নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| গন্তব্য ||

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫১



কত শত পথ ঘুরে দেখা তব স-নে,
বিচলিত যত গুণে মিলে-তা বিরলে;
এ-পূর্ণিমা রূপ যেন দেখি-গো নয়নে!
মুগ্ধ হিয়া, দ্বীন ক্ষণ যায়-গো গড়লে।
মানবী না পরী তুমি, চেনে জনে জনে,
চন্দ্রসূর্য ধ্রুব তারা, অাছো চোখ মেলে;
মমতা পরশ যতো দিলে তুমি ঢেলে,
কাঙ্ক্ষিত রূপ-পাগল মিশে সব মনে।

ভুলিব না এজীবনে, তব রূপ গাবে,
কামনা রাত দুপুর সন্ধ্যা কিবা প্রাতে;
ভুবনজয়ী রূপ কে দেখেছো, কিভাবে!
স্মরি-ব পূঁজি সৃজি-ব বসন্ত-ভূ-প্রান্তে।
সঁপেছি এ-দেহ ইচ্ছে ডুবেছি স্বভাবে,
বুঝেছি আজ আমার গন্তব্য তোমাতে।


নিচের ছবি কৃতজ্ঞতা : Waiting by William Adolphe Bouguereau,
সংগ্রহ : Google.com laurasannashewolf

মন্তব্য ৭০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ! খুব সুন্দর কবিতা লিখেছেন +++

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে সাহসী হলাম ভাই, প্লাসগুলো প্রেরণা হয়ে থাকুক ভাই।

কৃতজ্ঞচিত্তে ভালোবাসা রইল প্রিয় ভাই।

২| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
এখন কবির গন্তব্য যেন আর কল্পনায় না থাকে ......... ;)

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন ভাই। আপনার আন্তরিক প্রেরণা ভালোবাসা হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ল্যান্ডস্কেপটা দারুন! কবিতা ভালো হয়েছে।

ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরুজ্বী'র কাছে প্রশংসিত হয়ে ধন্য লেখা-চেষ্টা। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় ভাই।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৪| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৫

অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া! :)

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর আগনে ধন্য ব্লগবাড়ি, ধন্য লেখা।
শ্রদ্ধা রাখছি কৃতজ্ঞচিত্তে।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা জানবেন সবসময়।

৫| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা।
ভালবাসার মানুষ নিয়ে সুখে থাকুন নয়ন ভাই।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মিষ্টি করতে পেরেছি জেনে অনেক আনন্দিত প্রিয় সোহেল ভাই।

আশীর্বাদে কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩

শূন্য-০ বলেছেন: ভালো লিখেছেন এবারও, অনেক সুন্দর +++++

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন ভাই।

৭| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৬

ওমেরা বলেছেন: excellent !!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উচ্ছসিত আনন্দে ভাসছি আপু আপনার কাছে excellent পেয়ে। প্রশংসা টুকো আশীর্বাদ হয়ে থাকুক আপু।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভকামনা সবসময়।

৮| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১

শূন্যনীড় বলেছেন: অনেক মুগ্ধতা রইল কবিতায় +++++

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা পেয়ে ধন্য ভাই, ধন্য আমার চেষ্টা- লেখা।

কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভাই আমার।

শুভকামনা সবসময়।

৯| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: কবির পরবর্তী গন্তব্য কোন দিকে সেইটার অপেক্ষায় থাকলাম.।.।.।.।.।.।.।।।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা রাখছি ভবিষৎবাণীতে, ঠিক ধরেছেন ভাই, গন্তব্য একটা সিরিজ করার চিন্তাভাবনা আমার। দোআ করবেন ভাই।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা সবসময়।

১০| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

তানুন ইসলাম বলেছেন: প্রিয়তে থাকুক সবার প্রীয়সিনী,এই কামনাই করি

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার ও কাম্য সেটাই ভাই, সবাই মুগ্ধ হয়ে প্রিয় মানুষকে প্রিয়তে রাখুক।

কৃতজ্ঞতা জানবেন ভাই মন্তব্যে।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০২

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: প্রিয়তে থাকুন। কবিতায় ++++++

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা আর কৃতজ্ঞতা রাখছি প্রিয় তে ঠাই পাওয়ায়। প্রেরণা হয়ে থাকুন সবসময়।


শুভকামনা আপনার জন্য।

১২| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪

শূন্যনীড় বলেছেন: চলুক নিরন্তর এমন প্রচেষ্টা।
আপনার মনোবাসনা পূর্ণ হোক। শুভ প্রত্যাশা সবসময়।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারো এসে পূর্ণ ভরসা রেখে যাওয়ায় ভালোবাসা পাইলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।

ভালোবাসা সবসময়।

১৩| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: সঁপেছি এ-দেহ ইচ্ছে ডুবেছি স্বভাবে,
বুঝেছি আজ আমার গন্তব্য তোমাতে

ভাল লেগেছে। মাইকেল মাইকেল গন্ধ পেলাম।
শুভেচ্ছা।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা ভাই, ধরেই ফেললেন! কপোতাক্ষ দেখে অনুপ্রাণিত হয়ে ব্যর্থ চেষ্টা মাত্র।

প্রিয় কবির কাছে ভালো লেগেছে জেনে আনন্দিত ও উৎসাহিত। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা সবসময়।

১৪| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৯

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক সুন্দর লিখেছেন এবারও। ভালো লাগলো, চলুক চেষ্টা অবিরাম +++++

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় ভাইকে দেখে, মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা সবসময় আপনার জন্য।

১৫| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

মানবী না পরী, চেনে জনে জনে,
সবাই ছিলে ফেললে কি হবে?!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে সাহস বেড়ে গেল অনেক। আপনার আন্তরিক উৎসাহে অনেক প্রেরণা পাই ভাই। কৃতজ্ঞতা জানবেন। ভালোবাসা সবসময়।

সবাই চিনে ফেললে ভালই তো ভাই, খারাপ হবে না। আলোচনা সমালোচনা বাড়বে, জানতে পারবো আরো বেশি হা হা হা

শুভকামনা জানবেন ভাই সবসময়।

১৬| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গন্তব্যে পৌছে একটা খাওয়া দিয়েন কিন্তু--- ভাল্লাগছে কবিতা

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্
প্রিয় আপুর আগমনে ধন্য ব্লগবাড়ি। ইচ্ছে মতো খেয়ে দেয়ে ঘুম দেবো আপু, গন্তব্য খুঁজে খুঁজে ক্লান্ত খুব!! বঙ্গদেশ আমার স্বপ্ননীড়

ভাল্লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় আপু।

শুভকামনা জানবেন সবসময়।

১৭| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগা কবিতায়

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর ভালো লাগা জেনে উচ্ছসিত, উৎসাহিত। কৃতজ্ঞতা রাখছি প্রেরণা রেখে যাওয়ায়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৮| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি নাঈম জাহাঙ্গীর নয়নের প্রথম স্বার্থক সনেট। শুভ কামনা রইল। আশাকরি কবির সনেট এবার চলবে দূর্বার গতীতে।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসা উৎসাহ পেলাম, অনুপ্রাণিত হবো নিশ্চয় আপনার মহৎ আন্তরিক প্রয়াসে। কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
আপনার আশর্বাদটুকু যেন না হারাই, প্রত্যাশা।

দোআ করবেন গুরু, আমার চেষ্টা থাকবে নিরন্তর।

১৯| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি নাঈম জাহাঙ্গীর নয়নের আরেকটা বিশেষ দিক হলো ভাবের আচছন্নতা, যা পাঠক পছন্দ করে।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন গুরু যেন ধরে রাখতে পারি শুভাকাঙ্ক্ষী সব মন, আপনার বিশেষায়িত দেখে অনেক উচ্ছসিত আনন্দিত প্রিয় কবি।
অন্তরে থাকুন ভালোবাসা হয়ে।

কৃতজ্ঞতা রাখছি।

২০| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আশাকরি এখন আমাকে নিয়েও একখানা সনেট লেখার লোক পাওয়া গেল হয়তবা।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিও মনে মনে ইচ্ছে রেখেছি মনে প্রিয় কবি সামু ব্লগের উঁড়ন্ত প্রেরণা চৌধুরী ভাই কে নিয়ে একটা সনেট লিখবার। আজ ইচ্ছেটা আরো গাঢ়তর হলো। আপনার কাঙ্ক্ষিত এই পরীক্ষাটি দেবো। তবে ব্যক্তি বিশেষে লেখতে আমার একটু সময় লাগবে হয়তো।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন, ভালোবাসা জানবেন সবসময়।

২১| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৪

জাহিদ অনিক বলেছেন: হুম! নাইম ভাই, প্রথম সনেট।
শুভ কামনা।

তা গন্তব্যটা কোন দিকে?
সনেটের দিকে নাকি যাকে নিয়ে জমিয়ে সনেট লিখছেন তার দিকে?
সেটা অবশ্য অস্পষ্ট রাখাই কবিতায় কবির মুন্সিগিরি।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আপনি সবসময় গভীর চিন্তা করেন, কথা বলেন সুন্দর গোছানো সুবাক্যে।

এই কবিতায় যে মুন্সিগিরি করেছি তা আপনি ধরে ফেললেন খুব সহজে। কৃতজ্ঞতা আপনার আন্তরিক কথনে।

এখানে আমি লিখবার সময় মোট তিনটি দিক বিবেচ্য বিষয় হিসেবে রেখেছিলাম। তিন দিকের দুই দিক প্রকাশ করেছি ছবি দুটির মাধ্যমে। আরেকটা দিক লোকান্তরাল থেকে গেছে। আমাদের মানুষের মধ্যে একটা বিভাজিত দিক আছে, সেই বিভাজন বিবেচনায় বাকি একটা দিক আমার মনেই থাকুক।

গন্তব্যপথ অনেক, ধীরেধীরে প্রকাশ পাবে গন্তব্য
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।

২২| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বাহ্ ! যেন মাইকেল মধুসুদনের সনেট পড়লাম।
কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
শুভকামনা জানবেন।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহ! ভাই অনেক উৎসাহ রেখে গেছেন মন্তবের ঘরে। অনেক বড় বিশেষণ রেখে গেছেন ভাই, এর যোগ্য আমি নই।
আপনার আন্তরিক ভালোবাসা টুকু যেন ধরে রাখতে পারি দোআ করবেন। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আমার জন্য। প্রেরণা হয়ে থাকুন সবসময়।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:০১

উম্মে সায়মা বলেছেন: কবিতার প্রতি, নতুন কিছু শেখার প্রতি আপনার আগ্রহ প্রশংসনীয় নয়ন ভাই।

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের দেয়া- আন্তরিক উৎসাহ প্রেরণা আশীর্বাদ যথার্থ শ্রদ্ধায় ভালোবেসে ফেলেছি, তাই আপনাদের অতুল্য শব্দগুলো যাতে সত্য করতে পারি তার একটু ব্যর্থ চেষ্টা করি মাত্র। আমি সবাইকে শ্রদ্ধার চোখে দেখি, সবার কাছেই শিখি কম আর বেশি। আপনাদের কাছ থেকে শিখা শব্দ গুলো ভাবনা গুলো অনুভূতি সব একটু ভালোভাবে উপস্থাপনের চেষ্টা একটু হলেও করি। দোআ করবেন আপু।

অনেক অনেক কৃতজ্ঞতা সুন্দর প্রশংসায় উৎসাহিত করায়। প্রেরণা হয়ে থাকবেন আপু।
শুভকামনা জানবেন সবসময়।

২৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে। কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

২৫| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
দোয়া সব সময় করি । আরো বেশি বেশি লিখুন ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর ভরসা রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রইল ভাই।

আপনার দোআ থাকলে যেমনই হোক মাঝেমধ্যে লিখেই যাবো এভাবে।

ভালোবাসা জানবেন ভাই সবসময়।

২৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্যে ভাল লাগা।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণার প্রিয় ভাইয়ের প্রশংসা। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:

আপনি ক্রমেই এক্সপেরিমেন্ট এলাকার পরিসর বাড়ছেন, ভালো!

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের উৎসাহ, আন্তরিক প্রেরণাদায়ক আশীর্বাদ থাকলে চেষ্টা অব্যাহত থাকবে আমার।

আপনার কাছে প্রশংসিত হওয়া, ব্লগে যে কারো জন্য সৌভাগ্যে, আমার জন্য পরম আশীর্বাদ।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২৮| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: বুঝেছি আজ আমার গন্তব্য তোমাতে।

দারুন রোমান্টিক । +

মেয়ের হাতে লাঠি কেন? #:-S

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রোমান্টিক করতে পেরেছি জেনে আনন্দিত। প্রিয় কবি'র প্রশংসা আআশীর্বাদ হয়ে থাকুক।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

ছবিটি সম্ভবত ১৯০৮ সালে এঁকেছিলেন কোন চিত্রশিল্পী তাঁর রং তুলিতে, হয়তো শিল্পীর চলার পথে কোন অপরূপ সৃষ্টি হবে হয়তো। লাঠি ইতিহাস আমার জানা নেই।

শুভকামনা জানবেন প্রিয় কবি।

২৯| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:৪৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: /:) একটু সহজ করে লেখা যায় না কি?তাহলে কিছু একটা মন্তব্য করার জন্য পেতাম,এখন মন্তব্য কি করবো?কবিতা তো বুঝতেই পারছি না। :(
তবুও হয়ত,কোন বালিকার রুপের প্রশংসা করেছেন কবিতায় সেটা লিখেছেন।বালিকার রুপের প্রশংসা =p~

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নয়নের কাজকারবার ফয়েজ ভাই! কিচ্ছু হয়না... কি লিখে নিজেই জানেনা। আপনে কেমনে বুঝবেন হা হা হা


আসলে ভাই, আমি কঠিন শব্দে লিখতেই পারিনা, সবাই বলে সাদামাঠা সহজ হয়ে যাচ্ছে আপনার কাছে কঠিন মনে হলো জেনেও ভালো লাগলো যে আমি কঠিনও লিখতে পারি।

তবুও একটু বুঝেছেন জেনে ভালো লাগলো।

শুভকামনা জানবেন ভাই।

৩০| ১৯ শে জুন, ২০১৭ ভোর ৬:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: বুঝেছি আজ আমার গন্তব্য তোমাতে।
বাহ! এই লাইনটির জন্যে লাইক বাটন টিপতেই হলো! :)

পুরো কবিতাটাই সুন্দর। আর আপনার পছন্দকৃত ছবিগুলো নিয়ে বহুবার বলেছি। সত্যিই লেখার সাথে মিল রেখে এত সুন্দর সব ছবি বাছাই করেন! এই কাজটি আপনার মতো এত ভালো করে অনেকেই করতে পারে না!

সুন্দর পোস্টে কৃতজ্ঞতা।
আমার সকল শুভকামনা রইল!

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক খুশি হয়েছি প্রিয় আপুকে আমার পোষ্টে পেয়ে, কৃতজ্ঞতা তো অবশ্যই থাকে আপনার প্রতি সবসময়। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।


ছবি মিল রাখতে পারি জেনে আরো আনন্দিত হলাম, আপনার এই প্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।


অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয় আপুর জন্য।

৩১| ১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৪২

সাদা মনের মানুষ বলেছেন: কবিতার ছন্দ ঠিক বুঝে উঠতে পারিনি, তবে প্রথম ছবিটা অসাধারণ!

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইটিকে অনেক দিন পর দেখলাম, ভালো আছেন নিশ্চয় এমনটাই প্রত্যাশা।

ছন্দ আমিও বুঝিনা ভাই, ফরিদ ভাইয়ের অনুপ্রেরণায় ব্যর্থ চেষ্টা করেছিলাম। দোআ করবেন ভাই।
ছবিটি ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

৩২| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৩

নীলপরি বলেছেন: বরাবরের মতোই ভালো লাগলো । ++++++++

শুভকামনা ।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম আপু। এত্তগুলো প্লাস আমাকে আনন্দে ভাসিয়ে গেল। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
মন্তব্যে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রইল।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৩৩| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: লেখক বলেছেন:আপনার কাছে কঠিন মনে হলো জেনেও ভালো লাগলো যে আমি কঠিনও লিখতে পারি।
আমার কথা বিশ্বাস করে লাভ নেই নাইম ভাই।কারণ,সহজ করে লিখলেও আমার কাছে কঠিনই লাগে। :(

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা বুঝেছি ভাই, কবিতায় আপনার এলার্জি আছে।


বসে থাকার চেয়ে ভাল মন্দ কিছু লিখার চেষ্টা মাত্র। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৩৪| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

২০ শে জুন, ২০১৭ রাত ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ভাই।

আপনার মুগ্ধতা আমার জন্য আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৩৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১৬

বর্ষন হোমস বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে।তবে আমার মনে হয় যেই শব্দ গুলো ব্যাবহার করেছেন সেগুলোর প্রচলিত সমার্থক টা ব্যাবহার করলে অনেকের কাছেই সহজে বোধগম্য হত।হ্যাঁ মাঝে মাঝে ছন্দে মিল রাখার জন্য এমন শব্দ ব্যাবহার করা যায়।

কবিতায় মুগ্ধতা রইলো।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় ভাইয়ের কাছ থেকে মন্তব্য পেয়ে। পরামর্শটা চমৎকার রেখে গেছেন ভাই। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করবো। অনেক সময় লাইন সামঞ্জস্যতা রাখতে কিছু শব্দ কঠিন এসে যায় বা শব্দ শর্ট করতে গেলেও এমনটা হয়। তবুও আমি সবসময় সহজ সরল শব্দ প্রয়োগের চেষ্টা করি। দোআ করবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

প্রতিউত্তরে দেরি হয়ে গেলো ভাই, মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন, কারণ, প্রতীক্ষার সময় খুব কষ্টের হয়।
আসলে একটু ব্যস্ত ছিলাম, তারউপর নোটিফিকেশন কেমন যেন সবগুলো দেখায় না মাঝেমধ্যে ।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.