলে খুশি হই। রিফিউজ হওয়ার চেয়ে করা অনেক স্বস্তির

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

এ্যাপোলো৯০ বলেছেন: একদম ঠিক বলেছেন, কিন্তু বেশীরভাগ মেয়েরাই এটা বুঝে না :(

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নতুন পোস্ট কই????

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

এ্যাপোলো৯০ বলেছেন: কষ্ট লাগে লিখতে, আর লেখার মত কিছু খুজেও পাচ্ছি না :(

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

তাসজিদ বলেছেন: ভালবাসা জিনিস তাই খারাপ। খালি যন্ত্রণা দেয়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১

এ্যাপোলো৯০ বলেছেন: ঠিক বলেছেন, আবার না পেলেও খারাপ লাগে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.