নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আমি নজরুল নই, তাই বিদ্রোহী হতে পারিনা,
নই কবিগুরু রবীন্দ্র- বুঝতে পারিনা সাহিত্য-কী।
জীবনানন্দের মতো প্রকাশ করেতে জানিনা
মুগ্ধতা দেশ-রূপ প্রকৃতি।
দেখাতেও না পারি জসীম উদ্দিনের মতো-
গ্রাম বাংলা, গভীর-দেশপ্রেম আর ভালোবাসা।
সাধারণ, অতি সাধারণ নগণ্য এক যুবক আমি,
লিখতে গিয়েও পারিনা-মনের কথা, ক্ষোভ অসন্তুষ্টি।
স্বার্থপর পৃথিবী'র স্বার্থান্ধ মানুষ কত-রূপি
কেবল দুঃখই দিয়ে গেল, যে যতো পারে মন-ভরি!
দুচোখ যায় যতদূর- দেখি সুন্দর রূপ-প্রকৃতি,
মুগ্ধ নয়ন কৃতজ্ঞ স্রষ্টা'য় অপরূপ-বিশ্ব সৃষ্টি,
মানুষের বোধ বিচারে কত চ্যুতি আর বিচ্যুতি!
নির্মম শোষণে দগ্ধ সদা শোষিত,
ভেঙে যায় মন, বিষণ্ণ প্লাবন
ধরে আগুন রক্তে বারুদ জ্বলন্ত।
তবু আমি দুর্বল শীর্ণ মনে রয়ে যাই চুপ,
বিবেকের ধ্বংসনে নিজেকেই করি ক্ষত।
প্রতিবাদ জানিনা কোনো- বোবা আমি,
ভুলে থাকি সহস্র শোষিতের দুঃখ-বেদনা,
ভুলে চেতনা, জাতি-গৌরব, নিজ-কৃষ্টি!
আমি ধূলির মানুষ, ক্ষুদ্রতে রাখি বিশ্বাস,
ধুলো মেখে গায় মাতিয়া ফিরি, উচ্ছ্বাসে
আনন্দে ভরি,পথের মাঝে ছাড়ি নিঃশ্বাস।
অতি ছোট নগণ্য, অগণিত বৃহৎ সমারোহে
আমি কণা-মাত্র, মনুষ্যত্ব পূঁজি-তা বিরহে,
হই সৃষ্টিসুখে ধন্য, বারে বারে মন-তা কহে।
কবিগান বাহে প্রাণ, কবি-মনে সৃজি মনস্তুষ্টি
স্রষ্টা-প্রেমে মহিয়ান বিশ্বাসীবাদ, অমর সৃষ্টি-
ক্ষুদ্রে খুঁজিব জ্ঞান, সদাগতি ধীরভাবে তুষ্টি।
লেখাটির কৃতজ্ঞতা প্রিয় কবি জাহিদ অনিক ভাইয়ের প্রতি।
ছবিটি পনেরো সালের জানুয়ারি/ফেব্রুয়ারি তে তোলা মোবাইলে। লাজ শরমের মাথা খেয়ে নিজের ছবিই দিয়ে দিলাম।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন মন্তব্যে, শুভেচ্ছা পেয়ে ধন্য হলাম, কৃতজ্ঞতা জানবেন।
পড়েন ভাই, কিছু জানিয়ে যাবেন মনে করে, ভয়েই আছি ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
২| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:২৯
সুমন কর বলেছেন: ছবি দিলে, একটা দেয়াই ভালো। কবিতা, ভালো লাগল।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
নিচের ছবিটা না দিলেই ভালো হতো বুঝতে পারছি এখন। ভাবছি ডিলিট করবো কিনা।
প্রিয় কবি'র কাছে প্রশংসিত হয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম। অনেক অনেক সুন্দর হয়েছে। শুভকামনা জানবেন।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা জেনে সাহসী ও উৎসাহিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন। কৃতজ্ঞতা রাখছি ভাই পড়ে জানিয়ে যাওয়ায়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।
৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩১
অর্ক বলেছেন: চমৎকার মানবতাবাদী কবিতা! মুগধ হলাম! এধরণের কবিতা আজ বড্ড প্রয়োজন। শুভেচ্ছা কবিবর।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাই কে মন্তব্যের ঘরে পেয়ে ধন্য লেখা ধন্য আমি। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা।
অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। বিশেষিত মন্তব্যে প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ও ছবি দুটাই ভালো লাগলো +
ভাইসাহেবের সুরুত মাশাল্লাহ !!!
শুভ কামনা রইলো ।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ভাই। মন্তব্য পেয়ে ধন্য লেখাটি। ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
সুরুত মাশাল্লাহ জেনে অনে-ক খুশিখুশি লাগছে নিজেকে। এখানেও কৃতজ্ঞতা ভাই।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়।
৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
প্রেমের কুন্জ ছেড়ে সাধারণ মানুষের লোকালয়ে প্রবেশ।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো মন্দ কিছু বুঝলাম না তো ......!!!
আপনি অনেকের প্রেরণা হয়ে থাকবেন।
মন্তব্য পেয়ে ধন্য হলাম। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ভালোবাসা আপনার জন্য।
৭| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৩
নাগরিক কবি বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ও ছবি দুটাই ভালো লাগলো +
ভাইসাহেবের সুরুত মাশাল্লাহ !!!
শুভ কামনা রইলো আমি সহমত
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ভাই। মন্তব্য পেয়ে ধন্য লেখাটি। ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
সুরুত মাশাল্লাহ জেনে অনে-ক খুশিখুশি লাগছে নিজেকে। এখানেও কৃতজ্ঞতা ভাই।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা জানবেন সবসময়।
৮| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি আমার।
ধূলি বানানটি কি হবে মনে করতে পারছি না। উচ্ছ্বাসটি বানানটিও দেখে নিয়েন।
কবিতায় কি একটু পরিবর্তন আনবেন সামনের দিনগুলোতে?
কেমন সেকেলে লাগে।
১৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের কাছে প্রথম প্লাস পেয়ে অনেক উচ্ছ্বসিত, আপনার মন্তব্য আমার জন্য অনেক প্রেরণা বয়ে আনে সবসময়। কৃতজ্ঞতা রাখি সবসময় শ্রদ্ধায়।
এখনই ঠিক করে নিচ্ছি। এখানেও কৃতজ্ঞতা জানবেন সবসময়।
দোআ করবেন ভাই, নতুনত্ব শিখা চেষ্টা থাকবে আমার। প্রিয় কবি'র কাছে পাওয়া প্লাসটি আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৯| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
চেহারা তো নায়ক মাশাআল্লাহ
১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
চেহারায় মাশাআল্লাহ্ পেয়ে উচ্ছ্বসিত আনন্দে ভাসছি। কৃতজ্ঞতা এখানেও।
নায়ক না গো আপু, ব্যর্থচিত্র হা হা হা
শুভকামনা জানবেন সবসময়।
১০| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৮
শূন্য-০ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++++++
ছবিও মাশাল্লাহ্
১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই, উৎসাহিত করায় কৃতজ্ঞতা জানবেন।
প্লাসগুলো অাশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১১| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:১১
মাঝ আকাশে শিশুর জন্ম বলেছেন: ভাইয়ু!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
কেন মুগ্ধ জানিনা!!!!!!!!
২০ শে জুন, ২০১৭ রাত ১২:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আপনার মন্তব্য পড়ে উচ্ছ্বসিত আনন্দে ভাসছি। মুগ্ধতায় কৃতজ্ঞতা রইল।
যেভাবেই মুগ্ধ হোন, মুগ্ধতা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন ভাই।
১২| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:২২
জাহিদ অনিক বলেছেন: বাহ । নয়ন ভাই। সত্যিই বেশ ভাল হয়েছে ।
আপনি নজরুল কিংবা রবীন্দ্রনাথ না হোন । নাই বা হোন মাইকেল মধুসূধন । আপনি নয়ন । কবি নয়ন । এটাই একদিন আপনার পরিচয় হবে ।
আপনার শব্দের গাঁথুনি ভাল । শব্দের ও ছন্দের আপনি ভাল বুঝেন । এটাই অনেক বড় কিছু ।
যারা শব্দে শব্দে ছন্দ মিলাতে পারে তাদের আমি শ্রদ্ধা করি, আমি নিজে পারি না তো তাই ।
আপনার ছন্দের মধ্যে ভাব লুকিয়ে থাকে । অনেকের কেবল ছন্দই থাকে, শুধু ছন্দ থাকলে সেটা ছড়া হয়ে যায়।
আপনার টাতে আগেই বলেছি ছন্দ ও ভাব দুইটাই থাকে।
আপনি এই কবিতায় প্রকৃতির, স্রষ্টার ও কবিতার জয়গান গেয়েছেন । সনেটের ধারা বজায় রেখেছেন ।
ভাললাগা ও মুগ্ধতা কবি । ভাল থাকুন । কবিতার সাথেই থাকুন ।
২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, যে আন্তরিক উৎসাহ প্রশংসা রেখে গেছেন, তার সঠিক কৃতজ্ঞতা আমার মতো অজ্ঞ মাথা থেকে কেমনে বের হয়!! শুধু মনের গভীর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে রাখি। প্রেরণার আকাশে উজ্জল চাঁদ হয়ে থাকুন নিত্যকর্মে।
"আপনি নজরুল কিংবা রবীন্দ্রনাথ না হোন । নাই বা হোন মাইকেল মধুসূধন । আপনি নয়ন । কবি নয়ন । এটাই একদিন আপনার পরিচয় হবে।" -অনেক বড় অাশীর্বাদ রেখে গেছেন প্রিয় কবি প্রিয় ভাই। পরম শ্রদ্ধায় ভালোবাসা হয়ে থাকুন মন আকাশে। দোআ করবেন যেন এই প্রশংসা সত্যকরে রাখার যোগ্য হতে পারি।
আপনাদের দেয়া আন্তরিক প্রেরণাই আমাকে কবিতাচক্রে আটকে রাখবে বলেই বিশ্বাস।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৩| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৩
জাহিদ অনিক বলেছেন: ওহ, বলতে ভুলে গেছি ২০১৫ সালের ছবিটায় আপনাকে নায়কের মত লাগে। তবে একটু যেন রেগে ছিলেন!
হা হা হা , নাথিং সিরিয়াস, জাস্ট একটু মজা করছিলাম ।
২০ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, নায়ক তো হতে পারলাম না একটি মনেও!!! নায়কের মতো মনে হয়েছে তৃপ্তির শ্বাস, হে হে না মানলাম, তবুও তো
জানলাম নায়ক ছিলাম কোনএকদিন।
মজা করে অনেক আনন্দিত করে গেছেন ভাই, এখানেও কৃতজ্ঞতা জানবেন।
আসলে নিজের চিন্তাভাবনা যেহেতু যোগ করেছি, আবার ধুলির মানুষ হয়েছি, তাই অন্য কারো ছবি দিয়ে ধমকটমকে পড়তে চাই নি, তাই নিজের ছবিটিই দিয়ে দিলাম বেশরমের মতো। যাক, ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম খুব।
শুভকামনা জানবেন আবারো, ভালোবাসা সবসময়।
১৪| ২০ শে জুন, ২০১৭ ভোর ৪:৪৩
ধ্রুবক আলো বলেছেন: অনন্যসাধারণ লেখনি, খুব সুন্দর বিদ্রোহী মনোভাব লেখাটায় ফুটে +++++
খুব ভালো লাগলো।
২০ শে জুন, ২০১৭ দুপুর ২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের কাছে অসাধারণ মনে হওয়ায় উচ্ছ্বসিত আনন্দিত সৃষ্টসুখে। প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৫| ২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৪০
মোস্তফা সোহেল বলেছেন: আপনি আপনার সতন্ত্র।
২০ শে জুন, ২০১৭ দুপুর ২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে, আজও।
প্রেরণা হয়ে থাকুন সবসময়।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
১৬| ২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক অনেক ভাল হয়েছে।
২০ শে জুন, ২০১৭ দুপুর ২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম প্রিয় কবি'র কাছে প্রশংসা পেয়ে।
ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শ্রদ্ধা শুভকামনা সবসময়।
১৭| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি লিখে চলুন অবিরত।
কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।
২০ শে জুন, ২০১৭ দুপুর ২:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভরসা ভালোবাসা প্রেরণা পেলাম প্রিয় ভাইয়ের কাছ থেকে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। প্রেরণা হয়ে থাকবেন আমার সানের দিনে।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৮| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
দারুনসব অনুভুতি প্রকাশে কবিতা
আমি ধূলির মানুষ, ক্ষুদ্রতে রাখি বিশ্বাস,
ধুলো মেখে গায় মাতিয়া ফিরি, উচ্ছ্বাসে
আনন্দে ভরি,পথের মাঝে ছাড়ি নিঃশ্বাস।
বৃক্ষ নীজের জন্য জন্মেনা , তেমনি কবিও
নীজেরে করিয়া উঝাড় পরের দু:খ বয়ে
বেরায় । অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের মন্তব্য পাওয় সবসময় আমার সৌভাগ্যের মনে করি। কারণ, আপনার আন্তরিক ভালোবাসায় রেখে যাওয়া উৎসাহ আশা জাগানিয়া প্রেরণা আমাকে সাহসী করে অনেক।
এই প্রশংসা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
শুভকামনা জানবেন প্রিয় ভাই, ভালোবাসা সবসময়।
১৯| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার কবিতা
২০ শে জুন, ২০১৭ রাত ৮:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
কৃতজ্ঞতা রাখছি ভাই মন্তব্যে।
শুভকামনা জানবেন ভাই।
২০| ২০ শে জুন, ২০১৭ রাত ১০:১৪
তারেক ফাহিম বলেছেন: বরাবরের মত কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।
২১ শে জুন, ২০১৭ রাত ৮:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই আপনার ভালো জেনে। কৃতজ্ঞতা রাখছি ভাই আন্তরিক মন্তব্যে।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
২১| ২০ শে জুন, ২০১৭ রাত ১১:৪৫
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
আমার গায়ে যতো দুঃখ সয়
বন্ধুয়ারে .......................
দ্বিতীয় স্তবকে এক তরুন কবি এমন করেই যেন নিজেকে তুলে ধরেছেন । সমস্ত কবিতার মর্মার্থই মনে হয় এটা।
ভালো লাগলো এক বিষণ্ণ কবির বিবেক দংশনের এই প্লাবন ।
২১ শে জুন, ২০১৭ রাত ৮:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই প্রিয় কবি-কথাসাহিত্যিক ভাইয়ের প্রতি পরম শ্রদ্ধায় কৃতজ্ঞতা রাখছি।(প্রতিউত্তরে দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। গতরাত থেকে একটু ব্যস্ত ছিলাম, ব্লগেই আসতে পারিনি) আপনার মন্তব্য সবসময় আমাকে অনেক প্রেরণা উৎসাহিত করে যায়, আজ তারও বেশি আনন্দিত ও উচ্ছ্বসিত আনন্দিত। অনেক বড় প্রশংসা করে গেছেন প্রিয় ভাই, আমি ধন্য।
দ্বিতীয় স্তবকে এক তরুন কবি এমন করেই যেন নিজেকে তুলে ধরেছেন । - আপনার এই আন্তরিক উৎসাহের কৃতজ্ঞতা যথার্থ প্রকাশ আমার অজ্ঞ মস্তিষ্কে করা সম্ভব নয়, শুধু শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানানো ছাড়া। আপনার এই প্রশংসা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন ভাই, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
২২| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:২২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: নিজের পরিচয় চমৎকার ভাবে দিয়েছেন।ভালো লাগলো।
লেখক বলেছেন: লাজ শরমের মাথা খেয়ে নিজের ছবিই দিয়ে দিলাম।
এটাই ভালো করেছেন।
২১ শে জুন, ২০১৭ রাত ৯:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ফয়েজ ভাইয়ের কাছে লেখাটি ভালো লেগেছে জেনে অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
ছবিটির ব্যাপারে বলেছিলাম এজন্য যে, কেউ আবার ভেবে নিতে পারে সেলিব্রিটি হতে চাচ্ছি। ছবিটি দিয়েছি এজন্য যে লেখাটি নিজেকে প্রকাশ করেছি, যদি খারাপ উপস্থাপন করে ফেলি তো যার ছবি দেবো সে কষ্ট পেতে পারে। এটাও আমার বোকামিরই প্রকাশ মনে হচ্ছিল। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ফয়েজ ভাই। কৃতজ্ঞতা আবারো।
শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।
২৩| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪
নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো প্রত্যেকটা লাইন । প্রত্যেকটা শব্দ ।
+++++++
শুভকামনা ।
২১ শে জুন, ২০১৭ রাত ৯:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর আগমনই আমার সৌভাগ্যের মনে করি। আর আন্তরিক উৎসাহ আমি অাশীর্বাদ মনে করি আপু। মনে করি আপনি আগের জন্মে আমার দিদি ছিলেন। পরম শ্রদ্ধেয়া আপনি, আমার মন আকাশে পূর্ণিমারচাঁদ হয়ে প্রেরণার আলোয় আলোকিত করছেন আমার নগণ্য লেখা চেষ্টায়। আপনার আন্তরিক উৎসাহের সঠিক কৃতজ্ঞতা অজ্ঞ মস্তিষ্কে কেমনে প্রকাশ করবো আপু।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
শুভকামনা জানবেন সবসময়।
২৪| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার গঠন সাবলীল! ভাষার প্রকাশে আরো কিছু মাধুর্য হলে ভাল হত!
২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন প্রিয় কবি ভাই। আমি চেষ্টা একটু ভালো শ্রুতিমধুর শব্দ সেট করতে। তবুও পেরে উঠিনা ভাই! তবে চেষ্টার ত্রুটি করিনা একটু ভালো করতে। ভাই, আমি কৃতজ্ঞতা সামু ব্লগে, কৃতজ্ঞতা প্রকাশ করি শ্রদ্ধেয় বড় ভাইদের প্রতি। গতবছর এই মাসেই শুরু, চার লাইনও লিখতে পারিনি, এখন মোটামুটি ভালো-মন্দ যাই হোক লিখতে পারি, এ কেবল আপনাদের আন্তরিক উৎসাহ প্রেরণায় অনুপ্রাণিত হয়ে। আমি আপনার দোআ চাই, আমি লিখতে চাই তাই পরামর্শ- শিখতে চাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
ঈদ আনন্দে ভরে উঠুক মন শুভ প্রত্যাশায়
ঈদ মোবারক
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:২৮
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আগে শুভেচ্ছা জানবেন ভাই, পরে কবিতা পড়ছি।