নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যোগাতে নয় মন জাগাতে

নকিব হাসান আবিদ

কষ্ট পাওয়া খুব সহজ বরং সুখে থাকাটাই অনেক কঠিন

নকিব হাসান আবিদ › বিস্তারিত পোস্টঃ

কিভাবে ভুলব তোমায়

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

আমি কিভাবে তোমাকে ভুলবো বলো ?

- মোবাইলটা যখনই হাতে নেই তোমার দেওয়া সেই দুষ্টুমি মাখা মেসেজ গুলোচোখে পড়ে…

গান শুনতে চাইলে তোমার record করা কথা গুলো play হয়ে যায়…

ছবি দেখতে গেলে সেখানেও তুমি…

- বই পড়তে যাবো ? সেখানেও তোমার নাম লিখে রেখেছি

- কম্পিউটারের প্রতিটা folder এ তোমার ছবি…

- ফেসবুক এর প্রতিটা স্ট্যাটাস এই তোমার স্মৃতি…

ইনবক্স এ পড়ে থাকা তোমার মেসেজ…

- সন্ধ্যা হলেই মনে হয় এই বুঝি তুমি ফোন দিবে…মেসেজ দিয়ে বলবে " এই ছেলে, কি করছো ?"

আমি তোমাকে জিঞ্জেস করতাম"কি করলা আজকে সারাদিন?"

তুমি এক নিঃশাসে সব বলে দিতে…

আমি হাঁ হয়ে শুধুই শুনতাম…

আর কথা শেষ হলে বলতাম "I Love You" তুমি হাসতে…

তোমার সামনে গেলে কথা বলতে পারতাম না… তোমার দিকে তাকিয়ে হাসতাম শুধু…

আমি ফুল হাতা শার্ট পড়তাম বলে তুমি জিঞ্জেস করতে "তুমি ফুল শার্ট পড় কেনো ?"

আমি হাসতাম…

পাগলি মেয়ে…

এতোটাই ভালোবাসতাম…

বুঝাতে পারি নি…

এগুলো করতাম বলে তুমি শেষ বারের মতো কিভাবে যেনো বলেই ফেললে আমি তোমার ভালো চাই না…

সেদিন সবচেয়ে বেশী কষ্ট বুকে নিয়ে নীরবে কেঁদেছিলাম…বুক ফেটে কান্না পাচ্ছিলো…

পাশের রুমে আম্মু ছিল বলে পারি নি…

এখন কষ্ট নিয়েই বেঁচে আছি…

আর কতদিন পারবো জানি না…

তবে ভালোবেসে যাব দম ফুরিয়ে যাওয়ার শেষ পর্যন্ত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.