নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন 'মহান বিজয় দিবস'-এর শুভেচ্ছা
তোমাদের জন্যই আমরা আজ গর্বিত
এই বাংলার মাটিতে জন্ম নেয়া হে সূর্য-সন্তান।
তোমাদের অমর বীরত্বকাব্য
ওই অত্যাচারী শোষকদের বদন-
বারবার করে দিয়েছিল ম্লান,
মৃত্যুভয় তুচ্ছ করে ছিনিয়েছ বিজয়-
রেখেছো এদেশ-জাতির সম্মান।
মানুষের চেয়ে বড় নাই কিছু
বিশ্বের বুকে তোমরাই করেছো তার প্রমাণ,
হে বাঙালি! তোমরা বীর, তোমরা মহান।
আমাদের বিজয়, বাঙালি জাতির সার্বভৌমত্ব
এই স্বাধীন বাংলাদেশ-তোমরাই করেছো দান।
বাংলার সূর্য-সন্তান সকল মুক্তিযোদ্ধা ও বীর শহীদ'দের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রাখি/রাখিব যতদিন দেহে আছে প্রাণ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকল বীর শহীদ-এঁর আত্মার মাগফেরাত কামনায়।
কৃতজ্ঞতা রাখছি ভাই, মন্তব্য পেয়ে।
বিজয়ের শুভেচ্ছা রইল।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযো্দ্ধারা জাতিকে পাকিস্তানী মুক্ত করেছিলেন, সাথে ছিলেন ৬ কোটী বাংগালী ( দেড় কোটীর সমর্থন ছিলো না, মনে হয়)।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যই বলেছেন শ্রদ্ধেয়। সেই দেড় কোটি আপনাদের দেয়া স্বাধীনতার গায়ে বিষফোঁড়া হয়ে রয়েছে, এখন সে সংখ্যা তিনগুণে পৌঁছেছে।
আমরা পাকি মুক্ত হতে পারিনি পুরোপুরিভাবে!!
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
শামচুল হক বলেছেন: সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি মন্তব্য পেয়ে।
শ্রদ্ধা আর ভালোবাসায় রাখিব স্মরণ জাতির বীর সন্তানদের।
বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের মাঝে অনেকেই খুব একটা ভালো জীবনযাপন করতে পারছেনা। মাঝেমধ্যে অনলাইনে অবহেলিত মুক্তিযোদ্ধা আমরা এখনো দেখতে পাই। তখন আমাদের সমগ্র শ্রদ্ধাবোধ ফিকে হয়ে যায়।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: দারুন লিখেছেন ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১
শাহরিয়ার কবীর বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইল,ভাই।
ভাল লিখেছেন+
শুভ কামনা রইল।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মহান বিজয় দিবস অমর হোক,
আমি যেন শ্রদ্ধাবনত হই বারবার বাংলার সূর্য-সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে।
ভালো লাগাটুকু অনুপ্রেরণা হয়ে থাকবে ভাই।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬
জাহিদ অনিক বলেছেন:
শহীদ স্মরণে ভালো কবিতা লিখেছেন।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো কবি।
কবিতা ভালো লেগেছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন কবিবর। প্রেরণাদানে কৃতজ্ঞ।
মহান বিজয় দিবসের নায়কদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা রাখিব সবসময়।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
দোআ করবেন কবিবর।
শুভকামনা জানবেন সবসময়
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা ভালো লেগেছে।
শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক-- আমিন।।।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন,
প্রশংসা পেয়ে ধন্য লেখা। দোআ করবেন ভাই।
কেমন আছেন ভাই, অনেকদিন আমি ব্লগে আসতে পারিনা। আপনারা আমাকে মনে রেখেছেন দেখে কৃতজ্ঞ আমি। খুব ভালো লাগছে ভাই আপনাদের আন্তরিকতা।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির প্রশংসা সবসময় আমাকে উৎসাহিত করে, প্রেরণা পাই, হই অনুপ্রাণিত।
কৃতজ্ঞতা রাখছি কবিবর মন্তব্য রেখে উৎসাহদানে। দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে মন্তব্যের ঘরে পেয়ে অনেক অনেক আনন্দিত শ্রদ্ধেয় প্রিয় ভাই। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এখন দলের সম্পত্তি হয়ে গেছে।
আমাদের এলাকায় কাল শহীদ মিনারে ফুল দিতে গেলে বিএনপিকে ধুস মার দেয়া হয়েছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব দুঃখের সংবাদ শোনাইলেন শ্রদ্ধেয় ভাই!
এমন কাজের জন্য আমার পক্ষথেকে কেবল ঘৃণা তাদের জন্য।
আমাদের দেশে কিছু ফিক্সড আইন দরকার, যা সরকার পরিবর্তন হলেও আইন পরিবর্তন হবেনা।
আমাদের জাতির পিতা, '৫২ থেকে '৭১-এর সকল গৌরবময় ঐতিহাসিক কর্মকাণ্ড সকল রাজনৈতিক সংঘাত মুক্ত রাখা উচিৎ। তেমন আইন চাই। এঁদেরকে নিয়ে কোনপ্রকার রাজনীতি চলবে না। এগুলো আমাদের জাতীয় সম্পদ মনে করে উম্মক্ত এবং সার্বজনীন রাখার ব্যবস্থা দরকার।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সুপ্রিয়
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞ ভাই।
আমাদের বীর'রা আমাদের জাতীয় সম্পদ, আমাদের গৌরবান্বিত করে, আমরা যেন ভুলে না যাই।
কেমন আছেন ভাই , আমি এখন আর নিয়মিত ব্লগে আসতে পারছিনা! সময় আমাকে রাখছে দৌড়ের উপর।
আপনাদের স্মরণে আছি জেনে অনেক অনেক আনন্দবোধ করছি।
আন্তরিক ভালোবাসা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কোথাও আসি আর না আসি রোজ ফেসবুকে আসি।
ওখানে নিশ্চয় দেখা হবে সাথে কথাও।
ভাল থাকুন সব সময়।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, ফেসবুকে সময় পেলেই ঘুরে আসা যায়। তাই, চলতি পথেও ফেসবুক ঘুরা যায়। ব্লগে ঘরতে সময় একটু বেশি লাগে, কারণ, পড়তে হয় বুঝতে হয়, তারপর মন্তব্য রাখতে হয়। সেজন্য অল্প সময়ে ব্লগ ঘুরা হয় না।
ফেসবুকে রোজই দেখা হবে ভাই, কথাও হবে।
ভালোবাসা জানবেন নিরন্তর।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি যথোপযুক্ত কবিতা লিখেছেন। সেজন্য অভিনন্দন এবং সেই সাথে হ্যাপী নিউ ইয়ার!
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম সৃষ্টিসুখে, আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে অনুপ্রেরণা হয়ে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি কৃতজ্ঞচিত্তে।
দোআ করবেন শ্রদ্ধেয় কবিবর।
সুন্দর ও সুস্থতা কামনায়।
হ্যাপী নিউ ইয়ার।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫
ধ্রুবক আলো বলেছেন: সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।