নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল !

নাকিব বাপ্পী

নাকিব বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

স্বল্প দৈর্ঘ্যের চিঠি

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

একদিন ঐ ল্যাম্পপোষ্ট গুলোরও অভিমান হবে
সঙ্গী করে নিবে বার্ধক্য আর ক্লান্তিকে
বাধ্যতামূলক অবসরগ্রহন !
ঝুপ করে নামবে অন্ধকার
কোথাও কেও নেই,
এমন কি রাত প্রহরীও,
এক একে বাড়ি ফিরে যাবে নিশীবালিকারা।
আমি কিন্তু বাড়ি ফিরবো না,
চলতেই থাকবো-
ক্লান্তি আর জড়ায় আড়ষ্ঠ পদযুগলকে সংগী করে।
প্রতিটি রাজপথ,অলিগলি,মহাসরক আর ফুটপাত,
চারশত বছরের বৃদ্ধ এই নগরীর প্রতিটি ক্ষুদ্র বালিকনা
চিনে নেবে আমাকে।
পথচলা হবে দীর্ঘ থেকে দীর্ঘতর,
যতদিন না দেখা পাবো রুপকথার এলবাট্রসের
যতদিন না সে বার্তা বাহক হয়ে আসবে,
অদৃশ্য কালিতে লিখা, প্রেয়সীর স্বল্প দৈর্ঘ্যের চিঠি সংগী করে-
"প্রিয়তম,আমি হারিয়ে যাইনি" !

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

কাগজের ফেরিওয়ালা বলেছেন: অনেক সুন্দর কবিতা।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

ইকবাল হোসাইন সুমন বলেছেন: অনেক অনেক ভাল লাগার প্রকাশ থাকল।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

নাকিব বাপ্পী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ও কাগজের ফেরিওয়ালা কে ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ, চমৎকার কবিতা। বেশ কয়েকবার পাঠ করলাম। ভাল থাকুন সবসময়।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

নাকিব বাপ্পী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অভ্রনীল হৃদয়। দোয়া করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.