নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কৃতজ্ঞতা রইল সামহোয়্যার-ইন-ব্লগের প্রতি, এখানে সুযোগ পেয়েছিলাম বলেই, যে আমি একটা পোষ্ট লিখতে পারতাম না, সেখানে আজ আমার একশতম পোষ্ট। সকল সামু ভাই বোনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। যারা আমাকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন লিখতে সবসময় সাহস যোগিয়েছেন তাঁদের ও সকলের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা রেখে গেলাম আমার একশতম পোষ্টে। আলোচিত, সমালোচিত, এক বছরের মোটামুটি অনেক অভিজ্ঞতার আলোচনা করাই যেতো, আমি সেদিকে যেতে চাইছি না। সেটা সামনের দিনের জন্য রেখে দিলাম। প্রিয় আপু-ভাই'দের কাছে দোআ প্রত্যাশী। সবার মঙ্গল কামনা স্রষ্টা'য়।।
গান : বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে!
স্মৃতির পাতা মেলে, মনের দোয়ার খুলে,
তোমার মুখোচ্ছবি দেখছি।
শুভ্র মেঘের ডানায়, ভেসে ভেসে আজো আমি,
তোমার ছবিটি আঁকছি।।
তুমি পূর্ণিমা-চাঁদ হয়ে, আকাশ আলো করে,
আমার দিকে চেয়ে হাসো।
মুক্ত ঝরা হাসি, কত যে ভালোবাসি,
তুমিও কি আজো ভালোবাসো।
কত সুখের দামে, গেলে আমায় ভুলে...!!
মিলেনা সে হিসেব কোনভাবে...!
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
নীরব রাত্রে ওগো খুলে বাতায়ন,
আকাশ জুড়ে দেখি তোমার কিরণ।।
মনের রাজ্য জুড়ে, তুমিই রূপের রাণী...।।
সুখের ছোঁয়া আজো অনুভবে...।
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
শূন্যতা ঘিরে আজ আমার জীবন
এর চেয়ে ভালো যদি হয় গো মরণ।।
কতভাবে কতদিন, মিশে আমার বুকে...।।
বেঁচে থাকার স্বপ্ন-আশা দিতে...!
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
গান : বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
____
গান : দুঃখ বুঝার মানুষ নাই
আমি যার কাছে যাই বলবো দুঃখ!!
সবাই বলে সময় না-ই!
কর্ম মন্দ, কপাল পুঁড়া
দুঃখ বুঝার মানুষ না-ই!!
ছিল আমার সুখের একটা ঘ-র
ভালোবাসায় পূর্ণ ছিল
দুই জনার অন্তর।।
শূন্য ঘরে একলা আমি।।
চোখের জলে বুক ভাসাই!
বন্ধু যদি হইত গো আমা-র
পূর্ণিমাচাঁদ বইত ঘরে
থাকতো না অাঁধার।।
সেই-তো ছিল সন্ধ্যা বাতি।।
সুর করে ডাকতো কানাই।
বইছে বুকে কালবৈশাখী ঝ-ড়
কি বুঝিয়া পাষাণ বন্ধু
করলো আমায় পর।।
নয়ন বলে থাকবে তুমি।।
মিশে আমার কলিজ্বায়।
গানটি : দুঃখ বুঝার মানুষ নাই
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
নিজের খালি গলায় গেয়ে সুরটা যাতে না ভুলে সে ব্যবস্থা করার জন্য। সময় হলে গান দুটির সুর শুনে দেখার নিমন্ত্রণ রেখে গেলাম।
২১ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ভাই।
আপনার ভালো লাগা প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে ভাই। কৃতজ্ঞতা রাখছি আন্তরিক শুভকামনায়।
শুভকামনা জানবেন ভাই।
২| ২১ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি আমাডের ব্লগ-জগতের অর্ফিউস
২১ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সসকাল
অনেক বড় আশীর্বাদ করে গেছেন শ্রদ্ধেয় প্রিয় চাঁদগাজী ভাই!!
পাম দেন আর মন থেকে দোআ দেন এইটুকু বলাতেই সামু ব্লগের প্রতি কৃতজ্ঞতা বেড়ে গেল আরো!! সামুর জন্য আমি আপনার কাছে এই বিখ্যাত দোআ ও ভালোবাসা পেলাম। ধন্য আমার লেখার চেষ্টা।
শুভেচ্ছা রইল, শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য সবসময়।
৩| ২১ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়া আর কবো কিগো
জানোইতো তুমি প্রিয়;
শততম পোষ্টেতে
বুক ভালোবাসা নিও।
গানদুটি বেশ খাসা
সেকেন্ডটা লাগে বেস্ট;
সুরও বুঝি করেছ তা
খায়েশ শুনিতে টেষ্ট।
সময়টা পেলে কভু
সুর যেয়ো শুনিয়ে;
আমিও বেসুরো গলে
যাই গুনগুনিয়ে।
ফজরেই দিলে পোষ্ট
নামাজ কি পড়োনা?
ছি ছি হায় অকি কথা
খোদারে কি ডরো না !?!
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল
ভালোবাসা নিয়ে ভাই,
বুকে রাখি শ্রদ্ধায়।
কৃতজ্ঞতা, দোআ চাই,
তব সুখ কামনায়।
আনন্দ আর রাখি কই,
খাসা গান লিখেছি।
এ-মনে ঊচ্ছ্বাস, হৈচৈ,
যখন এই শুনেছি।
দুঃখ বুঝার মানুষ নাই
দ্বিতীয়ত তা বলেছি।
প্রথম ভিডিও মিলে নাই,
হারান প্রিয়া স্মরেছি।
ঘুম নেই চোখে মোর,
কিভাবে তা বুঝাব।
শুরু-করি গত দুপুর,
দুটি গানই শুনাইব!
বেলা গেল, সন্ধ্যা-রাতি,
ভোররাতে শেষ এটা।
এখনো চেষ্টাতে ঘুমাইনি,
বাকি যে আর একটা!
আশাতে আছি গো আমি,
আজকেই সুর শুনাব।
লজ্জা লাগে কেমনে বলি,
তবু না আমি লোকাব।
আল্লাহ্ তো স্মরিয়া যাই,
অনিয়মিত নামাজে।
ক্ষমা দেন, সুখ যে নাই,
মনে সেই ডর আছে।
শেষ নেই যে মুগ্ধতার,
ভক্তি রাখি ছড়াতে।
থাকুন হয়ে আশীর্বাদ,
কামনা মোর এইযে।
শ্রদ্ধার সাথে ভালোবাসা,
সদাই মনে করবেন।
অনুপ্রাণিত করবে প্রেরণা,
মনেই প্রিয় থাকবেন।
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
শুনলে কৃতজ্ঞ রবো গো ভাই
গান : বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সময় হলে শুনে কৃতজ্ঞ করবেন ভাই
গান : দুঃখ বুঝার মানুষ নাই
৪| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল
প্রশংসা পেয়ে মোর চেষ্টা, অনেক প্রেরণা পেলাম ভাই। অনুপ্রাণিত হবো সামনের দিনে।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
৫| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০৫
জুন বলেছেন: দুটি গানের বানীই খুব ভালোলাগলো নয়ন
+
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর উপস্থিতি ও প্রশংসা ধন্য করে গেল আমার চেষ্টাকে। কৃতজ্ঞ আপু।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
নিচের গানটির লিঙ্ক এড করেছি আপু, সময় হলে একবার সুর শুনে দেখার নিমন্ত্রণ রইল।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
শুভ সকাল
৬| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪
ওমেরা বলেছেন: শততম পোষ্টে শত গোলাপের শুভেচ্ছা ভাইয়া শততম পোষ্টে শত গোলাপের শুভেচ্ছা ভাইয়া
২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা পেয়ে ধন্য হল আমার শততম পোষ্ট। কৃতজ্ঞতা রাখছি শত গোলাগে।
সময় হলে গানের সুরগুলো শুনে দেখার নিমন্ত্রণ রইল।
শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় আপুর প্রতি।
৭| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৭
নীলপরি বলেছেন: দুটো গানেরই লিরিক ভালো লাগলো ।
২য় গানটা শুনলাম ।
কর্ম মন্দ, কপাল পুঁড়া
দুঃখ বুঝার মানুষ না-ই!!
এই লাইন দুটো খুব ভালো লাগলো ।
অনেক শুভেচ্ছা রইলো ।
২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপু গানটি শুনেছেন জেনে। ভালো লাগা জেনে প্রেরণা পেলাম আপু।
শুভেচ্ছা জানবেন, শুভকামনা সবসময়।
এক নং গানটির সুর ধরার জন্য লিঙ্ক এড করে দিয়েছি, সময় হলে শুনে দেখার নিমন্ত্রণ রইল আপু।
৮| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২১
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার শত মাইলফলক! গান দুটিও অসাধারণ মনে হল। অশেষ শুভকামনা জানবেন!
২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের উপস্থিতি ও প্রেরণাদায়ক প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়েছি। কৃতজ্ঞতা।
দোআ করবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
৯| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: পরিবার, চাকুরি বাকুরি সবকিছু করে ও সামুতে আপনি নিয়মিত।। একশত তম পোস্টের জন্য শুভকামনা। গান এর কথা ভাল হয়েছে। সুর সহ শুনলে ভাল লাগতো।
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান দুটি পড়েছেন জেনে আনন্দিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
আসলে একটা নেশা হয়ে গেছে ব্লগে।
গানের দুটির নিচ দিয়ে সুর জানার জন্য নিজেই গেয়ে লিঙ্ক এড করেছি ভাই, সময় হলে শুনে দেখার নিমন্ত্রণ রাখছি।
১০| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩
শূন্যনীড় বলেছেন: দুটোর সুরই ভালো লাগলো, দুই নম্বর গানটা সুন্দর গেয়েছেন।
শুভেচ্ছা
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনেছেন জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
১১| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় কবির জন্য অশেষ ভালোবাসা রইলো ।
ব্লগ লিখতে থাকুন........ ।। আপনার প্রতিভা দেখে সত্যিই আমি মুগ্ধ ।। আরো সুন্দর করে গান লিখে। আপনার গানগুলো ভালো মানের কষ্ঠ শিল্পীদের সাথে যোগাযোগ করে, বা নাটক, সিনেমাতে দেওয়া যায় কিনা।। একটু চেষ্টা করে দেখতে পারেন ।।
শুভ কামনা রইলো ।
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ও প্রিয় ভাইয়ের কাছে এমন প্রশংসা পেয়ে আমি সত্যি অনেক অনন্দিত ও উৎসাহিত হলাম। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
চেষ্টা করি একটু সুন্দর করে সাজাতে, দোআ করবেন ভাই।
ভালো পরামর্শ রেখে গেছেন ভাই। তেমনটা করতে পারলে আমার লেখা সার্থক হতে পারতো।
অনেক ভরসা দিয়ে গেছেন ভাই, ভালোবাসা জানবেন।
শুভেচ্ছা
১২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সনেট কবি বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা প্রিয় কবি।
২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্বাগত, অভিনন্দন।
ঠিক আছে প্রিয় কবিগুরু।
শুভেচ্ছা জানবেন।
১৩| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
মিঃ মটু বলেছেন: কবি দেহা যায় গানও গাইছুইন!! ভালা লাগলো কথা গুলান। গানডা পরে হুনবাম। প্রিয়তে রাখছি।
এটা একটা ভালো সিস্টেম, পড়ার সময় নাই তো কি, প্রিয় লিষ্টে রাখলে যহনতহন পড়া যায় হেহেহে বুঝছি না ভাই!!
২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা সত্যিই আপনার মাথায় ভীষণ বুদ্ধি!! খুব খুশি হলাম মটু ভাই, সাথে অনেক প্রেরণা পেলাম।
গান দুটির লিঙ্ক এড করেছি, সময় হলে শুনে দেখবেন, নিমন্ত্রণ করলাম।
শুভকামনা জানবেন।
১৪| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
মিঃ পাতলু বলেছেন: দারুণ তো!!! গানও লেহেন!!
ভালা লাগা থুইয়ে গেলাম।
শুভেচ্ছা আপনাকেও
২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালা লাগা পেয়ে অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম পাতলু ভাই।
মাঝেমধ্যে গান লিখি। দোআ করবেন ভাই।
সময় হলে শুনে দেখার নিমন্ত্রণ রইল।
শুভকামনা আপনার জন্য
১৫| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
মিঃ মটু বলেছেন: আরেহ!! আপনিতো শিল্পীও!! ভালো গেয়েছেন। সুরও ভালো লাগলো, হারমুনিয়ামের সাথে আরও আকর্ষিক হবে সুর
আপনি সুন্দর গান করেন। ভালো, শুভকামনা আপনার জন্য
২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম মটু ভাই। গানগুলো শুনেছেন জেনে কৃতজ্ঞতা রাখছি। দোআ করবেন ভাই।
আমি শিল্পী নই, একসময় আশা ছিল, তখন কণ্ঠ ভালো ছিল, এখন তো ফাঁটা বাঁশ হা হা হা।
শুভকামনা জানবরন সবসময়।
১৬| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর গান দু'টি। ভাল গেয়েছেন যে নি:সন্দেহ। নিজের লিরিকে নিজের সুর নিজের কন্ঠ এ যে বিশাল প্রতিভার কথা। আপনি সত্যি একজন প্রতিভাধর। গান গুলো সংগ্রহ করবেন। গলা সাজাবেন যদি সময় হয় স্কেলটা ধরে নিলে দেখবেন আপনি প্রথম শ্রেনীর একজন গায়ক।
২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বড় আশীর্বাদ করে গেছেন ভাই!! অনেক আনন্দিত হয়েছি আপনাকে মন্তব্যের ঘরে দেখেই। আর যে প্রশংসা রেখে গেছেন!! তা এখন আমার কাছে দুঃস্বপ্ন ভাই!! সত্যিই আমার কণ্ঠ একসময় ভালো ছিল, গাইতাম বেশ, কিন্তু শিক্ষা নিতে পারিনি কোথাও। একবার শিল্পকলায় ঢুকেছিলাম, পনেরো দিন পরই মারামারি করে সেই এলাকাতেই যাওয়া হয়নি! শিল্পী হওয়ার আশা দিন সবই শেষ করে ফেলেছি ভাই! দেখেন, কেউ যদি দয়া করে আমার গান গায় তো একটা গতি হতে পারে। আমার কিছু দরকার নেই, শুধু নামটা রাখলেই ধন্য আমি।
প্রতিভা!! সব খেয়ে ফেলেছি ভাই নিজেই!! বাপের ঘরে কর্মটা ভালো করিনি! এখন নিজেই বুঝি! কি সময় হারাইছি হেয়ালিপনায়!
দোআ করবেন ভাই।
শুভেচ্ছা
১৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯
কল্লোল পথিক বলেছেন:
অভিনন্দন।
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের দরশনই আমার জন্য আশীর্বাদ। অভিনন্দন পেয়ে ধন্য হলাম ভাই।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ভাই
১৮| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯
হয়ত তোমারই জন্য বলেছেন: গান শুনেছি subscribe করে দিয়েছি ৷সুন্দর হয়েছে আপনার জন্য অভিনন্দন রইল ৷
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান শুনেছেন জেনে অনেক অনেক আনন্দিত, সাবস্ক্রাইভ করে কৃতজ্ঞ করলেন ভাই। প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবেন সামনের দিনে।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৯| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: শততম পোস্টে অভিনন্দন ও শুভকামনা । আর শত শত পোস্ট হোক। । ভাল থাকবেন ।
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবি'র উপস্থিতি আমার শততম পোষ্টের আনন্দ বাড়িয়ে দিল। আপনাদের সকলের আন্তরিক প্রেরণা গুলোই আমাকে অনুপ্রাণিত করেছে/করে/করবে।
কৃতজ্ঞচিত্তে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবির জন্য। স্নেহাশিস যেন না হারাই প্রত্যাশা।
শুভকামনা সবসময়।
২০| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৩
সুমন কর বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা রইলো।
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র উপস্থিতি আমার আনন্দ বাড়িয়ে গেলো। দোআ করবেন ভাই।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন সবসময়।
২১| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৪
পবন সরকার বলেছেন: শততম পোস্টের জন্য শুভেচ্ছা
২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা পেয়ে আনন্দ বেড়ে গেল ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
২২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৬
জনতার আদালত বলেছেন: বিরহ সাধক ভাই শততম পোস্টের শুভেচ্ছা থাকলো ।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
শুভেচ্ছা পেয়ে আনন্দিত হলাম ভাই।
আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন। শুভকামনা সবসময়।
২৩| ২২ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: শততম পোষ্টে শুভেচ্ছা, সহস্রতম পোষ্টের অপেক্ষায়...........
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ভাই, আপনার উপস্থিতি ও আন্তরিক আশীর্বাদ আমাকে অনেক প্রেরণা দিয়ে গেলো।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
২৪| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন:
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসুস্থতাজনিত কারণে প্রতিউত্তরে দেরি হয়ে গেল ভাই।
আনন্দিত ও উৎসাহিত হয়েছি ভাই ফুল পেয়ে। দোআ করবেন।
শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।
২৫| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
ধ্রুবক আলো বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন জানাই
আর গান ভাই পরে শুনবো, ওয়াইফাই কানেকশনের নাই আমার।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেছেন ভাই, ভালোবাসা জানবেন।
হ্যা ভাই, সময় হলে শুনবেন নিমন্ত্রণ রইল।
শুভকামনা জানবেন সবসময়।
২৬| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০১
খায়রুল আহসান বলেছেন: শততম পোস্টে অভিনন্দন ও শুভকামনা ! আরও কয়েকশত মাইলফলক অতিক্রম করে যাবেন ইন শা আল্লাহ!
খালি গলায় হলেও, গান দুটো শুনতে ভাল লেগেছে। আপনার গানের কন্ঠ ভাল, তা আগেও বলেছিলাম। তবে কোথাও কোথাও উচ্চারণে একটু গন্ডগোল আছে।
আপনি আমাডের ব্লগ-জগতের অর্ফিউস - চাঁদগাজী এর এই মন ভরানো মন্তব্যটাতে প্লাস +
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির উপস্থিতি ও আন্তরিক আশীর্বাদ-পুষ্ট মন্তব্য আমাকে আনন্দিত ও অনেক প্রেরণা দিয়ে গেলো। শ্রদ্ধা হয়েই থাকবেন মনের ভিতর। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
গান দুটি শুনেছেন জেনে অনেক আনন্দিত হলাম। উচ্চারণ শুদ্ধ করার চেষ্টা থাকবে আমার। দোআ করবেন।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
২৭| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
নীলপরি বলেছেন: প্রথম গানটা শুনলাম । ভালো লাগলো । ++++
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
২৮| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৩
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: শুভকামনা রইল ,,,খুব ভাল লাগল।।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ভাই।
ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:১৩
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লেগেছে প্রিয় কবি ।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করে গেলেন প্রিয় মাস্টার ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
৩০| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৯
গেম চেঞ্জার বলেছেন: এই মাইলফলক সবাই ছুঁতে পারেনি!
অভিনন্দন!
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের উপস্থিতি আমার আনন্দ অনেক বাড়িয়ে গেল। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
৩১| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: শুধু একশো নয় এভবেই হাজার হাজার লেখা আমাদের সাথে যেন শেয়ার করতে পারেন সে কামনায় করছি।
অনেক শুভ কামনা রইল ভাই।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বড় আশীর্বাদ করে গেছেন ভাই। আপনাদের আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে সবসময়।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৩২| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৯
নীলপরি বলেছেন: ভালো আছেন তো? উত্তর দিতে তো এতো সময় লাগে না আপনার! তাই জানতে চাইলাম।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু এখন মোটামুটি ভালো আছি। সেদিন রাত থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, জ্বর শরীর ব্যথা মনে অস্থিরতা। তাই আর ব্লগে ঢুকা হয়নি। এখন ভালো আছি আপু। দোআ করবেন।
আপনার আন্তরিক খুঁজ খবর নেয়া দেখে খুব আনন্দিত হলাম আপু।
শুভেচ্ছা জানবেন, শুভকামনা সবসময়।
৩৩| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
নীলপরি বলেছেন: ইশ, শুনে খারাপ লাগছে । তবে এখন একটু ভালো আছেন , সেটা শুনে ভালো লাগলো।
আন্তরিক শুভকামনা রইলো।
ভালো থাকবেন।
২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, এখন ভালো আছি।
আপনার আন্তরিক শুভকামনা মনে রাখবো শ্রদ্ধা ভরে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৭ ভোর ৫:২৮
ফেল কড়ি মাখ তেল বলেছেন: প্রিয় কবিকে ভাললাগা। ভাল থাকুক কবি ও কবির কবিতা।