নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
মনটা তোমার পাবো বন্ধু কেমনে করি আশা,
হলনা-তো নিজের সাথেই আমার আত্মীয়তা!
ফল পাবো তাই মন-ভূমে লাগাই গাছের চারা,
গাছের সব ডাল শুকাই গেলো রস যতন ছাড়া।
আমিই নিজের চিরশত্রু তাল-হারা হই-বেতাল,
জীবন সাগরে ব্যর্থ সদাই ধরতে নিজের হাল।
বাঁধিয়া মন ভুল মানুষে বারে-বারে হই-অঙ্গার,
এগিয়ে যেতে পিছাই দিগুণ চলাই হয়না আর!
কতো আশায় ঘর বাঁধিলাম করবো বসত সুখে,
চাল উঁড়াইয়া ভাঙল ঘর নিদারুণ কাল-ঝড়ে!
পারিনি-তো বুঝতে চিনতে নিজর কি-সুখ ভালে,
ভেঙে-ই পড়ি বিশ্বাস ভরি যখন ধরি যে-ডালে!
আত্মার পরমাত্মীয়া জানলাম যারেই মানলাম,
মন ভেঙে তুষেরআগুন জ্বালাই গেল পুড়লাম।
বন্ধু শোকে অতৃপ্ত আজ হয়ে দুঃখের গোলাম,
ভাঙাগড়া নিত্য খেলায় নিজের হারই জানলাম।
মায়া-র টানেই ফিরবে পাখি নিবে ঘরের খবর,
আসবেনা আর মনের মানুষ ভাঙলে মনের ঘর।
বন্ধু তুমি নদীর মতো কূল ভেঙে গড় নতুন চর,
সাহস কি আর ভাবতে আপন হবেই জানি পর।
[গ্রাম বাংলায় একটা কথা খুব বেশি চৈল আছে তা হলো গৈল পুড়া গরু জ্যোৎস্না দেইখাও ডরা'য়। আমার হইছে সেই দশা!! কখন কি ভাবি নিজেই বুঝি না মাঝেমধ্যে! মাঝেমাঝে খুব একা মনে হয়, দুর্ভগা মনে হয় নিজেকে, একাকীত্ব গ্রাস করে আমাকে। মনের মধ্যে অজানা সব ভয় এসে ঘুরঘুর করে! সেই অখেয়াল গুলো লিখতে ইচ্ছে হয় খুব, শুরুও করি।
লেখা শেষ হলেই যাচাই বাছাই না করে আগে পোষ্ট করতে ব্যস্ত হয়ে পড়ি!! পাগল হয়ে গেলাম নাকি বুঝতেছি না কিছু!!! ]
২৭ শে জুন, ২০১৭ রাত ১১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ১৪৫ কিঃমিঃ
বাড়ি না যাওয়াটা সমস্যা না ভাই, ঈদের একদিন আগেই এসেছি বাড়ি থেকে।
আসলে হয়েছেটা কি, মাঝেমধ্যে সবাই কেমন যেন পর পর ভাবে আমাকে (আমার মনে হয় আর কি)। ফেসবুক, ব্লগ, গুগলি, টুইটারে কতজনকেই পাইলাম, ভাবলাম আপন জনদের মতো। কিছু কিছু মানুষের সাথে এমন সম্পর্ক হয়ে ওঠে হঠাৎ তাদের দেখা পেলে এমন ভালো লাগে আর শ্রদ্ধা করি যেমনটি নিজের বাপ চাচা ভাইকেও করি না! কিছু কিছু মানুষের সাথে এমন বন্ধুত্বসুলভ ব্যবহার গড়ে ওঠে যাদের দেখলেই আনন্দে ভরে ওঠে মন। অথচ! তারা অনেকেই হারিয়ে যায় কোন একদিন কোনো না কোনভাবে! মাঝেমধ্যে যখন এইসব ভাবনায় যুক্ত হয়, তখন মনে হয় আমি অাসলেই ব্যর্থ একজন। খুব কষ্ট হয় তখন। সেই সময়গুলোর বর্ণনা ঠিকঠাক সাজাইতে চাই, পেরে উঠি না বেশিরভাগ সময়ই। তবু চেষ্টা করেই চলেছি, সামু ব্লগের এই কৃতজ্ঞতা শেষ হবার নয় কখনওই।। আমি রাখবো মনে, আপনাদের মনের ঘরেই রাখতে চেষ্টা করি/করবো। প্রেরণার জ্যোতি আপনারাই।
অনেক কথাই বলে ফেললাম, বিরক্তিকর মনে হলে ক্ষমা করবেন।
দোআ করবেন।
শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।
২| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:০৮
ডঃ এম এ আলী বলেছেন: মায়া-র টানেই ফিরবে পাখি নিবেই ঘরের খবর,
আসবেনা আর মনের মানুষ ভাঙলে মনের ঘর।
কবিতা খুব ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।
২৭ শে জুন, ২০১৭ রাত ১১:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার প্রিয় ভাইয়ের উপস্থিতি আমাকে অনেক সাহস আর ভালো লাগা দিয়ে যায় সবসময়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় কবি ও কথাসাহিত্যিক সুলেখক ভাই।
আমার প্রেরণার আকাশ জুড়ে আপনি জ্যোতি হয়ে অাছেন, থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
৩| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:২৫
অর্ক বলেছেন: ভাল লাগলো।
২৭ শে জুন, ২০১৭ রাত ১১:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। প্রেরণা হয়ে থাকুন সবসময়।
শুভকামনা জানবেন ভাই।
৪| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:২৮
তোমার জন্য মিনতি বলেছেন: অনেক সুন্দর হয়েছে +++++
২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই, প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়।
৫| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকটা লোকগানের মতো! ভালো লেগেছে! তবে শব্দচয়ণে আরেকটু মনোযোগ দিতে বলবো । যেহেতু প্রায় সবখানেই অন্তঃমিল আছে, দুয়েক জায়গায় কেমন খাপ ছাড়া লেগেছে; ওগুলো শোধরে নেবেন । সাধু-চলিত মিশ্রণ না ঘটানোই ভালো ।
২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসায় গ্রহণ করছি পরামর্শ। কৃতজ্ঞতা রাখছি আন্তরিক পরামর্শে।
আসলে, কবিতাটি আজ বিকাল থেকে শুরু হয়ে পোষ্ট করার আধাঘন্টা আগেই শেষ করেছি। খুব দ্রুত হয়ে গেছে। পুনর্বিবেচনার সময় নেই নি। মাঝেমধ্যে মাত্রা বেড়ে গেছে সেটা আমিও মনে করেছি। কিন্তু অনেক চিন্তা করেও শব্দ মিলাতে পারিনি। আবার অনেক মাত্রা মিললেও লাইন সামঞ্জস্যহীন হয়ে পড়ায় এভাবেই দিয়েছি।
তবে, চেষ্টা করবো ভাই, যতটুকো এডিট করতে পারি।
অনেক অনেক স্নেহময় ভালোবাসা রেখে গেছেন ভাই। ধন্য আমি।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৬| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪
ওমেরা বলেছেন: আমি জানি ভাইয়া আপনার মন কেন আজকে এরকম কিন্তু বলব না তবে দোওয়া করব আল্লাহ যেন আপনার মনে প্রশান্তি দান করেন ।
কবিতা বেশ ভাল হয়েছে ধন্যবাদ ভাইয়া ।
২৮ শে জুন, ২০১৭ রাত ১২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা অনেক বিশ্বাসী কথা বলে গেছেন প্রিয় আপু আমার।
কিছুকিছু কথা না বলাই ভালো, কি বলেন।
প্রশংসা পেয়ে অনেক সাহসী হলাম। আশীর্বাদ হয়ে থাকুক ভালো লাগা টুকু।
প্রেরণা হয়ে থাকবেন আপু।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৭| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৪০
শূন্যনীড় বলেছেন: মনের কথা গুলোই কবিতায় প্রকাশ করে গেলেন, মিলে গেল ভাই। ++++++
২৮ শে জুন, ২০১৭ রাত ১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার সাথে মিলে যাওয়াই আমার সার্থকতা ভাই। কৃতজ্ঞতা রাখছি পাঠে।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন প্রিয় ভাই।
৮| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:১৬
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে প্লাস +
মন জিনিসটা খুব ভার্চুয়াল বুঝলেন!
২৮ শে জুন, ২০১৭ রাত ১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি সৃষ্টিসুখে। অনেক সাহসী হইলাম প্রিয় ভাইয়ের উপস্থিতিতে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা রাখি ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়, ভালোবাসা জানবেন ভাই।
৯| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:৩৫
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: মুগ্ধ হয়েছি কবিতা পড়ে ++++++
২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা জেনে উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
প্লাস গুলো আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।
শুভকামনা আপনার জন্য সবসময়
১০| ২৮ শে জুন, ২০১৭ রাত ৩:৩৯
শূন্যনীড় বলেছেন: প্রতি উত্তরে কৃতজ্ঞতা জানবেন।
৮নং মন্তব্য ভেবে দেখার জন্য আমিও সাধু ভাইয়ের সাথে একমত প্রকাশ করে গেলাম।
কয়েকটি জায়গায় তাল একটু বেতাল মনে হলো, ঠিক করে নিলে অসাধারণ হবে নিশ্চিত, কথাগুলো সুন্দর সাজিয়েছেন সুন্দর উপমায়।
শুভকামনা আপনার জন্য সবসময় ভাই।
(আপনার সাইটে লেখক প্রোফাইল সম্পর্কে কিছু ভাবছেন? তা না হলে তৃপ্তি পাইনা ভাই।)
২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য রেখে যওয়ায় কৃতজ্ঞতা রাখছি প্রথমেই। হ্যা, ঠিক বলেছেন, সাধু ভাইয়ের মন্তব্য আমি শ্রদ্ধা ভরেই গ্রহণ করেছি এবং ভেবেছি ও যে কয়েকটি জায়গায় একটু করে মাত্রার দীর্ঘতা হয়েছে সেটা এডিট করবো। আজই করবো ভাই।
হ্যা সুন্দর কথা স্মরণ করিয়ে গেছেন সাইট সম্পর্কে। আমি অবশ্য কথা বলেই রেখেছি যে, লেখকদের নিজস্ব প্রোফাইল এবং সমস্ত লেখা স্ব স্ব লেখকের দায়িত্বে থাকবে এমন কিছু করে দিতে। আমি আসলে সাইট করেছিলাম সখ করেই, কিছুই বুঝি না সাইট সম্পর্কে। যার মাধ্যমে তৈরি করেছিলাম তার সাথে কথা হয়েছে। ঈদের পর করে দিতে চেয়েছেন। সারাবছর সব ধরণের সমস্যা দেখার জন্য তাদের আমি চার্জ দেই। আশা করি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নিজের মনে করেই লিখবেন আশা রাখি।
১১| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
অগ্নিময়না আপনার সাথে মজা করেছে। তার সব কমেন্ট এক। এমন কি আমার পোষ্টেও সে একই কমেন্ট করেছে! উত্তরটা দেখলে মজা পাবেন!
যাকগে শুভেচ্ছা রইল! এই কবিতাটিও চমৎকার হয়েছে!
২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে জেনে অনেক উৎসাহ পেলাম ভাই , সাহসী করে গেলেন। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।
আমি বুঝেছি যে তিনি আমার সাথে দুষ্টুমি করতেছে, কিন্তু আমার পিছে এমনিতেই সমলোচক আছেন চোখ কান খুলে, পাছে কে আবার বলে বসে আলোচিত হইতে নতুন নিক খুলে এমনটি করেছে। তাছাড়া, এতে তার নিজের ক্ষতি হচ্ছে। তার সম্পর্কে ভিন্নজন ভিন্ন ধারণা প্রথমেই পেয়ে গেলে তার লেখার আগ্রহই কমে যেতে পারে।
তাই একটু সতর্ক করে দিয়েছি ভাই।
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো হলো ভাই।
কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সবসময়।
১২| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:১৭
শূন্য-০ বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই, মুগ্ধতা রেখে গেলাম কবিতায় +++++
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় আন্তরিকভাবে উৎসাহিত করায় কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ভাই। অনেক প্রেরণা রেখে গেছেন মন্তব্যে।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই এত মুগ্ধ হয়েও লাইক দেননি, এটা কিন্তু ভাই চিন্তার বিষয় খুব!!
কৃতজ্ঞচিত্তে অভিনন্দন রইল।
১৪| ২৮ শে জুন, ২০১৭ রাত ১০:৪৭
নীলপরি বলেছেন: মনটা তোমার পাবো বন্ধু কেমনে করি আশা,
হলনা-তো নিজের সাথেই আমার আত্মীয়তা!
শুরুটাই করেছেন অসাধারণ । আর পুরো কবিতাটা তো ভালো হয়েছেই । ++++
আপনার বাকি কথা প্রসঙ্গে বলি , মনে হয় আপনি মন থেকে সব সম্পর্ক ভাবেন । আমিও তাই । মাথা দিয়ে কিছু ভাবতে পারলাম না । সবাই আমায় ইমোশোনাল ফুল বলে । কি আর করবো ? সারাজীবন বোকাই থেকে যাব বোধহয় ।
শুভকামনা রইলো ।
২৮ শে জুন, ২০১৭ রাত ১১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসা আর প্রেরণা রেখে গেছেন আন্তরিক প্রশংসা গুলোতে। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধেয় প্রিয় আপুর জন্য ভালোবাসা সবসময়।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
আপনার বাকি কথা প্রসঙ্গে বলি , মনে হয় আপনি মন থেকে সব সম্পর্ক ভাবেন । আমিও তাই । মাথা দিয়ে কিছু ভাবতে পারলাম না । সবাই আমায় ইমোশোনাল ফুল বলে । কি আর করবো ? সারাজীবন বোকাই থেকে যাব বোধহয় । - অসাধারণ ভালো মনের মানুষ আপনি। শ্রদ্ধা রাখি এমন মহৎ মনের বোকা মানুষদের। আপনারা আছেন বলেই দুনিয়াতে এখনো বিশ্বাস বলে কিছু একটা আছে। নয়তো কবেই বিশ্বাস শূন্য হয়ে ধ্বংস হতো দুনিয়া!!
আমি বুঝি ঠকার পরে, কখনো আগে বুঝতে পারলাম না মানুষকে!! বোকামিটা রয়েই গেলো!!
অনেক মানুষ সামান্য মতবিরোধে পাল্টে যায়, ভুলে যায় দেয়া কথা!!
শুভ হোক আপনার প্রতিটি দিনক্ষণ।
১৫| ২৯ শে জুন, ২০১৭ রাত ১২:০২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা ++++++++
২৯ শে জুন, ২০১৭ রাত ১২:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পাই প্রিয় কবি'র উপস্থিতিতে বুকে সাহস একটু বাড়ে।
অনেক গুলো প্লাস পেয়ে সত্যিই উচ্ছ্বসিত আনন্দে ভরে গেল মন। প্রেরণার জ্যোতি হয়ে থাকুন আমার আকাশে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১৬| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫৭
নীলপরি বলেছেন: শ্রদ্ধা রাখি এমন মহৎ মনের বোকা মানুষদের। --
আরে আমি মহৎ নই । তাহলে তো বোকামি , দুঃখ , কষ্টের উর্দ্ধে চলে যেতাম । সেটা তো পারিনা । তাই আমি সাধারণ । অতি সাধারণ ।
আর আপনার মতো মানুষদের জন্যও পৃথিবীটা সুন্দর । যাঁদের আবেগ আছে ।
শুভকামনা আপনাকেও ।
খুব ভালো থাকুন ।
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অনেক স্নেহ ভালোবাসা আর প্রেরণা রেখে গেছেন আপু। কৃতজ্ঞতা জানবেন।
হুম, মহামানব যারা আপনার মতো এমনি বলে। শ্রদ্ধা ওই মনে।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
সবই ঠিক আছে, আপনি নিজকে প্রকাশ করছেন।
কাজের যায়গা থেকে আপনার বাড়ী আনুমানিক কত দুর?