নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
বন্ধু তোমার কষ্ট গুলো-
খরস্রোতা নদীর মতো,
ভাঙছে দুকূল-ভাসছে আমার হৃদয়ের ভূমি।।
তুষের আগুন বুকের ভিতর-
চক্ষু জলে হয় না শীতল।।
মনের যতো স্বপ্ন আশা সবি গেলো ভাসি।।
কতো দিনের কতো স্মৃতি জমা আমার বুকে,
একবারও কি হয়'না তোমার পাষাণ ওই মনে।।
ভাসি আমি চোখের জলে-
নিত্যদিনি তোমায় ভেবে।।
মরণ ছাড়া কষ্ট আমার শেষ হবে না জানি।।
দুঃখী যারা এই জীবনে আমিই সবার সেরা,
লাভ কি বলো বেঁচে থেকে বন্ধু তুমি ছাড়া।।
ওই দুটি হাত রেখে হাতে-
বলেছিলে থাকবে সাথে।।
সব কিছুই কেমন করে ভুলে গেলে তুমি।।
গান - বন্ধু তোমার কষ্ট গুলো খরস্রোতা নদীর মতো
কথা ও সুর - নাঈম জাহাঙ্গীর নয়ন
রিপোস্ট
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: কতো দিনের কতো স্মৃতি থেকে.... শেষটা দু'বার শুনলাম। কথা,সুর,কণ্ঠ সব মিলিয়ে অসাধারণ।
খুব ভালো লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ প্রেরণা, অনেকে উৎসাহ প্রাপ্তি বি রহমান ভাই আপনার প্রশংসায়,
আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞ ভাই।
দোয়া রাখবেন
শুভকামনা জানবেন সবসময়
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
জাহিদ অনিক বলেছেন:
প্রিয়া চলে গেলে হাহাকার রয়ে যায়--
হাহাকার ফিরে ফিরে আসে গান অথবা কবিতা হয়ে----
চমৎকার আয়োজন
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা কবি ভাই, ভালোবাসা হারিয়ে গেলে হাহাকারে ভরে থাকে হৃদয়ের ঘর, কখনো গান কখনো কবিতার শব্দে ঝরে হৃদয়ের আঙ্গিনায়।
প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে আছেন আমার গানে।
দোয়া রাখবেন কবিবর।
শুভকামনা আপনার জন্য সবসময়
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
কাওসার চৌধুরী বলেছেন:
নয়ন ভাই, কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম৷ +++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম শ্রদ্ধেয় প্রিয়। প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন সুপ্রিয়
শুভকামনা আপনার জন্য সবসময়
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
তারেক_মাহমুদ বলেছেন: বাহ ভালই গেয়েছেন নয়ন ভাই। ভালবাসা মানুষ চলে গেলে মনে সবাই এমনি কষ্ট পায়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, কষ্টগুলো গানের মাঝে রাখতে পেরেছি জেনে অনেক খুশি খুশি লাগছে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন সুপ্রিয়
শুভকামনা আপনার জন্য সবসময়
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর গান।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত করলেন ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন সুপ্রিয়
শুভকামনা আপনার জন্য
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। আপনার কন্ঠ ভাল লাগে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক প্রেরণা পেলাম উৎসাহদানে।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
রাকু হাসান বলেছেন:
আপনি তো খুব ভাল গান গাইতে পারেন । ভাল একটা টপিক চর্চা করছেন । আপনার সাফল্য কামনা করছি ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন হাসান ভাই, কৃতজ্ঞ রইলাম।
দোয়া রাখবেন ভাই
শুভকামনা আপনার জন্য সবসময়
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
পুলক ঢালী বলেছেন: বাহ্ কবিতা গান এবং স্বয়ং কন্ঠ দারুন লাগলো। আপনার স্মৃতিকথা নিয়ে একটা পোষ্ট দেন। দুঃখ কষ্ট আর বিরহের বেদনা দুর হয়ে যাক চিরতরে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ উৎসাহিত হলাম ভাই আপনার এমন প্রেরণাদায়ক প্রশংসা পেয়ে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোয়া রাখবেন সুপ্রিয় ভাই।
হ্যা ঠিক বলেছেন ভাই, নিজের স্মৃতিচারণ নিয়ে একটা পোস্ট দিবো আমারও ইচ্ছে, কিন্তু কোন স্মৃতি বা কোন সময়টা বলবো বা কিভাবে শুরু করবো সেটা ভেবেই আর ঠিক হয়ে ওঠে না।
দোয়া করবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
মোঃ সাকিব বলেছেন: পাওয়ার আগের অনুভূতিটা পাওয়ার পরে থাকে কি? হ্যারে এই অনুভূতিটা যদি পাওয়র পরে তৈরী হত তাহলে সংসারটি কতই না সূন্দর হত।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাওয়ার পরের অনুভুতি তো জানা নাই ভাই কেমনে বলবো, তবে না পাওয়ার অনুভুতি খুবই জাগতিক আমার অন্তর মনে।
দোয়া রাখবেন ভাই, মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়,নয়নভাই,
কঘা,ও কাব্যের গাঁথুনিতে তৈরী কথামালা শুনলাম। মনটা বিষাদে ভরে গেল। গান সুন্দর হয়েছে। তবে একটি প্রশ্ন, আপনার হৃদয়ে এ হাহাকার কী শুধু কথামালাতে? বুকটা যে বড্ড শূন্যতায় ভরে গেল। ++
শুভ কামনা,প্রিয় গায়ক ও কবিভাইকে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ প্রশ্ন রেখে গেছেন ভাই! কেমনে কি বলি, শুধু কথাতে কি আর সীমাবদ্ধ থাকে কষ্টের স্মৃতি গুলো, জীবনেও অনেকটা প্রভাব থোেই যায়। ভাঙা বুকটা আমার দুঃখে কষ্টে ভালোই চলছে। দিব্যি সংসার চলছে আমার, এখন আর তেমন কাবু করতে পারেনা অতীত স্মৃতি। আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি।
গানের প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই।
দোয়া রাখবেন ভাই, আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞ করলেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময় জানবেন
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২
তারেক ফাহিম বলেছেন: নয়ন ভাই’র সুর দিনে দিনে আরও সুন্দর হচ্ছে।
নয়ন ভাই’র জন্য শুভকামনা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহসী করলেন ভাই, আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন ভাই
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্যও সবসময় রাখি তারেক ভাই।
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দিনে দিনে ভালই হচ্ছে ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি হাসু ভাই আজ আমি বহুত খুশি, আপনাদের এমন আন্তরিক উৎসাহ আমাকে অনেক অনুপ্রাণিত করে, আমার যেটুকু ভালো সেটুকু সবই সামু পরিবারের জন্য। সেজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকে সবসময়।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
শামছুল ইসলাম বলেছেন: গানের কথাগুলো বেশ ।
চলুক কবিতা, গান আর সুর করা ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম শামসুল ভাই, আপনাদের আন্তরিক উৎসাহদানে আমি কৃতজ্ঞ সবসময়।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। ভালো লাগলো।