নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
প্রথমেই সামু কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমার হারানো ব্লগ ফেরত ও প্রথম পাতার সুযোগ দেওয়ার জন্য। সামু প্রেমী সকল ব্লগারদের প্রতি আমার শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা রইল। ভালোবাসার বন্ধনে অটুট থাকুক সামু'র সকল সদস্য। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
আমি খুব সামান্য মানুষ। লেখা লেখিতে আমি অভ্যস্ত নই। প্রায় মাস ছ'য়েক আগে আমি সামুতে এসেছিলাম পাঠক হয়ে। ব্লগে ঘুরতে পরতে সামুর প্রেমে পড়ে যাই। এখানে লেখকদের কবিতা, গল্প আর বিভিন্ন তথ্যমূলক লেখা আমাকে আকৃষ্ট করে। শুধু ঘুরতাম আর পড়তাম। একদিন ভাবলাম একটা একটা একাউন্ট আমার থাকলে আমিও অন্যান্যদের মতো আমার মন্তব্য রেখে যেতে পারবো। এই ভেবেই এই ব্লগটি নিজের নামেই শুরু করি। কিন্তু দুর্ভাগ্য আমার। আমি ব্লগে একাউন্টের ই-মেইল পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম। পরে আর ডুকতে পারিনি। করণ, ই-মেইল এর পাসওয়ার্ডও হারিয়ে গিয়েছিল।
আজ সেই ই-মেইল ও পাসওয়ার্ড খুঁজে পেয়ে ঢুকি ব্লগে। পাসওয়ার্ড চেঞ্জ করার মাধ্যমে আবার ফিরে পেলাম আমার ব্লগটি। সেজন্য আমি আজ খুব আনন্দিত। আরও উচ্ছসিত হয়েছি আমাকে নিরাপদ ব্লগার সিলেক্ট করে প্রথম পাতায় সরাসরি লেখা পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
সুযোগ তো পেয়েছি। লেখার মতো তো কিছু বুঝে উঠতে পারছিনা। আমার তো লেখা লেখির তেমন অভ্যাস নেই। কি লিখবো সেটাই ভাবতে ভাবতে মনে হলো আমার আনন্দটুকুই শেয়ার করি সবার সাথে। সবার সহযোগিতা আশা করছি। ভুলক্রটি ক্ষমা করবেন। আবারও সামু কর্তৃপক্ষ ও সকল সদস্যদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধাময় ভালোবাসা জানিয়ে রাখছি। ভালোবাসায় অটুট থাকুক সামু পরিবার।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার মন্তব্য পড়ে আমার আনন্দ আরও বেড়ে গেল। আপনার আন্তরিক মন্তব্যে আমি উৎসাহিত হয়েছি।
প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে। শুভকামনা রইল। ভালোবাসা জানবেন
২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
আবারও স্বাগতম।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন গ্রহণ করবেন।
আমার প্রিয় লেখকের আগমনে আমি অত্যন্ত আনন্দিত। আপনার লেখা আমি পড়েছি। আপনি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সবসময়। আমার ব্লগে এসে উৎসাহিত ও সাহস যোগানোর জন্য কৃতজ্ঞ রইলাম।
আন্তরিক শুভেচ্ছা জানবেন
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ওয়েলকামব্যাক, লিখতে থাকুন, আছি সাথে।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করবেন।
উৎসাহ সাহস দুটোই পেলাম ভাই।
আপনার আন্তরিক মন্তব্য আমার প্রেরণা হয়ে থাকবে।
শুভকামনা আপনার জন্য
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭
ফ্রিটক বলেছেন: উপরে পতাকা বাহি ছবিটা ভাল লাগল
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
ভাবলাম দেশপ্রেমী সামু ও ব্লগার ভাইদের দেশের পতাকা দিয়েই আমার আনন্দ যাত্রা শুরু করি। ছবিটা নেট থেকে সংগ্রহ করা ছিল।
মন্তব্যে এসে উৎসাহিত করায় কৃতজ্ঞ রইলাম।
শুভকামনা রইল
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্লগে স্বাগতম
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করছে।
প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা রইল।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা রইলো...
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন
আপনার মন্তব্যে আমি উৎসাহিত হয়েছি।
প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা রইল।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০
জীবন সাগর বলেছেন:
স্বাগতম ও শুভকামনা আপনাকে।
ভালো থাকুন, শুভ ব্লগিং
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার প্রতিও শুভকামনা রইল। আপনার দেওয়া ফুলগুলো প্রেরণা হয়ে থাকুক।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৩
জীবন সাগর বলেছেন: আপনার ভাগ্য ভালো সামু কর্তৃপক্ষের সুদৃষ্টি পেয়েছেন।
আমি অবহেলিতই রয়ে গেলাম।
আপনার আনন্দে আনন্দিত।
অভিনন্দন আপনাকে।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও হ ভাই, আপনার অবস্থা বুঝতে পারছি। চিন্তা করবেন না। প্রথম দিকে এরকম সবারই হয়। লেগে থাকুন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্।
দ্বিতীয় বার মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।
আপনাকেও অভিনন্দন। ভাল থাকবেন। শুভকামনা রইল।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
শুভ কামনা রইলো...
ব্লগে স্বাগতম।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে ভাই।
প্রেরণা হয়ে থাকুন সবসময়।
ভালোবাসা জানবেন। শুভকামনা রইল।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মিলাদ দেন আর খরচপাতী করেন।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন ভাই।
হ ভাই, দেখি মিলাদের মিষ্টি পাঠাইতে পারি কিনা।
আপনার আন্তরিকতায় কৃতজ্ঞ ভাই। উৎসাহিত হইলাম।
সত্যিই ব্লগটা ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত।
ভালোবাসা জানবেন। প্রেরণা হয়ে থাকুন।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
শাহাদাৎ হোসাইন ভাইয়ের জন্য, মিলাদের মিষ্টি মনে করে আপাদত খান।
পরে দেখি আর কি খরচ পাতি করতে পারি।
আপনার আন্তরিকতা আমাকে উৎসাহিত করছে ভাই।
শুভকামনা রইল
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাইয়ের মনে হয় রসগোল্লা পছন্দ না। তাই লাইক জুটলো না রসগোল্লার কপালে।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
ধন্যবাদ,
আপনার জন্য শুভ কামনা রইল।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।
প্রেরণা হয়ে থাকবেন আমার।
শুভকামনা সবসময়
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: আপনার আনন্দ উচ্ছ্বাস যেন ঘরে বসেই দেখতে পাচ্ছি।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার আনন্দ উচ্ছাস আপনার ঘর পর্যন্ত পৌঁছাতে পেরে আনন্দ আরও দিগুণ বেড়ে গেল।
অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন। আপনার মন্তব্য আমার ব্লগে থাকতে উৎসাহ প্রেরণা দিবে।
শ্রদ্ধা ও ভালোবাসা রইল। শুভকামনা সবসময়।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
মনিরা সুলতানা বলেছেন: শুভ ব্লগিং
আপনার ব্লগ জীবন আনন্দময় হোক !!!
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার এই আন্তরিকতা আমার প্রেরণা হয়ে থাকবে।
শুভকামনা সবসময়।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: শুভ ব্লগিং , কামনা করি ব্লগ জীবন সুখময় হোক ।
প্রচ্ছদ ছবি ও লিখা সুন্দর হয়েছে ।
ফুলেল শুভেচ্ছা রইল
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকবে।
ফুলের মতো বিশুদ্ধ ভালোবাসা আপনার জন্য।
শুভকামনা সবসময়
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম।। ডায়রীর মত করেই মনে যা আসে তাই শেয়ার রবেন।।
২০ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন জানবেন
আপনার এই মন্তব্য আমার প্রেরণা হয়ে থাকবে
শুভকামনা সবসময়
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৪
একজন সত্যিকার হিমু বলেছেন: আমি সামুতে একদম নতুন ।
পাঁচদিন হলো এখানে পা পড়েছে ।
আমি গত ৩ বছর ধরে ফেসবুকে লেখালেখি করেছি প্রচুর ।
সামু সম্পর্কে আমি প্রথম জেনেছিলাম ক্লাস সিক্সে থেকে ।সেই থেকে সামুতে লেখার ইচ্ছা ।
সেই ইচ্ছা ও সামুর প্রতি প্রেমের টানে ফেসবুক ছেড়ে সামুতে ঠাঁই গেড়েছি ।
কিন্তু কিছু ব্যাপারে মনটা খারাপ হয়ে গেছে ।
সামুর প্রথম পাতায় লেখার সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের ।
আমাকে ৩ দিনের পর্যবেক্ষনের কথা বলে আজ ৫ দিন হয়ে গেছে কিন্তু ৩ দিনের পর্যবেক্ষনের লেখা এখনো সরছেনা ।
বলে দিলেই তো হয় যে আমি প্রথম পাতায় লেখার যোগ্য না ।
শুধু শুধু এরকম বোকার মতো অপেক্ষা করতাম না ।
এই ব্যাপারটা খুব খারাপ লাগলো ।
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও হ ভাই। আপনার মনের কষ্টটা আমি বুঝতেছি। এটা আসলে সবার বেলাতেই সমস্যাটা হচ্ছে। আর এটা সত্যি বিরক্তিকর। তিন দিনের অপেক্ষা যখন মাসে গড়ায় তখন আর যেন ধৈর্য থাকতে চায় না। লিখতে থাকুন ভাই মন খুলে। এই সমস্যা থাকবেনা, কেটে যাবে।
আপনি প্রথম পাতায় যাওয়ার সুযোগ পান এই প্রত্যাশা রইল।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল। শুভ সকাল
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: Welcome
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার মন্তব্যে আমি উৎসাহিত হইলাম।
প্রেরণা হয়ে থাকুন। শুভকামনা রইল
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩
সুমন কর বলেছেন: আবার শুরু করুন। শুভেচ্ছা।
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার আগমন আমাকরে প্রেরণা দিবে।
শুভকামনা রইল
২০| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
শায়মা বলেছেন: ও এইটা তুমি!!!!!!!!!!!!!!!!!!!!
অনেক অনেক ভালোবাসা তোমাকেও ভাইয়া পিচ্চু!!!!!!!!!!!!
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চিনতে পারায় কৃতজ্ঞতা রইল আপু।
আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা সবসময়।
২১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫
শায়মা বলেছেন: হা হা
আমি তো এমনি এমনিই চিনি!!!!!!!!!!
আমি না চিনলে কেমনে হবে!!!!!!!!
তবে অনেকেই চিনেনা আমাকে মানে ভুলভাল চিনে!!!!!!!!
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, আমিও চিনি আপনাকে একজন সুলেখক হিসেবে।
আপনার লেখা পোষ্টগুলো সবই গুরুত্বপূর্ণ তথ্যজ্ঞান নির্ভর।
আমি আপনাকে ভুল চিনি না। ভালই চিনি। আপনি সামুর পরিচিত লেখকদের একজন।
আপনাদের লেখা পড়েই সামুর প্রেমে পড়ে ছিলাম। তাইতো ফেসবুক ছেড়ে সামুতে পড়ে থাকি।
আন্তরিক শুভেচ্ছা আপু+++++
২২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
গেম চেঞ্জার বলেছেন: নিক ফেরত পেয়েও অনেকে আসে না।
পুনরায় এসেছেন দেখে দারুণ লাগছে!!!
শুভকামনা!
২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
সত্যিই আমার কাছে নিক ফেরত পাওয়াটা আনন্দের।
আপনার জন্য আন্তরিকতা থাকলো ভাইয়া।
২৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
প্রামানিক বলেছেন: ফেরত আসার জন্য ধন্যবাদ জানাই।
২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন দাদা।
আপনার মন্তব্য পেয়ে উৎসাহিত হইলাম।
ভালোবাসা জানবেন। শুভকামনা রইল।
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখে যান অবিরাম, সাথে রইলাম।
২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন লিটন ভাই।
আপনার মন্তব্যে মুগ্ধ ও উৎসাহিত আমি।
প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা রইল।
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯
নীলপরি বলেছেন: আরে লিখতে তো আমিও জানি না । শুধু নিজের ভাবনা -চিন্তা সবার সাথে শেয়ার করার চেষ্টা করি ।
আপনি খুব সুন্দর করে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন । ভালো লাগলো ।
শুভকামনা রইলো ।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ আর সাহস পেলাম।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আপনার জন্যও রইল শুভকামনা। ভালোবাসা সবসময়
২৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১
কামরুন নাহার বীথি বলেছেন:
আপনি বলেছেন আপনি আপনার লেখালেখির অভ্যেস নেই।
আর আমি লিখতেই পারি না। আসুন হাত মিলাই
অনেক ধন্যবাদ, এই ব্লগে স্বাগত জানাই।
ভাল থাকুন, সুন্দর হোক আপনার পথচলা।
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার আন্তরিকতা আমার সাহস বাড়িয়ে দিল। উৎসাহিত হলাম।
প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে। রইল কৃতজ্ঞতা।
হ্যা, হাত মিলিয়ে নিলাম। শুভকামনা সবসময়।
২৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮
বিলিয়ার রহমান বলেছেন: ব্লগে স্বাগতম!
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন ভাই।
আপনার শুভেচ্ছা আমার প্রেরণা হয়ে থাকবে। উৎসাহিত করলেন ভাই।
শুভকামনা জানবেন।
২৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অভিনন্দন! শুভ কামনা রইলো
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনার উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকবে।
শুভকামনা রইল।
২৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
অগ্নি সারথি বলেছেন: শুভ কামনা।
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকুন।
শুভকামনা সবসময়।
৩০| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! সবার অভিনন্দন দেয়াতো শেষ!
আমিতে ব্যাক বেঞ্চার হয়ে গেলাম হা হা হা
ওয়েলকাম ব্যাক
+++
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সমস্যা নেই ভাই। অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
আপনাদের সবার আন্তরিকতায় আমি খুব উচ্ছসিত ও আনন্দিত।
সামু পরিবারে এভাবেই ভালোবাসা অটুট থাকুক এই প্রত্যাশা।
আপনার আগমন আমার প্রেরণা হয়ে থাকবে।
শুভকামনা জানবেন।
৩১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১০
মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন। অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
আপনার মন্তব্যে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি।
প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা রইল।
৩২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১
শামীম সরদার নিশু বলেছেন: ভাল লাগল খুব।
ভালোবাসায় অটুট থাকুক সামু পরিবার।
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, সেটাই কামনা করেছি।
অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫
নতুন নকিব বলেছেন:
নয়ন, ইউ আর এক্সাক্টলি আ পারফেক্ট জটিল জিনিষ!
তা- সেই মক্তবের খবর কি?
বানান-টানান আরেকটু দেখে-দুখে, লেখার সৌন্দর্য, গাঁথুনি এবং মানের প্রতি আরেকটু দায়িত্বশীল হলে ক্ষতিটা কোথায়?
ভাল থাকবেন।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নকীব ভাই, আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে ব্লগে।
মক্তবের খবর এখন আর নেওয়া হয়না ভাই। অনেক দূরে।
ভাই, জটিল বলতে কি বুঝাইলেন, বুঝলাম না। আমিও জটিল হা হা হা ....
মন্তব্যের নিচের লাইনটা আমার স্মরণে থাকবে, কৃতজ্ঞতা রইল মন্তব্যে। আসলে লেখা লেখির অভ্যস্ত নই আমি। বানান বা গল্পের ধরণ থাঁথুনি সম্পর্কিত ধারণা নাই ভাবতে পারেন। ধীরে ধীরে শিখে যাবো। আশায় আছি ব্লগে।
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯
শামীম সরদার নিশু বলেছেন: আপনার জন্যও অসংখ্য ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারও আসায় কৃতজ্ঞ রইলাম ভাই।
৩৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩
নতুন নকিব বলেছেন:
এক দিন পার না হতেই ভুলে গেলে হবে!
গতকালইতো আপনি হেসেছিলেন- "হা হা হা (১৬)
আমাদের আগের মক্তবই ভালো ছিল। এখন আধুনিক হুজুরেরা মক্তবে যায় না। বেতন কম যে!"
আর আজই কি না বলছেন- "মক্তবের খবর এখন আর নেওয়া হয়না ভাই। অনেক দূরে।"
খুলে বলুনতো, মক্তব বলতে কী বুঝাতে চেয়েছিলেন এই পোস্টে?
আর জটিল বলেছি কেন, বুঝেন নি? আপনার সুন্দর একটা স্টাইল দেখলাম গতকাল। আপনি উইদিন ব্রাকেট কমেন্ট নাম্বার বসিয়ে দিয়েছেন। ভাল লেগেছে।
লেখার প্রতি যত্ন নিন। প্রচুর পড়ুন। কোন ব্যাপার না। সফলতা আসবেই।
ভাল থাকুন।
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চাঁদগাজী ভাইয়ের পোষ্টে লিখেছিলাম, 'হা হা হা (১৬)'
নকীব মনে হয় মাইন্ড করছেন, কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।
আসলে শুধু হাসিটা এসেছিল, আপনার 'জারজ' বলে গালী দেওয়ার ধরণ দেখে। আর মক্তবের কথাটা লিখেছিলাম, আমরা আধুনিক হতে হতে এত্ত আধুনিক হয়ে গেছি যে, এখন আর কোথাও আলোচনা হয় না, হয় সমালোচনা। আর এই সমালোচনা এমন ভাষায় হয় যা আগের মক্তবে লেখা পড়াও ভালো ছিল বলে মনে হয়।
আপনি বলতে বললেন তাই বললাম। কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
শুভকামনা রইল আপনার জন্য।
৩৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫
নতুন নকিব বলেছেন:
মাই ডিয়ার স্মল কিড,
কক্ষনো না। মোটেই মাইন্ড করিনি, প্রিয় ভ্রাতা! আসলে আমি দু:খিত, ওখানে আমার কমেন্টটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি বরং মজা পেয়েছি, আপনার চৌকষ ইঙ্গিতে।
আসলে গাজী ভাইর সেই পোস্টে আমি যখন কমেন্ট করি মনের ভিতর তখন উঁকি দিচ্ছিল নাস্তানাবুদ ভিয়েতনামের কান্নারত মলিন চেহারা, সারি সারি লাশের মিছিলে রক্তাক্ত ইরাক-আফগান-লিবিয়ার ক্ষতবিক্ষত ধ্বংসস্তুপের ছিন্নভিন্ন মানচিত্র, তুষের আগুনের মত ধিকি ধিকি জ্বলছিল পারমানবিক বোমার আঘাতে বিধ্বস্ত হিরোশিমা-নাগাসাকি, প্রায় শত বছর ধরে সুকৌশলে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত অভিশপ্ত জাতি ইয়াহুদিদের দিয়ে ধীরলয়ে আস্ত একটি স্বাধীন দেশ ফিলিস্তিনকে গিলে খাওয়ার যাতনাময় দৃশ্য, এবং হালের জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গা জাতির পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার জন্য পর্যাপ্ত নিরবতা পালনসহ বিশ্বময় জিইয়ে রাখা এরকমের হাজারও সমস্যার মূলে কার, কাদের কালো হাত সদা সক্রিয়?
পৃথিবীজুড়ে এগুলো যারা করেন, করান তাদের দল আছে। সেই দলের লিডারও আছেন। চিন্তা করে দেখুনতো এই লিডারকে চিনতে পারেন কি না।
ভাল থাকবেন নিরন্তর।
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল ভাই আপনার মন্তব্যে। ভালো লাগা জানবেন।
আমিও আমেরিকাকে ভালোবাসি না তাদের সন্ত্রাসী মনোভাব আর বিশ্বময় নৈরাজ্য সৃষ্টি করে রাখার পিছনের লিডার ভেবেই।
আমাদের দেশের জন্ম থেকেই তারা বিরোধিতা করে আসছে। তাদের ঘৃণার এটাও একটা কারণ।
আপনার মন্তব্যে আবারও কৃতজ্ঞতা রইল।
আপনিও ভালো থাকুন। শুভকামনা নিরন্তর।
৩৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯
নতুন নকিব বলেছেন:
সামু'র প্রতি ভালোবাসা থাকুক চির-আম্লান
আপনার এই পোস্টের শিরোনাম। শিরোনামের শেষের শব্দটি (আম্লান নয় অম্লান) কষ্ট করে ঠিক করে দিলে কৃতজ্ঞতা থাকবে।
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা না জানিয়ে পারছিনা। আপনার আন্তরিকতা আমাকে মুগ্ধ করলো ভাই। আমি এখনই ঠিক করে নিচ্ছি।
সামুর এমন ভালোবাসা চির অম্লান থাকুক।
শুভকামনা সবসময়।
৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০
নতুন নকিব বলেছেন:
ভেরি গুড। ইনস্ট্যান্ট এ্যাকশন!
বানানটা ঠিক করে দেয়াতে ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা আপনার প্রতি।
আশাকরি এরকমই আন্তরিকভাবে পাশে পাবো সবসময়।
ভালো থাকবেন। শুভকামনা রইল।
৩৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১১
অতঃপর হৃদয় বলেছেন: সামু সামনে এগিয়ে যাক।
১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই, অবশ্যই সামু সামনের দিকে এগিয়ে যাবেই।
একমাত্র ভ্রাতৃত্ব বোধ সৌজন্যতাই পারে আমাদের অহংকার সামহোয়্যারইনব্লগ'কে আরও জনপ্রিয় করে তুলতে।
ভাই, সামু পেয়ে আমার জীবন দ্বিতীয় আরেকটা দ্বারা পেয়েছে। আমি সামুকে ভুলতে চাই না কখনওই।
শুভকামনা জানবেন সবসময়।
অনেক কৃতজ্ঞতা রইল এতো দূরের পোষ্টে এসে উৎসাহিত করার জন্য।
ভালোবাসা জানবেন ভাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার আনন্দ আমাদের সাথে শেয়ার করে ভালোই করেছেন। কথায় বলে, কষ্টের ভাগ দিলে কষ্ট কমে যায়, আর আনন্দের ভাগ দিলে আনন্দ বেড়ে যায়।
আপনার মনে যা আসে তাই লিখতে থাকুন। একদিন নিশ্চয় আপনার লেখা অনেকের কাছে প্রিয় হয়ে উঠবে।
ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন।