নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

দুটি গান- কথা ও সুর : নয়ন

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

আহত পাখির মতো...


আহত পাখির মতো
বসে আছি আমি
সন্ধ্যা বেলা এই
অশ্রুতে ভেজা চোখ নিয়ে।
ভাবছি তোমাকেই
ভাবতে গেলেই
কোথা থেকে তীর এসে
বুকের ভিতর আঘাত করে।।
তবুও তোমাকেই ভাবতে হয়
বুক ভরা ব্যথা নিয়ে।

এই চোখে এঁকে ছিলাম
তোমার ওই ছবি।
আমার প্রতিটি গানেই
ছিলে শুধু তুমি।।
নেই কাছে তবু এখন
তোমাকেই খুঁজি।।
তোমাকেই ভাবছি- বসে এ বিরহে।

তোমাকেই গেঁথে ছিলাম
আমার এই বুকে।
তোমাকেই চেয়েছি যেনো
আমি যুগে যুগে।।
হয়'তো এখন তুমি
নেই সেই মিনতি।।
ভাবিনি কখনো- এভাবে বদলাবে।


গান : আহত পাখির মতো বসে আছি আমি
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

গানটি ২৮-৪-১৯৯৮ইং তারিখ আমার পড়ার ঘরে বসে লিখেছিলাম সন্ধ্যা বেলায়। সেই স্মৃতি এখনো মনেই আছে আমার স্পষ্ট! কতকিছু ভুলে গেলাম, অথচ কিছু স্মৃতি এখনো অমলিন রয়ে গেলো! পুরনো ডায়েরী থেকে পাওয়া গানটি মুহূর্তের মধ্যে আমাকে সেই সন্ধ্যায় নিয়ে গেলো! অবাক লাগছে আমার! সে সবই ভুলে গেছে...!!!?

_____

তুমি আসতে চেয়ে কেন...



তুমি আসতে চেয়ে কেন
আসো'নি প্রিয়া ওগো
জানতে দিলে না তুমি।।
প্রিয়া এসো
এসো প্রিয়া এসো
তোমার জন্য বুকে
জায়গা রয়েছে খালি
তোমাকেই চিরদিন খুঁজি।

বুকের মনি কোঠায়
তোমাকে চেয়েছি বলে,
শত জনমের প্রেম
বুকে নিয়ে।।
কেন আসো'নি তুমি
এ'প্রেম হরণ করি,
হয়েছো অন্যের জানি।

আমাকে ভালোবেসে
হৃদয়ে হৃদয় দিয়ে
এসে-ছিলে প্রিয়া
কতো কাছে।।
কেন ভুলে গেলে
এতো ব্যথা দিয়ে
কষ্ট দিলে কেন সাথী।


গান : তুমি আসতে চেয়ে কেন আসোনি প্রিয়া ওগো
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

এই গানটি ২০০০ইং সালের শেষের দিকে লেখা। তারিখ না উল্লেখ থাকায় দিতে পারলাম না। গান দুটি আমি গেয়েছি অনেকবার আমার বাড়ির সামনে বসে রাত্রিকালে বন্ধুদের সাথে। পুরনো স্মৃতি এখনো অমলিন স্মৃতির পাতায়!!!

[আমি ভাই শিল্পি নই, সুর ধরে রাখতেই নিজের ভাঙা গলায় গেয়ে রেখেছি, যাতে মন চাইলে কেউ সহজেই গানটি গাইতে পারে।]

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

ওমেরা বলেছেন: এখন ফাষ্টু হয়ে গেলাম কমেন্ট আসবে পরে ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু, অনেক কৃতজ্ঞতা। শুভেচ্ছা ও অভিনন্দন।

কিছু দিতে পারলাম না আপু, প্রতিউত্তরে ছবি দিতে পারিনা। নয়তো সাদা ভাইয়ের মত শর্বত বা মিষ্টিমুখ করাতে পারতাম।

২| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
সুর আরো একটু ভালো করতে হবে.......

সুন্দর হয়েছে +++

শুভ কামনা রইল ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুরটা ভাই সেইসময়ই করেছিলাম। এখন কোনরকম গেয়ে ধরে রেখেছি মাত্র। সুর গুলো কেমন যেন ভুলে যাই! তাই রেকর্ড করা।


অনেক ভালো লাগলো শুনেছেন জেনে। প্রেরণা পাইলাম ভাই।
শুভকামনা জানবেন।

৩| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
গানটা শুনলাম, গান গাওয়ার সময় কি কান্না করেছেন নাকি ??? কেমন জানি, কান্না, কান্না কন্ঠ লাগলো !!!! এ সিরিয়ার হওয়া যাবে নারে, ভাই । সবি মরিচিকা, এখন এসব মরিচিকা দেখতে আর মরুভুমিতে যেতে হয় না, আশে আশে অনেক পাওয়া যায় ।। তাই সাধু সাবধান !!!! =p~


শুভ কামনা রইল ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, কান্নাকাটি বাদ কবে---- গলায় একটু ঠাণ্ডাবোধ আবার পুরনো স্মৃতির আঁচড়, একটু।

অনেক ভালো লাগলো ভাই গানটি শুনেছেন জেনে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৪| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

ওমেরা বলেছেন: ভাইয়া আপনি তো শুধু শিল্পি না প্রথমত আপনি গীতিকার দ্বীতিয়ত আপনি সুরকার তার পর আপনি শিল্পি । ধন্যবাদ ভাইয়া

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একসময় কণ্ঠ মোটামুটি ভালোই ছিল আপু, গানও গাইতাম বেশ। তখন স্বপ্ন দেখতাম গান গাইবো। কিন্তু সব শেষ হয়ে গেছে আমার। স্বপ্নগুলো সব ভেঙে গিয়ে সফলতার মুখ দেখতে পারেনি! আমার ছন্দপতন হয়ে গেছে!

অনেক মুগ্ধতা আর শ্রদ্ধা রইল মন্তব্যে। অনেক প্রেরণা পাইলাম আপু।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
তাহলে ঠিক আছে !!! দেখবেন মরিচিকাগুলো খুব সুন্দর, সুন্দর মুখোশধারী হয়ে থাকে, প্রতিনিয়ত ধোঁকা দিয়ে চলে যায় নীবরে ।।


ভালো থাকুন।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই, মরিচিকা ভেবে তাকে ভুলে যেতে চাই। দোআ করবেন ভাই।

আমার লেখাগুলো সব বিরহের হয়, কারণ, বিরহের সাথেই আমার বেশি জানা শুনা। তাছাড়া লেখালেখি অভ্যস্ত নই, ছিলামও না কোনদিন, সেজন্য নিজের জানাশোনা থেকেই বেশি লেখি। দোআ করবেন, আমি লিখতে চাই আমার সবকিছু, এভাবেই মুক্ত থাকতে ভালো লাগে।

অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো প্রিয় কবি।
শুভকামনা সবসময়।

৬| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

শূন্যনীড় বলেছেন: দুটি গানই সুন্দর হয়েছে। অনেক মুগ্ধতা রইল প্রকাশে।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা রইল।

৭| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তবুও তোমাকেই ভাবতে হয়
বুক ভরা ব্যথা নিয়ে।

কবিতায় বেশি বিরহ থাকে, এই জন্য উপন্যাস শুরু করেছিলাম।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তা ঠিক গুরু, কিন্তু উপন্যাসে তো বিরহকে বর্ণনা করতে হয় !!! সেটা আরও বড় ব্যাপার।


শুভকামনা জানবেন সবসময়।

৮| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

শূন্যনীড় বলেছেন:


তোমাকেই গেঁথে ছিলাম
আমার এই বুকে।
তোমাকেই চেয়েছি যেনো
আমি যুগে যুগে।।
হয়'তো এখন তুমি
নেই সেই মিনতি।।
ভাবিনি কখনো- এভাবে বদলাবে।" সত্যিই সে আর আগের মতো নেই। ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
শুভকামনা আপনার জন্য।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার পরামর্শ। কৃতজ্ঞতা জানবেন।


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৯| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা ঠিক, উপন্যাসে কড়া হলে পরের কী হয় তা পড়তে যেয়ে মন বিরহ ভুলে যায়।

কবিতা মনেরাকাশে কালো মেঘের মত। এটা আমার মত।

০৬ ই মে, ২০১৭ রাত ৮:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা গুরু, উপন্যাসে সবকিছু থাকে। আর শেষপর্যন্ত মনটা ভালোই হয়ে যায়।

আমি সামান্য মানুষ গুরু, অতবড় উপন্যাস লেখার অভিজ্ঞতা কই পামু। এগুলো কোনরকম শেষ করাই যায়, কিন্তু ....
দোআ করবেন গুরু, আমি আমার নিজের গল্পটা লেখার অনেক স্বপ্ন দেখি, সেটাই যেন লিখতে পারি ঠিকমতো।

শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময় গুরু, যেখানে থাকি যেমন।
শুভকামনা সবসময়।

১০| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিজের গল্প অত্যন্ত কঠিন বিষয়।

আত্মজীবনী।

দোয়া করেছি এবং সবসময় দোয়া করব।
জীবনে সফল হতে হলে শ্রম দিতে হয়। আপনার সফলতা কামনা করি।

০৬ ই মে, ২০১৭ রাত ৮:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার গল্পটা ঠিক পুরোপুরি আত্মজীবনি না গুরু, আমার জীবন থেকে হারিয়ে যাওয়া আট বছর মাত্র।

গরীব মানুষ আমি, কাজ করেই খেতে হয় আমাকে, আমি কাজের ফাঁকেফাঁকে এভাবেই চেষ্টা করে যাবো। দোআ করবেন।

অনেক মুগ্ধতা। আপনার আশীর্বাদ আমার জীবন পাথেয় হয়ে থাকুক গুরু।
শুভকামনা রইল।

১১| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:১৪

ধ্রুবক আলো বলেছেন: সব সময় আপনার সফলতা কামনা করি।
ভাই আপনি একটা গানের এলবাম। বের করে ফেলুন, চিন্তা করে দেখুন।

০৬ ই মে, ২০১৭ রাত ৮:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আশীর্বাদ পেয়ে ধন্য ভাই।
অনেকবছর আগে একবার সখ করেছিলাম, চেষ্টা ও কনেছিলাম, স্টুডিওতে রিদমও হয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ আমার পোষ্টিং হয়ে যায় ঢাকা থেকে। পরে আর হইল না কিছুই। এখন তো কণ্ঠ আর আগের মতো নেই!
যদি কোনদিন সুযোগ পাই তো আশা রাখলাম ভাই। দোআ করবেন।

অনেক ভালো লাগলো ভাই মন্তব্য পেয়ে। প্রেরণা হয়ে সাথে থাকায় সবসময় কৃতজ্ঞতা জানাই ভাই। আপনারাই আমার লেখার উৎসাহ প্রেরণা।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখালেকি কাজের ফাঁকেই করতে হয়। আমার কিচ্ছু করার নেই তাই লেখালেখি করি। বেকার, খামোখা আড্ডা না দিয়ে ব্লগিং করি, লেখালেখি আমিও কাজে ফাকে করতাম।

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, অনেক ভরসা পেলাম।

দোআ করবেন গুরু, যেনো লেখার ইচ্ছা না হারাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:২৮

সিনবাদ জাহাজি বলেছেন: :)
গানের জন্য ধন্যবাদ।

প্রথমটা বেশি ভালো লেগেছে।

ভবিষ্যতে আরো গান চাই

+++

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর উৎসাহিত করলেন ভাই। দোআ করবেন ভাই, আমি লিখে যেতে চাই এভাবেই।


দুটি গানই আগের লেখা ও সুর করা। পুরনো ডায়েরী খুঁজতে গিয়েই পেয়েছি কয়েকদিন আগে।

শুভকামনা জানবেন ভাই। সবসময় উৎসাহিত করায় কৃতজ্ঞতা রইল ভাই।

১৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকে গুরু না ডাকলে সত্যি আমি খুশি হব। গতকাল একজনের পোস্ট মন্তব্য করে বিপাকে পড়েছিলাম।
আমি আসলে সবদিক থেকে মন্তব্য করি, লেখালেখি করিতো। যাক আপনার সফলতা কামনা করি। আমার জন্যও দোয়া করবেন।

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো জানতে পেরে।
তবে, আমার পোষ্টে যে কোন ব্যাপারে কড়া মিষ্টি যা কিছু বলতে পারেন তাতে আমার কোন আপত্তি মন খারাপ ছিলও না সামনের দিনেও তাই থাকবে। আমি সবসময় আপনাদের শ্রদ্ধার চোখে দেখি অনেক আন্তরিকভাবেই। আপনাদোর সব কথাতেই আমি কিছু শিখতে চাই, আপনার কথা আমি আশীর্বাদ মনে করি। আপনার প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই সবসময়। দোআ করবেন আমি যেন এভাবেই চলতে পারি সবসময়।

এই অাশীর্বাদ সবসময় পাওয়ার তৌফিক হোক আমার।
শুভকামনা রইল।

১৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখালেখি করে বুড়া হয়েছি। আপনারা শুরু করেছেন। আমার কাছে অভিজ্ঞতা আছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে কেউ শেয়ার করেনি বিধায় আমাকে এখনও অপেক্ষা করতে হচ্ছে। অনেকে বলে এবং আমিও বিশ্বাস করি লেখালেখিতে আমি সফল হয়েছি। আমি নিজে প্রকাশক। দেশে বই প্রকাশ না করার কারণ, বইর বাজারের খবর আমি জানি না। বই প্রকাশ করার পর তা বিক্রি করতে হয়। দেশের সব জেলায় বই পাঠাতে হয়, তা এখন আমি চাইলেও করতে পারব না। সবাই মিলে কাজ করলে হয়তো সম্ভব হবে।

আমি কিছু বললে একটু খেয়াল করবেন। অনেক সময় আমি ইশারা করি।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই বুঝতে পারছি প্রকাশ করার পরেও অনেক কাজ থাকে।

আপনার ইশারা বলাটা অনেক সময় বুঝি কিন্তু বেশিরভাগ বুঝতে পারিনা কি বুঝাতে চান।

ভালো লাগলো ভাই, আপনার মন্তব্য পড়ে। কিছুটা বুঝতে পারছি।

শুভকামনা জানবেন সবসময়।

১৬| ০৭ ই মে, ২০১৭ সকাল ৯:২১

মোস্তফা সোহেল বলেছেন: গানের কথা ভাল লাগল। গান পরে শুনব।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই কথা ভালো লাগায়। উৎসাহিত হয়েছি ভাই।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।

১৭| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: অশ্রুতে ভেজা চোখ নিয়ে - এটা অশ্রুভেজা চোখ নিয়ে করলে বোধ হয় আরেকটু ভাল হবে।
আপনার গানের গলা ভাল, একটু ঘসা মাজা চালিয়ে যাবেন। সুর জ্ঞানও ভাল, তবে একজন আরো ভাল সুরকারের শরণাপন্ন হতে পারেন।
লক্ষ্য করেছি, দুটো গানেই কয়েক জায়গায় গানের কথা আর কবিতার কথায় পার্থক্য হয়েছে। তবে গানের কথাগুলোই ভাল হয়েছে।

০৮ ই মে, ২০১৭ রাত ১০:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন রইল।

অশ্রুতে ভেজা চোখ থেকে অশ্রুভেজা চোখ গাইলে সুরের টানে মিলছে না। তাই সেটাই রেখেছিলাম। আমার লেখা গানগুলি সুরের ছন্দে লেখি। আগে সুর আসে মনে তারপর কথা খুঁজি। আমি গান সম্পর্কে তেমন কিছুই জানিনা। গান খুব প্রিয় থাকায় মুখস্থ করে গাওয়া। সেই থেকে মাঝেমধ্যে নিজের গান লেখার চেষ্টা। দোআ করবেন স্যার।

আপনার পরামর্শ গুলো খুব উপকারী এবং আমার পক্ষে যদি করা সম্ভব হয় তো আশা রাখি মনে। চাকরিজীবন কেমন যেন মুক্ত থেকেও বন্দী মনে হয় স্যার। দোআ করবেন। যেন লেখার ইচ্ছা না হারাই।

শ্রদ্ধা আর ভালোবাসা রাখি সবসময় আপনার জন্য।
শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.