নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
শূন্যময়
ভেঙে যাওয়ার ভয়ে আমি আর
স্বপ্ন দেখিনা! সে'অনেকদিন হয়েছে বন্ধু-
নতুন কোন স্বপন
এখন আর আমাকে বাঁধতে'ই পারেনা!
অনেকদিন বেঁধে রেখেছিলাম মনটাকে,
বলেছি মিথ্যে কথন,
আমার ভালোবাসা কখনো হারাবে না।
তাই তো মনটা আমাকে উপহাস করে
বলে, বারবার চিরন্তন
সত্যই বলেছিলাম, তুমি আমার
কোন মূল্য দাও'নি! বিশ্বাসে ভরেছ সিন্ধু।
বন্ধু, মনের দুঃখ'বেদন
বুঝবার মতো কোন মানুষ আমার ছিলনা!
বারবার আঘাত করেছি এই বিবেকটাকে-
কেন'সে করেছিল বারণ,
বন্দি করেছিল ইচ্ছে সাধের নিষ্পাপ চাওয়া?
বড় উশৃঙ্খল মনটা,বিশ্বাস ভাঙার পর থেকে
মানছে না কোন শাসন!
অস্থির বিষণ্ণতায় তাল হারা বেতাল
মনটা-এখনো কোথাও হতে পারলো না স্থির!
গভীর বিশ্বাস ছিল,সাধের যতো স্বপ্ন
দেখেছিলাম,সবই আজ বড্ড মিথ্যে মনে হয়!
বিশ্বাস হারিয়েছি সেদিন!
যেদিন থেকে হারিয়েছিলাম অধিকার! আঘাত
করেছিল হৃদপিণ্ডে,পেরিয়েছিল সীমান্ত প্রাচীর।
বেড়ে চলেছে মনের ঋণ,
ভাগ্যের চাকা হয়েছে বন্ধ-ভুলেছি বিশ্বাসীবাদ;
ভাঙনের সুরে ভরা অন্তর, উর্ধ্বে সকল যুক্তির।
হতেই পারিনি বিবেকহীন,
রঙিন স্বপ্নের সাথে চঞ্চলা যৌবনারম্ভ
রেখেছিলাম নিষ্ক্রয়,অথচ! সক্রিয়তেই ছিল জয়।
আমার পৃথিবী প্রেমহীন,
মরুভূমির মতো শুষ্ক এই'ভূমে হয় না চাষাবাদ
কোন স্বপ্নের, কামনায় এখন আর হইনা অধীর।
দিনদিন আঁধারের গহীন
সাগরে যাচ্ছি ডুবে, হারিয়ে সকল বিশ্বাসী হাত;
কিছুই'যে রইল না আমার,অবশিষ্ট শুধু অপবাদ।
নিথর যে-জীবন গতিহীন,
নিত্যদিন কষ্টের আঘাতে যার ছিন্নভিন্ন
হৃদয়, খ্যাতি স্বীকৃতির হিসাব সেখানে শূন্যময়।
বেঁচে থাকা যখন কঠিন,
সুখের আশা সেথায় থাকে কি কখনো,
দৃঢ়তর চেষ্টাহীন কর্মে কে-কখন হয়েছে বিজয়!
সুজন ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তর লিখতে গিয়ে লিখেছিলাম। কৃতজ্ঞতা সুজন ভাইয়ের প্রতি
তোমার মোহনায়
প্রেম শব্দটা মনে হলেই বুক কাঁপে,
বেড়ে যায় রক্তেরচাপ,
বড় ভয় হয় তখন!
ঠিক যেন সাপুড়ের ভয়ে
ভিতু সাপটির মতো ব্যাপার।
কিংবা, গইল পুড়া গরুর চন্দ্র দর্শন।
আমি আর প্রেমের মাঠ মাড়াতে চাই না,
ও মাঠে শীতল কিছু বাতাস থাকলেও
সূর্যের তাপ খুবই প্রখর।
আমি আর এখন মনের দিকে ছুটি না,
বাস্তবতায় গা দিয়েছি ভাসিয়ে।
চোখে দেখার মাঝেও থেকে যায় অনেক ভুল,
খুব বিশ্বাসীবাদ গুণীজন'রা তাই বলে।
সেখানে, কি করে আমি
অদৃশ্য মনকে বিশ্বাস করবো!
তাই তো দেরি করিনি,
ঘাটেঘাটে নোঙ্গর না ফেলে
তরী ভিড়িয়েছি তোমার মোহনায়,
ভালোবাসার মানুষের কাছে।
মায়া ভরা মুখটি জুড়ে দেখেছিলাম বিশ্বাস,
ভালো লাগা বুঝেছিলাম মনের দুরন্তপনায়-
বারবার বুঝিয়ে দিচ্ছিল আমি বিশ বছরের যুবক,
ব্যাকুল করে তুলছিল ক্রমশই,
স্মরণীয় সেক্ষণ বড় সার্থক।
ভালোবাসা নাকি দেখা যায়'না চোখে,
বাস্তব কত উল্টো দেখো-
শুয়ে আছি ভালোবাসার বুকে বুক জড়িয়ে।
অনুপ্রাণিত জাহিদ অনিক ভাই, গতরাতে জাহিদ ভাইয়ের মন্তব্যের অনুরোধ ছিল আমি যেন আমার বউকে নিয়ে একটি প্রেমের কবিতা লিখি। প্রিয় কবির অনুরোধ রক্ষা করতে চেষ্টা থেকেই তোমার মোহনায়' সৃষ্টি। প্রেমময় কবিতা আমি মনে হয় পারিনা,তবুও চেষ্টা করেছি।কৃতজ্ঞতা জাহিদ ভাইয়ের প্রতি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল উৎসাহিত করায়। প্রেরণা হয়ে থাকবেন দাদা
শুভকামনা জানবরন
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮
সোহাগ সালেহ বলেছেন: এই শূন্যতার কী কোন পরিসমাপ্তি নেই?
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আছে সালেহ ভাই, নিজেকে লেখালেখিতে আটকে রাখা। খাতার সাথে নিজের সময় শেয়ার করা। আমার কাছে তাই মনে হয়। যতক্ষণ ব্লগে ঘুরি ভালো লাগে। কিছু লিখতে গেলে সময় কোনদিক দিয়ে শেষ হয় বুঝাই যায় না। আমি শূন্যতা ঘুচতে লেখালেখি ভালো মনে করি, মনের না বলা কষ্টটা খাতার পাতার সাথে শেয়ার করে আনন্দ পাই।
সুন্দর আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
জাহিদ অনিক বলেছেন: আহ ! দারুণ। কবিতাটা আবারও পড়া হল।
জয় ও ভাবীকে নিয়ে আজীবন সুখী থাকুন।
অনেক অনেক শুভ কামনা নয়ন ভাই। লেখালেখি চলুক নিরন্তর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আল্লাহ্ আপনার দোআ কবুল করুক।
লেখালেখি এভাবেই চলবে এমন আশা আমিও করি কবি ভাই, তবে মাঝেমধ্যে সব গুলমাল লেগে যায়।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
[সুন্দর কবিতায় মুগ্ধ ।
ভেঙে যাওয়ার ভয়ে আমি আর
স্বপ্ন দেখিনা! সে'অনেকদিন হয়েছে বন্ধু-
নতুন কোন স্বপন
এখন আর আমাকে বাঁধতে'ই পারেনা!
তবে মানুষতো স্বপ্ন নিয়েই বাঁচে
আমি প্রতিদিন প্রতিক্ষন স্বপ্ন দেখি
একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশের ,
সেখানে থাকবেনা কোন হিংসা মারামরি
একে অপরের সুখ দু:খ করে নিবে ভাগাভাগি
ভালবাসবে একে অপরে সকল বিপদে ও আপদে
একহয়ে চলবে সকলে না ছুড়ে একে অপরে কাদামাটি
নীজের স্বজাতী স্বত্তাকে হৃদয়ে ধারণ করে আত্ম বিশ্বাসী হয়ে
দেশটাকে গড়ে তুলে করবে বিশ্বের বুকে এক পরম শান্তির ভুমি ।
শুভেচ্ছা রইল ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল মন্তব্যের ঘরে রেখে যাওয়া কাব্যিক স্বপ্নে। এমন স্বপ্ন আমিও শ্রদ্ধেয়, আমার দেশ, আমার মাতৃভূমি, আমার দেশের মানুষ সবই একদিন সুখ সমৃদ্ধি ও মানবিক গুণাবলী সম্পন্ন হবে। প্রতিটি সমাজে বাড়বে দায়িত্ববোধ সম্পন্ন দেশপ্রেমিক। আমিও স্বপ্ন দেখি আগামী প্রজন্মান্তরের কাছে সুন্দর সুশৃঙ্খল বাসযোগ্য দেশ রেখে যাওয়ার।
অনেক অনেক ভালোবাসা জানবেন শ্রদ্ধেয় প্রিয়। আপনার রেখে যাওয়া স্বপ্ন পূরণের স্বপ্ন আমার মন থেকেও যেন না হারায়।
শুভকামনা আপনার জন্য সবসময়
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: ২য়টি পড়লাম। ভালো লাগল। +।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উতসাহিত হলাম প্রিয় কবির উপস্থিতি ও পড়ে যাওয়ার কথা জেনে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয় কবিবর
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন:
[সুন্দর কবিতায় মুগ্ধ ।
ভেঙে যাওয়ার ভয়ে আমি আর
স্বপ্ন দেখিনা! সে'অনেকদিন হয়েছে বন্ধু-
নতুন কোন স্বপন
এখন আর আমাকে বাঁধতে'ই পারেনা!
তবে মানুষতো স্বপ্ন নিয়েই বাঁচে
আমি প্রতিদিন প্রতিক্ষন স্বপ্ন দেখি
একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশের ,
সেখানে থাকবেনা কোন হিংসা মারামরি
একে অপরের সুখ দু:খ করে নিবে ভাগাভাগি
ভালবাসবে একে অপরে সকল বিপদে ও আপদে
একহয়ে চলবে সকলে না ছুড়ে একে অপরে কাদামাটি
নিজের স্বজাতী স্বত্তাকে হৃদয়ে ধারণ করে আত্ম বিশ্বাসী হয়ে
দেশটাকে গড়ে তুলে করবে বিশ্বের বুকে এক পরম শান্তির ভুমি ।
শুভেচ্ছা রইল ।
অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম। আমি অবান নয়নে পড়তে থাকি কবিতার প্রতিটি অক্ষর, শব্দ আর লাইনগুলো, যখন দেখি উন্নতির পথে হেটে যায় নয়ন ভাই। শুভকামনা সতত।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত প্রিয় কবির উপস্থিতি ও আন্তরিক প্রেরণাদানে। অনেক অনুপ্রাণিত হবো ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক শ্রদ্ধেয় কবিবর।
আলী ভাইয়ের রেখে যাওয়া কাব্যটুকুতে রেখে যাওয়া স্বপ্নগুলো আমাদের সবারই দেখার প্রয়োজন। কৃতজ্ঞতা ও শ্রদ্ধা সে কাব্যে।
শুভকামনা জানবেন সবসময়।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন:
[সুন্দর কবিতায় মুগ্ধ ।
ভেঙে যাওয়ার ভয়ে আমি আর
স্বপ্ন দেখিনা! সে'অনেকদিন হয়েছে বন্ধু-
নতুন কোন স্বপন
এখন আর আমাকে বাঁধতে'ই পারেনা!
তবে মানুষতো স্বপ্ন নিয়েই বাঁচে
আমি প্রতিদিন প্রতিক্ষন স্বপ্ন দেখি
একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশের ,
সেখানে থাকবেনা কোন হিংসা মারামরি
একে অপরের সুখ দু:খ করে নিবে ভাগাভাগি
ভালবাসবে একে অপরে সকল বিপদে ও আপদে
একহয়ে চলবে সকলে না ছুড়ে একে অপরে কাদামাটি
নিজের স্বজাতী স্বত্তাকে হৃদয়ে ধারণ করে আত্ম বিশ্বাসী হয়ে
দেশটাকে গড়ে তুলে করবে বিশ্বের বুকে এক পরম শান্তির ভুমি ।
শুভেচ্ছা রইল ।
অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম। আমি অবাক নয়নে পড়তে থাকি কবিতার প্রতিটি অক্ষর, শব্দ আর লাইনগুলো, যখন দেখি উন্নতির পথে হেটে যায় নয়ন ভাই। শুভকামনা সতত।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রিয় কবির প্রতি
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
নীলপরি বলেছেন: দুটো কবিতাই খুব ভালো লাগলো ।
+++++++++++++
অনেক শুভকামনা রইলো ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপু পড়েছেন জেনে অনেক উৎসাহিত হলাম। দোআ করবেন আপু
দুটিই লিখেছি গতরাতে সুজন ভাই ও জাহিদ ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তরে। সকালে ভাবলাম লিখেছি যখন যেমনই হোক পোষ্ট করে রেখে দেই। ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম।
শুভকামনা জানবেন সবসময়
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষের কল্পনার জগতটা বিশাল। সেই জগতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কতনা মূল্যবান সম্পদ। মাঝেমধ্যে সেই সম্পদের খানিকটা কবিদের মাধ্যমে আহরণের সুযোগ হলে ভাল লাগে বৈকি। +++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ উক্তি রেখে গেছেন ভাই। উৎসাহ আর প্রেরণা ভরা। কৃতজ্ঞতা রইল উৎসাহিত করায়।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই
শুভকামনা জানবেন সবসময়
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় ভালোলাগা
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করে গেছেন ভাই, আনন্দিত। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: তোমার মোহনায় আরো প্রেমময় হলে ভাল হতো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, ঠিকই বলেছেন, আরও প্রেমময় হতে পারতো। পরামর্শে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন ভাই।
গবিতা দুটি আসলে প্রতিউত্তরে লিখা।
প্রেমের কবিতা লিখতে চেষ্টা করা থেকেই।
শুভকামনা জানবেন ভাই
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
দুটি কবিতার ভাব, আবেশ, আবহ বেশ গম্ভীর! পড়ার সময় শিহরিত হ'লাম!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত, উৎসাহিত হলাম। অনেক অনুপ্রাণিত হব সামনের দিনে। দোআ করবেন প্রিয় কবি।
শুভকামনা জানবেন সবসময়।
আপনার গানটি আজ গেয়েছি, গতকাল দেয়া গড়নটা আবার চেঞ্জ করতে হয়েছে। এরকম-
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর-
স্বপন আঁকে যখন!!
ভ্রমর ডানা- জুড়ে দেখি- তোরই নেশা...!
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......)
হাতের চুড়ি'রে তোর-
বাজে রিনিঝিনি।।
কেড়ে নিল এ'মন হায় কি করি এখন।
হাতের মেহেদি তোর-
জ্বলে লাল রঙে।।
উথলি উঠে-মন হায় কি করি এখন।।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
ও'মিষ্টি হাসি'রে তোর-
লাজে লাল হয়ে।।
ফোটে মধুবন ভ্রমর সব ঘুরঘুর করে।
রাঙা ঠোঁটে'রে তোর-
প্রেমের মধু দেখে।।
ভ্রমর ডানায় করেছে ভর প্রেমের নেশা।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
ও'মাতাল চন্দ্র'রে তোর
দিলে নেশা ভরে।।
কত ভ্রমর- মাতাল এমন সারাব পিয়ে।
কালো চুলে'রে তোর-
ঘন মেঘ জমে।।
ঝড় তুলেছে মনের কোণে কি করি হায়।
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
ও'চোখে যাদু এমন
এঁকে দিলেই জল।।
সমুদ্র গড়ে যৌবন ঢল কি করি বল।
নেশা ভরে'রে তুই
ভাটার টানে ভেসে।।
দৃুরে গেলে জ্বালা বাড়ে ভাসায় শ্রাবণ।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর
স্বপন আঁকে যখন।।
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা।
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......) ----- এটি আপনার দেয়া 'মেরি রসিক কুমর' গানের সুরে সাজানো। গানটি ভিডিও করে দেখাবো আজই
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: Nice........