নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কোন কাজে মন বসে'না একলা একা ঘরে,
বন্ধু আমার না বুঝিয়া রইল দূরে দূরে!!হায়রে
কত সুখের স্বপ্ন আঁকি নিত্য আমার চোখে,
হৃদয় জুড়ে তার বিচরণ বুঝেও না বোঝে!
স্বপনে আসিয়া বন্ধু ভাসায় প্রেমের বানে,
ঘুম ভাঙিলে নয়ন দুটি ভাসে গো শ্রাবণে!!
মন-আকাশে বন্ধুর ছবি।। চাঁদের মতো ভাসে!
কত দিনের কত কথা আমার মনে পড়ে,
একবারও কি হয়'না স্মরণ পাষাণ ও'হৃদয়ে!
কত আশা ভালোবাসা সাজাইলাম এ'বুকে,
বন্ধু কভু না বুঝিল কেমনে থাকে ভুলে!!
দুঃখ রইল মনের ঘরে!! প্রাণ বন্ধুর পিরিতে।
গান : কোন কাজে মন বসে না
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় উপস্থিতি ও প্রশংসা আমাকে অনেক আনন্দ দিয়ে গেল, আপনার এই আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় কবিবর।
শুভকামনা জানবেন প্রিয় কবি।
আপনার অপেক্ষায় ছিলাম ভাই, আপনার গানটি চেয়েছিলাম পোষ্ট দিতে, কিন্তু অনুমতি ছিল না বলে দিতে পারিনি। যদি অনুমতি পাই তো আপনার 'ও এমন যাদু রে তোর' গানটি আগামীকাল পোষ্ট দিয়ে আমার কাছেও রেখে দিতে চাই।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০
ভ্রমরের ডানা বলেছেন:
কি যে বলেন নাঈম ভাই..... অনুমতি লাগবে কেন.... এ তো আপনারো সম্পদ...... দয়া করে আপলোড দিন...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনুমতি দিয়ে কৃতজ্ঞ করলেন ভাই। আপনার গানটি করতে পেরেছি তাতে অনেক তৃপ্তি অনুভব করছি আমি, খুব খুশি হয়েছি গানটি সম্পূর্ণ গাইতে পেরে। দোআ করবেন ভাই।
আগামীকাল পোষ্ট দিবো ভাই।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
গানের কথা ভাল লেগেছে +
সুর করে ফেলুন ।
শুভ কামনা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দি ও উৎসাহিত করলেন গানের কথা ভালো লাগা জানিয়ে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
গানটি সুর করে গেয়েছিও ভাই। নিচে গানের লিঙ্ক এড করেছি, হয়তো বুঝতে পারেননি প্রিয় কবি।
কোন কাজে মন বসে'না একলা একা ঘরে -সময় হলে একবার শুনে জানবেন শাহরিয়ার ভাই।
শুভকামনা রইল প্রিয় কবির জন্য
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: ওহ আচ্ছা !! খেয়াল করিনি ।।
এখন শুনছি ভালো গেয়েছেন ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনেছেন জেনে খুব আনন্দিত হলাম ভাই। ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা নিরন্তর
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০
উদাস মাঝি বলেছেন: হুম ভাল গায়ক আপনি, লিরিক ও সুন্দর লিখেন ।
কিন্ত ভাই এই ডিজিটাল যুগে খালি মুখের গান কেউ শুনতে চায় না ।
চালিয়ে যান, ইনশাআল্লাহ্ পারবেন আপনি ।
ভালবাসা রইল ভাই
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করে গেলেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
বাজনা সহ তো শিল্পিরা গায়, আমি তো শিল্পী নই ভাই! নিজের লেখা গান গুলোর সুর জানান দিতেই নিজে গেয়ে রাখি, যদি আমার মতো কোন পাগলের ভাো লাগে তো গাইতে সুর খুঁজতে হবে না।
আমি ভাই, বাজনা বা তাল লয় কিছু জানিনা। দোআ করবেন ভাই, নিজের লেখা গানগুলো যেন সুর সহ ধরে রাখতে পারি এভাবেই।
শুভকামনা জানবেন সবসময়
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩০
ওমেরা বলেছেন: সুন্দর, সুন্দর অনেক সুন্দর হয়েছে ভাইয়া ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম আপু, প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার খালি গলার গানই বেশি ভাল লাগে.... বাদ্য দিয়ে আসল মজা পাওয়া যায় না.... বিশেষ করে আধুনিক সব যন্ত্রে...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। দোআ করবেন কবিবর।
তা ঠিক বলেছেন কবি, আধুনিক বাজনার কাছে গানের অনেককিছু ঢাকা পড়ে গেছে, এখন বাঁশি তবলা হারমোনিয়ামের মজা পাওয়া যায় না।
ভালোবাসা জানবেন নিরন্তর
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর কথা মালা। কবিতায় ভালো লাগা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই, এই উৎসাহ আমাকে অনুপ্রাণিত করবে
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
মিরোরডডল বলেছেন: nijer kotha shur
nijei singer
man you very talent
shunlam valo legeche
instrument nei bolei valo legeche
well done!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান শুনেছেন জেনে খুব আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
দোআ করবেন ভাই। সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
শুভকামনা রইল আপনার জন্য
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
ধূূূূলিকণার অনুনাদ বলেছেন: সুন্দর হয়েছে ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা আপনার জন্য
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
নীলপরি বলেছেন: কথা ও গান খুবই ভালো লেগেছে । আর ভিডিওটাও খুব ভালো লাগলো ।
+++++
শুভকামনা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর উৎসাহ সবসময় প্রেরণা হয়ে অনুপ্রাণিত করে আমাকে। আপনার আন্তরিক উৎসাহদানের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করার মতো নয়। স্মরণীয় হয়ে থাকবেন, প্রেরণার আকাশে থাকবেন জ্যোতি হয়ে শেষ বেলা পর্যন্ত।
দোআ করবেন দিদি।
শুভকামনা আপনার জন্য, শ্রদ্ধা ভালোবাসা সবসময়
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই সুন্দর
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা রইল আপনার জন্য।
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ!!!!
বেশ লাগলো .।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কথাসাহিত্যিক আপুর কাছে প্রশংসিত হয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত। প্রেরণা হয়ে থাকবেন আপু।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
মনিরা সুলতানা বলেছেন: গান টা মাত্রই শুনলাম আপনার ভাইয়া আর আমি _
ওর ধারণাতেই আসে নাই এমন কেউ গাইছে ; বোঝা যাচ্ছে আপনি বেশ ভালো গান গাইতে পারেন ।
শুভ কামনা ! ও হ্যাঁ আমি ভ্রমরের ডানার লেখা গান টা ও শুনেছি আপনার কন্ঠে ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাইয়াকে আমার সালাম দিবেন আপু। গানটি শুনেছেন জেনে অনেক আনন্দিত হলাম, অনেক উৎসাহিত ও সাহসী করে গেছেন মন্তব্যে। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রইল আপনার আর ভাইয়ার প্রতি।
গান ছোট থেকেই খুব প্রিয় একটা বিষয় ছিল আমার। টেপরেকর্ডারে গান শুনে মুখস্থ করে গাওয়াও ছিল একরকম নেশা। সেই নেশা থেকেই কিছু গান আমিও লিখেছি বিভিন্ন সময়, কিন্তু এখন সেই লেখা গানগুলোর সুর খুঁজে পাই না। তাই ভেবেছি এখন যে গানগুলো সুর করবো তা নিজে গেয়ে রাখবো যাতে সুর গুলো হারিয়ে না যায়।
আমার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেই গানের উপরে। তবুও আপনাদের উৎসাহদানে লেখি গাই। দোআ করবেন আপু।
শুভকামনা জানবেন সবসময়।
আর, ভ্রমরের ডানা ভাইয়ের কবিতাটি গানে পরিণত করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। কারণ, ওই গানটির সুর করতে পারবো সে আশা ছেড়েই দিয়েছিলাম। পরে নীলপরি আপুর সহযোগিতায় সুরটা ঠিক করতে পেরেছি। ভাবছি কষ্টার্জিত গানটি আমি পোষ্ট করবো আজ। দোআ করবেন আপু।
শুভকামনা জানবেন সবসময়
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন প্রতিভা।
ফেসবুকে কি নামে আছেন ???
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই, কৃতজ্ঞতা রইল মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
আমার ফেসবুক নাঈম জাহাঙ্গীর নয়ন
শুভকামনা রইল আপনার জন্য
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
জাহিদ অনিক বলেছেন: গান শুনতে ভাল লাগলো নয়ন ভাই।
একটা সত্যি কথা বলব ?
আমি আপনার গান কবিতার থেকে বেশি উপভোগ করি।
অনেক অনেক ভাল থাকুক কবি ও গায়ক নয়ন সাহেব
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই থেকে সাহেব হয়ে কেমন যেন পরপর হয়ে গেলাম কবি ভাই!!
গানটি গতকালই মনে খালি ঘুরঘুর শুরু করেছিল। তাই শেষতক গেয়েই ফেললাম লিখে।
খুব উৎসাহিত হলাম, গান ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা সবসময় প্রিয় ভাইয়ের জন্য
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০
তারেক ফাহিম বলেছেন: বরাবরের মত ভালো লাগালো নয়ন ভাই’র গানগুলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
কাছের-মানুষ বলেছেন: ইউটিউব এ শুনলাম আপনার গান। চমৎকার হয়েছে।
আপনার কন্ঠও অসাধারন।
আমার ভাললাগা রইল।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার মন্তব্য পড়ে। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
অপূর্ব! কথা ও গানে শুধুই মুগ্ধতা কবি.... আপনার প্রতিভা প্রশংসনীয়.. ..