নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আকাশ ভরা চাই না তারা চন্দ্র যদি থাকে,
বন্ধু তোমায় খুব প্রয়োজন জীবনের বাঁকে বাঁকে।
নিঃস্ব একা শূন্য জীবন বন্ধু তোমায় ছাড়া,
হাজার জীবন অপেক্ষা মোর দিও একবার সাড়া।
সকাল দুপুর রাত গভীরে তোমায় মনে পড়ে,
দারুণ ফাঁদে পড়ছি মনে প্রেমের মহল গড়ে।
শ্রদ্ধাসনে রাখছি তোমায় ভালোবাসার রাণী,
জীবন আমার তুচ্ছ মৃত ভেবো না শুধুই বাণী।
যেদিন থেকে এই হৃদয়ে দিয়েছি তোমায় ঠাঁই,
লক্ষ জনম রাখবো ধরে এই সুযোগটা'ই চাই।
ভাতের থালা পড়ার টেবিল বইয়ের পাতা জুড়ে,
তোমার মুখটা দেখি সদাই বিরহে অন্তর পুড়ে।
কাঙ্গাল আমি তোমার প্রেমে শান্তি পা'ই দেখিলে,
থাকলে পাশে চন্দ্রমুখী সুখ পাবো মরিলে।
অনেক সাধের স্বপ্ন তুমি এই জীবনের প্রাণ,
দুনিয়ার মোহে তোমার এ'প্রেম হবেনা কভু ম্লান।
মিটবে না সাধ দুই নয়নে দেখেও হাজার বছর,
যেথায় থাকো বন্ধু আমার নি'ও একটু খবর।
বুকের ভেতর থাকবে সদা রাখবে এই বিশ্বাস,
বাঁচলে আমি জানবে আছো জুড়ে শ্বাসপ্রশ্বাস।
২ ডিসেম্বর ২০১৮'ইং, শেরপুর।
(ছবিটি গুগল সার্চ করে পাওয়া)
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাছে ভালো লাগা জানতে পারা যেকোনো লেখকের জন্য ঈদের দিন, অনেক অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয়, অনেক প্রেরণা পেলাম, অনুপ্রাণিত হবো সামনের দিনে। উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।
শুভকামনা জানবেন সবসময়
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
কথার ফুলঝুরি! বলেছেন: বিশ্বাস ! খুব কঠিন . . যাই হোক, কবিতা ভালো লেগেছে ভাইয়া ।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা বিশ্বাস করাটা বর্তমান যুগে খুব কঠিন একটা বিষয়, তবুও ভালোবাসার ময়দানে বিশ্বাস সবচেয়ে বড় একটা ব্যাপার, বিশ্বাস ছাড়া জীবন অন্ধকারে ছেয়ে যায়, কাজেই বিশ্বাসী থাকাটাও জরুরী মনে হয়।
মন্তব্য পেয়ে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্য
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
হাবিব বলেছেন: ভালো লিখেছেন
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম স্যার প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোয়া রাখবেন স্যার।
শুভকামনা জানবেন সবসময়
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: জীবন চলার পথ অনেক বড়। অনেক সুন্দর।
এত বিশাল সৌন্দর্যের পাশে অসুন্দর খুব বেশীক্ষণ মাথা উঁচু করে চলতে পারেনা।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই একদম ঠিক বলেছেন, সবসময় অসুন্দর নিয়ে পড়ে থাকতে নেই, মাঝেমধ্যে সুন্দরের ছোঁয়ায় রাঙাতে হয় জীবনের বিষাদময় সময়গুলোকে।
ভালো লাগলো ভাই আপনার কথাগুলো।
মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন ভাই সবসময়
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
নজসু বলেছেন:
ভালোবাসার মানুষ যেন এমনই।
চোখের পাতায় সব সময় লেগে থাকে।
কবিতা আমার প্রচন্ড ভালো লেগেছে প্রিয় নয়ন ভাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই, প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হবো সামনের দিনে,
প্রচণ্ডভাবে উৎসাহদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই,
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময় প্রিয় ভাই।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০
পদাতিক চৌধুরি বলেছেন: কথায় কাব্যে মুগ্ধতা+++
শুভ কামনা প্রিয় নয়ন ভাইকে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় চৌধুরী ভাইয়ের মন্তব্য সবসময় আমাকে অনেক অনুপ্রেরণা দিয়ে যায়, এ আমার জন্য অনেক আনন্দের।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে।
যাকে ভালবাসি তার মুখই চোঁখে ভাসে সব সময়।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম মোস্তফা ভাই আপনার কাছে ভালো লাগা জেনে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সুপ্রিয়, ভালোবাসা সবসময়
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগা আর মুগ্ধতা রেখে গেলাম
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা রইলো।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
ছবি ও কথা মিলে ভালোই লেগেছে