নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

মধুমাখা রব নাম বলো\'রে (গান)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩



আল্লাহ্' বলো'রে..., মধুমাখা রব নাম বলো'রে।।
স্রষ্টা'র নামে শুরু কর রাসূল-এঁর পথ ধর
আল্লাহ্ নামের সফলতা দুনিয়া আখেরাতে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে..., মধুমাখা রব নাম বলো'রে।।

সৃষ্টি নিয়ে সুখে থাকো দমে দমে আল্লাহ্'র নাম,
রাসূল-এঁর প্রেমিক সাজো সজীব রাখো মন ও প্রাণ।।
মানুষ হয়ে মানুষ ভজো স্রষ্টা'কে সন্তুষ্ট রাখো,
জেনে রাখো আল্লাহ্'র প্রেম প্রাণে প্রাণে ছড়িয়ে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে..., মধুমাখা রব নাম বলো'রে।।

কি কারণে আইছো ভবে পাইছো কি তাঁর দরশন,
অকারণে'ই ঘুরছো শুধু খুঁজছো প্রেম বৃন্দাবন।।
খোঁজে দেখো দয়ার সাগর আল্লাহ্ ক্বলবের ভিতর,
এই প্রেমেতে জয়ী হলে ঠেকবে না রোজ হাসরে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে..., মধুমাখা রব নাম বলো'রে।।



গান : মধুমাখা রব নাম বলো'রে (গানের লিঙ্ক দ্রুতই দেয়ার চেষ্টা করবো)
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
অনুপ্রাণিত ও সুর কৃতজ্ঞতা প্রিয় শিল্পী পরীক্ষিত বালা।

গানটি এখনো গাওয়া হয়নি, তবে দ্রুতই গেয়ে শুনাবো আশা। এই ধরণের গান এই প্রথম লিখার চেষ্টা। ভুলক্রুটি ক্ষমা করবেন প্রত্যাশা।
সামান্যতম ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: অনেক ভাললাগলো ভাইয়া।।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম আপু। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

মিঃ আতিক বলেছেন: মহান রব ও হযরত মুহাম্মদ (সঃ) এর প্রশংসা সব সময়, অবিরত।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আতিক ভাই, আপনার সাথে একমত।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা আপনার জন্য।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গানের কথাগুলো ভাল লাগলো তবে ভান্ডারী টাইপের কথায় শেষের পেরাটা খেয়াল করে দেখবেন। তবে সবার তাওহিদ জ্ঞান একরকম না। নবি প্রেম জপে হবে না ভাই নবির প্রেম জ্রাগত করতে হলে নবির কর্ম আদর্শ্যকে হৃদয়ে লালন করে কাজে তার প্রতিফলন করা চাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি।

আমার ধর্ম সম্পর্কিত তেমন কিছুই জানা নেই। তবে যেটুকু জানি মোটামুটি কোনরকম চলা যায় আরকি।
হ্যা ভাই, আপনার কথা আমি বুঝেছি। আমি রাসূল-এঁর পথ ধরতে বলেছি, আল্লাহ্ জপতে বলেছি। আপনি প্রথম থেকে দ্বিতীয় লাইন খেয়াল করলে বুঝতে পারবেন। শেষ অন্তরাতে আমাদের ভুলের পিছনে দৌড়ানো বুঝিয়েছি, আল্লাহ্ জপে ক্বলব তাজা রাখতে পারলেও স্রষ্টার দয়া পাওয়া যায় বলে আমার বিশ্বাস।

জিকির'
আল্লাহ্'র জিকির ও নবীর পথ অনুসরণ আমার এই গানের মূল বিষয়বস্তু।
সুন্দর মতামত রেখে যাওয়ায় আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।
দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হয়েছে মহান রবের স্তুতি।

ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন মাইদুল ভাই, সৃষ্টসুখে ধন্য হলাম।
প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।


শুভকামনা আপনার জন্য সবসময়।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: নয়ন ভাই কথা গুলো পড়লাম। ভেশ ভালো লাগলো।
কিন্তু সুর টা শুনতে পেলাম না।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গিয়ে অনেক উৎসাহিত করলেন ভাই, কৃতজ্ঞতা রাখছি প্রেরণাদানে।

সুর জানাবো ভাই, গানটি গেয়ে আপলোড করবো, সময় পাচ্ছি না গানটি গাওয়ার জন্য। দ্রুতই শুনাবো।
দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

কানিজ রিনা বলেছেন: সেই পরম জানে যেজন, যতন করে কলবের
ভেতর সেই পরম সেই রতন মোহাঃ প্রোপ্রান
সঃ আহাদে আহম্মদ মহাম্মাদ মহামানব।
অসম্ভব সুন্দর গান,পরমে প্রেম প্রান আপনার।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কাব্যাংশ রেখে গেছেন আপু, দারুণ বলেছেন, মনোমুগ্ধকর মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞ রইলাম।
আপনার প্রশংসা আমাকে আত্ম প্রত্যয়ী করবে, অনুপ্রাণিত করবে সামনের দিনে। প্রেরণা হয়ে থাকবেন আপু।
দোআ করবেন।

শুভ হোক আপনার আগামী।
শুভকামনা সবসময়।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।


শুভকামনা আপনার জন্য সবসময়।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ধন্য হল লেখাটি, আমি আনন্দিত ও উৎসাহিত। কৃতজ্ঞতা রাখছি প্রেরণাদানে।
দোআ করবেন শামচুল ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

এফ.কে আশিক বলেছেন: খুব ভালো লাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভালো লাগা জেনে, প্রেরণা হয়ে থাকবেন ভাই। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন আশিক ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: অর্থ নয়, বিত্ত নয়,ধন নয়, গাড়ী নয়,বাড়ী নয়, কিচ্ছু নয়,আমি সাদা হাতে এসেছিলাম,আবার আমার সাদা হাতে চলে যেতে হবে। এখানে আমি চালক নই; আমি শুধু যোদ্ধা। আমার চালক এখন শেষ ভরসা।


অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম।
শুভ কামনা রইল নয়ন ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি ভাইয়ের কাব্যিক মন্তব্য আমাকে অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেল। অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি আন্তরিক উৎসাহদানে। দোআ করবেন প্রিয় কবিবর।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

ওমেরা বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া। গান শুনার অপেক্ষায় থাকলাম ভাইয়া ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনাবো আপু। বাড়িতে আসছি তো, আব্বার ভয়ে গান গাইতে পারছি না। কর্মস্থল গিয়েই গাইতে হবে মনে হচ্ছে।

ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

অলিউর রহমান খান বলেছেন: আল্লাহ্ আমাদের সঠিক পথ দেখান। আমাদের ক্ষমা করুন।
আপনার গানটি খুব সুন্দর হয়েছে।
দোয়া করবেন আল্লাহ্ যেন সঠিক পথ দেখান।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আল্লাহ্ আমাদের সঠিক পথেই রাখুক, আমাদের ক্ষমা করুক, আল্লাহ্'ই একমাত্র ভরসা আমার।

গানটি পড়েছেন ও ভালো লাগা জেনে উৎসাহিত ও আনন্দিত। প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

দোআ কামনা তো অবশ্যই থাকে দুনিয়ার মানুষের প্রতি, আল্লাহ্ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিক।

শুভ হোক আপনার পথচলা
শুভকামনা সবসময়।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

নীলপরি বলেছেন: বরাবরের মতোই অসাধারণ লিখেছেন । গানটা শোনার অপেক্ষায় রইলাম ।
শুভকামনা

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি আপুর প্রশংসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে, সাহসী করে তুলে। কৃতজ্ঞতা রাখছি প্রেরণাদানে।
দোআ করবেন আপু।

গানটি গাওয়ার সময় সুযোগ পাচ্ছি না আপু, এমনে গেয়ে গেয়ে মুখস্থ করছি, রেকর্ড করতে পারলেই সুরটা শুনিয়ে যাবো, অগ্রিম নিমন্ত্রণ করে রাখছি আপু।

শুভকামনা জানবেন সবসময়

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক ভালো লাগলো

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন আপু

শুভকামনা জানবেন সবসময়

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দবোধ করছি ভাই প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই। দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৮

মলাসইলমুইনা বলেছেন: গানের কথা বড় ভালো লাগলো গ কবি !

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল

সকাল সকাল মনডা ভালা করে দিলেন প্রিয় ভাই। অনেক অনেক আনন্দবোধ করছি ভালো লাগা জেনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।

শুভকামনা আপনার জন্য
দিনের আলোর মতো আলোময় হোক আপনার আগামী

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: গানের কথা ভাল লেগেছে। সুরারোপিত গানটি শোনার অপেক্ষায় রইলাম।
বাড়িতে আসছি তো, আব্বার ভয়ে গান গাইতে পারছি না (১১ নং প্রতিমন্তব্য) -- আব্বাকে এখনো এত ভয় করেন? জেনে ভাল লাগলো।
আল্লাহ্'ই একমাত্র ভরসা আমার (১১ নং প্রতিমন্তব্য) -- 'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।' অর্থ: 'আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী, কার্যসম্পাদনকারী।' -সূরা আল ইমরান : ১৭৩.

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় প্রিয় কবিবর।

আপনার মন্তব্যে রেখে যাওয়া কথাগুলোতে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখছি। আমার সামান্য লেখাটিতে অলঙ্কিত করে গেছেন শ্রদ্ধেয় সুপ্রিয়। আপনার দোআ কামনা করি সবসময়।

আব্বাকে ভয় করি, করতেই হয়। সেই ছোট থেকেই করে আসছি। ভালোই হচ্ছে তাতে, অনেক খারাপ কিছু থেকে বিরত থাকতে পারছি। আমি মনে হয় দুনিয়ায় আব্বা ও বড় ভাইকেই একমাত্র ভয় পাই, পেয়ে আসছি এযাবত।

আল্লাহ্ আমার একমাত্র ভরসাস্থল, আমি অনেক অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি একমাত্র আল্লাহ্'র রহমতেই মনে করি।

দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর।
শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.