নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল !

নাকিব বাপ্পী

নাকিব বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

একটি সেলফি ও নৈশভোজ

০৬ ই মে, ২০১৬ সকাল ১০:১৭

সব কিছু নিয়ে বাড়াবাড়ি করার অভ্যেস প্রতিটি বাঙালির প্রতিটি রক্তবিন্দুতে মিশে আছে।কোন একটা ব্যাপার নিয়ে টানাহ্যাঁচড়া করতে করতে ত্রাহি মধুসূদন দশা না হওয়া পর্যান্ত এর নিস্তার নেই।সেলফির কথাই ধরা যাক।সেলফি নিয়ে রিয়েলিটি শো থেকে শুরু করে নাটক সিনেমা গান সহ অনেক অনেক কিছুইতো হয়ে গেলো। বাকি ছিলো সেলফি নিয়ে কুইজ প্রতিযোগিতা ।তবে ইদানিং সব মাত্রা ছাড়িয়ে নতুন এক তামাশা আর নোংরামি দেখতে পাচ্ছি। "মায়ের সাথে তোলা সেলফি আপলোড করে অমুক-তমুকের সাথে নৈশভোজ ( ডিনার) করার সুযোগ!" এটা কি ধরনের মানসিকতা? মা পণ্য নাকি সিনেমার পোস্টার? যে, জনে জনে দেখিয়ে বেড়াতে হবে! এতোদিন জানতাম বিভিন্ন যায়গায় ক্ষুদেবার্তা পাঠিয়ে জলিল কিংবা খলিলের সাথে নৈশভোজ ( ডিনার) করার সুযোগ,নায়লা অথবা ময়লার সাথে দেখা করার সুযোগ,আরো কতো কি। এবার ক্ষুদে বার্তা ছেড়ে,সরাসরি মা। এটা অসভ্যতার চূড়ান্ত বৈকি অন্য কিছু নয়।অবশ্য জাতি হিসেবে আমরা কতোটুকু সভ্য এটা গুগলে "মা" লিখে সার্চ দিলেই বোঝা যায় !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:২৫

সাইফুল ইসলাম শাকিল বলেছেন: ভাই গুগল এ মা লিখে সারছ করলে জা আসে তার জন্য আমরা দায়ি না। এর জন্য দায়ি সিমানার ও পারের লোক অজথা অন্যের দায় নিজের কাঁধে নিতে জাব কেন???

২| ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৪৮

নাকিব বাপ্পী বলেছেন: সবচেয়ে বেশি যেগুলো গুলো সার্চ করা হয়, সেটাই তো সাজেশনে আসে। এক সীমানার উপারের ওদের উপর দোষ চাপিয়ে দিয়েন না ভাই। দায় আমাদের ও নিতে হবে। এসবের স্রষ্টা ওরা, কিন্তু আমরাও ধোয়া তুলসি পাতা না। আর দ্বিতীয় ব্যাপার হছে,এখানে আমি আমি বাঙালি বলেছি, বাংলাদেশী বলি নি। বাংলাদেশী জাতি নয়, জাতীয়তা। বাঙালি জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.