নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ভ্রমরের ডানা ভাইয়ের জলকাব্য-২৩ গানে রূপান্তর

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫০



ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর- 
স্বপন আঁকে যখন!!
ভ্রমর ডানা- জুড়ে দেখি- তোরই নেশা...!
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......) 

হাতের চুড়ি'রে তোর- 
বাজে রিনিঝিনি।। 
কেড়ে নিল এ'মন হায় কি করি এখন।
হাতের মেহেদি তোর- 
জ্বলে লাল রঙে।।
উথলি উঠে-মন হায় কি করি এখন।। 
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মিষ্টি হাসি'রে তোর- 
লাজে লাল হয়ে।।
ফোটে মধুবন ভ্রমর সব ঘুরঘুর করে।
রাঙা ঠোঁটে'রে তোর- 
প্রেমের মধু দেখে।।
ভ্রমর ডানায় করেছে ভর প্রেমের নেশা।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মাতাল চন্দ্র'রে তোর 
দিলে নেশা ভরে।।
কত ভ্রমর- মাতাল এমন সারাব পিয়ে।
কালো চুলে'রে তোর-
ঘন মেঘ জমে।।
ঝড় তুলেছে মনের কোণে কি করি হায়।
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'চোখে যাদু এমন 
এঁকে দিলেই জল।।
সমুদ্র গড়ে যৌবন ঢল কি করি বল। 
নেশা ভরে'রে তুই 
ভাটার টানে ভেসে।।
দৃুরে গেলে জ্বালা বাড়ে ভাসায় শ্রাবণ।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর
স্বপন আঁকে যখন।।
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা। 
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......) 

গান : ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
লেখক : ভ্রমরের ডানা
সুর সংযোজক : ভ্রমরের ডানা
সম্পাদনা : নাঈম জাহাঙ্গীর নয়ন

ভ্রমরের ডানা ভাইয়ের কবিতাটি নিচে দেওয়া হলো-


ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন...
ভ্রমর ডানায় জুড়ে দেখি.. তোরই নেশা   তখন.....

ও হাতের চুড়ি রে তোর
রিনিঝিনি বেজে 
কেড়ে নিল এ মন____
সমুদ্র উথলি উঠে হায় কি করি এখন...

ও হাতের মেহেদি রে তোর
কাচা লাল রঙে
জ্বলে দেখ কেমন_____
সমুদ্র টলকে উঠে হায় কি করি এখন... 

ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা তখন.....

ও মিষ্টি হাসি রে তোর
লাজে লাল হয়ে
ফোটে মধুবন_____
সমুদ্র ঝলকে উঠে হায় কি করি এখন... 

ও রাঙা ঠোঁটে রে তোর 
একি অলি মেখে
ফুলে ফুলে মধু____
ভ্রমর ডানায় ভর করেছে প্রেমের নেশা শুধু... 

ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা তখন...

ও মাতাল চন্দ্র রে তোর 
দিলে নেশা ভরে
টইটই যখন___
এমন সারাব পিয়ে ভ্রমর মাতাল হ'লাম তখন...

ও ঘন চুলে রে তোর 
ঘন মেঘ জমে
বৈশালী ঝড় পবন___
মনের কোণে ছেয়ে আছে কি করি হায় এখন.... 

ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানায় জুড়ে দেখি তোরই নেশা তখন...

ও চোখা চিবুক রে তোর
একটু বেখেয়ালে
করেছিস উঁচু যখন_____
সমুদ্র উথলি উঠে কি করি হায় তখন...

ও এমন যাদু রে তোর 
এঁকে দিলে জল
সমুদ্র হল যখন___
জোয়ারে ফুলে পাঁজরায় জুড়ে চন্দ্র নেশা তখন..... 

ও নেশা ভরে রে তুই
ভাটার টানে ভেসে
দূরে গেলি যখন___
সমুদ্র খলকে ওঠে, কি করি হায় এখন...

ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন..
ভ্রমর ডানা জুড়ে দেখি... সমুদ্দুর নেশা তখন...

___________

গানটি গাইতে পেরে আমার খুব আনন্দবোধ হচ্ছে। কারণ, গানটি আমি সুরে গাইতে পারবো তার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমি জীবনে অনেক গান মুখস্থ করে গেয়েছি, কিন্তু কখনো কোন কাওয়ালী গান আমি মুখস্থ করতে পারিনি। আসলে কাওয়ালী গান আমি গাইতেই পারিনা, মুখস্থ করবো কি। কিন্তু, ডানা ভাই তার কবিতাটি একটা কাওয়ালী গানের সুর সিলেক্ট করেছেন। আমি চেষ্টা করেও যখন না পেরে নিরাশ, সেই সময় নীলপরি আপু আমার কষ্টটা বুঝতে পেরে মেরে রাশকে কুমর গানটির কয়েকটা লিঙ্ক আমাকে দিয়ে বলেন যে, এই গানটি শুধু কাওয়ালী গানই না, এটি অনেক জনপ্রিয় একটি গান, বিভিন্ন শিল্পী এই গান গেয়েছেন। পরে পরি আপুর রেখে যাওয়া গানগুলো শুনি এবং একটা গান আমার খুব পছন্দ হয় এবং চেষ্টা করতেই প্রথম লাইন দুটি গাইতে পারি। পরে গানটি গাইতে ডানা ভাইয়ের কবিতাটি আমাকে দুইবার এডিট করতে হয়েছে। যা হোক, গানটি আমি গাইতে পেরেছি সেজন্য অনেক আনন্দিত আমি। কারণ, এমন গান আর সুর আমার এই প্রথম গাওয়া এবং আশাহত হয়েও গানটি হয়েছে শেষ পর্যন্ত।

গানটি আমার স্মরণীয় হয়ে থাকবে। সময় হলে শুনে দেখার নিমন্ত্রণ রইল সবার প্রতি। গানটির লিঙ্ক এড করেছি। কমেন্ট বক্সে আবার এড করে দিচ্ছি।

মন্তব্য ৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটির লিঙ্ক পোষ্টেও এড আছে, আবারো দিয়ে যাচ্ছি মন্তব্যের ঘর


সময় হলে শুনে দেখার নিমন্ত্রণ করে গেলাম

ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার গানের সুর তাল লয় মুগ্ধকর.... যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভাল লেগেছে। গানটি লেখে যেমন ভাল লেগেছিল আপনার কন্ঠে সেটি শুনে আরো আরো ভাল লাগছে.... অশেষ ধন্যবাদ নাঈম ভাই! সুরকার ও গায়ক হিসেবে আপনার প্রচেষ্টা প্রশংসনীয়!



আপনার সাফল্য কামনা করছি...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাছে ভালো লাগায় আমি অনেক আনন্দবোধ করছি
আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। দোআ করবেন ভাই।


শুভকামনা জানবেন সবসময়

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। সবসময় উৎসাহিত করায় কৃতজ্ঞতা রাখি।

শুভকামনা জানবেন সবসময়

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

ওমেরা বলেছেন: গান শুনলে মন কেমন কেমন তাই শুনি না ভাইয়া অল্প একটু শুনেছি ভাল লেগেছে ভাইয়া ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অামার মতো অশিল্পীর গান শুনলে ভালো না লাগারই কথা। তবে অবসরে গান শুনবেন পুরনো গানগুলো, অনেক ভালো লাগবে, পাবেন অনেক কিছু।

যাক, একটু ভালো লাগা জানছি সেটাই অনেক প্রেরণার। উৎসাহিত হযেছি।

শুভকামনা জানবেন সবসময়

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, আমাকে নিয়ে গান বাঁধেন না। !:#P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনের কথাটাই বলেছেন প্রিয় কবি। আমার নিজেরও একটা ইচ্ছে আছে আপনার একটা কবিতা গান করে গাইবো।
ভাই, আমি তো সুরকার না, তাই সব লেখাই সুর করা আমার সম্ভব হয় না। আপনার কবিতা কোনদিন গান করতে পারলে খুব আনন্দিত মনে করবো নিজেকে।

আপনার কবিতা খুঁজে দেখবো ভাই আবারো, দেখি কোন একটা গান করে গাইতে পারি কিনা। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির 'তোমার অপেক্ষা' কবিতাটি থেকে গান
আমার সুরে গেছি। সময় হলে একবার শুনবেন প্রিয় কবি, নিমন্ত্রণ রইল।







গান : প্রিয়'তমা চিরায়ত নিরন্তর অপেক্ষা তোমার


প্রিয়'তমা!
চিরায়ত নিরন্তর অপেক্ষা তোমার,
চাতকের ন্যায় তৃষিত হৃদয়ে
অবিরাম হাহাকার।।
মরুর বুকে যেন হয়না অবসর
বৃষ্টির অপেক্ষার,
আসুক ওগো সেই শুভক্ষণ
তোমাকে দেখার।

উত্তল জলধির তীরে অনন্তকাল হেঁটে চলা
উচ্ছ্বল তরঙ্গ বুকে তোমার কথা বলা।।
এ'তো নয় আমাকে নিয়ে
মধুময় ক্ষণিক কোন খেলা...। প্রিয়'তমা

সেদিনের মিলন উদ্যানে উদ্ভাসিত তোমার আলোয়,
কোটি-বর্ষের অপেক্ষার তৃষ্ণা মেটাবে হৃদয়।।
অকুণ্ঠ বিশ্বাস বুকে
ধরে নেবে রক্তকণিকা...। প্রিয়'তমা

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভ্রমর ডানায় করেছে ভর প্রেমের নেশা
দারুন!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা প্রিয় কবিবর, ভ্রমরের ডানা ভাইয়ের অসাধারণ লেখাটি একটি সাধারণ গান সৃষ্টি করতে পেরে আমি আনন্দিত।
দোআ করবেন ভাই।


শুভেচ্ছা রইল, ভালোবাসা সবসময়

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: ওয়াউ মুগ্ধ প্রতিভা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল উৎসাহ দানে। প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

খোরশেদ মাহমুদ বলেছেন: ভাইকে একটা সুযোগ দেওয়া যেতে পারে.... ইনবক্সে কথা বলতে পারেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই। সুযোগ দেয়ার ভাবনায় কৃতজ্ঞতা রাখছি। প্রেরণা হয়ে থাকবেন।
আমি ভাই, সামান্য মানুষ, সুযোগের কথা শুনে খুব আনন্দিত হয়েছি। নিচে
আমার ফেসবুক নাঈম জাহাঙ্গীর নয়ন দিয়ে গেলাম। যদি সময় হয় তো একবার সাড়া দিয়েন।

শুভকামনা জানবেন, শুভ সন্ধ্যা

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: আপনি এককথায় অসাধারণ গে্য়েছেন । আর গানের কথাও খুব ভালো । আপনারা দুজনেই অনবদ্য কাজ করেছেন । সেখানে আমি একটা সামান্য কাজ করেছি ! তাও আপনি সেটা উল্লেখ করেছেন । এটা আপনার মহত্ব । অনেক ধন্যবাদ ।
পোষ্টে +++++
দুজনকেই শুভকামনা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর বলেছেন আপু। আপনার সহযোগিতা পেয়েই কাজটির শুরু করতে পেরেছিলাম। এই কৃতজ্ঞতা শেষ হবার নয়।

আপনার মন্তব্যেও কৃতজ্ঞ করে গেলেন আপু। আপনার আন্তরিক উৎসাহ প্রেরণা হয়ে আমাকে অনুপ্রাণিত করে সবসময়।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: প্রিয়তে রাখলাম ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এ অনেক অানন্দের ব্যাপার, আমার গানটি আপনার প্রিয়তে ঠাই পেয়েছে।

এ অনেক উৎসাহের, অনেক প্রেরণার।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

জাহিদ অনিক বলেছেন: গানটা গতকাল বা তার আগের দিনেই দেখেছিলাম।

অসাধারণ সুর ও গায়কী আপনার। ডানা ভাইয়ের লেখা আর আপনার গাওয়া । জোশ !


অনেক অনেক শুভেচ্ছা রইল দুজনের প্রতিই।


গীতিকারকে সালাম!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, গানটি গত পরশু গেয়েছিলাম, সেদিনই আপলোড করে লেখকের পোষ্টে রেখে এসেছিলাম। শুনেছেন জেনে খুব ভালো লাগছে। অনেক উৎসাহ রেখে গেছেন ভাই।

প্রেরণা হয়ে থাকবেন প্রিয় কবি ভাই।

শুভকামনা সবসময় প্রিয় কবির জন্য

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ নিয়ে গান গাওয়ার চেস্টা করেন; বাংলা গানের ভুবনে প্রেমের গান এত বেশী হয়ে গেছে যে, মানুষ কেমন যেন অভ্যস্ত হয়েছে, রোমান্চিত হচ্ছে না আর।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন শ্রদ্ধেয়। গান বাজনা আনন্দ এখন আর আগের মত নাই। সবাই নিজের সাংসারিক চিন্তায় ব্যস্ততম সময় পার করছে। আমার ছোট সময় মানুষের মনের যে আনন্দ ফুর্তি দেখেছি তা এখন আর দেখা যায় না! মানুষ সব যান্ত্রিক হয়ে গেছে। সবার মাঝেই টাকাওয়ালা হওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সেজন্য মানুষের মন বিবেক সংকোচিত হচ্ছে দিনদিন

আমি কোনরকম একটা দুটি গান বাঁধি, সেটা গান বলতেও আমার লজ্জা লাগে। দোআ করবেন মুরুব্বী, আমার আশা আছে বাস্তবতা আর মাটি মানুষের গান বাঁধার।

শুভকামনা জানবেন সবসময়

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন আপু, অনেক উৎসাহিত ও আনন্দিত আপনার প্রশংসা পেয়ে। দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালই লাগল গানটি। ইউটিভে শুনে এলাম ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হয়েছি প্রিয় ভাই, উৎসাহিত হয়েছি গানটি শুনেছেন জেনে। দোআ করবেন ভাই।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।


শুভকামনা জানবেন সবসময়

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ ! দারুন ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই আপনার উপস্থিতি ও প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।


শুভকামনা আপনার জন্য সবসময়

১৭| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:




গান : ব্লগ-বাসী তো
লেখক : ভ্রমরের ডানা

এই তোমরা আমারে কি বলো চিনতে পারসো?
শুনলাম আমার নাম নাকি দিস Big eaters
O Yaaa...
যাক এই নামটা এতটাও খারাপ না...
শুনলে Sometimes I feel like him a big eaters
Yo bro, চল আমরা এখন আসল খানায় আসি,
ফ্যাটি ওয়েল মোটেও নাই একটুও বেশি,
তেলের কথা শুনলে কেন যে ঢং ধরো...

না, দুই চার টেবিল খানা কিছুই না,
আমাকে তো থামাতে তো পারবেনা,
খানাব্লগের নামে সবার জিহ্বায় ঝোল আনব...
ব্লগ বাসী তো...
আমার খানাপিনা দেইখা রাগান্বিত,
এক ডিস যারা খায় তারা বড়লোকই তো,
এক গ্লাস বোরহানি দিলে কি এমন হইতো?
ব্লগ বা...সী তো
আমার এমন রান্নাবান্না দেইখা বিমোহিত,
চারিদিকে খাদক আমার অগণিত,
এটা দেখে হেটার্সরা হয় ইশ্বাম্বিত...

আমি যখনই কোনো খাবারের ডালি সাজাই...
তোমরা ক্ষেপ কেন...?
ক্ষেইপা প্যারোডি লিখ....

বয়স হইছে আর তো রাধতে পারি না,
হাতে বুঝি ঝিঁঝিঁ এলো,
কেকাপ্পা তুমি ধরো.....

তুইতো রাধস খালি আমড়া
মেকাপ দিয়া smooth করছস চামড়া
পোক্ত হয় নাই রে তোর রান্নাবাড়া,
লবণ দিয়া কর এবার আমের ভর্তা,
হইতে পারে এটা করতে তোর মাথা খাল খাল
R.A.P. এর নামে এইসব আমি কি কইতাছি টাল টাল,
দেখতে যত বুড়ি তত বুড়ি আমি নারে,
কেন, কেন, কেন শাকবীর ফিরা চায় বারে বারে,
আমার জন্য পোলারা দাঁড়ায় থাকে রাস্তার ধারে,
সময় দিতে পারিনাতো আমিতো সবাইরে...
বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব পোলারে আমি ভালোবাসিতো,
খানা খাওয়া তোর নেশা
তুই বানায় নিসোস পেশা,
তুইতো এখন রেসপি দিয়া কামাস টাকা-পয়সা....

ব্লগ বা...সী তো
আমাদের কর্মকান্ডে রাগান্বিত,
খানা ব্লগে দেয় খালি দৌড়ানিতো,
কোনদিন খাই ব্লক আছি শংকিত....

ব্লগ বা...সী তো...
আমার গাওয়া প্যারোডিতে রাগান্বিত,
এক বোতল তেল যাদের আছে তারা বড়লোকই তো,
এক গ্লাস বোরহানি দিলে কি এমন হইতো...?
ব্লগ বাসী তো...
আমার এমন কর্মকাণ্ডে রাগাম্বিত
বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব খানা খাইতে আমি ভালোবাসিতো,
ব্লগ বাসাী তো।

গানটি : ব্লগ-বাসী তো

জীবনের প্রথম এমন গান গাইলাম। ভালো লাগছে

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

রোকসানা লেইস বলেছেন: গানটা শোনতে ইচ্ছা করছে।
আর রান্নার গান পইড়া খাইতে ইচ্ছা জাগছে

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে আসায়। অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম মন্তব্য পড়ে।


গানের লিঙ্ক দিয়েছি আপু, হয়তো খেয়াল করেননি। আবারও দিলাম -

ও এমন যাদুরে তোর স্বপন আঁকে যখন

শুনে জানাইবেন আপু, যদি সময় হয়। নিমন্ত্রণ রইল

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

রোকসানা লেইস বলেছেন: গানটা শোনতে ইচ্ছা করছে।
আর রান্নার গান পইড়া খাইতে ইচ্ছা জাগছে

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা আমি তো খাওয়াইতে পারবোনা আপু.... খাওয়া দাওয়ার পর্ব তো শায়মা আপুর দায়িত্ব

তবে আমি গানটি শুনাতে পারি আমার ভাঙা গলায়...


ব্লগ বাসী তো...

সময় হলে একবার শুনলে কৃতজ্ঞ রইবো..... আপু....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.