নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কি আশায় উদাস দুচোখ, ভরা গাঙ্গে
কার প্রতীক্ষা, ঢেউ গুনিয়া মন ভাঙে-
রৌদ্র দুপুর শান্ত বিকেল সন্ধ্যা সাজে?
গোধূলি রাঙা হৃদয় কোণে সুর বাজে-
যার মায়ায়, নৃত্যে হিয়া কোন'সে গানে
ক্লান্ত বদন, ভাসো সদা'য় প্রেমো-বানে?
শ্রাবণ ভারী নয়ন ঝরে নদী-পাঁড়ে,
বাঁধবে নাকি ভালোবাসা'য়, স্বপ্ন বাড়ে?
আকাশ জোড়া চন্দ্রসূর্য নিয়ম করে-
জোছনা রোদে মুগ্ধ মানুষ প্রয়োজনে।
গোলাপ বকুল গন্ধে সদা মুগ্ধ করে;
কাষ্ঠ দেখো পরোপকার করছে পুড়ে।
ভালোবাসা রইবে না কভু অবিশ্বাসে,
বিশ্বাসে মনের মানুষ আসবে ফিরে।।
১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই মন্তব্য পেয়ে, আনন্দিত হলাম ভালো লাগা জেনে। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন ভাই। প্রেরণা হয়ে থাকুন সবসময়।
২| ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
শূন্য-০ বলেছেন: সুন্দর চেষ্টা, কথাগুলো সুন্দর, উদাহারণে মুগ্ধতা। কবিতা সুন্দর হয়েছে। +++++
অন্যরকম মনে হলো!!!
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
হ্যা ভাই একটু অন্যরকম চেষ্টা ছিল, প্রিয় কবি চৌধুরী ভাইয়ের অনুপ্রেরণায় চেষ্টা করেছিলাম। কিন্তু তাঁর মতো পারিনা।
তবুও আপনার ভালো লাগায় আনন্দিত হলাম।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৪
কাজী নায়ীম বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই, অনুপ্রাণিত হবো। কৃতজ্ঞতা জানবেন ভাই।
মন্তব্যে অাসায় অভিনন্দন।
শুভকামনা জানবেন ভাই।
৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১১
শূন্য-০ বলেছেন: ভালো লাগলো, আরো চেষ্টা করবেন এমন প্রত্যাশা
প্রতিউত্তরে কৃতজ্ঞতা রইল।
শুভকামনা আপনার জন্যও সবসময়।
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় আপনার আন্তরিক প্রেরণা আমার অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক ভাই। আবারো আসায় ভালোবাসা পাইলাম ভাই। কৃতজ্ঞতা রাখছি আপনার আন্তরিকতায়।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৫| ১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৩১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে প্লাস অনেক গুলো।
তবে শেষের লাইনে বিরোধিতা করলাম, কারন ফিরে আসেনা, আর ফিরে আসা মানুষ আগের মত থাকে না।
১৭ ই জুন, ২০১৭ রাত ১২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ঠিকই বলেছেন ভাই, অনেকেই বিশ্বাস নিয়ে তামাশা করে!! তবে, আসলে তারা ভালোই বাসে না!! তাদের কাছে ভালোবাসা মানে অন্যকিছু!!
তবুও ভাই, বিশ্বাসই বড় উপাদান ভালোবাসায়। কথায় বলে, 'বিশ্বাসের ঘরে চুরি হয় না' হা হা হা গরীবের শেষ অবলম্বন।
মন্তব্যে অনেক প্রেরণা পেয়েছি ভাই অনেক গুলো প্লাস পেয়ে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:২৫
তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দর সুপাঠ্য হয়েছে, ভালো লাগা জানিয়ে গেলাম। ++++++
১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে, সবসময় প্রেরণা দেয়ায় কৃতজ্ঞতা ভালোবাসা দুইই আপনার জন্য সবসময়।
শুভকামনা জানবেন ভাই।
৭| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
যাক, অবশেষে সকল মনোকস্টের অবসান হতে যাচ্ছে!
১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনের কষ্ট ভাই এখন আর নেই বললেই চলে। নিজের সাংসারিক পারিবারিক কর্মপথের চিন্তাজগত ছাড়া আর কিছু ভাববার অবকাশ খুব কমই। তবুও মাঝেমধ্যে পুরনো অনুভূতি গুলো প্রকাশ হয় লেখায়, সেটা লেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকে।
দোআ করবেন ভাই।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৮| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:০০
জাহিদ অনিক বলেছেন: ৫ নম্বর ধ্রুবক আলো সাহেবের সাথে একমত ।
যে চলে যায় তার জন্য অপেক্ষা করা বোকামি ।
রবী ঠাকুর কহিয়াছিলেন, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর নাই ।
যাই হোক, আপনার মনের মানুষ কি রকম ? এই দুনিয়ার ? দেখা যায় ? ধরা ছোয়া যায় ? নাকি আধ্যাত্মিক ?
১৭ ই জুন, ২০১৭ রাত ১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বড় করে সুন্দর মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন। দোআ করবেন যেন তাড়াতাড়ি বোকা নামটা কাটিয়ে উঠতে পারি।
কবি গুরুর কথাগুলি আমি অনেক উপলব্ধি করেছি মর্মে মর্মে, জীবনের বাঁকে বাঁকে, সময়ের ভাজে ভাজে। আবার মনে করিয়ে যাওয়ায় কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা।
আমার মনের মানুষ বউ-বাচ্চা, আমার পরিবারের, প্রতিমাসেই দেখি, ধরি আদর করি, তবে লেখার মধ্যে আধ্যাত্মিক, অদৃশ্য।
অনেক ভালো লাগলো প্রিয় কবি ভাইয়ের মন্তব্য পেয়ে। দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:৪৩
জেন রসি বলেছেন: এই মনের মানুষের জন্ম কি কবিতায়? নাকি তার জন্যই এ কবিতার জন্ম?
১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রসি ভাইয়ের প্রশ্ন যে বিশ্বসেরা হবে এটা সবাই জানে, আমিও জানতাম, আজ নিজেও পড়ে গেলাম সেই প্রশ্নের ফেরে।
আমি আসলে একটি শান্তনামূলক কবিতা লিখতে চেয়েছিলাম, উদাস, প্রেমেজরজর শান্ত বিরহিত হৃদয়ের প্রতি শান্তনাসরূপ।
এখানে মনের মানুষটা কবিতায় সৃষ্টি,
রসি ভাই, আমি কবিতা বিশারদ হতে পারিনি যদিও কবিতার মতো করে লেখি। দোআ করবেন ভাই।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
শুভকামনা অাপনার জন্য সবসময় ভাই।
১০| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:২৫
কল্লোল পথিক বলেছেন:
সাধু!!সাধু!!
১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভাই, প্রিয় কবি। মন্তব্য পেয়ে আনন্দিত ও উৎসাহিত।
হ ভাই, সাধু সাধু একটু ভাব ধরতে চেয়েছি মাত্র, আপনি ধরে ফেললেন!! কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখলাম।
শুভকামনা জানবেন ভাই।
১১| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৪৬
নাগরিক কবি বলেছেন: আমরা আশায় রইলাম ভাই
কবিতা ভাল হয়েছে
১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, আমিও অনেক আশা জাগানিয়া ভাব ধরতে চেয়েছি।
অনেক ভালো লাগলো প্রিয় কবির মন্তব্য পেয়ে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন।
১২| ১৭ ই জুন, ২০১৭ রাত ৩:০০
কাছের-মানুষ বলেছেন: রোমান্টিক এবং বিরহের মিলে মিশে গেছে কবিতায়! কবিতায় আপনার মুন্সিয়ানা দেখিয়েছেন বরাবরের মতই। তবে বিবি বাচ্চা রেখে পর-নারীর বিরহে কবিতা মানতে কষ্ট হচ্ছে ! আশা করা যায় বাস্তবে সব ভুলে ভাল এবং সুখেই আছেন।
কবিতা সুস্বাধু হয়েছে। শুভেচ্ছা রইল ।
১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি।
হ ভাই, বাস্তবে একদম ফিটফাট সুস্থচিত্তে বউ ছেলে বাবা মা ভাইয়ের জন্য নিবেদিত সবসময়, এটা অাশা নয় ভাই বাস্তব।
খুব সুন্দর করে মন্তব্য রাখেন আপনি, ভালো লাগে। অত্যন্ত আনন্দিত আপনার কাছে সুস্বাদু লেগেছে জেনে।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৩| ১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:১৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বিশ্বাসে মনের মানুষ আসবে ফিরে।কথাগুলো ভালো লেগেছে।কবিতা নিয়ে এর বেশি আর বলতে পারছি না।কবিতা সম্পর্কে জ্ঞান কম তাই।
১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় ফয়েজ ভাইয়ের কাছে ভালো লেগেছে জেনে। আর কি চাই, এটুকুতেই অনেক প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা প্রিয় ফয়েজ ভাইয়ের জন্য।
১৪| ১৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৫২
মোস্তফা সোহেল বলেছেন: বিশ্বাসই মনে শান্তি আনে ।
১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই অবশ্যই ভাই, বিশ্বাসে তৃপ্তি বাড়ে, বিশ্বাসী মনে ভালোবাসা বেঁচেই থাকে।
অনেক অনেক ভালো লাগা প্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৫| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালোবাসা রইবে না কভু অবিশ্বাসে,
বিশ্বাসে মনের মানুষ আসবে ফিরে।।
তবে তাই হোক
+++
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তা হলেই দুনিয়াটা আরও সুন্দর হবে ভাই। বিশ্বাসী ভালোবাসা সহজে নষ্ট হয়না, আর ভালোবাসাময় পৃথিবী আমাদের সবার কাম্য।
তাই হোক ভাই, তাই হোক
প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই। মন্তব্য কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা।
শুভকামনা জানবেন সবসময়।
১৬| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ! খুব সুন্দর লিখেছেন ।
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
শুভকামনা প্রিয় ভাই।
১৭| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:২১
নীলপরি বলেছেন: অপূর্ব।
+++++
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন আপু। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাস প্রিয় আপুর জন্য।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
১৮| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২১
ওমেরা বলেছেন: জী ভাইয়া ভালবাসা আর অবিশ্বাস পাশাপাশি থাকতে পারে না । ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতার জন্য ।
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম প্রিয় আপুর মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভকামনা জানবেন সবসময়।
১৯| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কেউকি দেখেছে যে কবির কবিতা চতুর্দশপদী ছিল?
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেউ খেয়াল করেনি হয়তো!! তাছাড়া আমার মতো অ-কবি চতুর্দশপদী লেখবে কেন হা হা হা
প্রিয় কবির দরশন ধন্য করলো লেখাটিকে।
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা গুলো শেষ করতে বেশ বেগ পেতে হয়, এতে সময় চিন্তা দুই ই বেশি যায়। কিন্তু ....
২০| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
মনের মানুষ আসবে ফিরে
আশায় উদাস চোখ ভরা গাঙ্গে ফিরে
গুনিয়া প্রত্যেক ঢেউ ভাঙ্গে শুধু মন
দুপুর বিকেল শেষে সাজে শান্ত সন্ধা
গোধুলী রাঙ্গানো মনে কত সুর বাজে।
মায়ার ও নৃত্যে যার, হিয়া মজে গানে
ক্লান্তির বদন ভাসে সদা প্রেম বানে,
অভাগী প্রেমেতে তার পাবে কিহে ঠাঁই?
বিরহ ভাবনা নির নদী পাড়ে ঝরে।
সুরুজ চাঁদের আলো বসন্তের বায়
গোলাপ বকুল ঘ্রাণ মন-প্রাণ ভরে
আবেগী জোছনা মুগ্ধ মানুষের প্রীতি
যেন কি কাষ্ঠের মতো পুড়ে হয় ছাঁই।
স্বার্থক তখন হয় ভালবাসা কারো
মনের মানুষ আসে বিশ্বাসের ঘরে।
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! সত্যিই অসাধারণ আপনার সনেট গুণ। এই প্রাপ্তি কোন প্রশংসায় শেষ হওয়ার নয়। শ্রদ্ধা আর ভালোবাসা গুরু।
অনেকটা বুঝলাম সনেট সম্পর্কে, আট চার ভাগে থাকবে উচ্চারণ প্রতি লাইন।
আবার চেষ্টা করবো, যদিও অন্তমিল আমি বুঝিনা! দোআ করবেন স্যার।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
২১| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কবিতা সনেট রিমেইক করে দিলাম। ইফতারের পর পোষ্ট করার আশা করি।
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এই আন্তরিক জ্ঞানদান সবসময় শ্রদ্ধাশীল অামার মনে।
তবে, অনেকেই হয়তো ভালো চোখে দেখবেন না! আমার মতো সামান্য নগণ্য একজনকে হাইলাইট করা আপনার মতো গুণী কবি'র বেশি বাড়াবাড়ি হয়ে যাবে হয় তো।।
আপনার এই আন্তরিক ভালোবাসাময় স্নেহ আশীর্বাদ হয়ে থাকুক আমার সামনের দিন গুলিতে।
দোআ করবেন প্রিয় কবি।
ভালোবাসা জানবেন সবসময়।
২২| ১৭ ই জুন, ২০১৭ রাত ৮:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আরো পরিবর্তন করে পোষ্ট দিলাম আপনার কবিতার সনেট রিমেইক, একপাক দেখে আসবেন।
১৮ ই জুন, ২০১৭ রাত ১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত প্রিয় কবি, অনেক দেরি হয়ে গেল প্রতি উত্তর দিতে। সন্ধ্যা থেকে ব্যস্ত থাকতে হলো আমার।
অনেক অনেক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানিয়ে যাওয়ার জন্য।
আপনার এই আন্তরিক ভালোবাসা ধরে রাখার যোগ্য যেন হই, কামনা সৃষ্টিকর্তা-য়।
আমার 'গন্তব্য' রেডি করেছি ফাঁকে।
কত শত পথ ঘুরে দেখা তব স-নে,
বিচলিত যত গুণে মিলে-তা বিরলে;
এ-পূর্ণিমা রূপ যেন দেখি-গো নয়নে!
মুগ্ধ হিয়া, দ্বীন ক্ষণ যায়-গো গড়লে।
মানবী না পরী তুমি, চেনে জনে জনে,
চন্দ্রসূর্য ধ্রুব তারা, অাছো চোখ মেলে;
মমতা পরশ যতো দিলে তুমি ঢেলে,
কাঙ্ক্ষিত রূপ-পাগল মিশে সব মনে।
ভুলিব না এজীবনে, তব রূপ গাবে,
কামনা রাত দুপুর সন্ধ্যা কিবা প্রাতে;
ভুবনজয়ী রূপ কে দেখেছো, কিভাবে!
স্মরি-ব পূঁজি সৃজি-ব বসন্ত-ভূ-প্রান্তে।
সঁপেছি এ-দেহ ইচ্ছে, ডুবেছি স্বভাবে,
আজ বুঝেছি আমার গন্তব্য তোমাতে।
২৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৩০
গেম চেঞ্জার বলেছেন: এত ভালবাসা যার জন্য সে কি না এসে পারবে!
১৮ ই জুন, ২০১৭ রাত ১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের আগমনে আমার ব্লগ মন দুটোই আনন্দে উচ্ছসিত।
প্রেরণা হয়ে থাকুন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
২৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ৩:৫৩
নাদিম আহসান তুহিন বলেছেন: মনের মানুষ আসুক ফিরে।
১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ভাই মন্তব্য রেখে যাওয়ায়। প্রেরণা হয়ে থাকুন।
শুভকামনা জানবেন তুহিন ভাই।
২৫| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:২৮
উম্মে সায়মা বলেছেন: ভালো লিখেছেন।
১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে সাহসী হলাম আপু, প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগা টুকু অাশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন আপু।
২৬| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:৩৫
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: এ বিশ্বাস নিয়াই বাঁচি,ভালোবাসা ফিরে আসবেই।কবিদের বেঁচে থাকার অর্ধেকই বিশ্বাস কেন্দ্রীক।
ভালো লাগল কবিতা।শুভ কামনা ভাই।
২০ শে জুন, ২০১৭ রাত ৯:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো, সুপাঠ্য মনে হলো। ++++