নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
রোজ সকালে আম্মু বলে,
সোনামণি খুব ভালো ছেলে;
আদর সোহাগ নিয়া শেষে,
মুখ-ধুই দাঁত ব্রাশ করে।
আব্বু বলে গোছল দিতে,
ব্যাগ গুছিয়ে মা ভাত বেড়ে;
পাঙ্খা হাতে ডাকবে খেতে,
না-শুনিলে ভীষণ ক্ষ্যাপে!
ধমক শুনে জলদি খেয়ে,
মুখহাত মুছে মা- আচলে;
কাঁধে ব্যাগ সাইকেল চড়ে,
স্কুলে যাই রোজ সকালে।
ক্লাশে পড়া শিখেই তবে,
বিকাল চারটে আট্টা থেকে;
টিফিন খেয়ে-ও ক্ষুধা পেটে,
দেখে আব্বুর মায়া ঝরে।
দেখি-মা খুব ব্যস্ত হয়ে,
কি খাওয়াবে কোনটা রেখে;
আব্বু বলবে কাছে ডেকে,
আসবে সুখ কষ্ট সয়ে।
তৃপ্তি আশা'র হাসি ঝরে,
রাখলে মাথা বাবার বুকে;
হাসি-খুশি মুখ মা'র সুখে,
দেখলে আমার মন ভরে।
[ছবিটির জন্য কৃতজ্ঞতা গুগোল এর প্রতি]
--------------
জানিনা, হঠাৎ করে আজ মনটা আমার ছেলের অবস্থানে কেন গিয়েছিল! তাই লিখে ফেললাম একখান। এই প্রথম পিচ্চি হইলাম, বুঝি না কি হয়েছে এটা। লিখেছি যখন থাকুক পড়ে, তাই রেখে দিলাম নিরাপদ করে।
২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি ব্যাপার পিকাচু ভাই, আপনি লেখেন না কেন!!
এটা এক প্রকার কৃপণতা ভাই, আপনার লেখা পড়ে কিছু শেখা থেকে বঞ্চিত হচ্ছি আমি।
আপনার পোষ্ট পাবো প্রত্যাশা রইল ভাই।
২| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
ছোটবেলার ছড়া কবিতা
সুন্দর কাটুক আগত দিনগুলো
২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর উপস্থিতি আমার জন্য অনেক প্রেরণার সবসময়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক এমটাই প্রত্যাশা করি সবসময়।
ছড়াটি আমার ছেলে দেখলে খুব খুশি হবে, আমি নিশ্চিত হা হা হা,
শুভকামনা রইল আপু। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে আসায।
৩| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৫১
বর্ষন হোমস বলেছেন:
সুন্দর কবিতা।
ভাল লেগেছে।ছোটবেলার স্মৃতি জড়িত।
২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয় ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
ভালো লাগা জেনে অনেক উৎসাহ পেলাম এমন ছড়া লেখতে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৪| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৩
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর লেখেছেন ছোটদের মতো করে মনেই।
ভালো লাগা জানিয়ে গেলাম। +++++
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহস পেলাম মন্তব্য পেয়ে। আমি এমন আর লিখিনি। হঠাৎ করেই গত রাতে মনে হলো ছেলের কথা। ভাবলাম ছেলে মনের কথা গুলো লিখি দেখি পারি কিনা।
ভালো লাগা জেনে অনেক উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা ভাই।
৫| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:২১
তোমার জন্য মিনতি বলেছেন: ছোটদের জন্যও ভালো লিখবেন আশাকরি।
মুগ্ধতা রইল +++++
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আন্তরিক মন্তব্য রেখে গেছেন ভাই। অনেক প্রেরণা পাইলাম।
মুগ্ধতা টুকু আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।
শুভকামনা জানবেন সবসময়।
৬| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ++
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ধন্য হলো ভাই লেখাটি। মনের খেয়ালেই রাতে বসে লিখে ফেললাম। এটাই প্রথম এমন লিখা। ভয় ছিল মনে।
আপনার উপস্থিতি সাহসী করলো ভাই।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
৭| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: আর ব্যপার না, আরো বেশি বেশি লিখুন।।
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।
দ্বিতীয়বার এসে সাহস রেখে যাওয়াতে আন্তরিকতা পাইলাম ভাই।
কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধা ভরে।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
(আপনার ঈদ আলটিমেটাম তো শেষ ভাই, নতুন কবিতা কবে পাবো!)
৮| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:১৬
শূন্য-০ বলেছেন: ভালো ভীষণ ছড়া কবিতা। কবির নতুন ধারা প্রিয়তে থাকুক। ++++
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয়তে ঠাই দিয়ে কৃতজ্ঞ করলেন।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৯| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৫
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমন উচ্ছ্বসিত মুগ্ধতা দেখে মন ভরে উঠলো, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভেচ্ছা ও অভিনন্দন এই গরীবের ব্লগে।
১০| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ছড়াটি আমার কাছে ভালো লাগলো ভীষণ, আমি একটা আবদার করতাম যদি কিছু মনে না করেন
আমি কিছু লিখতে পারিনা, মাঝেমধ্যে ব্লগে আসি কিছুক্ষণ থেকে আবার চলে যাই। কিন্তু, অনেকে আমার ব্লগে এসে ফিরে যান, সৌজন্যতা দেখানোর কোন পোষ্ট নেই আমার ব্লগে। আমি ছোট মানুষ, এই ছড়াটি আমার ব্লগে তুলে রাখতে চাই আপনার নামসহ। আমার লাভ হবে শুধু আমার কাছে আসা শ্রদ্ধেয় জন কিছু বলে যাওয়ার সুযোগ পাবেন। আপনার অনুমতি পেলে কপি করে নিতে পারবো।
২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল প্রথমেই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আপনার আবদার নিঃসন্দেহে আমার জন্য সৌভাগ্যের। এমনটাতে আমার আপত্তি থাকার কথা ছিল না, আপত্তি করছিও না। তবে, ব্লগে অনেকেই ব্যাপারটা ভালো চোখে দেখবেন না হয়তো। আমাকে সমালোচকের মুখে দাঁড়াতে হতে পারে।
আপনি যে কোনো একটা ছবি ব্লগে পোষ্ট আকারে তুলে রাখতে পারেন, তাতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তার পর নিজের মনে যা আসে তাই লিখতে থাকুন, এক সময় আপনিও পাকা লেখক হবেন আমি বিশ্বাসের সঙ্গে বলছি। আপনি আজই চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো পারবেন।
ব্যাপারটা বুঝতে চেষ্টা করবেন, মনে কষ্ট নিবেন না প্লীজ।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়।
১১| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৪
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রাজা ভাই কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে। প্রেরণা হয়ে থাকুন সবসময়।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১২| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৯
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লাগলো আপনার প্রতিউত্তর। সুন্দর কথা বলেছেন। আমি আসলে সেরকম কিছু ভাবিইনি। যাক ভালোই হল আপনার প্রতিউত্তর পেয়ে
চেষ্টা করবো আপনার পরামর্শ অনুযায়ী। দোআ করবেন।
২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি আপনার মন্তব্যে।
অবশ্যই অশেষ দোআ আপনার জন্য। চেষ্টা করুন। দেখবেন হয়ে যাবে, ধীরেধীরে হবেই।
আজই একটা পোষ্ট লিখে ফেলুন। সবাই কে শুভেচ্ছা দিয়েই শুরু করুন।
ভালোবাসা জানবেন সবসময়।
১৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:০১
কানিজ রিনা বলেছেন: এতটা বয়সেও দেশের বাড়িতে বড় বড় ভাবী
চাচীদের মাঝ খানে নিজেকে ছোট মনে হয়
ছোটকালের দুরন্তপনা মনে উদয় হয়।
শুধু গাছে উঠা বাদে সবই চলে। পুকুরে
সাতার কাটা গ্রামে বাড়ি বাড়ি ঘুরা।
মনেই হয়না এতটা বয়স হয়েছে। খুব খুব
ভাল লাগল ধন্যবাদ।
২৮ শে জুন, ২০১৭ রাত ১১:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে দীর্ঘ সময় ব্যয় করে আমার প্রেরণার আকাশ ভরিয়ে গেছেন আলোয়। কৃতজ্ঞতা রাখছি আপু। প্রেরণা হয়ে থাকবেন আগামীর পথে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে এমন প্রত্যাশা করবো আপু।
শুভকামনা জানবেন আপু, শুভ হোক প্রত্যাশা।
১৪| ২৮ শে জুন, ২০১৭ রাত ৯:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো। ছবিটা কী ছেলের আঁকা?
২৮ শে জুন, ২০১৭ রাত ১১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধা ও সালাম জানবেন গুরুজ্বী। আপনার আগমণ আমার ব্লগবাড়ি আলোয় আলোকিত করেছে। কৃতজ্ঞচিত্তে ভালোবাসা আপনার জন্য প্রিয়। ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক গুরু।
ছবিটি গুগল সার্চ দিছিলাম স্কুলে যাই, তারপর ঘুরতে ঘুরতে পেয়েছিলাম। এডিট করেছিলাম বলেই নিচে লিখে দিতে মনেই হয়নি।
এখনই লিখে দিচ্ছি গুরু।
আমার ছেলে ছবি আঁকা শিখছে স্কুলে, দোআ করবেন গুরুজ্বী।
শুভকামনা জানবেন সবসময়।
১৫| ২৮ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭
বিশ্বের ছোট বাটপার বলেছেন: ভালো হয়েছ।
২৮ শে জুন, ২০১৭ রাত ১১:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আগমনে ধন্য করেছেন ভাই লিখাটিকে। কৃতজ্ঞতা জানবেন। প্রেররণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৬| ২৮ শে জুন, ২০১৭ রাত ১০:৫০
নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++++
২৮ শে জুন, ২০১৭ রাত ১১:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর আগমণে ধন্য ব্লগবাড়ি। ভালো লাগা জেনে অনেক ভরসা পেলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক আপু।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়,
১৭| ২৯ শে জুন, ২০১৭ রাত ১২:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লাগল।
২৯ শে জুন, ২০১৭ রাত ১২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে ভালো লাগা মানেই ধরে নেয়া যায় টেনেটুনে হলেও পাশ করেছি। অনেক প্রেরণা পেলাম শ্রদ্ধেয় গুরুর উপস্থিতিতে। ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব খুশিখুশি অনুভব করছি এখন নিজেকে, কারণ, আজকে শেষ করতে পেরেছি নতুন আরেকটি লেখা। জানিনা কি হয়েছে লেখাটি, তাই গুরু দরশন করাতে রেখে গেলাম।
'হে-ফরিদ আহমদ চৌধুরী'
হে- ফরিদ আহমদ চৌধুরী, স্ব-গুণে
দিচ্ছেন প্রেরণা, সব জনে প্রীত, ঢেলে
জ্ঞান ভাণ্ডার-উজাড় মুক্ত, সু-যতনে
সাহিত্য খুঁজে ফেরেন সনেট তা বলে।
নিরহঙ্কার সদা-এ কবি প্রীত জনে,
নতুনে মুগ্ধ হৃদয়, চেষ্টা মনোবলে-
অনুপ্রেরণা-র আলো রেখেছেন জ্বেলে।
ভালোবাসা প্রেম বায়ু সদা বা-য় মনে।
মনে-র আকাশ জুড়ে যতো দি-ন যাবে-
শ্রদ্ধা ভালবাসা প্রেম দেবো আপনা-তে,
জ্যোতির্ময় এ-প্রতিভা থাকুক স্ব-ভাবে,
মুগ্ধতা-যে পুরোপুরি পারিনা বোঝাতে!
গুরু প্রেমে শিষ্য সদা, নয়ন জোড়াবে
পৃথ্বী'র, থাকুন স্বর্গে মো-র কামানা-তে।
জানি, আপনার কাছ থেকে যে প্রেরণা আন্তরিক উৎসাহ পেয়েছি, তার সঠিক মূল্যায়ন-কৃতজ্ঞতা প্রকাশ আমার মতো অজ্ঞ মাথায় থাকার কথা নয়। এ কেবল প্রিয় কবি'র প্রতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা মাত্র। প্রিয় কবি তো এই মনের ঘরের বাসিন্দা, আলো'র জ্যোতি হয়ে থাকেন মন আকাশে। শ্রদ্ধা ভালোবাসা হয়ে থাকবেন আমার মনে।
দোআ করবেন হে প্রিয় কবি-
আমি যেন আপনার দেয়া উৎসাহ-প্রেরণা স্নেহভরে দেয়া আশীর্বাদ ধরে রাখার যোগ্য হতে পারি প্রত্যাশা .....
১৮| ২৯ শে জুন, ২০১৭ রাত ১২:২২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
২৯ শে জুন, ২০১৭ রাত ১:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর গরীবখানায় পায়ের ধূলো দিলেন কলিমদ্দি ভাই। উপস্থিতি পেয়ে কৃতজ্ঞতা রাখছি ভাই।
(ইমু আমি বুঝি না ভাই) প্রেরণা হয়ে থাকুক ভাই এখানে রেখে যাওয়া মূল্যবান সময়টুকু।
শুভকামনা জানবেন সবসময়।
১৯| ২৯ শে জুন, ২০১৭ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্যতিক্রমি ছন্দপ্রচেষ্টায় +
২৯ শে জুন, ২০১৭ রাত ১:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে প্লাস পাওয়া সৌভাগ্য মনে করছি। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় কবি আপনার জন্য।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা সবসময়।
শুভকামনা জানবেন সবসময়।
২০| ২৯ শে জুন, ২০১৭ রাত ১:২৪
ওমেরা বলেছেন: ঘুব সুন্দর হয়েছে ভাইয়া । আপনার ছেলের জন্য অনেক অনেক দোওয়া রইল আল্লাহ তাকে ভাল মানুষ হওয়ার তৌফিক দান করুক । আমীন ।
২৯ শে জুন, ২০১৭ রাত ১:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আল্লাহ্ আপনার দোআ কবুল করুক আপু। অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপু আন্তরিক শুভকামনায়।
পুলাডা যখন সকালে খেয়ে না খেয়ে সাইকেল নিয়ে কাঁধে মস্ত বড় স্কুল ব্যাগ নিয়ে বের হয়, তখন টাকাটুকা দিয়ে খুশি করে রাখার চেষ্টা করি। কিন্তু যখন বিকাল চারটায় বাসায় আসে তখন আমার কাছে ভীষণ কষ্টের মনে হয সকাল আট্টা থেকে বিকাল চারটা পর্যন্ত স্কুলে থাকা। গতরাতে ছেলে গেলাম তাকে ভেবে।
শুভকামনা জানবেন সবসময়।
২১| ২৯ শে জুন, ২০১৭ রাত ১:২৭
ধ্রুবক আলো বলেছেন: ছোটবেলার স্মৃতী...!
২৯ শে জুন, ২০১৭ রাত ১:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের উপস্থিতি সুখী করে গেল অামাকে। কৃতজ্ঞতা রাখছি ভাই।
না ভাই, এটা আমার ছোট বেলার স্মৃতি ছিল না। এটিতে আমার ছেলের ভাব প্রকাশ করতে চেয়েছিলাম।
বাড়ি গেলে ছেলের সেই সকাল আট্টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্কুলে কাটানো আমাকে কষ্টবোধ দিয়ে যায়। তবুও ভালো লেখাপড়ার আশায় সেই স্কুলে রাখতেই হচ্ছে।
তো গতরাতে ছেলের ভূমিকায় অবতরণ করেছিলাম আমি হা হা হা
শুভকামনা জানবেন ভাই সবসময়।
২২| ২৯ শে জুন, ২০১৭ ভোর ৪:২১
সোহানী বলেছেন: আহ্ সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন.... এখন করি নিজের বাচ্চার জন্য। কিন্তু মায়ের মতো অতটা করতে পারি না কারন ব্যাস্ততা।
কবিতায় ভালোলাগা.......++++++
২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধীরেধীরে সবকিছুই ব্যস্ততার কাছে হারিয়ে যাচ্ছে আপু। মানুষ আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি দিনদিন। নিজের ছেলের সাথেও সময় দিতে পারিনা মনের মতো করে। মাঝেমধ্যে মনে আসে আমার ছোটবেলা, এখনকার দিনের সাথে আমার ছেলেবেলার কোন মিলই আর খুঁজে পাই না! আমরা ধীরেধীরে উন্নতি করছি নিরক্ষর মুক্ত হচ্ছি অনেক দ্রুত, কিন্তু আমাদের মধ্য থেকে খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে আন্তরিকতা ভালোবাসা, এখন আর আত্মিক সম্পর্ক চোখে পড়ে না কোথাও যদিও মানুষ আগের চেয়ে অনেক ভালোবাসতে শিখেছে!!
অনেক কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে, আপনিও সুন্দর মন্তব্যে আমাকে ছেলেবেলায় নিয়ে গেলেন। ভালো লাগলো আপনার উপস্থিতি।
শুভকামনা জানবেন সবসময়।
২৩| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:০০
প্রথমকথা বলেছেন: কিছু সময় মানুষ অতীতে ফিরে। স্মরণ করে অতীতের যত ভালোলাগা ভালোবাসা। আপনিও তাই কলেন।
সুন্দর লিখেছেন।
২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে গুছিয়ে বলে গেছেন সত্য কথাটুকু। আমাদের অতীত খুঁজতেই হয় মাঝেমধ্যে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
মন্তব্যে অকৃতজ্ঞতা জানবেন
শুভকামনা রইল আপনার জন্য।
২৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ১৭ নং মন্তব্যের প্রতি মন্তব্য পড়ে হয়ত পাঠক বুঝতে পারছেন, বাংলা সাহিত্যে আরেক জন সনেট কবির উদয় ঘটেছে। এরপর শুধুই আলো ছড়ানোর পালা। প্রিয় সনেট কবি নাঈম জাহাঙ্গীর নয়নের প্রতি নিরন্তর শুভ কামনা। আশা করি কবি নয়ন তাঁর সাহিত্য সমৃদ্ধি গুনে এক দিন সারা বিশ্বের সাহিত্য প্রেমিদের নয়নের মনি হয়ে উঠবেন এবং বিশ্বখ্যাত কবি সাহিত্যিকদের মতো সবার মনে স্থায়িত্ব লাভে সক্ষম হবেন। কারণ তিনি সাহিত্য নিয়ে যথেষ্ট পরিশ্রম করেণ। আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এই মহতী-মহান মন্তব্যের প্রশংসা আমার অজ্ঞ মাথা থেকে বের হবে না সঠিকভাবে।
আনন্দচিত্তে কৃতজ্ঞতা।
প্রিয় কবি'র আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হই কভু প্রত্যাশা।
২৫| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৮
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ভালো। ছোটদের নিয়ে সুন্দর চেষ্টা করেছেন। শুভকামনা রইল।
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম মিন্টু ভাই, সাহসী করে গেলেন। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:০৫
পিকাচু বলেছেন:
ণাইস!