নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কত স্বপ্ন পূর্ণতা পাওয়ার আগেই ভেঙে যায়...!
কত চাওয়া প্রকাশের আগেই থেকে যায় অপূর্ণ,
কত সাধ মনের ঘরে থেকে যায় হয়ে অসাধ্য,
কত ইচ্ছে নীরবে ভেসে যায় দুঃসহ বেদনায়...!
কতনা শ্রাবণধারা প্রমাণ দিয়ে যায় চক্ষু নদীর,
কতনা গভীর হৃদয় সাগর, জলোচ্ছ্বাসের তেজ
ভাসিয়ে নেয় কতনা জীবন, অপরিপক্ব কত স্বপ্ন!
চাওয়া পাওয়ার হিসেবে শূন্যময় কত'মন অস্থির!
কেবা কখন রেখেছে হৃদয় ভাঙনের খোঁজখবর!
নিঃশব্দে ভাঙে কত হৃদয়, ডুবে বেদনার সমুদ্রে
ব্যথাতুর মনের আর্তনাদ, চাঁপা পড়ে কত কথন,
শ্রবণ অক্ষম স্বার্থান্ধ মানুষ বুঝেছি কতটা বর্বর।
কতনা নির্মম হতে পারে বাস্তবতা, কত স্বার্থপর
মানুষ অন্তর! ভাবতেই দুচোখ হয়ে উঠে ঝাপসা,
রাতজাগা পাখিটির কষ্টের খোঁজ কেউ রাখেনা,
ঝরে পরা ফুল যে পায় না কখনওই তার সম্ভ্রম।
আমি নিঃশেষ ধূলির মত আজ নিথর নিশ্চেতন,
অনুভূতিহীন কোন জড়পদার্থ শুধু ভার পৃথিবীর।
( লেখাটি নীলপরি আপুর কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে তার মন্তব্যের ঘরেই লিখেছিলাম। আর কোনরকম এডিট করিনি, পোষ্ট হয়ে থাকুক স্মরণীয় হয়ে।)
-ছবি কৃতজ্ঞতায় ফেসবুক।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম কবিতা ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন প্রিয় ভাই। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
আপনার কথাগুলোতে আন্তরিকতার ছুঁয়া পেলাম ভাই। দোআ করবেন, এভাবেই যেন আপনাদের মাঝে থাকতে পারি সবসময়। আপনাদের মাঝে থাকলে আমার ভালো লাগে ভাই.....
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +++
খুব ভালো লাগলো।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। আপনার এমন উৎসাহ সবসময় আমাকে অনুপ্রাণিত করে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। সবসময় আন্তরিক উৎসাহদানে আমাকে অনুপ্রাণিত করে আসছেন সেজন্য কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ভালোবাসা রাখি সবসময়।
শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।
(আপনার কবিতা আমাকে মুগ্ধ করে, আরো বেশিবেশি কবিতা চাই ভাইয়ের কাছে)
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
মলাসইলমুইনা বলেছেন: কি কথা বলে কবি আজ ! নিঃশেষ ! কবি ব্যাকরণে, ভাষায় ভুল হয়ে গেছে বড়ই ! এতো অনিঃশেষ ভালোবাসার অমর কবিতা হতে পারে ! শুদ্ধ ব্যাকরণে লিখুন শিরোনাম | ফ্যান্টাস্টিক !!!
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আন্তরিক মন্তব্য খুবই উৎসাহিত করে আমাকে। কৃতজ্ঞতা আপনার আন্তরিক উৎসাহদানে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা রাখিলাম।
আমি আসলে ব্যাকরণ তেমন একটা বুঝি না ভাই। আমি কবিতাতে শেষ পরিণতি বুঝিয়েছি। সবকিছু হারানো কোন অতৃপ্ত মনের কথাই বুঝাতে চেয়েছি, যার হারানোর বাকি নেই কিছু। অনিঃশেষ হবে কিনা বুঝতেছি না।
পরামর্শে কৃতজ্ঞতা রাখছি, ভেবে দেখবো। দেখি আরো কোন মন্তব্যে কিছু আসে কিনা।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর ,মুগ্ধতা
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবিবর এর উপস্থিতি ও ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
শুভকামনা জানবেন প্রিয় কবিবর
৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
নীলপরি বলেছেন: আমার পোষ্টে আপনার মন্তব্যে এই কবিতাটা দেখে তখনই ভেবেছিলাম , উত্তরে আপনাকে এটা পোষ্ট করতে বলবো । আপনি করে দিয়েছেন দেখে খুব ভালো লাগলো । কবিতায় +++++++
শুভকামনা
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি আপুর উপস্থিতি আনন্দিত করেছে। দোআ করবেন আপু।
আপনার কবিতাটি গতকাল পড়তে পড়তে আমার মনের মধ্যে কেমন যেন শূন্যতা অনুভব করতে লাগলাম। আপনার প্রতিটি লাইন মনোযোগ সহকারে পড়েছি বেশ কয়েকবার। আপনার কবিতার কথাগুলো খুবই হৃদয় ছুঁয়া, আমার মনের অভিমান জেগে উঠেছিল, আমিও অনুভব করতেছিলাম আপনার কষ্টগুলো। তাই সেখানেই নিজের মনের অভিমানটুকু প্রকাশ করে এসছিলাম। আজ ভাবলাম থাকুক স্মরণীয় হয়ে আপুর কবিতাপাঠ।
আপনার মন্তব্য মনের সংকীর্ণতা দূর করে গেল আপু, কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধায়।
শুভকামনা জানবেন আপু, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬
মলাসইলমুইনা বলেছেন: "আমি আসলে ব্যাকরণ তেমন একটা বুঝি না ভাই", আমি বুঝি সেটা কোন সিআইএ এজেন্ট আপনাকে বললো ? আমিতো ব্যাকরণের কোনোই ভুলভ্রান্তির কথা বলি নি | শুধু বলেছি এ এক অনিঃশেষ ভালোবাসার কবিতা | তারপরে মুগ্ধ হৃদয় | শিরোনাম আমার কাছে নিঃশেষ নয়, মনে হলো অনিঃশেষ ভালোবাসার | আপনার কবিতা নিখুঁত |
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই আবারো এসে আপনার এমন নিখুঁত ভালোবাসা জানিয়ে যাওয়ায়। ভালো লাগলো আপনার আন্তরিকতা, শ্রদ্ধা রইল ভাই।
কোন সমস্যা নেই ভাই, আমি পরামর্শ ভেবেছিলাম এবং মুগ্ধ হয়েছিলাম আন্তরিকতায়। আবারো মুগ্ধতা দিয়ে গেলেন ভাই। আপনার মতো ভালো মানুষরা ব্লগে আছেন বলেই আমি লেখার প্রেরণা পাই।
ভালোবাসা হারিয়েছি সেটা আমি মনে করিনা কখনো, ভালোবাসার মানুষটাই হারিয়েছি কেবল। আপনি ঠিকই ধরেছেন ভাই। আপনার এমন বিশ্লেষণ আমাকে মুগ্ধ করে ভাই। আমার ভালোবাসা আসলেই অনিঃশেষ।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়
৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬
নীলপরি বলেছেন: নিশ্চেতন -- শব্দটার সাথে আমি ঠিক পরিচিত নই । এরমানে কি চেতনাহীন বোঝাতে চেয়েছেন ? তবে বোধহয় শব্দটা অচৈতন্য বা অচেতন হবে । অবশ্য আমার জানার বাইরেও থাকতে পারে । তাই কিছু মনে করবেন না ।
শুভকামনা
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না আপু আপনার জানার বাহিরে নন, ঠিকই ধরেছেন, আমি অচেতনই বুঝাতে চেয়েছি। কেবল শব্দের নতুনত্বে নিশ্চেতন দিয়েছি, অর্থ একই, লাইনটির সাথে সামঞ্জস্যতার কারণেই নিশ্চেতন রেখেছি।
আপু, কিছু মনে করার মতো কিছু তো বলেননি! আমি শ্রদ্ধার সাথে সবার পরামর্শ গ্রহণ করি, আর আপনার কথায় কিছু মনে করার প্রশ্নই উঠে না কখনো। আমি আপনাদের সহযোগিতায় কিছু লিখতে পারছি, আপনাদের পরামর্শ, আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে সবসময়, এর জন্য সামু ব্লগের সকলের প্রতিই আমার কৃতজ্ঞতার শেষ নেই, আপনি তো পরম শ্রদ্ধার আসনে আসিন আপু।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির উপস্থিতি সবসময় আমাকে সাহসী করে, আমি অনুপ্রাণিত হই। ভালো লাগা আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা সবসময় প্রিয় কবির জন্য।
গতবার কলকাতায় প্রকাশিত আপনার যৌথ কবিতার বই আমি সংগ্রহ করতে পারিনি। তবে সামনেরবার আশা আছে আমার। সেজন্য সবসময় শুভপ্রত্যাশা থাকে আমার।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮
ওমেরা বলেছেন: Excellent কবিতার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো প্রশংসা পেয়ে, অনুপ্রাণিত হবো আপু।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা রইল আপনার জন্য
১০| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর কাছে প্রশংসা পেয়ে অনেক অনেক আনন্দিত ও উৎসাহ অনুভব করছি। প্রেরণা হয়েই থাকবেন প্রিয় কবি।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।
১১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬
উম্মে সায়মা বলেছেন: অসাধারণ লিখেছেন নয়ন ভাই!++++
শুভ কামনা
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবি আপুর প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে, প্রেরণা হয়ে থাকবেন আপু।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা আমার।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়
১২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি নিঃশেষ ধূলির মত আজ নিথর নিশ্চেতন,
অনুভূতিহীন কোন জড়পদার্থ শুধু ভার পৃথিবীর।
কবিতা ভালো লাগলো+++
শুভ কামনা রইলো।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম বাদশা ভাই আপনাকে মন্তব্যের ঘরে পেয়ে। আপনার এই উৎসাহ আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রইল।
শুভকামনা জানবেন ভাই, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
১৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় প্লাস।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের উপস্থিতি আমাকে আনন্দিত করে গেল, আপনার দরশনেই আমার অনেক প্রেরণা। প্লাসটা আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা নিরন্তর
১৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর কাব্যচয়ন! তবে ধারা বদল হলো না।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের উপস্থিতিতে ধন্য হলাম। প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত। প্রেরণা হয়ে থাকবেন ভাই। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা আমার।
ধরণ চেঞ্জ করবার চাই ভাই, অনেকসময় লেখিও। ধীরেধীরে নতুন ধারায় আসবো এমনটা আমারও আশা। দোআ করবেন ভাই।
আপনার আন্তরিক কথাটুকু হৃদয় ছুঁয়ে গেল।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখার একটা ধাচ আছে। আমার সেটা খুবই পছন্দ.... কবিতাটি একবসায় লেখেছেন এডিটিং ছাড়া, সত্যিই প্রশংসনীয়...
লেখা ভাব ভঙ্গি ছন্দ ভালই গড়েছেন।
০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্যে অনেক আন্তরিক ভালোবাসার ছুঁয়া। অনেক আনন্দিত ও উৎসাহিত আমি। প্রেরণা হয়ে থাকবেন প্রিয় কবি।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
শুভকামনা জানবেন ভাই
১৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো+++
০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়
১৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০১
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতার মান বাড়ছে, কদরও বাড়বে
০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যেটুকু ভালো হচ্ছে সবই আপনাদের আন্তরিক উৎসাহ আর ভালোবাসার ফসল, আমি কৃতজ্ঞ আপনাদের উপর।
দোআ করবেন শ্রদ্ধেয়
শুভকামনা জানবেন সবসময়
১৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লিখছেন। আরও লিখুন। শুভকামনা।
০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন। আশীর্বাদটুকু যেন না হারাই প্রত্যাশা।
শুভকামনা জানবেন ভাই
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি নিঃশেষ ধূলির মত আজ নিথর নিশ্চেতন,
অনুভূতিহীন কোন জড়পদার্থ শুধু ভার পৃথিবীর।
আহা! এমন বেদনার কথা ..........
কেমন করে বুকে ধরিয়া রেখেছেন
সয়েছেন এত ব্যাথা।
০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, বেদনার কি বলবো ভাই, সবইতো আর বলা যায় না। গত দুই তারিখ আমার ছোট ভাইয়ের অকাল মৃত্যু শোক আমাকে সত্যিই পাথর করে দিয়ে গেছে। পুড়া বুকটার নিবা আগুন আবারো জ্বলে উঠেছে। কি কষ্টের সময়....
পরি আপুর কবিতা পড়ে নিজের ব্যথাহত হৃদয় সত্যি সত্যি কেঁদে উঠেছিল।
দোআ করবেন ভাই, যেন সয়ে উঠতে পারি।
২০| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫
তারেক ফাহিম বলেছেন: কেবা কখন রেখেছে হৃদয় ভাঙনের খোঁজখবর!
নিঃশব্দে ভাঙে কত হৃদয়, ডুবে বেদনার সমুদ্রে
ব্যথাতুর মনের আর্তনাদ, চাঁপা পড়ে কত কথন,
শ্রবণ অক্ষম স্বার্থান্ধ মানুষ বুঝেছি কতটা বর্বর।
কতনা নির্মম হতে পারে বাস্তবতা, কত স্বার্থপর
মানুষ অন্তর! ভাবতেই দুচোখ হয়ে উঠে ঝাপসা,
রাতজাগা পাখিটির কষ্টের খোঁজ কেউ রাখেনা,
ঝরে পরা ফুল যে পায় না কখনওই তার সম্ভ্রম।
ভালো লাগলো নাঈম ভাই।
খুব সন্দর লিখতে পারেন।
কবিতা পাঠে বরাবরের চেয়ে একটু বেশি ভালো লাগা জানিয়ে গেলাম।
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন ফাহিম ভাই, উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।
২১| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০
সনেট কবি বলেছেন:
নাঈম জাহাঙ্গীর নয়নের‘নিঃশেষ’কবিতার’
প্রায় অংশের সনেট রিমেইক-
কত স্বপ্ন ভেঙ্গে যায় পূর্ণতা না পেয়ে
চাওয়া অপূর্ণ থাকে চাওয়ার আগে
অসাধ্য হয়ে সাধ যে মনে থেকে যায়
নীরবে ভাসে ইচ্ছেরা বেদনার নীলে।
শ্রাবণধারায় অশ্রু চোখের নদীর
বহে হৃদয় সাগরে জলোচ্ছাস তেজে
ভাসিয়ে নেয় জীবন কচিকাঁচা স্বপ্ন
চাওয়া পাওয়া শূণ্য অস্থির এ মন।
হৃদয় ভাঙ্গার খোঁজ রাখেনাতো কেউ
নিরবে ডুবে হৃদয় বেদনা সমূদ্রে
মনব্যথা আর্তনাদে চাপাপড়ে থাকে।
কালা মানুষেরা হয় কতটা বর্বর
স্বার্থপর বাস্তবতা নিষ্ঠুর অনেক
ঝাপসা করছে দৃষ্টি মনুষ্য ভাবনা।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর এর মন্তব্য আমাকে মুগ্ধ করে গেল, দিয়ে গেল অনেক আনন্দ উৎসাহ। প্রেরণার আকাশে চাঁদ হয়ে থাকবেন শ্রদ্ধেয় কবিবর। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখলাম
সনেট-এ শ্রদ্ধা আর ভালোবাসা রইল।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়
২২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো কিন্তু কোন চোরের নজর পড়বে এখনই......... ভালো কিছু লিখলেইতো সমস্যা। ক'দিন পর দেখবা বইও ছাপায়ে দিসে চোরে..... তখন নিজেই কনফিউজ হবা এইটা আমার লিখাতো...
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় আপুর ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। অনুপ্রাণিত হবো সামনের দিনে। দোআ করবেন আপু
হ্যা আপু, চোরদের নিয়ে অনেক চিন্তায় আছি, আর যদি বই ছাপিয়ে ছাড়ে তো সেটা হবে চরম দুঃখের....! আপনার কথাগুলো নতুন করে আরো চিন্তা বাড়িয়ে গেল আপু.... কি করবো তাহলে! যেভাবে অন্যের লেখা চুরি করে তাতে চিন্তার কারণই, উচ্চ শিক্ষিত মানুষ যখন অন্যের লেখা চুরি করে বই ছাপাতে পারে তখন চিন্তা আরো বেশিই এখন!
চোরদের বিরুদ্ধে কিছুই কি করার নেই আপু....। আমি তো জানবোও না কেউ আমার লেখা বই করে ছাড়লেও...!
কেমন জামানা আইল আপু! শিক্ষিত মানুষগুলো এত জঘন্য হয় কেন....
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপু, গায়েব করে ফেলেছে আপু... সাতজনে চুরি করছে ফেসবুকে, একজনও কার্টেছি বা সংগ্রহও লেখে নাই!
না জানি আরো কত কবিতা এভাবে গেছে....
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
" কতনা নির্মম হতে পারে বাস্তবতা, কত স্বার্থপর
মানুষ অন্তর ! ..........."
নির্মম সত্য একটি লাইন যা নিঃশেষ করে দিতে পারে পূর্নতা পাওয়ার আগেই ভেঙে যাওয়া স্বপ্নগুলি ।
সুন্দর হয়েছে ।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কথাসাহিত্যিক ভাইয়ের উপস্থিতি আমার জন্য সবসময় আনন্দের, প্রেরণার, উৎসাহের। আপনার কাছে লাইক পাওয়া পরম সৌভাগ্যের, আমার লেখাটি ধন্য হয়েছে কবিবর। আপনার প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে দ্বিগুণ উৎসাহে। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখছি আপনার মূল্যবান কথাটুকুতে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখছি ভাই।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।
২৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২২
এম ডি মুসা বলেছেন: খুবই ভালো লেগেছে ।
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা আপনার জন্য
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি কষ্ট লাগলো- আপনার প্রিয় ভাই মারা গেছে।
তার আত্মার মাগফেরাত কামনা করছি।
ভাইয়ের শোকে হৃদয় থেকে উথলে উঠেছে পংক্তিমালা।
শোক কাটিয়ে উঠুন।
ভাল থাকুন।
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল ভাই আন্তরিক মন্তব্যে।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
২৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০০
জুন বলেছেন: ব্যথাতুর মনের আর্তনাদ, চাঁপা পড়ে কত কথন,
শ্রবণ অক্ষম স্বার্থান্ধ মানুষ বুঝেছি কতটা বর্বর।
হৃদয়ছোঁয়া কবিতাটিতে অনেক ভালোলাগা নয়ন ।
+
অটঃ আমি কিন্ত নিয়মিত আপনার পোষ্টের লিংক থেকে গান শুনি ।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় আপুর উপস্থিতি ও প্রশংসা আমাকে অনেক আনন্দিত ও উৎসাহ দিয়ে গেল। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রইল আন্তরিক প্রশংসায়। প্রেরণা হয়ে থাকবেন আপু। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
অনেক আনন্দবোধ করছি আপু আপনি আমার সাধারণ কণ্ঠে গেয়ে রাখা গানগুলো শুনেন জেনে। অনেক সাহসী করে গেলেন আপু, অনেক প্রেরণাদায়ক। অনুপ্রাণিত হবো সামনের দিনগুলোয়। দোআ করবেন আপু।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।
২৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর হয়েছে!
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন ভাই.... ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যাশা সবসময়।
সুপ্রিয় কবি ভাইয়ের আগমনে অনেক আনন্দিত হলাম, প্রশংসায় সাহসী ও উৎসাহিত। প্রেরণা হয়ে আছেন ভাই, থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
ভালোবাসা জানবেন সবসময়
২৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর প্রতি উত্তরের জন্য থ্যাংকু ভ্রাতা!
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরম শ্রদ্ধা আর ভালোবাসায় ধন্যবাদটুকু হৃদয়ে রাখিব ধরে
প্রিয় ভাইয়ের জন্য শুভকামনা, ভালোবাসা সবসময়।
২৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
ফেবুতে চোরদের ধোলাই দিয়ে ফেসবুক আইডি গায়েব করে দেওয়া হচ্ছে...
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ খবর শুনাইলে সুপ্রিয় শ্রদ্ধেয়, আমি অনেক অনেক খুশি অনুভব করছি।
কিছুকিছু বেয়াদব ফেসবুকার এমন ব্যবহার করে যা দেখে মনে হয় কাছে পাইলে এক থাপ্পড় দিয়ে চাপার দাঁত নাড়িয়ে দেই। ভালো কাজ করছেন ভাই।
ভাই, মোবাইলে স্ক্রিনশট নিতে পারিনা। অনেকদিন আগে বিলিয়ার ভাই বুঝিয়েছিল, কিন্তু ঠিক বুঝিনি। যদি একটু সহজভাবে স্ক্রিনশট নেয়ার পদ্ধতি জানতে পারতাম তো অনেক চোরকে আমি ফেসবুকেই ধোলাই করে ছাড়তাম।
ফেসবুকে একটা পেজ খুলেছি 'কাব্যচোরা' নামে, আপাদত সেখানেই শেয়ার করছি চোরদের পোষ্ট। স্ক্রিনশট দিতে পারলে সবকটিরে কাব্যচোরা বানিয়ে লটকাইতাম।
৩০| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
নীলপরি বলেছেন: সুন্দর প্রতি উত্তরের জন্য ধন্যবাদ ।
শুভকামনা ।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তর দেখে যাওয়ায় কৃতজ্ঞতা রইল আপু, ধন্যবাদে শ্রদ্ধা।
স্নেহাশিস থেকে বঞ্চিত না হই কখনো এটাই কামনায়।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
৩১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার সেটের মডেল কি?
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: Symphony H175
৩২| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬
জাহিদ অনিক বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখার একটা ধাচ আছে। আমার সেটা খুবই পছন্দ.... কবিতাটি একবসায় লেখেছেন এডিটিং ছাড়া, সত্যিই প্রশংসনীয়... - একমত
০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির আগমনে ধন্য হলাম, ধন্য আমার লেখাটি। কবি ভাইয়ের প্রশংসা আমার জন্য খুবই প্রেরণার, উৎসাহের।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
কবির আবৃতি আমাকে মুগ্ধ করেছে, অসাধারণ আবৃতি করেন আপনি। দারুণ।
আরো আরো আবৃতি চাই কবি....
৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০০
ভ্রমরের ডানা বলেছেন:
যে কোন ওয়েবে পেজে গিয়ে পাওয়ার বাটনের নিচে ও ভলিউম বাটনের উপরে একসাথে চেপে ধরুন। স্কিন শর্ট পেয়ে যাবেন। ট্রাই করুন। হবে...
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল ভাই, গেজ করে হয়ে গেছে। অনেক অনেক উপকার করলেন ভাই, আমি মুটেও জানতাম না ব্যাপারটা।
শিক্ষাগুরু হয়ে রইলেন।
হয়েছে ভাই, অনেক অনেক খুশি আমি
৩৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
আরে সাব্বাস... এই তো হয়ে গেল.... আর এসব কি বলেন ভাই.... আরে আপনি তো আমার ভাই....
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার মন্তব্যের কথাগুলোয়। হ্যা ভাই, আপনি আমার ভাই, শ্রদ্ধাসনেই থাকবেন।
শিখেছি আপনার কাছে, সেটুকু কৃতজ্ঞতা আপনার প্রাপ্য ভাই।
আপনার ফেসবুক পেয়েছি, আমার একমাস ফিউচার ব্লক, তাই ম্যাসেজ বা কোন কিছুই দিতে পারছিনা। জীবন সাগর একাউন্টে আছি, এটা পরিচিত কম, এরকম বিপদে পড়লেই জীবন সাগরে থাকি।
চোর ও কাব্যচোরা নামে দুটি পেজ খুলেছি, ভাবছি এই চোরদের ফেসবুক বোষ্ট করে মানুষকে জানাবো।
দোআ করবেন ভাই
৩৫| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩
জাহিদ অনিক বলেছেন: নয়ন ভাই,
আপনার স্ক্রিনশটে দেখা যাচ্ছে আপনি ব্রাউজারে ১৯ টা ট্যাব খুলেছেন!
ফোনে ব্রাউজারে ১৯ টা ট্যাব ! ভাবা যায় ? আপনার ফোন কি হ্যাং ট্যাং হয় না?
আমি তো পিসিতেও ১৯ টা ট্যাব খোলার সাহস পাই না ! সিম্ফনি এইচ ১৭৫ এর হিম্মত আছে বলা যায় !
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, স্যাম্পনি আমি এগারো সাল থেকে চালাই। এই সেটটা নিয়েছি পনেরোর শেষের দিকে। টু জিবি রেম, রোম ষোলো, হ্যাঙ হয় না, নেট চালানোর জন্যই বেশি রেম সহ সেট কিনা, ব্যাটারিও ৪১ এমহা, সারাদিন নেট চালানো যায়, রানিংও ভালো।
টাকা আমার কাছে থাকেনা ভাই, তাই কম দামের মধ্যে স্যাম্পনি ভালোে চলে। আমার সাইট, ব্লগ সবই এই একটাতেই চলে কোনরকম। দোআ করবেন ভাই, একটা লেপটপ কিনার আশা আছে, চালাতে জানিনা তাই কেনা হচ্ছে না, তাছাড়া, পঁচিশ ত্রিশ হাজার এক লগেও হচ্ছে না, একটা মোটরসাইকেল কোনরকম কিনেছিলাম, এখন ল্যাপটপ বাকি, এটাও কিনবো দেখি সামনের বছর।
দোআ করবেন সুপ্রিয় কবি ভাই, আজ কর্মস্থলের উদ্দেশ্যে বেরুচ্ছি। ছুটি শেষ গতকাল, যাওয়া হয়নি।
৩৬| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
বেশ লেখা ।
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর প্রশংসা পেয়ে ধন্য লেখা, আমি অনেক অনেক উৎসাহিত ও আনন্দিত।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা আপুর কাছে।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: কবিতা ভাল লেগেছে । ++++
তার থেকে ও বড় ব্যপার আপনি চাকুরি, পরিবার সব ব্যস্ততা রেখে ও করে ও ব্লগিং এ সময় দেন, কবিতা লিখেন এইটা লিখার
জন্য অনূপেরনা যোগায়। ভাল থাকুন সব সময়।