নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
গরীব বলেই করলে হেলা
দিলে গালি তুলিয়া জাত!
এই'কি তোমার হলো শিক্ষা
দুর্বল বলেই করলে আঘাত!!
অর্থ বিত্ত ধর্মে ডুবা
অন্তরে বিষ নীতির প্রলাপ।
তোমার মতো মানুষ যারা
তারাই বাঁধায় ঘাত প্রতিঘাত।।
জাতিভেদ আর বৈষম্যতা
মানবতা'র বড়ই অভাব।
ভালোবাসা'র দ্বার দ্বারো না
মিষ্টি কথায় ভুলানো স্বভাব।।
ধর্ম মানো বুঝ না খোদা
সবার মাঝেই করেন বিরাজ।
সবাই সমান মানুষ যারা
দেখেন সবার পাপ অনুতাপ।।
কিসের বড়াই করছো তোমরা
দেখাও কেন পশুর স্বভাব!
আমরা মানুষ একই স্রষ্টা
তবুও কেন ব্যক্তির প্রভাব!!
আয়রে সবাই তরুণ যুবা
পাপ নাশিয়া গড়বো সমাজ।
ভেদ বৈষম্যের দেয়াল টুটিয়া
মানবতা'র করবো জয় আজ।।
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল। ভালো লাগায় উৎসাহিত হলাম।
প্রেরণা হয়ে থাকুন। শুভকামনা সবসময়।
২| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: দারুণ মানবতার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য হল আমার চিন্তাগুলো। উৎসাহিত হলাম ভাই।
প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা আপনার জন্য।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও ভাই! অনেক শরবত খাইছি, তরমুজের শরবত এই প্রথম। প্রাণটা জুড়িয়ে গেল ভাই।
আপনার আন্তরিকতায় কৃতজ্ঞ রইলাম। ভালোবাসা জানবেন।
শুভকামনা সবসময়।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের রাজনীতি দরিদ্র তৈরির কারখানা খুলেছে।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ঠিকই বলেছেন। মাত্র অল্প কিছু মানুষই কলাগাছের মতো ফুলতে আছে।
মন্তব্যে পেয়ে উৎসাহিত হয়েছি।
শুভকামনা সবমসময়
৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১
জীবন সাগর বলেছেন: ভালো লাগলো কবিতা। সুন্দর লিখেছেন।
মানবতার জয় হোক।
শুভকামনা রইল।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম।
প্রেরণা হয়ে থাকুন। শুভকামনা সবসময়
৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫
জীবন সাগর বলেছেন:
মানবতার জয় হোক। নির্মল হাসিতে ভরে উঠুক বাংলার মাঠঘাট।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার সাথে একমত রইল।
মানবতার জয় হোক।
শুভকামনা রইল।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
বিলিয়ার রহমান বলেছেন: কবিতার থিমটা সুন্দর ছিল!
কবিতা ভাল হয়েছে!
আশা রাখছি আরো ভাল লিখবেন!
অল দ্য বেস্ট!
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এতগুলো ভালো লাগা পেয়ে উৎসাহিত ও প্রীত হয়েছি ভাই।
আপনার প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকবে।
আপনার জন্যও শুভকামনা রইল ভাই।
৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++
লেখার থিম টা খুব ভালো ছিলো, শুভ কামনা রইলো,
লিখে যান
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
প্রেরণা হয়ে থাকুন আগামীর পথে।
শুভকামনা জানবেন।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১
অতৃপ্তচোখ বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলা আমার নয়, আমি বাংলার।
সবার প্রতি কৃতজ্ঞতা রইল।
১০| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
সুমন কর বলেছেন: শেষে ভালো লাগল।
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞ ভাই। ভালো লাগায় উৎসাহিত ও অনুপ্রাণিত হইলাম।
প্রেরণা হয়ে থাকুন। শুভকামনা রইল।
১১| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৯
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর লিখেছেন।
১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম আপনার মন্তব্যে।
শুভেচ্ছা রইল ভাই, ভালোবাসা সবসময়
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
একজন সত্যিকার হিমু বলেছেন: বাহ ভাল লাগলো ।
গরীবদের নিয়ে কবিতা তেমন চোখে পড়েনা ।লেখার জন্য ধন্যবাদ ।