![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি আমি আর জানে আমার ওই ইশ্বর
কতগুলো স্বপ্নের মৃত্যু হয়েছিলো সেদিন,
যেদিন কেবল একটি "না"তেই ইতিরেখা টানা হয়েছিলো
শহস্র পৃষ্ঠার লক্ষাধিক লাইনের উপন্যাসটির।
জানি আমি আর জানে আমার ওই ইশ্বর
নিত্যদিনের অশ্রুপাতের পথটি কালশেটে হয়ে গেছে,
অগনিত কনা মিশে গিয়ে একে দিয়েছে প্রচ্ছদ
কষ্ট আর দির্ঘশ্বাসের যুগলবন্দীতে সৃষ্ট এপিটাফের গায়ে।
জানি আমি আর জানে আমার ওই ইশ্বর
প্রতিটি নির্ঘুম রাতের পূংখানুপূংখ ইতিকথা,
অতীত গুলো এসে বিরামহিনভাবে করাঘাত করেছে
বাস্তবতার আঘাতে মৃত প্রায় বর্তমানের দেয়ালে।
তাই বলছি,এভাবে চলে যেতে নেই বালিকা,
যেখােন মৃত্যু ঘটবে-
কিছু অসমাপ্ত গল্প,কিছু স্বপ্নের আর একজন স্বপ্ন দ্রষ্টার।
©somewhere in net ltd.