নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.theanimalpage.com

প্রাকৃত

কবিতা মানুষের মত। সর্বস্বত্ব © সংরক্ষিত।

প্রাকৃত › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবিতাঃ হায় চিল (কবি জীবনানন্দ দাশ)

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে

তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিঁড়ি নদীটি পাশে!

তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!

পৃথিবীর রাঙা রাজকন্যার মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;

আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভেজে মেঘের দুপুরে

তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-১

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

বুলবুল আহমেদ পান্না বলেছেন: প্রিয় কবিতা..........

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

প্রাকৃত বলেছেন: প্রিয় কবিতা......

২| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

সোহানা মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।খুব পছন্দের কবিতা।

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

প্রাকৃত বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০১

ধ্রুব০০৭ বলেছেন: "কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!"

আমারও প্রিয়।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

প্রাকৃত বলেছেন: "কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!"......ধ্রুবসত্যের কাছকাছি!

প্রিয়স্য.....

৪| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

কঁাকন বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

প্রাকৃত বলেছেন: কবিতা দিতে বলছিলেন। প্রিয় একটা কবিতা দিলাম।:)

৫| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

অন্যকোথাও বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শেষ বিকালে, অফিসের কম্পিউটারে বসে জীবনানন্দের একটা কবিতার জন্য প্রাণটা আইঢাই করছিল অনেক্ষণ ধরে। ধন্যবাদ আবারো।

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

প্রাকৃত বলেছেন: একটা ভাল কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

ধন্যবাদ আমার ব্লগবাড়ী থেকে ঘুরে যাওয়ার জন্যে।

৬| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

পথিক!!!!!!! বলেছেন: চমৎকার বলতেও উদ্ধ্যত মনে হয়

৩০ শে জুন, ২০০৯ রাত ১২:৪৮

প্রাকৃত বলেছেন: চমৎকার বলতেও উদ্ধ্যত মনে হয়.........সহমত।

৭| ২৫ শে জুন, ২০০৯ রাত ৮:৩৮

তাসনীম বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

৩০ শে জুন, ২০০৯ রাত ১২:৫১

প্রাকৃত বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ২৫ শে জুন, ২০০৯ রাত ১০:০৫

মহলদার বলেছেন: আমার প্রিয় কবিতার একটি। কবিতাটিতে সুরারোপ ও করা হয়েছে। অনুপ ঘোষালের কন্ঠে গানটি পাবেন এখানে। Click This Link

৩০ শে জুন, ২০০৯ রাত ১২:৫৪

প্রাকৃত বলেছেন: শুনলাম। খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে:)

৯| ২৬ শে জুন, ২০০৯ রাত ২:৩৩

ঘুমরাজ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

৩০ শে জুন, ২০০৯ রাত ১২:৫৫

প্রাকৃত বলেছেন: ধন্যবাদ।

১০| ২৮ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৫

অদৃশ্য বলেছেন: প্রাকৃত................ ভালোলাগা কবিতা..........


শুভকামনা......

৩০ শে জুন, ২০০৯ রাত ১২:৫৬

প্রাকৃত বলেছেন: আপনার জন্যেও শুভকামনা রইলো অদৃশ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.