নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
নীলপরি আপুর কবিতা 'তর্পণ' গানে রূপান্তরিত করতে পেরে আনন্দবোধ করছি, কৃতজ্ঞতা পরি আপুর প্রতি
মৃত কথার ভস্ম ওড়ে
কেউ রাখেনা খেয়াল তাদের
এই বিশ্ব চরাচরে!!
গাছের পাতায় রোদের রূপটান
কেউ বোঝেনি কার ছিল
নীরব নিভৃত অভিমান!!
ও ম-ন.... মন-রে....
সময়- সুদক্ষ আততায়ীর মতো
ছিন্ন-ভিন্ন করেছে সব
ভালো লাগা ছিল যতো!!
ও ম-ন.... মন-রে....
হৃদয়ে বইছে নীল-বিষাদ-নদী
কথা-ভস্মের করছি তর্পণ
কখনো সে জানত যদি!!
ও ম-ন.... মন-রে....
কেউ রাখেনা খেয়াল তাদের
এই বিশ্ব চরাচরে!!
গান : কেউ রাখেনা খেয়াল তাদের
লেখক : নীলপরি
সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
প্রিয় কবি নীলপরি আপুর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকে আমার সামান্য চেষ্টা। জানিনা সুরটা কারো ভালো লাগবে কিনা! তবে কবিতাটি গানের মতো করে গাইতে পেরেছি তাতেই নিজেকে ধন্য মনে করছি। কারণ, নীলপরি আপুকে দেয়া কথা আমি রাখতে পেরেছি। আমি সুরকার বা কণ্ঠশিল্পী নই। নিজের লেখা গানগুলো নিজের সুরে নিজের মতোকরে গেয়ে রাখি মাত্র। চেষ্টা করেছি কবিতার কথাগুলো অপরিবর্তিত রাখার। তবুও সামান্য একটু পরিবর্তন করতেই হয়েছে! সেটুকুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপুর কাছে।
নীলপরি আপুর কবিতাটি ছিল- -
কথা ভস্মের তর্পণ করছি
মৃত কথার ভস্ম ওড়ে
কেউ রাখেনা খেয়াল তাদের
এই বিশ্ব চরাচরে!
গাছের পাতায় রোদের রূপটান
কেউ বোঝেনি কার ছিল
নীরব নিভৃত অভিমান!
সময়- সুদক্ষ আততায়ীর মতো
ছিন্ন-ভিন্ন করেছে সব
ভালো লাগা ছিল যতো!
হৃদয় চিরে বইছে নীল-বিষাদ-নদী
আমি কথা-ভস্মের তর্পণ করছি
সে জানত যদি!
( সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য কৃতজ্ঞতা রাখছি নীলপরি আপুর প্রতি।)
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, প্রথম একসাথে দিতে পারিনি, পরে দিয়ে দিয়েছি।
কেউ রাখেনা খেয়াল তাদের... (গান)
আপনার আগমণ আমাকে অনুপ্রাণিত করে সবসময়।
শুভেচ্ছা রইল ভাই, সাথে গানটি শুনার নিমন্ত্রণ।
২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯
আখেনাটেন বলেছেন: বেশতো!
* নিভৃত < নীভৃত
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম অাপনার মন্তব্য পেয়ে, কৃতজ্ঞতা আগমণে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
ঠিক করে নিচ্ছি ভাই, আন্তরিকতায় শ্রদ্ধা রাখছি।
কেউ রাখেনা খেয়াল তাদের... (গান) টি শুনার নিমন্ত্রণ রইল।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।
৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬
তারেক ফাহিম বলেছেন: পড়ে ভালো লাগলো তবে লিংকসহ দিলে হয়তো শ্রবণ করতে পারেবো।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা রাখছি আপনার মন্তব্যে। অনেক উৎসাহিত হলাম ভালো লাগা জেনে
কেউ রাখেনা খেয়াল তাদের... (গান) টি সময় হলে শুনার নিমন্ত্রণ রইল।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: গান সুন্দর হয়েছে +
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নীলপরি আপুর অসাধারণ সৃষ্টি
প্রিয় কবি ভাইয়ের কাছে ভালো লাগা জেনে অনেক অনেক আনন্দিত।
ভালোবাসা জানবেন ভাই।
৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার গলায় সুর আছে।
গানের কথায় দরদ আছে।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভরসাদান করে গেছেন ভাই, ধন্য নয়ন। এই ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা রাখি
গানটি আমার কাছে প্রথমে সুর করা খুব কঠিন মনে হয়েছিল, মনে মনে খুব ভয় ছিল! তবে চেষ্টা ও প্রবল ইচ্ছে থাকায় গতরাতে সুরটি পেয়েছিলাম। অন্তরাগুলো মিলাতে কষ্ট মনে হয়েছিল, আজ দুপুরে পুরোপুরিভাবে গাইতে পেরেছি। আল্লাহ্ বাঁচাইছেন। নইলে পরি আপু মনে মনে রাগ অভিমান রাখতেই পারতো!!
আপনার মতো সুপ্রিয় গায়ক ও ডিরেক্টর মিউজিশিয়ানের কাছে প্রশংসিত হয়ে সত্যিই অনেক আনন্দিত।
শুভেচ্ছা জানবেন, ভালোবাসা সবসময়।
৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫
নুর ইসলাম রফিক বলেছেন: বাহ ধারুন সুর দিয়েছেন কথা গুলিতে।
আপনার খালি কন্ঠের সুর আমাকে মুগ্ধ করেছে।
নিলাপুর কথা ও আপনার সুর পৌছে যাক সবার তরে।
অনেক অনেক ভাল লাগা ও ভালবাসা।
শুভ কামনা।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেছেন রফিক ভাই, কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
পরি আপু সত্যিই অসাধারণ সৃষ্টি করেছেন, কথাগুলো সার্বজনীন সাজিয়েছেন। কবিতাটি কেউ রাখেনা খেয়াল তাদের... (গান) করতে পেরে অনেক আনন্দবোধ করছি। যেমনই হোক কথা রাখতে পেরেছি, কৃতজ্ঞ স্রষ্টায়। দোআ করবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
আগের দেয়া লিঙ্কটি ডিলিট করেছি ভাই একটা শব্দ উচ্চারণে ভুল ছিল সেটাকে।
অসাধারণ কবিতাটিকে আমি আমার মতো করে গেয়েছি, জানিনা গান হয়েছে কিনা। যদি সময় হয় তো একবার গানটি শুনার নিমন্ত্রণ করে যাচ্ছি কেউ রাখেনা খেয়াল তাদের... (গান)
৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
গান ভালো লেগেছে, বিশাল ব্যাপার স্যাপার
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
সত্যি!!! আপনার কাছে ভালো লাগা শুনে ব্লগের ৮০% সদস্য আনন্দিত ও উৎসাহিত হয়, আমি সার্থক হই, সবচেয়ে বেশি আনন্দিত হই সৃষ্টি সুখে। আশীর্বাদ থেকে জেনো বঞ্চিত না হই প্রত্যাশা রাখি সবসময়।
গানটি শুনেছেন জেনে ধন্য হলাম।
নীলপরি আপুর অসাধারণ সৃষ্টি এটি। প্রফেশনাল ভালো কোন শিল্পী গাইলে অমর হয়ে থাকবে গানটি।
শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।
৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কবে গায়ক হইলাম আমি ফাইজলামি!
মজার বিষয় হলো, শিল্পকলা আমার জন্য সত্যি কলার মত। যখন মন যা চায় তখন তা করি! গান গাই, বই প্রকাশ করি।
মাঝে মাঝে সত্যি ভয় হয়, কখন যে পাবলিকরা আমাকে ধরে মাইর দেবে। ইয়া আল্লাহ রহম করো।
আপনি সাধক মানুষ। দোয়া করি আপনার সাধনা সাধিত হোক।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা গুরু.....
আমি জানি, আমি জানি
যেদিন জেনেছি
সেদিন থেকে গুরু মানি।।
আপনার গানগুলো ও সুর গুলো আমাকে অনুপ্রাণিত করেছে, ভুলবো না আমি।
আপনার 'সুরের রাণী' গানটি পুরোটা লিখেছিলাম কিন্তু গাইতে পারিনি, এখনো পারিনা! আপনার দেয়া সুরটা আমার কাছে কঠিন মনে হয়, কিন্তু ওই কলি টুকুই অনেকদিন গেয়েছি। চেষ্টা করি কিন্তু অন্তরার সুর মিলাতেই পারছিনা!
দোআ করবেন ভাই,
শুভকামনায়
৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো+
কেমন আছেন?
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে
দোআ করবেন ভাই।
ভালোবাসা জানবেন সবসময়
১০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪
জাহিদ অনিক বলেছেন: নয়ন ভাই, শুভ সন্ধ্যা। আপনার গলায় সত্যি সত্যি টান আছে, সুর আছে। মগজে সুর আছে। গলায় দরদ আছে।
খালি গলার গান ভাল লাগলো । অনেক ভাল লাগলো।
যেমন ভস্ম, এই উচ্চারণে আপনি ভসমো উচ্চারণ করেছেন, এটার শুদ্ধ উচ্চারণ ভসসো।
যুক্ত বর্ণের শেষে ম থাকলে দ্বিত্ব উচ্চারিত হয়। যেমন, গ্রীষ্ম।
অডিও ভয়েসে অনেক নয়েজ আছে। পিসিতে অডাসিটি (Audacity ব্যবহার করে সাউন্ড আরও স্মুথ ও নয়েজ মুক্ত করে নিতে পারে। শুনতে আরও ভাল লাগবে।
শুভ কামনা নয়ন ভাই।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত, অনেক প্রেরণা রেখে গেছেন। কৃতজ্ঞতা রাখছি ভাই
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে কামনা।
হ্যা ভাই, এই শব্দটা আমিও ভেবেছিলাম, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। কৃতজ্ঞ ভাই।
আমি আসলে গান সুর সম্পর্কীয় কোন কিছু জানিনা ভাই, তবে খুব প্রিয় গান, সবসময় শুনি। এই শুনতে শুনতেই নিজের লেখা আর গাওয়া। অামি গ্রামে থাকি, মোবাইলে নেট চালাই ভাই। এত প্রযুক্তি আমার কাছে অসাধ্য।
দোআ করবেন ভাই।
আপনার জন্যও শুভকামনা সবসময়।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন ভাই। ঠিক করে নিয়েছি নতুন করে।
কেউ রাখেনা খেয়াল তাদের... (গান)
এই আন্তরিকতা যেন না হারাই
শুভকামনা সবসময়।
১১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাই গো মাই, ওইটা মারাত্মক কঠিন গান, আমার দাঁত কটকট করেছিল!
যে শুনে সে বলে সুন্দর গান। আমি তখন মনে মনে বলি পারলে গাও! (হাহাহাহাহাহাহা)
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই ভাই, খুব কঠিন গানটির সুর! তবে অনেক পছন্দসই, সবারই ভালো লাগার মতো
গানটি পূর্ণ করার চেষ্টা করেন ভাই, সফল হবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।
ওই যে বললাম আমি ফাইজলামি করি। ওটাও ফাইজলামি ছিল। তবে টুনটুনি দাঁত কটমট করে বলেছিল, শুরু করেছেন যখন শেষ করতেই হবে। দুই লাইন গেয়ে মিনতি করে বলেছিলাম, আমি আর জীবনেও গান গাইব না, আমাকে নিস্তার দাও।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
হা হা হা
সুরে যদি বাঁধে গো মন
ঠেকাতে না পারে বাঁধন!!
আপনার গানটি পুরোপুরি গাওয়া আমার একটা চেষ্টা আছে, কিন্তু হচ্ছে না!
দোআ করবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
ভাল হয়েছে কবিতার রূপান্তর গানে ।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন
দোআ করবেন ভাই
শুভকামনা জানবেন সবসময়
১৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৬
নীলপরি বলেছেন: আমি আমার পোষ্টে আপনার মন্তব্য দেখে আপনার ব্লগে এই অনুরোধ করবো বলে এসেছিলাম যে আপনি সময় পেলে গানটির পোষ্ট আপনার ব্লগ থেকে দেবেন । তো এসে দেখি আপনি অলরেডি পোষ্ট দিয়ে দিয়েছেন । ঘটনাটা অভাবিত বা এটাকেই হয়ত টেলিপ্যাথি বলে ।
আগেও বলেছি আবারও বলছি অসাধারণ হয়েছে আপনার সুর আর গায়কি । এখানে অনেকের সাথে একমত হয়ে আমিও বলছি যে আপনার গলায় একটা দরদ আছে । আবেগ আছে । যেটা যে কোনো গানকেই একটা অন্যমাত্রা দেয় ।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।
আর অনেক শুভকামনা রইলো ।
ভালো থাকবেন ।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেদিন যখন আপনার প্রতি উত্তর দেখেছিলাম, তখন বুঝতে পেরেছিলাম আপনাকে কেমন যেন বিষণ্ণতা ঘিরে রেখেছে! আমার মূল উদ্দেশ্য ছিল আপনাকে সামান্য হলে ভালো লাগা দেয়া। তাই গানটি গড়তে হবে এমন চেষ্টা সবসময় ছিল, কিন্তু কোনভাবেই গানের মতো করে গাইতে পারছিলাম না কথাগুলো! খুব কঠিন মনে হচ্ছিল সুর মেলানো! গতরাত এগারোটা দিকে প্রথম কথাগুলো সুর হয়ে বেরহয় হঠাৎ করে, কেমন যেন ভালো লাগলো সরটি, তাই বারবার চেষ্টা করছিলাম। কিন্তু অন্তরাগুলো মিলছিনা কোনভাবে! আজ শেষপর্যন্ত সম্পূর্ণ গানটি গাইতে পারি। ইউটিউবে লোড করে লিঙ্ক নিয়ে আপনাকে জানাতে গিয়ে দেখি আমার আগের মন্তব্যে প্রতিউত্তর পড়েনি! ভাবলাম সত্যি আপনি ব্লগে আসেননি হয়তো। সেখানে লেখতে লেখতেই ভাবনাটা মাথায় আসে গানটি আমি পোষ্ট করি। আর আপনার অনুমতি না নিয়েই পোষ্টটি করে একপু সংশয় কাজ করছিল মনে। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে আপু। দোআ করবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
সত্যিই অসাধারণ সৃষ্টি করেছেন আপনি। গানটি প্রফেশনাল শিল্পী দিয়ে গাওয়াতে পারলে অমর হয়ে থাকবে গানের ভুবনে, এটা নিশ্চিত হয়েই বলা যায়। কবিতার কথাগুল সার্বজনীন করে গড়েছেন, সহজেই মিশে যায় সবার সাথে। শুভ হোক আপনার প্রতিক্ষণ।
১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩২
সামু পাগলা০০৭ বলেছেন: ওপরেই একজন বলে দিয়েছেন। আমিও বলছি, ভস্ম উচ্চারনটিতে ম উচ্চারিত হয় না।
আর বাদ বাকি আপনার তো দরাজ গলা। যা গান তাই ভালো লাগে। এই গানটি সুন্দর গেয়েছেন। অনেক ধন্যবাদ।
আপনজনদের নিয়ে অনেক ভালো থাকুন।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দ অনুভব করছি প্রিয় আপুকে মন্তব্যের ঘরে দেখে। আপনার উৎসাহ আমাকে সবসময় অনুপ্রাণিত ও সাহসী করে এভাবে নিজের গান গুলো প্রকাশ করতে
শব্দটির ভুল সংশোধন করেছি আবারো গেয়েছি আপু-
অসাধারণ কবিতাটিকে আমি আমার মতো করে গেয়েছি, জানিনা গান হয়েছে কিনা। যদি সময় হয় তো একবার গানটি শুনার নিমন্ত্রণ করে যাচ্ছি কেউ রাখেনা খেয়াল তাদের... (গান)
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯
আহা রুবন বলেছেন: গান শুনলাম। বুঝতে পারলাম--নয়ন ভাই অনেক গুণী মানুষ। শুভেচ্ছা রইল।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি শুনেছেন জেনে অনেক উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক
শুভকামনা আপনার জন্য
১৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৪
জাহিদ অনিক বলেছেন: আমি মুগ্ধ নয়ন ভাই। আপনি বলেছেন আপনি ফোনে ব্লগিং করেন।
ফোনে ব্লগিং করা কতটা কষ্টসাধ্য তা আমি জানি। তারপরেও আপনি সুন্দর করেই চালিয়ে যাচ্ছেন।
গানটা একবার গাওয়ার পরে আবার গাইলেন। অনেক ধৈর্য্য আপনার। আমি আজকের ব্লগে পোষ্ট দেয়ার জন্য দুপুরে অফিসে বসে বসে একটা পোষ্ট লিখছিলাম। তাড়াহুড়ায় সেটা সেইভ করা হয় নি। বাসায় এসে রাতে দেখি ডক ফাইলটা আর নেই। রিকভারও করা গেল না। আমি আর ধৈর্য্য পাচ্ছি না আবার লেখার মত।
আর আপনি! গানটা আবার গেয়ে ফেলেলেন। হ্যাটস অফ ভাই।
অনেক অনেক শুভেচ্ছা । নিরন্তর প্রচেষ্টা চলুক । অধ্যবসায়ীরা জীবনে সফল হয়।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলেই খুব ঝামেলায় পড়েছিলাম ভাই। আপনি না জানালে হয়তো ভাবতামই না!! বড় লজ্জা থেকে বাঁচইছেন ভাই। ভালোবাসা হয়ে থাকবেন
আমি আমার লেখাগুলো প্রথমে অল্প অল্প করে ব্লগস্পট-এ জড়ো করি।
আপনিও কাজের ফাঁকেফাঁকে অল্পকরে লিখে রাখতে পারেন, না হারানোর নিশ্চয়তা দেয় গুগলি।
সফলতা আমার কাছে আসতে চায় না ভাই! মুখ ফিরিয়ে নেয়! (কোন নিয়ম শৃঙ্খলা নেই এই মনটার! বড্ড বেতালা রাশি!
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
১৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: হৃদয় চিরে বইছে নীল-বিষাদ-নদী
আমি কথা-ভস্মের তর্পণ করছি
সে জানত যদি!
দারুন কথামালা ।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির আগমণে ধন্য, উৎসাহিত
আসলেই অসাধারণ সৃষ্টি নীলপরি আপুর।।
শুভকামনা জানবেন সবসময়।
অসাধারণ কবিতাটিকে আমি আমার মতো করে গেয়েছি, জানিনা গান হয়েছে কিনা। যদি সময় হয় তো একবার গানটি শুনার নিমন্ত্রণ করে যাচ্ছি কেউ রাখেনা খেয়াল তাদের... (গান)
১৯| ২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৫২
উদাস মাঝি বলেছেন: বাহ, আপনিও তো মাল্টি ট্যালেন্টেড লোক হে
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত করে গেছেন উদাস ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন।
২০| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩
সামু পাগলা০০৭ বলেছেন: গানটি আবারো শুনলাম। এবারে আসলেই আরো সুন্দর লেগেছে। কেননা সেই উচ্চারণটি শুরুতে রয়েছে, এবং পরেও রয়েছে। কানে ভুলটা বেশি লাগছিল, নাও ইটস পারফেক্ট!
ওপরের এক কমেন্টে জানলাম যে আপনি নাকি ফোনে ব্লগিং করেন! আমার বিশ্বাসই হয়না! আপনি তো শুধু লেখেনই না, গানও গান! এতসব কিছু বেশ কষ্ট করে, ধৈর্য্য ধরে করেন! গানটি আবারো গাইলেন, ভুল সংশোধন করলেন! আমি সত্যিই ভীষন অনুপ্রাণিত হলাম। আপনার পরিশ্রম, ধৈর্য্য, ব্লগের প্রতি ডেডিকেশন দেখে অনেককিছু শিখে গেলাম আজ।
আমার সকল শুভেচ্ছা রইল। ব্লগে এবং জীবনে আরো অনেক সাফল্য লাভ করুন।
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ আর প্রেরণা পেলাম আপনি আবারো গানটি শুনেছেন জেনে। অনুপ্রাণিত হবো আপু সামনের দিনে
আমি পুরোপুরিভাবে পরি আপুর লেখাটা ফলো করেছিলাম। ভস্ম শব্দটির শেষ অক্ষর ম মনে করে তেমনটি উচ্চারণ করেছিলাম। আমি একটু দ্বিধান্বিত ছিলাম তবে সঠিকতর বোঝতে পারিনি। জাহিদ ভাই ধরিয়ে দেয়ার পর লজ্জাকর মনে হচ্ছিল। তাই সেটা ঠিক করে নেয়াটা জরুরি মনে হচ্ছিল। সেজন্য বেশ ঝামেলার হলেও গানটি আবারো গাইতেই হয়েছে। মাঝেমধ্যে ভুল হয়ে যায়, তাই বারবার গেয়ে অপেক্ষাকৃত ভালোটি সেট করেছি। গানটি আরো সুন্দর হবে আশা করি আমি।
আমার বর্তমান পোষ্টিং হাওড় এলাকায়, চারিদিক পানি আর পানি। বিদ্যুৎ সুবিধা আর নেট সুবিধা থাকায় চলছে সবই। দোআ করবেন আপু। গান আগেও গেয়েছি কিন্তু এভাবে রেকর্ড করা হয়নি। এই সাহসটুকু আপনার কাছ থেকেই পাওয়া। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২১| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭
সনেট কবি বলেছেন: দারুণ++++++।
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে ধন্য আমি, প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা
শুভকামনা জানবেন সবসময়।
২২| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭
নীলপরি বলেছেন: আপনার আন্তরিকতা আর সহমর্মিতা দেখে আমি মুগ্ধ , আপ্লুত , অভিভূত । আপনাদের মতো এই দুনিয়ায় আছে বলেই এখনো বেঁচে আছি ।
এবারে গানের শুরুটা আরো বেশী মনকে নাড়া দিল । নিজের কবিতাকে আপনার কন্ঠে গান হতে দেখে আবেগে ভাসলাম । আপনার গায়কী চোখে জল এনে দিল । অনবদ্য গেয়েছেন আপনি ।
আমি ১৭ ও ২০ নং মন্তব্যের সাথে শতভাগ একমত । হ্যাটস অফ টু ইউ ।
আর কোনো প্রফেশনাল সিংগারের থেকে হাজার গুণ ভালো গেয়েছেন । কারণ , মিউজিক ট্রাক , রেকর্ডিং স্টুডিও ছাড়া ক'জন এরকম গান গাইতে পারবে সন্দেহ ! আজকাল অনেক বেসুরো গানকেই টেকনিক্যালি ঠিক করা হয় । এটা আমার কথা নয় । অনেক বিখ্যাত সিংগার একথা বিভিন্ন জায়গায় বলেছেন ।
গান গাইতে চাইলে সবাই পারে না ! এমনকি শিখলেও পারে না । সেখানে আপনি না শিখেই এতো সুন্দর গাইতে পারেন । আমার মনে হয় ,এটা আপনার ঈশ্বর প্রদত্ত প্রতিভা । আমি অনুরোধ করবো , এবারে আপনার প্রতিভাকে আর একটুখানি সময় দিন ।
আপনি সহব্লগার গেম চেঞ্জারের সাথে যোগাযোগ করতে পারেন । উনি কিন্তু টেকনিক্যালি খুব স্ট্রং । একবার শায়মাদির আর একজন ( সরি তাঁর নাম মনে নেই ) আবৃতি একসাথে মিশিয়ে মিউজিক দিয়ে খুব ভালো অ্যারেঞ্জ করেছিলেন । তাই মনেহয় উনি আপনাকে ভালো পরামর্শ দিতে পারেন ।
অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো ।
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রশংসায় প্রশংসিত করে গেছেন আপু। আমি অনেক উৎসাহিত ও সাহসী হলাম। আসলে আপনার কথাগুলো অসাধারণ লিখেছেন। অনেক আবেগ আক্ষেপ মিশানো কথাগুলো অমর হয়ে থাকবে। গানের সুরটি আপনার আবেগে জায়গা পেয়েছে জেনে সার্থক আমার চেষ্টা, ধন্য আমার গানপ্রেম। দোআ করবেন আপু, আপনার পরামর্শ আমার মনে থাকবে। আপনার মন্তব্যে শ্রদ্ধা কৃতজ্ঞতা।
আসলে শেখার মতো সময় আমার এখন আর নাই! যখন ছিল তখন ভুল করেছি আমি!
হ্যা, গেম চেঞ্জার ভাইকে একবার বলে দেখবো।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
২৩| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮
নীলপরি বলেছেন: পোষ্ট প্রিয়তে রাখলাম ।
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন আপু। আপনার কাছ থেকে পাওয়া প্রেরণা উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে।
দোআ করবেন আপু। শুভ হোক আপনার প্রতিক্ষণ।
২৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
ইউটিউবে গানটা রাতে শুনেছি !! ভালো লেগেছে !!
দুজনের জন্য শুভ কামনা রইল !
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি শুনেছেন জেনে অনেক আনন্দবোধ করছি প্রিয় কবি। কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন ভাই।
শুভকামনা আপনার জন্যও সবসময়
২৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২
প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসিত হয়ে ধন্য হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২৬| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই দারুণ একটি কাজ করেছেন। তবে মাত্রাগুলো ছেড়ে দিয়েছেন মাঝে মধ্যে। জানি এ আপনার দোষ নয়, আপনার গায়কি কিন্তু অনেকের নজরে ফাকি দিয়ে আপনার শেষ অন্তার অন্তমিলটা গোটায়ে নিতে পেরেছে। যাই হোক বেশী পন্ডীতি ভাল না। এক কথায় অসাধারণ গলা আর নিজের সাধনার মূল্যায়নে বিচার করলে সবটুকুই ঠিক।
আমি গান ছেড়ে দিয়েছি তাই গান নিয়ে আর এখন এতো মাতামাতি নয়। ভাল থাকবেন ভাল বন্ধু হিসেবে মনে রাখবেন।
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই ভাই, ভালোবাসা হয়ে হয়ে থাকবেন আমার আকাশ জুড়ে
গানের মাত্রা বা সুরের বেতাল যে হয় তা আমিও জানি ভাই, বড্ড বেতাল আমার সবকিছু। তাল হারিয়ে ফেলি মাঝেমধ্যেই। সেজন্যই কিছুই হয় না আমার দ্বারা।
কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া গান-সুর সম্পর্কিত কোন জ্ঞান না থাকলেও মাঝেমধ্যে আপনাদের কাছে প্রশংসিত হই, সেটাই বড় প্রাপ্য মনে করি। দোআ করবেন ভাই। এসবই আমার গানের প্রতি ভালোবাসা থেকে সৃষ্টি, যদিও গান আমাকে কোনদিন ভালোবাসেনি.....!
আপনার মন্তব্য বরাবরের মতোই ভরসা দিয়ে গেল, কৃতজ্ঞতা রাখছি ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২৭| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার....
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
২৮| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কেমন আছেন? অনেক দিন পরে এলেন!
গানটি পরে শুনে নেব। এখন পিসিতে আছি এটাতে শোনা যাবে না।
আপনার গানের গলা সুন্দর । আমার একটি গান সুর করেছিলেন সেটি অনেক সুন্দর হয়েছিল।
আচ্ছা নয়ন ভাই ওই যে সমূদ্র নিয়ে একটি গান লিখেছিলাম। সেটি মনে হয় ব্যস্ততার কারনে আর গাইতে পারেননি।
সময় পেলে আরেকবার দেখবেন। শুভ কামনা রইল সব সময়।
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আছি ভাই আপনাদের দোআ আল্লাহ্'র রহমতে ভালোই। আপনাকে পেয়ে ভালো লাগছে। আমার প্রেরণার উৎসই হল ব্লগ আর আপনাদের আন্তরিক ভালোবাসা ভরা উৎসাহ। কৃতজ্ঞতা সবসময় রাখি ভাই
সাগর নিয়ে লেখা আপনার গানটি কয়েকবার চেষ্টা করেছিলাম হয়নি, পরে নিজের সাইট নিয়ে ঝামেলা বাঁধায় আর দেখা হয়নি। গানের কথাগুলো কেমন সুরে গাবো সেটাই ভেবে পাইনি। দেখবো, পারি কিনা। দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, সমুদ্র গানটি নিয়ে গেলাম, দেখি, যদি গাইতে পারি তো আগের গানটিসহ একটা পোষ্ট করার চেষ্টা থাকবে আমার। দোআ করবেন
অনেকদিন ব্লগে না আসায় আপনার অনেকগুলো লেখা আমার পড়া হয়নি, সেগুলোও পড়বো আশা রাখি।
২৯| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নয়ন ভাই, আপনারা ব্লগ এবং ব্লগারদের নিয়া ভাবেন দেখে ভালো লাগে।
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগছে প্রিয় ভাইয়ের আগমণ, অনুপ্রেরণা হয়ে থাকবে মন্তব্য টুকু
ভাই, নীলপরি আপুর অসাধারণ সৃষ্টি। আমি একটু খুশি দিতে চেয়েছি তাকে।
গান ও সুর সম্পর্কে আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চর্চা নেই। কেবল গানের প্রতি প্রবল ভালোবাসা থেকেই মাঝেমধ্যে চেষ্টা করি। আপনাদের প্রশংসা আমাকে অনুপ্রাণিত করে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৩০| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা হয়ে থাকবেন ভাই আমার আকাশ জুড়ে।
৩১| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২
বিজন রয় বলেছেন: ভাল রসায়ন।
কন্ঠটি পরিস্কার।
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দাদা, আপুর কবিতা সুরকরে গাইতে পেরে অনেক আনন্দবোধ করছি।
৩২| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার কণ্ঠ ভাল।
অনেক দিন পর পোষ্ট দিয়েছেন মনে হয়।
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত, অনুপ্রাণিত হবো ভাই সামনের দিনে
হ ভাই, বেশকিছু দিন যাবত ব্লগে আসতে পারিনি। মাঝে একদিন নীলপরি আপুর কবিতাটি পড়ে মুগ্ধতা জানিয়ে গিয়েছিলাম। পরে আপুর প্রতিউত্তরে কবিতাটি গানে রূপান্তর করার দায়িত্ব পাই। শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই চেষ্টা ছিল। প্রথমে খুব কঠিন মনে হয়েছিল সুর খুঁজা। কয়েকদিন পর গতকাল সফল হয়েছি কবিতাটির পূর্ণ গান গাইতে। তাতে অনেক আনন্দ অনুভব হচ্ছিল মনে। সেই আনন্দ সবার মাঝে প্রকাশ করেছি।
আপনাদের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৩৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিতো দেখি বিরাট কামেল আদমি !!! দারুণ কিছু হয়েছে।
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা শরম দিয়েন না প্রিয় ভাই, পরি আপুর কবিতাটি গান হতে পারে বলেছিলাম, তাই গানের মতো গাইতে চেয়েছি ভাই।
সত্যি ভালো লাগলে আমার চেষ্টা কিছুটা সার্থক হয়।
দোআ করবেন ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
৩৪| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯
বর্ষন হোমস বলেছেন:
গানটা শুনলাম।বেশ চমৎকার!মাঝে মাঝে একটা বাতাস বারি মরছিল।সম্ভবত হেডফোন দিয়ে রেকর্ড করলে এমন হবে না।আশা করি এমন ভাবে গেয়ে যাবেন।অনেক দিন পর ব্লগে আসলাম ভাল লাগছে।
শুভকামনা রইলো।
২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি শুনেছেন জেনে খুব আনন্দবোধ করছি ভাই। অনেক প্রেরণা পেলাম ভাই।
আপনার পরামর্শ আমার একদমই অজানা ছিল, কৃতজ্ঞতা রাখছি ভাই, শ্রদ্ধায় করবো অনুকরণ।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৩৫| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩
শূন্যনীড় বলেছেন: গানটি আসলেই চমৎকার কথামালায় সৃষ্টি, গেয়েছেনও সুন্দর।
ভালো লাগা রইল, প্রিয়তে তো যাবেই পরি আপুর গানটি।
শুভকামনা রইল
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দিন পর দেখা তাও আবার পুরনো পোষ্টে, যে পোষ্ট আমারও খুব প্রিয়।
আসলে প্রিয় মানুষরা প্রিয়তেই থাকে সবসময়।
প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই
শুভকামনা আপনার জন্যও সবসময় থাকে, থাকবে।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গানের লিংক দেননি?