নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
নদী-ঘাটে ভর দুপুরে কলসি কাঁখে,
জল আনিতে যাও কন্যা সখির সনে।
হাস্য-উজ্জল মুখটি যেনো ঝর্ণা ঝরে,
মিষ্টি মধুর কথায় যেনো মুক্তা পড়ে ;
মৌন-নদে বইছে পানি কল কলিয়ে।
অঙ্গ ভরা যৌবন যেন-দোলে বাতাসে,
প্রেমো হাওয়া লাগলো বুঝি এ-বসন্তে;
বিস্ময়েতে উদাস দেখা, দুচোখ মোহে।
প্রিয় মুখ দেখে আমার হৃদয় নাচে,
বন্ধু ছাড়া কাঙ্ক্ষিত এই সুখ-বসন্তে;
হিজল ডালে কোকিল ডাকে দূর-বনে,
বিরহে দাহ প্রহর গুলো, মন ফাগুনে।
হৃদয় পোড়া কভু কি আর থামে জলে,
লগ্ন বুঝি মন ভাসাতে প্রেমের বানে।
(ছবি নেট সার্চে পাওয়া)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দিচ্ছি ভাই। লেখাটার বিষয়ে মন্তব্য আশা করছিলাম।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
পলাশমিঞা বলেছেন: ছবিটা কিন্তু আপত্তিকর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এডিট করেছিলাম। তবুও আবার চেঞ্জ করছি। দেখি পারি কিনা।
লেখাটা সম্পর্কে কিছু পরামর্শ বা উপদেশ দিয়ে গেলে তৃপ্তি পাবো।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬
অতঃপর হৃদয় বলেছেন: পলাশমিঞা বলেছেন: ছবিটা কিন্তু আপত্তিকর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, চেঞ্জ করে দিয়েছি।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
এগুলো কি কবিতা? বই মেলায়, শুনলাম কবিতার বই বিক্রয় হচ্ছে না তেমন!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, কবিতা না, কবিতার মতো লিখতে চেয়েছি, হয়নি।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬
পলাশমিঞা বলেছেন: আমি কিন্তু নগ্ন পড়েছিলাম
ছবি দেখে কবিতা পড়ার সাহস হয়নি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সার্চ দিয়ে দুটো ছবিই পেয়েছিলাম কলসি সহ। একটা এখন দিছি আর আগেরটা। এটা একটু গোলা দেখতে তাই ওটাকে এডিট করে দিয়েছিলাম। ভাবছিলাম চলবো। কিন্তু আপনাদের মন্তব্যেই বোঝতে পারি চলবো না। এবার চেঞ্জ করতে পেরেছি।
দুঃখিত ভাই। সাময়িক কষ্ট দিয়ে ফেললাম। ক্ষমা করবেন।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০
পলাশমিঞা বলেছেন: কবিতায় সব আছে। আরো ভালো হবে।
আপনাকে আরও কয়েকবার এই কবিতা পড়তে হবে। পড়া হলে এই মন্তব্যে দেবেন। আবার পড়ে দেখব ধরা পড়ে কি না।
ছবির জন্য আন্তরিক ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছি ভাই অনেক বার, এডিটও করেছি। আর পারছিনা সাজাতে।
নদী-তীরে ভর দুপুরে কলসি কাঁখে,
জল আনিতে যাও কন্যা সখির সনে।
হাস্য-উজ্জল মুখটি যেনো ঝর্ণা ঝরে,
মিষ্টি মধুর কথায় যেনো মুক্তা পড়ে ;
মৌন-নদে বইছে পানি কল-কলিয়ে।
অঙ্গ ভরা যৌবন যেন বাতাসে দোলে,
প্রেমো হাওয়া লাগলো বুঝি এ-বসন্তে;
বিস্ময়েতে! উদাস দেখা, দুচোখ মোহে।
হিজল ডালে কোকিল ডাকে দূর-বনে;
প্রিয় মুখ, দেখে আমার হৃদয় নাচে ;
বন্ধু ছাড়া কাঙ্ক্ষিত এই- সুখ-বসন্তে,
বিরহে দাহ-প্রহর গুলো, মন ফাগুনে।
হৃদয় পোড়া, কভু কি আর-থামে জলে,
লগ্ন বুঝি, মন ভাসাতে-প্রেমের বানে।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৬
পলাশমিঞা বলেছেন: বিরহে দাহ-প্রহর গুলো, মন ফাগুনে।
উপরের লাইন ঠিক করুন।
আমি দেখি মুনশিয়ানা করে কী করতে পারি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উপরের লাইন বলতে ঠিক বুঝতে পারছি না কি করবো। প্লিজ ভাই।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৭
পলাশমিঞা বলেছেন: নদী-তীরে ভর দুপুরে কলসি কাঁখে,
এবং
বিরহে দাহ-প্রহর গুলো, মন ফাগুনে < এই লাইনে কী বুঝাতে চেয়েছেন?
১ লাইনে কী করছে তা বিশ্লেষিত হয়নি,
২ নং লাইনে মারাত্মক প্যাঁচ লাগিয়ে রাখছেন। আমি খুলতে পারছি না
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নদী-তীরে ভর দুপুরে কলসি কাঁখে
এই লাইনে বোঝাতে চেয়েছি- নদীর ঘাটে দুপুরবেলা কলসি কাঁখে করে সখিদের সাথে জল আনতে গেছে। বা রোজ যায়।
বিরহে দাহ-প্রহর গুলো, মন ফাগুনে ' বলতে বোঝাতে চেয়েছি- প্রতিদিন দেখি, ভালো লাগে, কিছু বলতে পারিনা কিন্তু বলতে চাই, না বলতে পারায় আমার সময় গুলো কষ্টে যাচ্ছে, মনে প্রেম আছে তার জন্য ভালোবাসা আছে কিন্তু আমি তাকে আমার মনের প্রেম বা ভালোবাসার কথা জানাতে পারছি না।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪০
পলাশমিঞা বলেছেন: ভাই গো মুছার জন্য বলেছিলাম, আপনিতো কপাল খড়ম মারলেন।
উপরের মন্তব্য মুছে ফেলুন।
আজ আমি চা লাইন লিখেছি। একটু কষ্ট করে পড়বেন। অনেক সমস্যা সমাধান হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই আপনার চা খেয়ে আসবো এখন।
অনেক এডিট করেছি, আপাদত এরকমই থাকুক।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪২
পলাশমিঞা বলেছেন: সাত দুগুণে ১৪ হয়
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, সাত দগুণে ১৪ হয়। আমি আসলে দুই ছয় চার দুই রাখতে চেয়েছিলাম। আমি একটা কবিতা এরকম দেখেছিলাম। তাই ভেবেছিলাম সেরকম সাজাতে।। বোঝাতে পারিনি। যাক হয়নি তো আর কি করা।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৫
অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম কবিতায়
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত।
ভালো থাকুন, শুভকামনা।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫১
তোমার জন্য মিনতি বলেছেন: ভালো চেষ্টা করেছেন।
শুভকামনা রইল আপনার জন্য।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা পেলাম ভাই।
ভালোবাসা জানবেন।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৩
পলাশমিঞা বলেছেন: হয়েছিল তো, বিশেষ খেয়াল রাখতে হবে, যাহাতে এক লাইনের সাথে আরেক লাইন মিলে, এত পাঠক খুশি হয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, চেষ্টা থাকবে। আপনার আন্তরিকতায় কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সবসময়।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা ভাল লেগেছে।
ভাবকে টেনে নিয়েছেন। পরিণতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাহসী করলেন ভাই। অনেক কষ্ট করে মিলিয়েও যখন মিলাইতে পারছিলাম না, তখন মনটাই খারাপ হয়ে গেছিলো। চেষ্টা থাকবে আমার আরও ভালো করার। আপনাদের উৎসাহ প্রেরণা হয়ে থাকবে আমার।
শুভকামনা জানবেন সবসময়।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫২
নাগরিক কবি বলেছেন: আমিও প্রথমে নগ্ন মনে করেছিলাম। পরে দেখি লগ্ন। ভাল লাগছে। আরো ভাল লিখবেন আশা করি। প্রথম ছবিটা আমি মিস করছি। দেখার ইচ্ছে জাগছে। আলোচিত ছবি মনে হচ্ছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, আলোচিত ছবিই। চিত্রশিল্পীর আর্ট করাই ছিল, তবে সচ্ছতা ছিল, নদীর জলে ভিজলে যা হয় আরকি। মন্তব্যের ঘরে দিবো, দেখে নিবেন।
ভালো লাগা জেনে প্রেরণা পেলাম। শুভকামনা জানবেন সবসময়।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
শূন্যনীড় বলেছেন: ভাল লাগলো, ভাবের উদয় হোক মনে নতুন সাজে সেজে উঠুক পৃথিবী। শুভকামনা আপনার জন্য
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, ভাবের দেশেই ছিলাম মনে হচ্ছে। কিন্তু ঠিকঠাক ভাবিত হতে পারিনি।
নতুন আসায় অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।
শুভকামনা সবসময়।
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবিটা বদলিয়ে খুব ভাল করেছেন। তবে কবিতা ভাল হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা ভালো হয়েছে জেনে উৎসাহিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন।
আমি নিরাশ হয়েছিলাম। আপার মন্তব্যে সাহসী হলাম।
ভালোবাসা জানবেন সবসময়।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: বাহ বেশ লিখেছেন..........
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা পেলাম মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা
নদী-ঘাটে ভর দুপুরে কলসি কাঁখে,
জল আনিতে যাও কন্যা সখির সনে।
কবিতার প্রথম চরণ দুটি স্মৃতিকে নিয়ে যায় অনেক পিছনে
গ্রামের স্কুলের বিচিত্রানুষ্ঠানে ঢাকা হতে এসেছিলেন শিল্পী
খুরশিদ আলম ও মাহমুদুন নবী । কে গানটি গেয়েছিলেন
নামটি মনে নেই তবে গানের কলিগুলি মনে আছে
কলসি কাখে ঘাটে যায় কোন রূপসি
ও সে চলতে পথে বারে বারে পিছন ফিরে চায় ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার স্মৃতিকে মনে করিয়ে দিতে পেরেছি এটাই বুঝি আমার সফলতা।
সময় নষ্ট করে এত বড় মন্তব্য আর সুন্দর একটা গান স্মরণ করিয়ে দিয়েছেন বলে কৃতজ্ঞতা জানবেন। আপনার মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে ,উৎসাহিত করে মনোযোগী করে সামুতে ,আগ্রহ পাই কবিতার মতো করে লেখতে।
ভালোবাসা জানবেন হে সুপ্রিয় লেখক ,কবি। আপনার আন্তরিক মন্তব্যে ধন্য আমি।
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারও আসায় কৃতজ্ঞতা জানবেন।
আপনার আন্তরিকতা আমাকে উৎসাহিত করবে সবসময়।
শুভকামনা রইল ভাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০
সুমন কর বলেছেন: ছবিটি পরিবর্তন করে দিন......