নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
যৌবনারম্ভের শুরুতেই
তোমার সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছিল।
না বুঝতাম ভালোবাসা,
না বুঝতাম কাকে বলে হৃদয়ের বন্ধন...।
দিনে দিনে তোমার সাথে সাক্ষাতে সাক্ষাতেই
বেড়ে উঠে মনের ভিতর এক মহা-প্রেমের সমুদ্র।
হৃদয় গহীনে জৈবিক চাহিদার পাশাপাশি
ঘর বাঁধে বিরহব্যাথা যন্ত্রণা কাতর সময়গুলো।
বড্ড বেরসিক ছিল সেই সময়ের মুহুর্ত গুলো,
তোমাকে বুঝতে দেইনি কখনো,
তা চেপেই রেখেছিলাম হাসির আড়ালে,
তুমিও বুঝতে চাওনি,
তোমার লোভী মনটা হয়তো বুঝতেই পারেনি...।
আজ আমি তুমি-হারা...
বলতে গেলেই চোখদুটো কেমন ছলছলে হয়ে ওঠে;
হৃদয়ের গহীনে বয়ে চলে মহাপ্রয়াণের কষ্ট,
কি যে অসহ্য যন্ত্রনা তুমি তা বুঝবেনা কিছুতেই।
আমি তোমার হতে গিয়ে
হারিয়েছি আমাকে,
না হতে পারলে তুমি আমার,
না খুঁজে পাই আমি নিজেকে..!
মানুষের প্রয়োজন যখন অতিরিক্ত কিংবা
একেবারেই শূন্যে নেমে আসে,
তখন মানুষ স্তব্ধ হয়ে যায়,
এর থেকে মুক্তির পথ খুঁজতে থাকে।
আমি-
আমাকে ধ্বংস করেছি
তাতে দুঃখ নেই,
কিন্তু,
তোমাকে দেয়া কথা
রাখতে পারিনি...
আমি বেঁচেই আছি...?
এখানেই বেদনার শেষ নেই।।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর মন্তব্য, প্রেরণাদায়ক, প্রেরণা হয়ে থাকবেন
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা আপনার জন্যও সবসময়
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ছবিটা দেখেই আসলাম, ছবটার সাথে অনেক আগ থেকেই পরিচিত! সিনিয়র ব্লগার সামিউল ইসলাম বাবু ভাইয়ের প্রো পিক ছিল এটা! যাই হোক, কবিতাও পড়া হয়েগেলো
তবে বেদনার আলোকে নিষ্পিষ্ট হতে হল আরকি!
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ছবিটি বাবু ভাইয়ের প্রোফাইল পিক ছিল, নেটে সার্চ করেই আপলোড করেছিলাম অনেক অাগে আমি, 'বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে" আমার এই গল্পের ছবি দিতেই এটি আপলোড করেছিলাম মনে আছে, সে প্রায় দুবছর হল।
যা হোক, আমার আবাজাবি লেখা আপনার মনকে ভিজাতে পেরেছে সেটাই লেখার সার্থকতা।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা জানবেন
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর লাগলো অবুঝ প্রেম। ++
শুভকামনা আপনাকে।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি এমন প্রশংসা আমাকে অনেক অনুপ্রাণিত করে, উৎসাহদানে কৃতজ্ঞতা রাখি ভাই।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
তারেক ফাহিম বলেছেন: অসাধরন লেখনি।
কবিতায় ভালোলাগা প্রিয়।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে
আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা।
দোয়া রাখবেন প্রিয় ভাই আমার
শুভকামনা আপনার জন্য সবসময়, ভালোবাসা নিরন্তর
৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। দারুন আবেগ। আসলে কবিতা তো আবেগের খেলা।
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
হ্যা ভাই, কবিতায় আবেগ থাকতে হয়, কবিতা সবাই পড়তে পারেনা ভাই।
আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি। দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়, ভালোবাসা নিরন্তর
৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯
ওমেরা বলেছেন: শুধু বেঁচে থাকা মানেই জীবন নয়, এত কষ্টকর জীবনের চেয়ে মৃত্যু ভাল ছিল। কবিতা ভাল হয়েছে। ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার মূল কথাটিই বলে গেছেন আপু, কৃতজ্ঞতা রইল পড়ার ও উপযুক্ত মন্তব্য রেখে যাওয়ার জন্য।
দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
কবিতাটির আবৃতি এইমাত্র যুক্ত করেছি, সময় হলে একবার শুনে যাবেন।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২২
সূর্যালোক । বলেছেন: গভীর রাতে আবৃত্তি শুনে ভালো লাগছে।
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে, অনেক আনন্দিত হলাম আপনার ভালোলাগা জেনে।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন ভাই
৮| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা।
৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন শ্রদ্ধেয় প্রিয় ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
খায়রুল আহসান বলেছেন: বেদনা থেকেই শিল্প-সাহিত্যের অনেক ফুল ফোটে।
৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি'র কাছে এমন মন্তব্য পেয়ে অনেক আনন্দবোধ করছি।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় কবিবর।
শুভকামনা আপনার জন্য সবসময়
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসাধারণ সব শব্দের গাঁথুনি।
অনেক ভাল লাগা রয়েছে কবিতাখানিতে।
ধন্যবাদ জানাই প্রিয় কবিকে। ভাল থাকুন।