নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আয়রে সখি এই নিরালায় বাসবো তোকে ভালো,
আঁধার রাতে বদ্ধ ঘরের তুই-যে চাঁদের আলো।
রঙিন পানি লাগবে না আর তোকে কাছে পেলে,
রূপের নেশায় মাতাল হয়ে প্রেম দেবো আজ ঢেলে।
দিওয়ানা হবো তোর সোহাগি পরশ লাগলে গায়,
আর থাকিস না দূরে ও সখি রাত যে চলে যায়!
মনের যতো চাওয়া পাওয়া করবোরে আজ পূরণ,
ভুল গুলো সব মিলন সুখে ভাববো হচ্ছে শোধন।
এক বালিশে রাখবো মাথা থাকবে না ফাঁক তিল,
স্বর্গীয় সুখ অনুভবে ক্ষণ অন্তরা-য় ঝিলমিল।
কতো দিনের স্বপ্ন আশা জমে আছে এই বুকে,
আদর সোহাগ যত্ন প্রেমে হিসেব যাবে আজ চুকে।
অনেক দিনের স্বপ্ন আমার রাখব ও'বুকে মাথা,
তৃপ্তি সুখের পরশ ছোঁয়ায় ভুলবো সকল ব্যথা।
আকাশ ভরা তারার মেলায় দেখবো ও'চাঁদমুখ,
এক পৃথিবীর স্বপ্ন আশা তোর মাঝেই সব সুখ।
আয়রে সখি দেখনা বুকে জ্বলছে আগুন কেমন,
দুচোখ জুড়ে আষাঢ়ের ঢল চায় না মানতে বারণ।
ও'সখি তোর সোহাগ প্রেমে মনটা দে-আজ ভরে,
আর কতকাল উগ্র যৌবন রাখবো বল-না ধরে।
ছবি গুগোল থেকে।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি মূলত ছবিটি এখানে সেট কর্বো ভাবিনি। ছবি খুঁজতে গিয়ে সামনে পড়ে গেল দাদা। হাসবো না ভাববো বুঝতে পারছিনা ছবিটি দেখে। চেঞ্জ করে দিবো দাদা, কিছুক্ষণ থাকুক।
আপনাকে মন্তব্যের ঘরে পেয়ে আনন্দিত।
বৈশাখী শুভেচ্ছা জানবেন
শুভ নববর্ষ
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
ছবিটা আসলে আপত্তিজনক; ২/৪ জন মানুষ ব্যতিক্রম থাকতে পারে; তারা সবার জন্য উদাহরণ নয়।
বাংলাদেশে ধর্ষন বেড়ে যাওয়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর আছে: তার মাঝে সামাজিক বিশৃংখলা, দরিদ্র পরিবারের মেয়েদের ব্যাপারে সমাজে দায়িত্বহীনতা, মেয়েদের হাতে টেলিফোন, অপিচিত লোকের সাথে বাহিরে যাওয়ার মতো ফ্যাক্টরগুলো কাজ করছে।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধর্ষণ যে শুধু বে-পর্দার কারণে হচ্ছে না তার অনেক নজির বর্তমানে বিদ্যমান। তবুও কিছু মানুষ প্রতিটি ধর্ষণের পর ধর্ষককে পর্দার আঁড়ালে ঢেকে রাখতে চায়, উল্টো উৎসাহ যোগায় ধর্ষককে!!
হ্যা আপনার কারণ গুলোর সাথে একমত।
ছবিটি চেঞ্জ করে নিবো কিছুক্ষণ পর।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০
দিলের্ আড্ডা বলেছেন: খোলামেলা নারী দেখলে আপনার চোখ কোথায় যায়?
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চোখ যাওয়া আর হাত যাওয়ার মধ্যে বিস্তর ফারাক ভাই।
নারী লোভনীয়, তাই বলে তেতুল মনে করে চাটনি বানানো কোন মানুষের কাজ নয় নিশ্চয়।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছ থেকে এমন ছবি আশা করিনি নয়ন ভাই। আপনার বক্তব্যটা আপনি এই ছবি না দিয়েও তুলে ধরতে পারতেন। চাঁদগাজী ভাই্ বলেছেন "ছবিটা আসলে আপত্তিজনক; ২/৪ জন মানুষ ব্যতিক্রম থাকতে পারে; তারা সবার জন্য উদাহরণ নয়।"
আমিও সেটাই বলতে চাই। ছবিটা কতটুকু সত্য জানি না আর ফেবুতে প্রকাশিত সব জিনিসই যে অকৃত্রিম এটা কিন্তু আপনি বলতে পারবেন না। সেখানে অনেককিছুই মডিফাই করে প্রকাশ করা হয়। আর ধর্ষণের ব্যাপারে কিন্তু এই লেবাস পরা লোকজন কমই দায়ী।
যাই হোক, আমার কাছে জিনিসটা খারাপ লাগায় আপনাকে কথাগুলো বললাম। আশা করি বুঝতে পারবেন?
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই বুঝেছি ভাই, ছবিটি চেঞ্জ করে নিবো এখনই।
ধর্ষণের খবর শুনতে শুনতে আর বে-পর্দার দোহাই দিয়ে ধর্ষক আঁড়াল করার চেষ্টা আমাকে অবাক করে।
ভুল বুঝবেন না ভাই, ছবিটি সত্যিই আপত্তিজনক।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই ছবিটি প্রথমে দিয়েছিলাম
এই ছবিটি ফেসবুকে পাইছি, অনেকেই বিরক্ত হতে পারেন, আমি এটা বুঝাতে চাইছি যে, যাদের কাছে ভাস্কর্যও নিরাপদ নয়, তাদের সামনে পর্দা কতটা সংযমের!? আমরা যদি নিজেদের মন পর্দা না লাগাতে পারি তবে বাহ্যিক পর্দা ধর্ষণের মতো জঘন্যতম জানোয়ারের মতো অপরাধ বন্ধ হবার নয়। আমি এটা বুঝাতে চাইছি না যে নারীর পর্দার গুরুত্ব বা প্রয়োজনিয়তা নেই, আমি বলতে চাইছি ধর্ষণ বে-পর্দার কারণে নয়, মানুষরূপী শোয়রদের কুত্তার মতো মনের কারণে ধর্ষণ হয়। আসুন সবাই নিজের মনে পর্দা দেয়ার চেষ্টা করি।
নিচের ছবিটি যারা ধর্ষককে নারীর পর্দায় ঢেকে রাখতে চায় তাদের জন্য উৎসর্গ
৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: প্রথম ছবি নিম্ম মানের ছিল। ছবিটা সরিয়ে ভালো করছেন।
পরের ছবিটার সাথে কবিতার তেম,অন মিল নেই।
বাংলা কোনো ললনার ছবি দিলে বেশি ফুটে উঠতো।
১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, প্রথম ছবিটি আপত্তিকর মনে করেও দিয়েছিলাম। কেটে দিলাম।
পরের ছবিটিও বেমানান, সাথে ছবি ছিল না আবার একটু তাড়া ছিল চেঞ্জ করার সেজন্য।
হা হা হা বাংলা ললনার ছবি নেই ভাই, খুঁজে পাইলে পরে না হয় আবার চেঞ্জ করবো।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রাখছি।
বৈশাখী শুভেচ্ছা জানবেন ভাই।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
অর্ক বলেছেন: সুখের পরশে ছোঁয়ায় একই অর্থ! শুধন নয় হবে শোধন। আমি এরকম কবিতা লিখি না (অন্ত্যমিল), তেমন পড়িয়ো না। তাই মন্তব্য নেই! শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরশে পরশে দেয়ার চেয়ে পরশ ছোঁয়ায় দিয়ে দিয়েছি। একটু তালের মধ্যে রাখার চেষ্টা ছিল, জানিনা কতটুকু মিল রাখতে পেরেছি।
শুধন শোধন করে নিচ্ছি ভাই।
কৃতজ্ঞতা রইল ভাই আন্তরিকতায়।
বৈশাখী শুভেচ্ছা রইল
শুভ নববর্ষ
৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভালো হয়েছে। বেশ উপভোগ্য কবিতা।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবিবর এর কাছে প্রশংসিত হয়ে অনেক আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল কবিবর।
দোআ করবেন।
বৈশাখী শুভেচ্ছা রইল,
শুভ নববর্ষ
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
নীলপরি বলেছেন: খুবই মায়াময় কবিতা । ++++++++++
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম আপনার এত্তগুলো প্লাস পেয়ে। খুবই প্রেরণাদায়ক প্রশংসা করে গেছেন আপু।
কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
শুভকামনা আপনার জন্য সবসময়
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব ভালো লিখেছেন ভাই।।
শুভ কামনা রইল ।।
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে ধন্য হলো লেখাটি। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা জানবেন সবসময়
১১| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭
খায়রুল আহসান বলেছেন: কবিতায় তীব্র আবেগ, দয়িতাকে কাছে পাবার ইচ্ছা এবং ভালবাসার অভিপ্রায় প্রকাশ পেয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবি সবসময় মনোযোগ সহকারে লেখার বিচার করে উৎসাহিত করে থাকেন, সেজন্য আপনার প্রতি মন থেকে অধিক শ্রদ্ধা আর ভালোবাসি আমি।
দোআ করবেন শ্রদ্ধেয় কবিবর।
শুভকামনা আপনার জন্য সবসময়
১২| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +। হুজুরের মাথা খারাপ বোধহয় ।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম কবিবর, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।
দোআ করবেন।
হুজুর মাঝেমধ্যে বেশিই পাগলামী শুরুকরে হা হা হা
শুভকামনা জানবেন সবসময়
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫
কালীদাস বলেছেন: কবিতা নিয়ে কিছু বলব না, ছবিটা দেখে হাহাপগে