নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল !

নাকিব বাপ্পী

নাকিব বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

প্রনয়

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

এই যে আমাদের প্রনয় হয়েই গেলো
এরপর অনেক নিয়মই পালটে যাবে অনিয়মে
সকলের বাধ্য মেয়ে তুমি সময়ে অসময়ে অবাধ্য হবে
বাবা মায়ের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করার-
অদম্য শক্তি ও সাহস তুমি খুঁজে পাবে।

এই যে আমাদের প্রনয় হয়েই গেলো
পুরোটাই বদলে যাবে তুমি-
দীর্ঘদিনের অভ্যেস গুলো রুপ নিবে অনভ্যেসে
তোমার প্রিয় মধ্য দুপরের ভাত ঘুমের পর্বটি
দখল হয়ে যাবে কিছু এলোমেলো চিন্তা কিংবা দিবা সপ্নে

এই যে আমাদের প্রনয় হয়েই গেলো
বড় ধরনের এক নতুনত্ব আসবে তোমার তুমিতে,
ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ব্যপার আঘাত করবে তোমার ব্যক্তিত্তে
অসম্ভব রকমের অভিমানী হয়ে উঠবে তুমি,
তোমার চিত্তে ভবিষ্যত সুখের কল্পনায় ঝড় বয়ে যাবে ।

এই যে আমাদের প্রনয় হয়েই গেলো
সমগ্র পৃথিবীটি ই তোমার কাছে ধরা দিবে-
মস্ত এক সাদা ক্যনভাসের রুপে,
আনাড়ি হাতে নিপুন চিত্র শিল্পি হয়ে উঠার চেষ্টায় মত্ত হবে তুমি
তোমার শিল্পি সত্তার পুরোটা জুড়ে হবে কেবলই আমার অবস্থান !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.