নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
সেই জন্ম থেকেই চলছে জ্বলতে থাকা,
এখনও হলো না শেষ এই দুঃসহ দহন;
পোড়া মন নিয়ে আরও কত হবে চলা,
খোদা জানেন আমারও হয় ইচ্ছে ভীষণ।
মুক্তি চাই, সমাপ্ত হোক নিদারুণ যন্ত্রণা,
ঘুচে যাক সীমাবদ্ধতা মুক্ত হোক বচন;
সেখানেই লুকায়িত সকল ভালো লাগা,
আমার সুখ মন-ভাবের বিশ্লেষিত কথন।
মানুষ বিদ্বেষানলে ধ্বংসিত যে মানবতা,
বিবেকহীনতার উল্লাসে বিবেকের ক্রন্দন;
অসত্যের বেড়াজালে আটকানো সত্যতা,
সভ্যতার দমবন্ধ যেন স্তম্ভিত হৃদস্পন্দন।
ঊর্ধ গগনে তুলে হাত বলতে চাই- স্রস্টা,
আকাশ রূপেই রাখতে করলে সৃষ্টি যখন;
বুঝাতে পারতাম ভেদাভেদহীন উদারতা,
বৈষম্যবিহীন সমাজ কেমনে করবে গঠন।
আজন্ম জ্বলতে থাকা সূর্য করতে যদিবা,
দেখাতে পারতাম ভালোবাসা হয় কেমন;
আমার এই জ্বলন দহন পেতো সার্থকতা,
মানুষে মানুষে রাখতো আত্ম-সেতু বন্ধন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চেষ্টা করি ভাই, তবুও টাইপে ঠিকঠাক পেরে ওঠছি না।
দোআ করবেন ভাই। যেন টাইপেআরও ভালো করতে পারি।
আপনার মন্তব্য সবসময় আমাকে কিছুনা কিছু শিখিয়ে যায়। প্রেরণা হয়ে থাকবেন ভাই। শুভকামনা সবসময়।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
নাগরিক কবি বলেছেন: মুক্তি চাই, সমাপ্ত হোক নিদারুণ যন্ত্রণা, - সত্যি মুক্তি চাই। কবিতার কবিকে প্রশংসা করে ছোট করবো না। শুধু বলব - লিখে যান। আমি আরো পড়তে চাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই। প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।
হ্যা ভাই, লিখে যাবো আপনাদের প্রেরণা কাম্য সবসময়
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
উদ্দেশ্যহীন, সাধারণ আক্ষেপের পদ্য
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কয়েকটি উদ্দেশ্য ছিল, হয়তো বোঝাতে পারিনি ঠিকমতো। প্রথমত ছিল কথা বলার স্বাধীনতা। দ্বিতীয় ছিল মানুষের হিংসা বিদ্বেষ দূর হোক, সত্যের জয় হোক মানুষের মাঝে মানবতা বেঁচে থাকুক, গড়ে ওঠুক আন্তরিক সম্পর্ক গড়ে ওঠুক তবেই আমার সার্থকতা, এমনটাই হওয়া উচিৎ ছিল।
দোআ করবেন যেন পরবর্তীতে আরেকটু ভালো করতে পারি।
শুভকামনা জানবেন সবসময়
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
বিলিয়ার রহমান বলেছেন: মোটামুটি!
পরেরটার জন্য শুভ কামনা!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উপস্থিতি আমাকে সবসময় সাহসী করে ভাই।
আজও সাহসী করে গেলেন। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোআ করবেন ভাই, যেন আরও ভালো করতে পারি।
শুভকামনা জানবেন সবসময়।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪০
অতৃপ্তচোখ বলেছেন: আসলেই কি কবিতায় কোন উদ্দেশ্য বোঝা যায় না!!!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার তো মনে হয় উদ্দেশ্য ছিল। তবুও কেন যে বোঝাতে পারলাম না!!!
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
একটু টাইপিং সচেতন হতে হবে যে কবি !
ভালো লেগেছে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চেষ্টা করি ভাই, তবুও কেমন যেন হয়ে ওঠেনা। দোআ করবেন ভাই।
আপনার উপস্থিতি আমাকে সাহসী করে গেল ভাই।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮
অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লাগা রইল কবি
সুন্দর হইছে +++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই।
প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে।
শুভকামনা জানবেন।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই দোয়া করি, আপনি ভালো মানের লেখক হোন।
আর আপনার চেষ্টা আপনাকে এগিয়ে নিয়ে যাবে বহু দূর ।
ভালো থাকুন সবসময়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই। দ্বিতীয় বার এসে এমন সুন্দর দোআ আমাকে সবসময় অনুপ্রাণিত করেবে।
ভালোবাসা হয়ে থাকবেন সবসময়। শুভকামনা জানবেন
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রইল কবি +++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হইলাম ভাই।
ভালোবাসা হয়ে থাকুক প্লাসগুলো।
শুভকামনা জানবেন সবসময়
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯
নয়ন বিন বাহার বলেছেন: হ্যাঁ কিছু একটা যেন বুঝার আকুতি অনুভব করলাম। ভাল লাগা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই। আপনার মন্তব্য আমাকে সাহসী করে গেল। আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলিতে।
আপনাকে প্রথম পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা সবসময়
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ ভালো লাগলো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা নয় শুধু আমি ভালোবাসা পাইলাম।
প্রিয় কবির আগমন আমাকে সবসময় প্রেরণা দিয়ে যায়, আমি অনুপ্রাণিত হই।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগল নয়ন ভাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হয়েছি ভাই, আনন্দিত করে গেলেন।
আসলে ভাই, আজ সন্ধ্যায় এক জায়গায় গিয়েছিলাম। সেখানে নেটওয়ার্ক ছিল খুব অল্প, আবার চার্জও শেষ হয়ে গিয়েছিল প্রায়। তাই মাঝে এসে প্রতিউত্তর কোনরকম লিখেই আবার বেরিয়ে পড়তে হয়েছে। এইতো কিছুক্ষণ আগেই আসছি, হাতমুখ ধুয়ে এখন খুলছি।তাই দেরি হয়ে গেল।
আজ সকালে একবার আড্ডায় গিয়েছিলাম। কিন্তু পরে আর যাওয়া হয়নি। আপনাকে পেয়ে ভালোই হলো, জানাতে পারলাম।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৭
উম্মে সায়মা বলেছেন: চারিদিকে কেবল হতাশা আর আক্ষেপ। এ হতাশার মৃত্যু হোক।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, এই হতাশা সমষ্টিগত। আমিও চাই এই হতাশা দূর হোক, মানুষে সকল আক্ষেপ দূর হোক। মানুষ স্বাধীন মুক্ত কথা বলতে পারুক, সবার মনে মানবতা জেগে ওঠুক, ভালোবাসায় গড়ে ওঠুক মানুষে মানুষে আত্ম-সেতু বন্ধন।
কিছু কষ্ট সবার মনেই থাকে আপু, আমারও আছে। তবে আমি কখনো হতাশায় থাকিনা। আপনাদের দোআয় হাসিখুশি প্রাণবন্ত থাকি সবসময়।
অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। শুভকামনা সবসময়। দূর হোক সকল হতাশা।
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৮
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর কবিতা
দিন কয়েক ছোট একটা পোষ্টের লিখায়
ব্যস্ত থাকায় এদিকে আসা হয়ে উঠেনি ।
সেই জন্ম থেকেই চলছে জ্বলতে থাকা,
এখনও হলো না শেষ এই দুঃসহ দহন;
পোড়া মন নিয়ে আরও কত হবে চলা,
খোদা জানেন আমারও হয় ইচ্ছে বিষণ।
একটি দেখে নিয়েন ঠিক আছে কিনা ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সমস্যা নাই ভাই, এইতো মনে করেছেন, এই মনে করাই আমার অনেক পাওয়া হয়ে এসেছে। প্রেরণা হয়ে থাকেন আমর সাথে সবসময়।
বিষণ < বলতে আমি ভাই 'খুব' খুব বেশি' বা অনেক এমন কিছু বোঝাতে চেয়েছি।
আপনার প্রতিটি পোষ্ট অনেক চেষ্টা সাধনা হয়ে থাকে সবসময় আমি জানি। আমার ভালো লাগে।
দেখে আসবো ভাই, গতরাত একটু ব্যস্ত ছিলাম তাই যাওয়া হয়নি।
ভালোবাসা আর শুভকামনা সবসময় থাকে ভাই আপনার জন্য, থাকবেই।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: 'বিষণ' মনে হয় 'ভীষণ' হবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর। কৃতজ্ঞতা ধরিয়ে দেওয়ার জন্য।
আমি আসলে বোঝতে পারিনি আলী ভাই অবশ্য বলেছিল।
ঠিক করে নিচ্ছি এখনই।
শুভকামনা জানবেন সবসময়।
১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০০
আরণ্যক রাখাল বলেছেন: অনেক সুন্দর।
আপনি অনেক কঠিন শব্দ ইউজ করেন। হয়তো অন্তঃমিলের প্রয়োজনে। তবে এটা ছেড়ে দেয়া উচিৎ বলে মনে করি। এখন দুনিয়া সরল হচ্ছে, ভাষাও হচ্ছে সোজা। এমন সময়ে কবিতাকেও হতে হবে সময়োপযোগী
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা পাওয়া আমার কাছে স্বীকৃতি সরূপ। এর চেয়ে সফলতা আমার আর হতে পারেনা। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
অন্তঃ মিলের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে কিছু কঠিন শব্দ হয়ে যায়, আবার লাইনের মিল রাখতেও হয় এমনটা। আমি ভাই সহজ সরল কথায় লিখতাম, কিন্তু কেন যেন এখন হয়ে যাচ্ছে।
দোআ রাখবেন ভাই আমার জন্য।
শুভকামনা জানবেন।
১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল কবি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই। অনেক বড় মন্তব্য করে গেছেন। দোআ করবেন যেন আপনার এই আশীর্বদের মর্যাদা রাখতে পারি।
আপনার জন্যও শুভকামনা সবসময়
১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাষাটা সহজ হলে অারো সুন্দর হতো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চেষ্টা করবো ভাই। আমি তো সবসময় সহজ সরলই লিখতাম, কিন্তু এখন দু একটা কেমন যেন একটু কঠিন শব্দের প্রয়োগ হয়ে যাচ্ছে।
দোআ রাখবেন ভাই আমার জন্য।
ভালোবাসা সবসময়।
১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
তারেক ফাহিম বলেছেন: কবিতাটি পড়েতো দহনের মাত্র বৃদ্ধি পেল, কী করা যায় বলুতনতো, ভাই, তবে কবিতাটি বেশ ভাল লাগল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সভ্যতার শুরু থেকেই আজও সভ্যতা জ্বলছে, মানুষের বিদ্বেষী মনের কারণে জ্বলছে সমাজ মানবতা। মানুষের উদারতা হারিয়ে যাচ্ছে অবিশ্বাসের কাছে, অসত্যের জয়োধ্বনিতে সত্য জ্বলছে। তো আপনার একটু জ্বললে আর সমস্যা কোথায় !!!
কবিতা ভালো লাগায় উৎসাহিত, প্রেরণা হয়ে থাকবেন ভাই। শুভকামনা সবসময়।
২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । সাথের পিকটাও খুব ভালো হয়েছে ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালো লাগা জেনে উৎসাহিত হয়েছি, প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে আমাকে। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়।
২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগা রইলো
মানুষে মানুষে রাখতো আত্ম-সেতু বন্ধন।
+++++
০১ লা মার্চ, ২০১৭ রাত ১২:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি আপনার মন্তব্যে। বড় ভাইদের উৎসাহই আমার প্রেরণার শক্তি। আপনার ভালো লাগাটুকু আমার প্রেরণা হয়ে থাকবে ভাই।
দুনিয়াটা কতইনা সুখের হতো, যদি মানুষে মানুষে গড়ে ওঠতো আত্ম-সেতু বন্ধন।
শুভকামনা জানবেন সবসময়
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩
সুমন কর বলেছেন: শেষটা ভালো লাগেনি। টাইপে সচেতন হতে হবে।