![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো
কিছুদিন থেকে আমার কি যেনো হয়েছে, সবসময় মন খারাপ হয়ে থাকে ! কোনো কাজে মন বসে না ! বাসায় ভালো লাগে না, ক্যাম্পাসে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, উঠতে ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, ফেইসবুকেও ভালো লাগে না ! শুধু বই পড়তে একটু ভালো লাগে, কিন্তু বই কতক্ষন পড়া যায়। সেই ক্লাস থ্রী তে থাকতে সেই তিন গোয়েন্দার বই পড়তাম সে বই গুলো এখনো রিভিশন দেই। এই ১৮ বছরে কত হাজার বার এক বই রিভিশন দিয়েছি বলতেও পারবো না।
মাঝে মাঝেই একা থাকতে ইচ্ছে করে, কেনো আমি নিজেও বলতে পারবো না। মেজাজ খুব তিরিক্ষি হয়ে আছে ! সামান্য ব্যাপারেই অনেক বেশি রিএক্ট করে ফেলছি ! মনে হয় কিছুটা হীনমন্যতা ও কাজ করছে নিজের ভিতরে !!
-তোর কি হয়েছে রে ? জানতে চাইলো আফসু।
-কিছু না!
কোনো সমস্যায় পড়েছিস?
-নাহ !
-তুই এমন কেনো রে? কিচ্ছু শেয়ার করিস না।
-আমি এমনই শেয়ার করতে আমার ভাল্লাগে না। আমি পারি না।
- কি হয়েছে খুলে বল, প্রেম করছিস? নাকি ছ্যাকা খেয়েছিস?
- তোর মাথায় এইসব প্রেম আর ছ্যাকা ছাড়া কি আর কিছু ঘুরে না? এইসব ছাড়াও জীবনে অঅঅনেক কিছু আছে।
-ওকে, মেরি মা বুঝলাম এইরকম কিছু হয় নাই কিন্তু যাই হোক তুই আমার সাথে তো অন্তত শেয়ার করতে পারিস। আমি তোর ফ্রেন্ড না ??? আমার কাছেও লুকাবি????
কি বল্বো মেয়েটাকে ! আমি তো নিজেই জানিনা কেনো মন খারাপ। বারবার নিজেকে প্রশ্ন করছি কিন্তু উত্তর পাচ্ছি না। চারপাশে এত মানুষ, এত কোলাহল আড্ডা তবুও কি জানি নেই, কিছু একটা নেই। কি নেই ? সবই তো আছে আমার। অসম্ভব ভালো একটা ফ্যামিলি যারা সবাইকে আমাকে অসম্ভব ভালোবাসে। পড়াশুনাও যে খুব বেশি খারাপ করি তা নয়। পরিচিত অপরিচিত অনেক ওয়েল উইশার আছে, যাদের মাঝে অনেকেই অনেক ভালোবাসে কিন্তু আমি সেভাবে তাদের আউটপুট দিতে পারি না।
আব্বু সেদিনও আমাকে বলছিলেন যে আমি এমন কেনো? কেনো আমি কারো সাথে মিশি না, কথা বলি না, বাসায় কারো সাথে গল্প করি না। মনে মনে বলি, প্রশ্নটা আমারো ! আমি কেনো এমন হবো ?
অনেকদিন আগে কোথায় জানি একটা লেখা পেয়েছিলাম-
'আমার কেনো এত জ্বালা, এত দহন
আমি পথের মানুষ, একলা মানুষ
আমার কেনো কষ্ট হয়?"
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬
এ্যাপোলো৯০ বলেছেন: অসংখ্য,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সত্যি কথা বলতেই গুনে শেষ করতে পারবো না !
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮
বেকার সব ০০৭ বলেছেন: কি জানি নেই, কিছু একটা নেই। কি নেই? কোথাও
ভ্রমণ করে আসুন দেখবেন সব কিছু আগের মত আছে
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭
এ্যাপোলো৯০ বলেছেন: সময় কই?
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪
বেঈমান আমি. বলেছেন: কাউকে শেয়ার করার মানেই হয়না।সামনে হয়তো আফসোস করবে।বাট নো বডি গিভ এ শিট।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯
এ্যাপোলো৯০ বলেছেন: আই টোটালি এগ্রী উইদ ইউ ভাইয়া।
অটঃ মেলাদিন পরে তোমাকে দেখে যারপরনাই খুশি হইছি
৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। খালাম্মা আর খালুরে কও যে তোমার "কিচ্ছু ভালো লাগে না" রোগ হইছে। ডাক্তার হিসাবে ঘটক পাখি ভাইরে যেন খবর দেয়।
যাই হোক, নিজের অনুভূতিকে সুন্দর ভাবে লিখে প্রকাশ করেছ। আমি খেয়াল করেছি, গভীর "পিনিকে" থাকলে তুমি ভালো লিখ।
পিনিকের জয় হোক!!!!
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৭
এ্যাপোলো৯০ বলেছেন: খালাম্মারে কওয়া লাগবে না, সেই নিজেই লাফায় এখন। যারে পায় তারেই কয়, ইনফ্যাক্ট আমারে কইছে নিজেরটা খুজতে !!!
কানে কানে কই, তুমি কেম্নে জানলা আমি গভীর পিনিকে আছি !!!!!!!!!!!!!!!
পিনিকের জয় হোক
৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
সব কিছু স্বাভাবিক হয়ে উঠুক আপনার জীবনের সেই কামনা রইলো।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্য ধন্য
৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
মামুন রশিদ বলেছেন: 'আমার কেনো এত জ্বালা, এত দহন
আমি পথের মানুষ, একলা মানুষ
আমার কেনো কষ্ট হয়?"
পথের সাথী জুটে যাক, একলা কষ্ট কেটে যাক!
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
ধূর্ত উঁই বলেছেন: 'আমার কেনো এত জ্বালা, এত দহন
আমি পথের মানুষ, একলা মানুষ
আমার কেনো কষ্ট হয়?"
সত্যই তো । বিড়াল আপু
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ
৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
চিরতার রস বলেছেন: রহস্য !!!!
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
এ্যাপোলো৯০ বলেছেন: তোমার মাথা আমার মন্ডু
৯| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আহারে !
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
এ্যাপোলো৯০ বলেছেন: অই, সিম্প্যাথি দেখাইলা নাকি সোজা মাইর দিবো
১০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
তওসীফ সাদাত বলেছেন: বিয়া বিয়া বিয়া !!!
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
এ্যাপোলো৯০ বলেছেন: করুম করুম করুম !!!
১১| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আহা লে....... আমার আপুটার এই অবস্থা কেন!
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
এ্যাপোলো৯০ বলেছেন: তোরা আমার সামনে দিয়া লতুপুতু করস
কথা নাই
আমার কিছু হয়নাই রে, ভালো আছি
১২| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
মাহতাব সমুদ্র বলেছেন: তোকে নিয়ে জ্বালা
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এ্যাপোলো৯০ বলেছেন: কই জ্বালা, কিসের জ্বালা !! আমি তোমারে কি করছি !
১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার কেনো এত জ্বালা, এত দহন
আমি পথের মানুষ, একলা মানুষ
আমার কেনো কষ্ট হয়?
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০
এ্যাপোলো৯০ বলেছেন: কেমন আছো ভাইয়া ? মন খারাপের ইমো দাও ক্যান? এইটা এম্নেই একটা পোস্ট। আয়্যাম ফাইন
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০
বেঈমান আমি. বলেছেন:
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০
এ্যাপোলো৯০ বলেছেন:
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৭
বেঈমান আমি. বলেছেন:
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২
এ্যাপোলো৯০ বলেছেন: কি হইছে ভাইয়া ?
১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫
তাসজিদ বলেছেন: জীবনের সব কিছুর ব্যাখ্যা হয় না। অনেক প্রশ্ন আসে যার কোন উত্তর নেই। তার পরও জীবন চলে । জীবন চলে তার নিজস্ব গতিতে।
ভাল থাকবেন।
শুভ কামনায়
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
এ্যাপোলো৯০ বলেছেন: ভালোই আছি আলহামদুলিল্লাহ।
আপনিও ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪
টিনটিন` বলেছেন: আফসু’র সাথে আমি দ্বিমত।মেনে হয় ছ্যাকা খাননি, ছ্যাকা দিয়েছেন।