নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| তুমি ছাড়া ||

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩


সকাল দুপুর সন্ধ্যা রাতে শূন্যে ভাবনায়,
বাজে মন বীণ হৃদয়ে রঙিন মধু জোছনা।
রাগে অনুরাগে কত স্মৃতি জাগে-দুঃখ ধায়,
পথের পথিক নিঃস্ব যেনো পাখি নীড় হারা।

বিজলি আলো তব বাসি ভালো, দূর তারায়
দেখি ওই মুখ মনে জাগে সুখ- দিশেহারা।
আসবে বলে দিয়েছিলে কথা কেন'যে হায়,
বিরহ বিষে প্রাণ বুঝি যাবে তা'কি বোঝনা।

ভালোবাসা ছাড়া যেনো কিছু নাই এ'ধরায়,
সুখ-স্বর্গে ভাসি কি'বা থাকুক যতো শূন্যতা।
থেকো ছন্দে মন মাঝে, নাই দ্বন্দ্বে কভু হায়।
ও-মুখের হাসি বড় ভালোবাসি, পাই পূর্ণতা।

মুগ্ধ চোখে মন বাসনাতে সুখে-র আশা-য়,
ভালোবেসে হায় প্রাণ বুঝি যায় বুকে ব্যথা।
নয়ন ভরে নিশিত গল্পে তোমার ছোঁয়ায়,
বল, সুখে থাকা আর হলো কই-তুমি ছাড়া!

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

নাগরিক কবি বলেছেন: সাবধান। লেখা চোর গুগোল এ দিচ্ছে সার্চ।
তবে লেখায় প্রাণ আছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা টুকু আমার প্রেরণা হয়ে থাবে ভাই।

চোরদের ডরাইয়া আর কি করবো ভাই !!!!

আন্তরিক মন্তব্যে উৎসাহিত হলাম।
ভালোবাসা হয়ে থাকুন সবসময়। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

আসলে কি ভালো হয়েছে মোটামুটি ,নাকি সৌজন্যতা দেখালেন ভাই ? ভালো লাগলেই সার্থকতা।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় ++++

পড়ে ভালো লেগেছে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে ভাই। উৎসাহটুকুই আমাকে অনুপ্রাণিত করবে সবসময়। আপনারাই আমার প্রেরণার উৎস।

ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল মানুষের অন্তরে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এতা সুন্দর কবিতা চুরি হওয়ার সম্ভবনা আছে ....... B-)
চোরেরা মিটিং.........

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভয় ধরাই দিলেন ভাই .... !!!

কন কি ,চোরেরাও মিটিং করে !!!!
আল্লায় কই নিয়া দাঁড় করাইল ভাই ! চোরদেরও মিটিং দেখতে হল তাও ব্যানার সমেত !!!

ভাই হাসির সাথে বিস্মিত হয়েছি !!!!!

কবিতা সুন্দর বলে প্রশংসিত হওয়ায় আনন্দিত।
আন্তরিকতায় ভালোবাসা জানবেন ভাই।

ছবিটা কেমনে জোগাড় করলেন ভাই !!! দারুণ খবর এটা।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

শূন্যনীড় বলেছেন: আমি জানিনা আপনার প্রতিটি কবিতা আমাকে এত মুগ্ধ করে কেন!!


অসাধারণ ভাই। বেঁচে থাকুক আপনার ষোলো ষোলো।
ভালোবাসা জানবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সার্থকতা ভাই , তৃপ্ত হলাম আপনার মন্তব্যে।
প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।


ষোলো ষোলো বলায় বুঝলাম ,মনোযোগ সহকারেই পড়েছেন। কৃতজ্ঞতা রইল ভাই আন্তরিকতায়।
বেঁচে থাকুক ভালোবাসা সবসময়।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

পলাশমিঞা বলেছেন: চার অন্তরার গান লিখেছেন নাকি?

। ।। এক দাঁড়ি দুই দাঁড়ি আগে ব্যবহৃত হত।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না ভাই ,গান না , এক দারি দুই দারি আসলে না বুঝেই লাইনের ভাষ্য অনুযায়ী দিতে চেষ্টা করেছি। জানিনা পেরেছি কিনা।

আমি এক দারি দুই দারি সম্পর্কে কিছু জানিই না।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭

শূন্যনীড় বলেছেন: আপনার কবিতা পড়লে মনোযোগ এসে যায়, ছন্দগুলোই অক্ষর গুনতে আগ্রহী করে


সত্যিই খুব সুন্দর লিখেছেন। আমার কাছে ভালো লেগেছে। দেখেন আরও বিজ্ঞ বড় ভাইয়েরা আছেন, তাদের মতামত শুনেই বুঝতে পারবেন। আমি তো নতুন।

ভালোবাসা জানবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা ভাই ,পুরাই মুগ্ধতা।


হ্যা ভাই ,ব্লগের অনেক বড়ভাই আছেন যাদের কাছ থেকে খুব সুন্দর পরামর্শ পাওয়া যায়। বড় আন্তরিক সবাই সামুতে। আমার আগ্রহের সিংহভাগ পেয়েছি বড়ভাইদের আন্তরিকতায়।

আপনার মন্তব্য অমাকে মুগ্ধ করেছে ভাই। মনোযোগী হয়ে পড়েছেন জেনে কৃতজ্ঞতা জানবেন।
ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল মানুষের অন্তরে।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭

পলাশমিঞা বলেছেন: আসিবে < আসবে দিতে হবে। নইলে এক ই সব নাশ করবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এক্ষণই দিচ্ছি ভাই।
এর জন্যই আমি আপনাদের আগমণের আশায় অধীর আগ্রহে থাকি প্রতিটি পোষ্ট করার পর।

কৃতজ্ঞতা রইল ভাই।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

পলাশমিঞা বলেছেন: ভালোবাসার জয় হোক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার জয় হোক নিরন্তর।


ভালোবাসা আর আন্তরিক শ্রদ্ধা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

শূন্যনীড় বলেছেন: রিপ্লে তে ভালো পরামর্শ দিয়েছেন। মনে রাখবো সব সময়


ভালোবাসা জানবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনিও ভালোবাসা জানবেন সবসময়।

ব্লগে আন্তরিক থাকুন সবার সাথে ,দেখবেন সবার উৎসাহ আপনাকে মুগ্ধ করবে সবসময়। এখানে সবাই খুব আন্তরিক। এটাই সবচেয়ে বড়বিষয় ভালো লাগার।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

তোমার জন্য মিনতি বলেছেন: ভালোবাসা রইল কবিতায়
সুন্দর লিখেছেন ++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা পাইলাম ,কৃতজ্ঞ রইলাম।

প্লাস দশটি আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলিতে।
ভালোবাসার জয় হোক সবসময়।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B সুন্দর কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।


ভালোবাসা জেগে থাকুক ,ভালোবাসার জয় হোক।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম কবি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য করলেন প্রিয় বাবু ভাই। উৎসাহটুকু আমাকে অনুপ্রাণিত করবে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

আপনার ভালো লাগা আমাকে আরও সাহসী ও প্রত্যয়ী করবে আগামী দিনগুলি তে।
ভালোবাসা বেঁচে থাকুক নিরন্তর।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

পলাশমিঞা বলেছেন: একমাত্র সম্মানিরা সম্মান করতে জানে। আপনি নিশ্চয় সম্মানি এবং সম্ভ্রান্ত।
আপনার মঙ্গল হকো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন যেনো আমার প্রতি আপনার মতো মনোভাব সবার মাঝেই তৈরি নিতে পারি। সবাইকে ভালোবেসে যেতে পারি। সবাইকে সম্মানের চোখেই দেখতে পারি। আমি এতেই তৃপ্তি পাই।

আমি ভাই সম্ভ্রান্ত কিনা জানিনা , সম্ভ্রান্ত তো বড় লোকরা হয়। আমি গরীব মধ্যবিত্ত পরিবারের সন্তান। গরিবিকে আমি অহংকার মনে করি। কারণ, এই গরিবি আমাকে অনেক কিছুর সাথে পরিচয় করিয়েছে। অনেক মানুষের মনতে শিখতে শিখিয়েছে।

সম্মান নিজে কামনা করলে অপরকে সম্মানিত করতেই হবে। আমি চাই না আমাকে কেউ কটু কথা বলুক। ভুল যদি করে থাকি ক্ষমা চাওয়ার মাঝে কোন লজ্জা দেখিনা। নিজের ভুলটুকু অস্বীকার করার মতো হীনব্যক্তি আমি নই। ভুল স্বীকারের মাঝে কোনো ভুল খুঁজি না।

আপনার সাথে যতো কথা বলছি ততোই মুগ্ধ হচ্ছি। বলতে ইচ্ছে হচ্ছে আপনার মতো করে
"দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে..."

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

পলাশমিঞা বলেছেন: ভাই একটা পোস্ট দিয়েছি। আমি হয়তো আর ব্লগে লগিন করব না।

ভুল হলে ক্ষমা করবেন। :)

দোয়া কাম্য। সবার মঙ্গল হোক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেখেছি ভাই ,হতাশ হয়েছি।

এমন কথা বললে তো আমাকেই প্রথম ক্ষমা চাইতে হয়। আপনারা গুণীজন , আপনাদের সাথে আমি অনেক মন্তব্যই করেছি। জানিনা কোন মন্তব্যে কষ্ট দিয়ে ফেলেছি কিনা মনের অজান্তেই। আমাকে ক্ষমা করবেন যদি কোনো অনাকাঙ্ক্ষিত কষ্ট দিয়ে থাকি।

আর আমার কথা হচ্ছে ,দুএকজন দুষ্ট লোকের জন্য ব্লগ ছাড়বেন, বা ছাড়তে হবে এটা মানতে পারছিনা। তবে যদি উল্টা পাল্টা কিছু দেখি তো আমিও ছাড়বো। ফেসবুক আছে ,গুগলি আছে , ব্লগস্পট অাছে ,টুইটারেও বড় একটা একাউন্ট আছে। সবচেয়ে বড়কথা আমার নিজের ব্যক্তিগত একটা ওয়েবসাইট আছে। প্রয়োজনে নিজের সাইটেই লিখে রাখবো আমার কথাগুলো।

আমাকেও ক্ষমা করবেন যদি হারিয়ে যাই।
আমার ব্যক্তিগত ওয়েবসাইট http://www.shapnaneer.con এ পাবেন ইনশাল্লাহ্।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৬

পলাশমিঞা বলেছেন: দেখা হবে ইথারে। :)

সবার মন সুন্দর হোক। :)
মঙ্গল হোক সবার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই , ছোট ভাইটের জন্য একটু দোআ কইরে যাইয়েন ,যেন আল্লায় সকল প্রকার জামেলা থাইকে মুক্ত রাখেন।

আল্লাহ ভরসা

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৪

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া। আপনি তো ভালোই ছন্দ মিলিয়ে লিখতে পারেন। আমার ধৈর্য্য নেই। একটা মাত্র কবিতা পুরো ছন্দ মিলিয়ে লিখেছিলাম।

শুভ কামনা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের এমন আন্তরিক মন্তব্য আমাকে লেখতে অনুপ্রাণিত করে আপু। আমি উৎসাহিত হই আপনাদের সুন্দর মন ভোলানো মন্তব্যে। দোআ করবেন আপু যেনো আরও সুন্দর ছন্দময় গোছালো কবিতা সামুতে প্রকাশ করতে পারি। আমার চেষ্টা থাকবে, আপনি প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

কৃতজ্ঞতা জানবেন আপু। শুভকামনা আপনার জন্যও রইল অন্তর থেকে। আপনি কিন্তু খুব সুন্দর করে লিখেন। খুব ভালো লাগে আমার। যে কয়েটি পড়েছি মুগ্ধ হয়েছি। আরও ভালো করেন প্রত্যাশা।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৬

অতৃপ্তনয়ন বলেছেন: ছোট ছোট ছন্দে মিলিয়ে প্রতিটি লাইন অক্ষর মিল রেখে ষোলো লাইনের কবিতা লেখা চাট্টি খানি কথা অনেকেই ভাবতে পারে, আমি ভাবিনি। নিশ্চয় প্রচুর সময় গিয়েছে অক্ষর মিল রেখে শব্দ গুলো লাইনে সাজাইতে।

আপনার চেষ্টা আমার কাছে সফল মনে হচ্ছে। ভালো পরিবর্তন আপনার। আপনাকে যেনো আমরা না হারাই। থাকুন আমাদের মাঝে সবসময় ভালোবাসা হয়ে।
শুভকামনা জানবেন ভাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা জানাই মন্তব্যে। প্রেরণা ভাই আপনাদের এমন আন্তরিক মন্তব্য থেকেই পাই।

সময় যায় অনেক, কোনকোন কবিতায় সারাদিন, কোনটায় কয়েক ঘন্টা। অনেকসময় অক্ষর সংখ্যা সমান রেখে ভাবতে হয় অনেক নতুন লাইন সংযোজনায়। হয়ে যায়। আপনাদের এমন আন্তরিক ভালোবাসা পেলে সবসময় হবে ভাই। প্রেরণা হয়ে থাকুন সবসময়।
ভালোবাসার জয় হোক বিশ্বময়।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৬

অতৃপ্তনয়ন বলেছেন: রিপ্লে দেখে মুগ্ধ হয়ে ফিরলাম। ভালোবাসা থাকবে সবসময় আপনার জন্য। আপনি লিখতে থাকুন প্রতিদিন একটা করে।
শুভকামনা সবসময় আপনার জন্য।
বেঁচে থাকুক ভালোবাসা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেঁচে থাকুক ভালোবাসা প্রতিটি মানুষের অন্তরে।
আপনার আন্তরিকতা আমাকে মুগ্ধতায় ভাসিয়ে দিচ্ছে ভাই। প্রেরণা হয়ে থাকুন। আমার চেষ্টা থাকবে যথেষ্ট।
কৃতজ্ঞতা জানবেন ভাই। শুভকামনা সবসময়।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৩

শূন্যনীড় বলেছেন: ভাই এইটা চুরি হয় নাই এখনো ?
চুর মনে হয় ঘুমাইছে.... :>

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনে হয়। চোরেরা ঘুমিয়েই থাকুক অনন্তকাল, যেন ঘুম না ভাঙে।

শুভ সকাল।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক্কেবারে মান উত্তীর্ণ কবিতা। বিখ্যাত হইয়া গেলে আবার আমাগো ভুইলেন না, প্রিয় কবি জনাব নাঈম জাহাঙ্গীর নয়ন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উম্মে সায়মা আপুর মতো আপনিও বিখ্যাত বানিয়ে দিলেন চৌধুরী ভাই !!! তৃপ্তিকর মনে হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়ে। আপনাদের আন্তরিকতা অামার প্রেরণার উৎস। আপনাদের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে সবসময়। সেই প্রেরণার উৎস ভুলে যাবো আমি ততোটাই বেঈমান!!!!

হৃদয়ে সামুপ্রেম আর সামুব্লগারদের ভালোবাসা সমুজ্জ্বল থাকবে আমার আগামীর পথের পাথেয় হয়ে।

কৃতজ্ঞতা সমেত ভালোবাসা আর শ্রদ্ধা গ্রহণ করবেন চৌধুরী ভাই। দোআ চাই।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা অসাধারণ হয়েছে তাতে কোন সন্দেহ নাই ।
কবিতার কিছু কথা হৃদয়ে গেথে যায় যথা
ভালোবাসা ছাড়া যেনো কিছু নাই এ'ধরায়,
সুখ-স্বর্গে ভাসি কি'বা থাকুক যতো শূন্যতা।
থেকো ছন্দে মন মাঝে, নাই দ্বন্দ্বে কভু হায়।
ও-মুখের হাসি বড় ভালোবাসি, পাই পূর্ণতা।


একটু ছোট পরামর্শ দিতে চাই যদি নেন তা সহজ
মনে, পাঠকের মন্তব্য দেয়ার কালে নীজ কবিতাটির
বিষয়ে কিছু বিষয়ের উপর কায়দা করে একটু ভাব
সম্প্রসারণ করে দিলে তা পাঠকের জন্য কবিতাটির
জন্য জানার পরিধি কিছুটা বেড়ে যেতে পারে ।

এরকম বিষয় আগেও ছিল, কবিগুরু নীজের
কবিতার বিষয়ে নীজেই চুলচেরা বিশ্লেষন করে
জানাতেন পাঠকেরে কবিতা ও ছন্দের উপরে
পৃথক প্রবন্ধ আকারে , কারণ সে সময়ে
প্রিন্ট মিডিয়াতে বর্তমানের মত এরকম
পাঠক ফিড ব্যকের সুযোগ ছিলনা
একেবারেই । ভুল কিছু বলা
হয়ে থাকলে এ মন্তব্যের
কথা এড়িয়ে যাবেন
নীজ মহাত্বতার
মহান গুণে।
শুভেচ্ছা
রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই লাইক দিয়েছি ভাই মন্তব্যে। আপনার মন্তব্য অমাকে আরও বেশি প্রত্যয়ী করে তুলবে।

শ্রদ্ধা ও ভালোবাসা থেকে বলছি, আমাকে সবসময় উপদেশ দিবেন, বড় ভাইয়েরা ছোট ভাইদের পরামর্শ না আদেশ দেন, আমাকেও দিবেন।
আমাকে কেউ উপদেশ দিলে আমার শ্রদ্ধা বেড়ে যায় তার উপর। আমি জানি, আদেশ উপদেশ ছোটদের জন্য সবসময় আশীর্বাদ সরূপ। আমি তাই মনে করি।

কবিতা বিশ্লেষণ বলতে কাউকে তেমন কিছু শোনার মতো আগ্রহী দেখিনা তাই আমিও আগ বাড়িয়ে বিশ্লেষণ সরূপ কিছু বলি না। পাছে আবার নিজের ঢোল নিজে পিটানো মনে করে বসে কেউ।
তাছাড়া, আমার কবিতাগুলি তেমন গুরুত্বপূর্ণও মনে করতে পারিনা। বড় ভাইদের মতামত পেয়ে বুঝতে পারি যে মোটামুটি হয়েছে তাই হয়তো উৎসাহ সরূপ মন্তব্যে প্রশংসা করেছেন। আমিও আনন্দিত ও অনুপ্রাণিত হই, সাহসী হই নতুন লিখতে, এটুকুই।

এই কবিতার নামকরণ করেছি 'তুমি ছাড়া'
আমি বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষটিকে ছাড়া আমার মনে কত ধরণের চিন্তা ভাবনা কাজ করে। বিরহ ব্যথা আমাকে কতট পোড়ায়, কোন কিছুতেই যেনো সুখ খুঁজে পাই, অথচ তার ভাবনাতেই সুখী হয়ে উঠতে পারি। ভালোবাসে মানুষ সুখী হতে চায়, আমিও চাই। কিন্তু বিরহের আগুনে আমাকে সবসময় পড়তে হচ্ছে, তাহলে আমার সুখ হইল কই ভালোবেসে। আমার সকল সুখই যে সে।

বিশ্লেষণ করতে গেলে রচনা লেখতে হবে ভাই। তাছাড়া ঠিকঠাক হয়তো পারবোও না। আমি যতটুকু ভাবনা থেকে লিখেছি সেটুকু হয়তো বলতে পারবো। কিন্তু লাইন বাই লাইন বিশ্লেষণ করতে তো অনেক লেখা হয়ে যাবে। কারণ, আমার প্রতি লাইন বা প্রতি দুই লাইনে অনেক কথা লুকিয়ে থাকে, এর পুরোপুরিভাবে বিশ্লেষণ করলে একেকটা লাইন একেকটা প্যারা হয়ে যাবে।

আপনার আন্তরিকতায় আমার সাহস বাড়লো ভাই। আবারও বলছি, কোনোপ্রকার ভুল বা পরামর্শ সোজা উপদেশ বা আদেশ হিসেবে দিয়ে যাবেন। আমি শ্রদ্ধা আর ভালোবাসার সাথে তা মানতে চেষ্টা করবো।
সবসময় ভালোবাসা জানবেন ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নাগরিক কবি বলেছেন: সৌজন্যতা দেখাই নি। ভাল হয়েছে সত্যি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই। আসলে সবাই উৎসাহিত করতেই ভালোবাসে, তাই নিজের ভুল গুলো বুঝে ওঠতে পারিনা। তাই বলেছিলাম। মনে কষ্ট নিবেন না ভাই। আমার ভালো লাগে যখন আমার ভুলটুকু কেউ দেখিয়ে দেয়। তাতে আমার জানা হয়, শিখতে পারি।

ভালোবাসা জানবেন সবসময়। আপনার জন্যও শুভকামনা।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার প্রিয় আপুকে পেয়ে ধন্য হলো লেখা। আপু, আপনাদের মতো শ্রদ্ধাভাজন ব্লগারদের মতামত সবসময় আমাকে উৎসাহিত করে, সাহসী করে তুলে, মনের সংকোচনীয় ভাবটা দূর হয়ে প্রেরণা খুঁজে পাই।

ভালো লাগাটুকুই আমাকে উৎসাহিত করবে আপু।
শুভকামনা আপনার জন্য সবসময়।
আপনার বইগুলো ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে।

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: নাঈম সাহেব কিছু মনে করবেন না , আপনার শুভাকাঙ্ক্ষি এবং একজন বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে বলছি


কবিতা হওয়া উচিৎ এমন, যেখানে থাকবে শব্দালংকার,অর্থালংকার এবং ছন্দের সাবলীল অনুরণন। আপনার কবিতায় এগুলোর অভাব বোধ করছি। আশা রাখছি বিষয়গুলো স্মরণে রেখে( বিশেষত অর্থালংকার) ভবিষ্যতে আরো ভালো ভালো কবিতা উপহার দিবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই শ্রদ্ধা জানবেন। আমাকে সোজাসুজি নাম ধরেই ডাকবেন, আমি তাতেই আন্তরিকতা খুঁজে পাই। প্রথম আসায় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।

আমার কিছু মনে করার প্রশ্নই উঠে না স্যার। আমি গুরুজনদের পরামর্শ শ্রদ্ধার সাথে আদেশ বা উপদেশ হিসেবেই মনে করি, চেষ্টা করি উপদেশ মেনে চলতে।

আসলে আমার কবিতা লেখার শুরু এই ব্লগে এসেই। এখানে সবার আন্তরিক উৎসাহ প্রেরণা পেয়ে উৎসাহিত হয়েই লেখি। আমি আমার লেখা গুলি কবিতা বলতে ভয়ই পাই। কারণ,আমি জানি আমি কবিতা সম্পর্কিত বেশি জ্ঞানী নই। মনের ভাবনা গুলো কবিতার মতো করে লেখি। তবে আগ্রহ আছে শিখার। আপনাদের কাছ থেকেই শিখবো এভাবেই। আসলে চেষ্টা করি তবুও পেরে ওঠি না ঠিকঠাক। দোআ করবেন। যেন আরও ভালো লেখতে পারি। আপনার পরামর্শ আমি উপদেশ হিসেবে রাখবো সামনের দিন গুলিতে।

শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন। মাঝেমধ্যে এভাবে উপদেশ দিয়ে যাবেন। আমি তাতে শিখবো প্রেরণা পাবো।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার ভাইয়ের কমেন্ট টা ভালো লাগছে।

তুমি ছাড়াও সুখী থাকা যায়। কাব্য ভালো লাগলো

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শাহরিয়ার ভাই সবসময় হাসিখুশি থাকতেই পছন্দ করেন। তাই সবসময় ভালো/সুখে থাকার পরামর্শ দেন। তার মন্তব্য আমিও একমত ভাই, 'তুমি ছাড়াও ভালো থাকা যায়'

কাব্য ভালো লাগায় উৎসাহিত হয়েছি ভাই। আপনার মন্তব্যে প্রেরণ পাইলাম ভাই। প্রেরণা হয়েই থাকুন সবসময়।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সবসময়।

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

মাঝিবাড়ি বলেছেন: কবিতা ভাল লেগেছে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগায় কৃতজ্ঞতা রইল ভাই। উৎসাহিত হয়েছি।

প্রেরণা হয়ে থাকুন। শুভকামনা সবসময়।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২০

ডঃ এম এ আলী বলেছেন: আরে ভা্‌ই এত বড় বিশ্লেষন কেহ না চাইলে আসলেই দরকার নেই । প্রসঙ্গক্রমে যা আসে সেখানে বলে দিবেন কোথায় কেন ও কিভাবে হয়েছে তা বলা । যাহোক ভাল লাগল ভাবনার বিষযগুলি জে্নে । জানি কবিতার এক লাইনের ভাব সম্প্রসারণ করতে গেলে হয়ে যাবে পুস্তক একখানা । রবিন্দ্রনাথের জল পড়ে পাতা নরে নিয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক ড: শফিউদ্দীন সিদ্দকী বৃত্তাবদ্ধ বরিন্দ্রনাথ নামে লিখেছেন আস্ত পুস্তক একটা ।

শুভেচ্ছা রইল

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, বলবো, শুরুও করে দিয়েছি। আপনার উপদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই কিছু কিছু মূল বিষয়বস্তু বলতে শিখছি। সবসময় ছোট ভাইটাকে এরকম উপদেশ দিবেন ভাই। আমি আন্তিকতার সাথে গ্রহণ করে শিখবো কিছু।

আপনাকে শুভেচ্ছা সাথে শ্রদ্ধা ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.