নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ও সাথী....জীবন নামে ডাকতে আমায় (গান)

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭



ও সাথী.....
জীবন নামে ডাকতে আমায়- কত মধুর সুরে,
ব্যাকুল প্রেমে অবুঝ হৃদয়- চোখ রাখিত চোখে।।
স্বর্গ সুখের দুচোখ তোমার,
সাধ জাগে'গো আজো দেখার!!
এই বেদনা বুঝবে কে আর- দহন জ্বালা বুকে!
ও সাথী.......

কান্দে আমার হৃদয় তবু- বাসে তোমায় ভালো,
তুমি ছিলে দুটি চোখে- চাঁদ সুরুজের আলো।।
কত দুঃখের কপাল আমার
চোখ থাকিতেও দেখি আঁধার।।
তোমার জন্য অনন্তকাল- পুড়বো প্রেমের বিষে।
ও সাথী.....

কতো সাধের স্বপ্ন ছিলো আমার দুটি চোখে,
ভেঙে দিলে যা ছিল সব মরছি ধুকে ধুকে।।
কতই সুখে করছো সংসার,
জানতে বড়ই ইচ্ছে আমার।।
পুড়া বুকে ব্যথার পাহাড় আমি তো নেই সুখে।
ও সাথী.......

এই জীবনে পেলাম না'তো তোমার ভালোবাসা,
আরেক জনম পাবো তোমায় মনের বড় আশা।।
তুমি ছিলে জীবন আমার,
আর কিছুনা ছিল চাওয়ার।।
খোদার পরে আসন তোমার নয়নের এই বুকে।
ও সাথী........।।


গান : ও সাথী- জীবন নামে ডাকতে আমায়
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: গান ভালো লাগলো ++++


ইউটিউবের লিংক দেন !!

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানে ভালো লাগা জেনে অনেক অানন্দিত হলাম ভাই। প্রিয় কবি ভাইয়ের দেয়া প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক।

গানটি এখনো গাইনি ভাই। তবে শুনাবো নিশ্চয়, দোআ করবেন ভাই।

শুভকামনা ও ভালোবাসা জানবেন সবসময়।

২| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: এই জীবনে পেলাম না'তো তোমার ভালোবাসা,
আরেক জনম পাবো তোমায় মনের বড় আশা।।
তুমি ছিলে জীবন আমার,
আর কিছুনা ছিল চাওয়ার।।
খোদার পরে আসন তোমার নয়নের এই বুকে।
ও সাথী........।।


কথাগুলো মনে নাড়া দেয় , ছুঁয়ে যায় । ++++++++

শুভকামনা ।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু কথাগুলো ভালো লাগা জেনে।
অনেকগুলো প্লাস রেখে গেছেন আপু, আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনগুলিতে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিরিক ভালো লেগেছে। গানের লিংক কোথায়? একটা মতামত দিই- গান মনে হয় একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। বাংলা গান সাধারণত অন্তরা ও সঞ্চারীর মধ্যেই সীমিত। সঞ্চারীর পর আরো দুটি স্তবক দেখা যাচ্ছে আপনার গানে। এর ফলে গানটি গাইতে দীর্ঘ সময়ের প্রয়োজন পড়বে। দুই/তিন লাইনের মধ্যে একেকটা স্তবক শেষ করতে পারলে সুর সৃষ্টি সহজতর হয়।

শুভেচ্ছা রইল।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনন্দিত হলাম প্রিয় কবি কথাসাহিত্যিক ভাইয়ের উপস্থিতিতে। সুন্দর পরামর্শে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল।

গানটি ভাই এখনো গাইনি। আজ কয়েকদিন যাবত গানের সুরটি ঠিক করতে চেয়েছিলাম, আজ হয়েছে লেখা শেষ। সুর শুনাবো ভাই, তবে একটু দেরি হবে মনে হচ্ছে। এখন একটু ব্যস্ততম সময় যাচ্ছে।

গানটি একটু লম্বাই হয়ে গেছে, বিচ্ছেদী গান শিল্পীরা দেখি তিন অন্তরা দিয়ে গায়, তাই তিন অন্তরা রেখেছি। আমি আসলে নিজের মনে বয়ে চলা সুর গুলোই কথা সাজিয়ে গাই। আমি কোন সুরকার নই। দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

লিঙ্কটি কালদিন পর সম্ভবত দিতে পারবো। আপনার পরামর্শ আশা করবো ভাই। গান আমার প্রিয় একটা বিষয়। আমি গানেও আরো জানতে চাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

ওমেরা বলেছেন: একের ভিতরে চার ! খুব ভাল ভাইয়া । আপনার জন্য শুভ কামনা রইল একদিন যেন মানুষের মুখে মুখে আপনার গান শুনা যায় ।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একের ভিতর চার !!!

আপনার ভালো লাগা জেনে অনেক অানন্দিত ও উৎসাহিত হলাম আপু। অনেক বড় আশীর্বাদ করেছেন আপু। কৃতজ্ঞতা জানবেন।

অাপনার জন্যও অনেক অনেক শুভকামনা। আপনার কবিতা গুণও খুব সুন্দর প্রশংসনীয়।

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

অর্ক বলেছেন: চমৎকার রোমান্টিক গান! মন বলছে, প্রতিষ্ঠিত কোনও শিল্পী গাইলে হিট হবে। ভালো লাগলো। ও হ্যা সিনেমার জন্যও গানটি যথাযথ। শুভেচ্ছা।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি প্রিয় অর্ক ভাইয়ের প্রশংসায়। প্রিয় কবির সুন্দর আশাবাদ আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
কোন প্রতিষ্ঠিত শিল্পীদ্বারা গাওয়া হলে ভালো লাগবে জেনে ভালো লাগছে লেখার তৃপ্তিতে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৬| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


অনন্ত বিরহের কথাকলি

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক ধরেছেন শ্রদ্ধেয়। বেশকিছু দিন মনটায় খুব বিরহ চলছে। কিছু ভালো লাগছেনা। গানটি তা থেকেই সৃষ্টি।

দোআ করবেন।

শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।

৭| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই যা বলেছেন যথার্থই বলেছেন।
কথামালা আবেগাপ্লুত হওয়ার মতো!

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করে গেছেন প্রিয় সাধু ভাই। প্রশংসা পেয়ে ধন্য লেখা।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৮| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২১

কথাকথিকেথিকথন বলেছেন: গান সুন্দর হয়েছে ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য লেখা, আনন্দিত ও উৎসাহিত আমি। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।

ও সাথী....জীবন নামে ডাকতে আমায়
গানটি কোনরকম গেয়ে রেখেছি, সুরটা শুনার নিমন্ত্রণ যদি সময় হয়।

৯| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

সনেট কবি বলেছেন:



প্রেমের কবিতার কবি নাঈম জাহাঙ্গীর নয়ন

প্রেমের মোহনা মিশে সাগরের পানে
কবি নাঈমের কথা সুর তান লয়
প্রীতিময় দোলে দোলা দোলনায় দোলে
মোহময়ী গান আর কবিতার ছন্দে।
পাঠকের মর্মমূলে করাঘাত করে
সচকিত করে তোলে অচেতন মন
ডাকে কবি মৃদু বায় ওরে কেরে আয়
জয়কর প্রেয়সির অন্তর নিবাস।

প্রেমিকের বীর দল কবি ডাকে ছুটে
যে করেই হোক তারে জয় করা চাই
দেখনা প্রেয়সি এল প্রেমের কুমার।
আশা হতাশার যুদ্ধ রাতদিন চলে
প্রেমাস্পদে পেয়ে ফিরে প্রেম জয়ী বীর
অথবা শোকেতে মরে ব্যর্থ কোন জন।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি ফুলে পূঁজিব হে প্রিয় কবি অাপনায়, অনেক স্নেহাশিস ভালোবাসা দিয়েছেন আমায়। আমি তো নই কোন বিজ্ঞ মুগ্ধ করিব বন্দনায়।
আপনার সনেট সাম্রাজ্যে আমি অনেক পেয়েছি ঠাই, এই উৎসাহ প্রেরণা ভালোবাসার নাই কোন তুলনা নাই। শ্রদ্ধা আর ভালোবাসা হয়ে থাকবেন জীবনভর ভরসার তরী সুশীতল প্রেম ছায়া মোহনায়।

কৃতজ্ঞতা আর প্রিয় কবি, থাকবেন মনের মণিকোঠায়।

১০| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২১

সনেট কবি বলেছেন:



কবি নাঈম জাহাঙ্গীর নয়ন

আমার কবিতা কবি বলেছেন ভাল
সেই খুশি মনে ধরে নতুন কবিতা
লিখে যাই প্রত্যয়ের মোহনীয় রঙ্গে
এভাবেই হয় কারো প্রতিভা বিকাশ।
হে নাঈম জাহাঙ্গীর নয়ন হে কবি
সকলের সাথে রেখে সৌহার্দ নম্পর্ক
এভাবেই করে যান জ্ঞান বিতরণ
আপনারে দানে জাতি হবে যে উন্নত।

কুটিল জনের মনে কুটিল ভাবনা
তারা না পেরেই কিছু, অন্যকে থামায়
অবোধ এদেরে বলে নিতান্ত অবোধ।
আপনার দৃঢ়তায় ঢের আমি খুশী
চলুক নিরন্ত তবে কাব্যের তুফান
তাতেই নিপাত হবে অনাচার সব।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির কাব্যিক কথা মালায় সুপরামর্শ শ্রদ্ধার সাথো গ্রহণ করিলাম, অন্তরে রাখিব আপনার এই উপদেশ বাণী। আপনার স্নেহ আশীর্বাদ যেন না হারাই কামনা স্রষ্টায়।

উপদেশ ও মুগ্ধতা ভরা এই সনেটটিও অসাধারণ উপহার দিয়েছেন, কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা।

আমি নিন্দুকের কথায় কথা বলি না, এঁড়িয়ে চলি। দোআ করবেন হে প্রিয় কবিবর।

১১| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:১১

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ লাগল খালি গলায় গাওয়া গানটি!

আপনি গুণী ও সৃষ্টিশীল একজন মানুষ। কবিতা ও গান লেখেন, গান গাইতে পারেন! এসব চর্চা সবসময় অব্যাহত রাখবেন আশা করি।

অনেক শুভকামনা রইল।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদিন পর ব্লগে ঢুকেই প্রিয়আপুর মন্তব্য দেখে সত্যিই অনেক আনন্দিত। আরও বেশি আনন্দিত হয়েছি আপনি আবার ব্লগে লগইন করেছেন দেখে। সেদিন আড্ডা ঘরে আপনার মন্তব্য গুলো পড়েছিলাম, মনটা খারাপ হয়েছিল আপনার মন খারাপ ও ব্লগে না আসার কথা জেনে। যাক, প্রতীক্ষার অবসান হলো। কৃতজ্ঞতা জানবেন আপু।

আপনি সেই প্রথম থেকেই আমার গানের খুব প্রশংসা করে আসছেন, আমি সত্যিই খুব অনুপ্রাণিত ও সাহসী হই আপনার কাছ থেকে প্রেরণা পেয়ে।

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা সবসময়, শুভ হোক আপনার প্রতিক্ষণ।

১২| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সূর সুন্দর হয়েছে। তবে কবিতা রেখে গানে জোকলেন, কারণটা কি?

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি, অনেক প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা রাখছি অনুপ্রেরণা দানে।

কবিতা বেড়ে যাচ্ছে ব্লগে, তাই ভাবলাম কিছুদিন গান দেখি। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: লেখা গুলা ভালো লাগে তবে ছবিগুলা একটু কেমন কেমন...

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই লেখা ভালো লাগা জেনে। দোআ করবেন।

ছবিগুলো সেট করতে আরো চিন্তাশীল হবো।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: গানের কথা ভাল লেগেছে পরে মোবাইল থেকে গানটি শুনে নেব।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অানন্দিত ও উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

সময় হলে শুনে নেবেন ভাই, নিমন্ত্রণ রইল।

শুভকামনা জানবেন সবসময়।

১৫| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: হে দয়াল পার করো আমারে!

আপনার গান আমাকে ভাবে মজিয়ে দিল।

আপনি দেখি সব্যসাচী।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রাপ্তির মন্তব্য রেখে গেছেন ভাই। একটি গানের সার্থকতা তখনি, যখন গানটি কারো মনে ভাবের জন্ম দিতে পারে। ধন্য করে গেছেন ভাই লেখাটিকে। কৃতজ্ঞতা।

অনেক বড় বিশেষণ রেখে গেছেন ভাই, দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৬| ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

আবু মুছা আল আজাদ বলেছেন: নয়ন ভাই আমার গানের প্রতি আকর্ষন কম হলেও
আপনি যে ছবিটা দিয়েছেন তার প্রতি আকর্ষন আমাকে.................................

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কোননা কোন ভাবে আকর্ষণ করাই তো লেখকের কাজ, ভালো লাগলো আপনার ভালো লাগা জেনে। কৃতজ্ঞতা রাখছি ভাই মন্তব্যে।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৭| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পড়িলাম , গান শুনিলাম ও ছবি দেখিলাম
সকলি সুন্দর । অভিনন্দন রইল ।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত গানটি শুনেছেন জেনে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা ও ভালোবাসা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.