নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| দর্শনে ব্যাকুল ||

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৫



হয়েছিল দেখা তার সাথে এক শুভ্র-
সকালে-নির্মল বায়ু মেখে ছিল গায়,
হাতে ছিল ফুল-ভরা ডালায় শোভিত-
রূপবতী, মুগ্ধ তার চোখে-র মায়া'য়।
ষোড়শী যৌবনা অঙ্গ-উড়ু কালো চুল,
বাক্য গুণে গুণবতী, দর্শনে ব্যাকুল-
পদ্মার ঢেউ অঙ্গের দোল-ছন্দে মুগ্ধ;
পথিক স্বজন বন্ধু- প্রেম তাড়নায়।

মন হারিয়ে সেদিন থেকে কাঁপে বুক,
তাকে হারানোর ভয়, বিষণ্ণতা নিত্য-
মনের ঘরে, ভাবি সে রাণী আমি ভৃত্য-
হবো, প্রেম পেলে তার সাজিব অবুঝ।

রূপে গুণে চৌকস- এ'চোখে স্বপ্ন হায়
ঝরে যাবো, শূন্য পৃথ্বী, সে যদি হারায়।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু
উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে,
সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ
যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা।
তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা
মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন,
হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ
হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান।
তুমি যদি আমাকে না ভালোবাসো আর
প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা
আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক,
এই শাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাঁপা।

........... কবি- মহাদেব সাহা (কবিতা দারুণ রুমান্টিক হয়েছে +++)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল সুপ্রিয়,

অনেক অনেক মুগ্ধতা আর আনন্দিত হলাম মন্তব্যের ঘরে এত সুন্দর একটি কবিতা রেখে যাওয়ায়
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক শ্রদ্ধেয়।

শুভকামনা জানবেন

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫২

স্রাঞ্জি সে বলেছেন:

বাইন্দা রাখিছিস মোরে
তোর রুপে রঙে....
বানাইলি মোরে
পিরিতির দিওয়ানা
কি যাদু করিলি আমায়
বুকে মহা যন্ত্রণা।


০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কাব্যিক মন্তব্য পেয়ে আনন্দিত হলাম, সুন্দর বলেছেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।
শুভ সকাল

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় নয়নভাই,

গতকাল গানটি শুনে ৃনন ভরে গিয়েছিল । আজ সনেটটিও খুব ভালো লাগলো। আপনার লেখনি শক্তিকে জানাই কুর্নিস ।

পাশাপাশি আমরা আপনার গানও চাই।

শুভকামনা প্রিয় নয়নভাইকে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই গান শুনবেন ভাই, আপনাদের কাছে এমন উৎসাহ পেলে যে কেউ আনন্দে গান ধরবে ভাই।

অনেক অনেক আনন্দিত ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোয়া করবেন।
শুভকামনা জানবেন সবসময়

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর কবিতা। এমন কবিতা পড়লে মন ভালো হয়ে যায়। আপনার মতো সুন্দর কবিতা লিখতে পারলে খুব ভালো লাগতো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই, প্রেরণা হয়ে থাকবে এই প্রশংসা।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।

অবশ্যই আপনি আমার থেকে ভালো কবিতা লিখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০২

অব্যক্ত কাব্য বলেছেন: শেষ প্যারায় এসে থমকে গেলাম। ভালো থাকবেন কবি। শুভ কামনা

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আশীর্বাদ সাথে থাকবে প্রত্যাশা রইল।

শুভকামনা আপনার জন্য সবসময়

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪১

এ.এস বাশার বলেছেন: সুন্দর। কবিতায় ভালো লাগা জানবেন।।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করলেন বাশার ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

সনেট কবি বলেছেন: খুব সুন্দর হয়েছে প্রিয় কবি।
আল-বাসীর

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই সেক্টরে আপনার কাছে প্রশংসা পাওয়া সত্যি অনেক আনন্দের ও প্রেরণার আমার জন্য।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক শ্রদ্ধেয় প্রিয় কবিবর।

শুভকামনা জানবেন সবসময়
আপনার সুস্থতা কামনায়

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: বাহ!!!
খুব সুন্দর।
আপনি কি গল্প লিখেন না?

শুভ জন্মাষ্টমী।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব কমই লিখি ভাই, এখন আর একটানা লেখার সময় হয় না, মাঝেমধ্যে কিছু কিছু করে লিখে কবিতা হয়, গল্পের জন্য তো একটানা ফ্রি সময় দরকার, তাই চেষ্টাই করা হচ্ছে না।
দোয়া করবেন ভাই, আশা আছে লিখবার।

প্রেরণা হয়ে থাকবেন ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন

শুভকামনা আপনার জন্য সবসময়

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর ও ভাল হয়েছে। ++++++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম প্রিয় কবি ভাই, প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।

প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




প্রেমিকার রূপবন্দনা আর তাকে হারানোর ভয় নিয়ে বেশ সুন্দর হয়েছে সনেটটি ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি কথাসাহিত্যিক ভাইয়ের প্রশংসা আমার জন্য অনেক আনন্দের অনেক প্রেরণার সবসময়। প্রেরণা হয়ে থাকবেন ভাই সবসময়। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

আমি আসলে সনেট সম্পর্কে তেমন বুঝি না, নিয়মকানুন সম্পর্কেও জানিনা তেমন, ব্লগে অনেকেই লিখছে দেখি, তাই গতকাল চেষ্টা করেছি নিজেও একটা লিখতে। আপনার কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি। কৃতজ্ঞতা রাখছি ভাই উৎসাহদানে।

শুভকামনা আপনার জন্য সবসময়

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: এককথায় অপূর্ব এই কবিতা ।+++++

শুভকামনা

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি খুবই আনন্দিত আজ সৃষ্টি সুখে, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু এমন উচ্ছ্বসিত উৎসাহদানে।
প্রেরণা হয়ে থাকবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

শুভ সন্ধ্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.