নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আমায় ধরছে প্রেমের আগুনে
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে।।
মনের যতো স্বপ্ন আশা।। সবি বন্ধুরে নিয়ে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!
গতবছর গঞ্জের মেলায়, আমায় সাথে নিয়া
সুযোগ বুঝে রসের খেলায় উঠছিল মাতিয়া।।
নিবা ছিল মনের আগুন।। সেইযে গেলো বাড়িয়ে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!
রসের বেয়াইন জানে কত মিষ্টি মধুর খেলা
বছর গেল তবুও তারে গেল না আর ভুলা।।
স্বপ্নে ভাসায় প্রেমের গাঙে।। ভুলি তারে কেমনে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!
কেমনে জিগাই ভাবির কাছে বেয়াইনের খবর
রসের খেলায় সে আমারে কইরাছে পাগল।।
আদর সোহাগ কইরা কত।। বলছিল ভালোবাসে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!
(ছবিটি গুগলি সার্চ করে পেয়েছি)
১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম প্রিয় কবির প্রশংসা পেয়ে। শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
২| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৯
নীলপরি বলেছেন: খুবই ভালো লাগলো । ++++++
শুভকামনা ।
১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুকে মন্তব্যের ঘরে পেয়ে আমি সবসময় প্রেরিত হই, সাহসী হই, অনুপ্রাণিত হই। সেজন্য সবসময় শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরি আপনাকে। অনেক প্রেরণা রেখে গেছেন আপু। প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা জানবেন সবসময়।
৩| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কবিতা যে সনেটে রিমেক করলাম, তাকি নজরে এসেছিল?
১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই আসেনি, কমেন্ট বক্সে দেখেছিলাম। আজ পোষ্ট আকারে দেখে আপনি আমাকে অবাক করে দিয়েছেন। আমার চাওয়ার চেয়েও অনেক অনেক বেশি দিয়েছেন প্রিয় কবি। শ্রদ্ধা আর ভালোবাসা সবসময় জানবেন ভাই।
আপনার আন্তরিক ভালোবাসা টুকু যেন ধরে রাখতে পারি দোআ করবেন।
শুভকামনা জানবেন প্রিয় কবি।
৪| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
পল্লীগীতি?
১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনি সবসময় অল্পের মধ্যে সঠিক মন্তব্য রেখে যান। এটা আপনার বিশেষ বৈশিষ্ট্য বলে মনে করি আমি। শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় আপনার প্রতি থাকে আমার।
কেমন বোঝাতে পারলাম গ্রাম্যপিরিত তা জানা হলো না !
শুভকামনা জানবেন সবসময়।
৫| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১
শূন্য-০ বলেছেন: গ্রাম্য প্রেমের সুন্দর প্রকাশ
১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে। আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই।
প্রেরণা হয়ে থাকুন সবসময়।
শুভকামনা আপনার জন্য
৬| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
ওমেরা বলেছেন: বিয়ান- বিয়াইন কত্ত রং তামাশা করে তবে এটা মনে হয় গ্রামে বেশী হয় ।ধন্যবাদ ভাইয়া ।
১৪ ই জুন, ২০১৭ রাত ৮:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ আপু, গ্রামে বেয়াইনদের খুব কদর থাকে, রঙ্গরসপটু হয় বেয়াইনরা হা হা হা।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে আসায়। সুন্দর মন্তব্যে প্রেরণা পাইলাম।
শুভকামনা জানবেন সবসময়।
৭| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:০৪
কুঁড়ের_বাদশা বলেছেন: এক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও কিছু আমায় দাও ?
খুব সুন্দর লিখেছেন নয়ন ভাইয়া।
১৪ ই জুন, ২০১৭ রাত ৮:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যে আগুনে জ্বলছি বন্ধু কি করে তোমায় বোঝাই, আমিই আছি আমার মাঝে দুঃখ বলার মানুষ নাই!!
কৃতজ্ঞতা জানবেন ভাই, অনেক প্রেরণা রেখে গেছেন মন্তব্যে। প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৮| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:০৮
শূন্যনীড় বলেছেন: দারুণ হয়েছে বেয়াইনের প্রেরম। আমার রসের বেয়াইন মনে পড়ে গেল, বেয়াইনরা এমনি হয় শুধু জ্বালা ধরায়!!
ভালো লাগলো রসের বেয়াইন, এটাকি গান ছিল ?
১৪ ই জুন, ২০১৭ রাত ৮:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই, আনন্দিত হলাম আপনার বেয়াইনকে স্মরণ করাতে পেরেছি জেনে।
ঠিক বলেছেন ভাই, বেয়াইনরা কেবল জ্বালা বাড়িয়ে দেয় হা হা হা।
ভালো লাগা জেনে প্রেরণা পেলাম ভাই।
ঠিক ধরেছেন, এটি গানই লিখেছি তবে সুরটা পারফেক্ট মনে হচ্ছে না তাই প্রকাশ করিনি।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে ,
তবে এতে আরো অনেক সুযোগ আছে
শুভেচ্ছা রইল
১৪ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসা রেখে গেছেন ভাই। আপনার প্রশংসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে, সাহসী হই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য সবসময়।
শুভকামনা জানবেন ভাই।
১০| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:০০
জাহিদ অনিক বলেছেন: গানের লিরিকের মত মনে হচ্ছে ।
যাইহোক কতদূরে থাকে বন্ধু আপনার ?
১৪ ই জুন, ২০১৭ রাত ৯:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, ঠিক ধরেছেন, গানের লিরিক। গান লিখেছি মনে মনে একটা সুরও সিলেক্ট করেছিলাম, কিন্তু মন মতো মনে হচ্ছে না সুর তাই আর বলিনি।
বন্ধু তো ভাই দূরে যেতে যেতে আমার সীমানা ছাড়িয়ে বহুদূর......
কৃতজ্ঞতা জানাই প্রিয় কবির আগমনে।
শুভকামনা জানবেন সবসময়।
১১| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:১০
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লিখেছেন +++
পাঠে বেশ চমৎকার।
১৪ ই জুন, ২০১৭ রাত ৯:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম প্রিয় ভাইয়ের কাছে প্রশংসিত হয়ে।
প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১২| ১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৩৯
পারভেজ রশীদ বলেছেন: রসের বেয়াইন জানে কত মিষ্টি মধুর খেলা
বছর গেল তবুও তারে গেল না আর ভুলা।।
স্বপ্নে ভাসায় প্রেমের গাঙে।। ভুলি তারে কেমনে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!
১৪ ই জুন, ২০১৭ রাত ১১:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন ভাই। সুন্দর লাইনগুলি তুলে এনেছেন।
শুভকামনা আপনার জন্য।
১৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: শেষমেষ বিয়াইনের প্রেমে পড়লেন ।
১৫ ই জুন, ২০১৭ রাত ১২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, পুরনো দিনগুলো ভাবছিলাম। গ্রামের দিনগুলো কি সুন্দর ছিল! কারো বিয়ে বাড়িতে গেলে কত আনন্দ করতাম! আর বিয়াইন থাকলে কত মজাই না করতাম। প্রেম বলতে আমি অবশ্য বেয়াইনের প্রেমে পড়িনি, তবে একটা বেয়াইন আমার প্রেমে পড়েছিল বুঝতে পেরেছিলাম, কিন্তু ওই বুঝা পর্যন্তই ছিল, তবে মনের একটা টান অনুভব করতামই।
প্রিয় কবির মন্তব্য পেয়ে ভালো লাগলো। কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৪| ১৫ ই জুন, ২০১৭ রাত ১২:০৭
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!
একেবারেই গান হয়ে গেছে!
১৫ ই জুন, ২০১৭ রাত ১২:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর প্রিয় আপুর আগমনে আমার ব্লগবাড়ি আলোকিত হলো। কৃতজ্ঞতা আপু আপনার আগমনে।
হ আপু, গানই লিখেছি, কিন্তু যে সুরে লিখেছি সে সুরটা দিলে অনেকে নকল ভাববে তাই আর গাইনি।
শুভকামনা জানবেন আপু।
১৫| ১৫ ই জুন, ২০১৭ ভোর ৫:০৯
পার্থিব লালসা বলেছেন: খুব সুন্দর হয়েছে প্রিয় কবি।
খুব ভালো লিখেছেন +++
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্যে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন ভাই।
১৬| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৬
সামিয়া বলেছেন: কবিতাটি গানের মত , সুন্দর।।
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সঠিক আপু, পল্লীগান বাঁধতে চেয়েছিলাম। কতটুকু হয়েছে জানিনা।
প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম। মন্তব্যে কৃতজ্ঞতা আপু।
শুভকামনা জানবেন সবসময়।
১৭| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩
প্রামানিক বলেছেন: গানের লিরিকের মত লাগল। মন্দ নয়, ভালই লাগল। ধন্যবাদ
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আমি গানই লিখতে চেয়েছিলাম, আপনি ঠিক ধরেছেন।
প্রিয় কবির প্রশংসা পেয়ে অনেক প্রেরণা পেলাম, কৃতজ্ঞতা জানবেন আগমনে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৮| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:২৩
মনিরা সুলতানা বলেছেন: মজা পেয়েছি ; ভালোলাগা
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম আপু, গানটি আপনাকে সামান্য আনন্দ দিতে সক্ষম হয়েছে জেনে আনন্দিত ও অনুপ্রাণিত হলাম। কৃতজ্ঞতা জানবেন আপু আগমনে।
ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
শুভকামনা জানবেন সবসময়।
১৯| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কত আবেগ জড়ানো কথা মালা
সুন্দর লাগল অনেক
১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন আপু ?
অনেক ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে, অনেক প্রেরণা পেলাম।
একটা ফুক গান সাজানোর চেষ্টা ছিল।
শুভকামনা জানবেন আপু।
২০| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০
অকারণে অকালে বলেছেন: ভাইয়ুউউউউউউ!!!!!!
হায় হায় হায়!!!!!!!
ইহা কি লিখিয়াছো!!!!!!!!!!!!!!!
তোমাকে পিত্তি দিব!!!!!!!!!!!!!!!!
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভয় পাইছি গো ভাই!!!!!!!
বেয়াইনরা কেবল জ্বালা বাড়ায়, ঠিক কইছি না হা হা হা
খেলা দেখলাম ভাই, তাই দেরি হয়ে গেল। কৃতজ্ঞতা জানবেন মন্তব্য রেখে যাওয়ায়।
শুভকামনা আপনার জন্য
২১| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আবার পড়তে এলাম। এক কথায় অসাধারণ।
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আবারো প্রিয় কবির আগমনে। অনেক প্রেরণা রেখে গেছেন।
শ্রদ্ধা আর কৃতজ্ঞতা রাখছি।
খেলা দেখলাম তাই দেরি হয়ে গেল ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর হয়েছে প্রিয় কবি।