নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল !

নাকিব বাপ্পী

নাকিব বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

পারমিতা-২

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৭

এই জন্ম,পর জন্ম কোন জন্মেই আর
তোমাকে চাইবো না পারমিতা
জীবন্মৃত বানাবার তোমার সমস্ত প্রচেষ্টাই যে সফল,
ভালোবাসা যেখানে মুখ থুবড়ে পরেছে
মৃত অনুভুতিগুলোর গায়ে ধুলোর পুরু আস্তরনে
অনুভুতিহীন নামক অপ্রিয় শব্দটির সাথে-
আমার খুব ঘনিষ্ঠতা আজ !
অথচ আর মাত্র কটা দিনেরই অপেক্ষা ছিলো
তুমি কথা দিয়েছিলে,আমায় ছুয়ে দিবে
অমরত্ব লাভ করবো,হয়ে যাবো পৃথিবীর শুদ্ধতম পুরুষ !
তুমি কথা রাখোনি -
তাই তোমাকে চাইবো না পারমিতা
এই জন্ম,পর জন্ম কিংবা কোন জন্মেই আর।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৩

বাংলার ফেসবুক বলেছেন: হায় ভাগ্যবতী পারমিতা কি এমন বললে বা করলে যে সে আর আপনায় মরে গেলেও চাইবে না অভিমান ভেঙ্গে চলে আসুন তার কাছে পারমিতা।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

ঠ্যঠা মফিজ বলেছেন: বেশ সুন্দর কবিতা । ভালো লাগলো ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

নাকিব বাপ্পী বলেছেন: পারমিতা অভিমান করেনি।আমার মনে সে অভিনয় করেছে দীর্ঘ একটা সময় ধরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.