![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা
আজ দীর্ঘ ১১ মাস পর ব্লগের "নতুন ব্লগ লিখুন" বাটনে চাপ দিলাম । জানিনা কি লিখবো , সত্যি কথা বলতে একসময় চাপা অভিমান নিয়ে ব্লগে পোস্ট দেয়া বাদ দিয়েছিলাম । যখন দেখতাম , স্বাধীনতা বিরোধী অপশক্তিরা বেপোরায়াভাবে এই প্লাটফর্মটা ব্যবহার করছে এবং মডারেটর রাও দেখে না দেখার ভান করছে , তখন আর লেখার উৎসাহ পেতাম না । তবে গতকালকের পর থেকে নিজেকে কিছুটা হলেও বিজয়ী মনে হচ্ছে ।
এই প্লাটফর্মটা আমার অনেক প্রিয় একটা যায়গা , যত মান অভিমানই থাকুক না কেন , এর প্রতি আমার একটা ভালোলাগা আছে । হয়তো সেই ভালো লাগার টানেই , আবার ফিরে আসা (বা ফিরে আসার চেস্টা)
হয়তো এখন থেকে আবার মাঝে মধ্যে হাবিজাবি কিছু পোস্টও দিবো । আগে কিছু মানুষকে নিয়মিত আমার পোস্টে দেখতাম , তাদের অনেকেই এখন আর ব্লগে নেই , হয়তো যারা আছে , তারাও আমাকে ভুলে গেছে , কিন্তু আমি তাদের কাউকেই ভুলি নাই । অনেক হাবিজাবি লিখলাম , আর হাবিজাবি লিখে প্রথম পাতার কিছু যায়গা দখন করার জন্য আন্তিরিক ভাবে দুঃখিত
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থাকার ইচ্ছা আছে হামা ভাই
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই মাঝে মাঝে আপনার হাবিজাবি লেখা পড়তে কিন্তু ভালোই লাগে। অতএব বন্ধ করবেন না আশা করি।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আশাকরি , আবার সেই হাবিজাবি লেখা শুরু করবো
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
বেঈমান আমি. বলেছেন: ওয়েল কাম ব্যাক ব্রো।থ্যান্কস এ লট
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ওয়েলকাম
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়েলকাম ব্যাক।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হাসান মাহবুব বলেছেন, আমিও বলছি "আসছেন যখন থাইকা যান কিছুদিন!"
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থাকবো , থাকার ইচ্ছা আছে , হাবিজাবি পোস্ট করার নেশাটা আবার চেপে বসেছে । অনেক ধন্যবাদ
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
দূষ্ট বালক বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আরে আসছেন যখন থাইকা যান কিছুদিন!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থাকার ইচ্ছা আছে ভাই ধন্যবাদ
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩
সুমন কর বলেছেন: ফিরে আসা যেন দীর্ঘতর হয়!!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চেস্টা করবো ভাই
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
ুব গস বলেছেন: ১১ মাসের দূরে থাকা
হাবিজাবি লেখার ভিরে
আজ পড়ে যাবে ডাকা
অনেক কষ্টে আর অভিমানে
নিরব ছিলেন গোপনে
চিন্তা নাই শুরু করেন
ব্লগের সেই স্বাধীনতা
আজও আছে যতনে।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বাহ বাহ , অনেক সুন্দর। আমার এই কয়েক লাইনের পোস্টের থেকে ,আপনার কবিতাটাই বেশী সুন্দর হয়েছে
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
welcome back!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: thanks
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১
মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগে মিস করি ভাইয়া আপনাকে। আমি ব্লগিং শুরু করার কিছুদিন পর থেকেই বেশ অনিয়মিত হয়ে পড়েন আপনি
আপনার একটা পোস্ট প্রিয়তে নিয়ে রেখেছি, ঐ যে "পৃথিবীর ইতিহাস বদলে দেয়া কিছু বিপ্লব" (মাঝে মাঝে পড়ি) । আর গ্রীক মিথ নিয়ে আপনার দেয়া পোস্টগুলোও চমৎকার।
আশা করি আবার নিয়মিত ব্লগিং করে যাবেন ভাইয়া।
শুভ কামনা
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমাকে মনে রেখেছেন দেখে সত্যিই খুব খুশী হলাম । আমি নিয়মিত হবার চেস্টা করবো ।
ভালো থাকুন সতত
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
তন্ময় ফেরদৌস বলেছেন: চলেন সবাই মিলা আবার ব্যাক করি
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: কাম ব্যাক করার ইচ্ছা আমার আছে , এখন থেকে দেখি নিয়মিত হওয়া যায় নাকি
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়েলকাম ব্যাক!!! খুশি হলাম আপনাকে দেখে!!
আপনার চমৎকার সব ফিচার এবং লেখা মিস করি।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন:
আমি আবার নিয়মিত হওয়ার চেস্টা করবো ।
ধন্যবাদ
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালু আচেন তো ?
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হ্যা আমি ভালো আছ , আশাকরি আপনিও ভালো আছেন ?
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
মামুন হতভাগা বলেছেন: বেঈমান আমি. বলেছেন: ওয়েল কাম ব্যাক ব্রো।থ্যান্কস এ লট
)
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: , আপনিও নিয়মিত হন
১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
বেঈমান আমি. বলেছেন: মামুন হতভাগা@আপনিও ব্যাক করেন ব্রো।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আশাকরি উনি আবার নিয়মিত হবেন
১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
নীল ভোমরা বলেছেন:
''হয়তো এখন থেকে আবার মাঝে মধ্যে হাবিজাবি কিছু পোস্টও দিবো ।''.....গুড থিংকিং!
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়েলকাম ব্যাক ! যখন ওয়াচে ছিলাম তখন আপনাদের দেখতাম ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
১৮| ১৬ ই মে, ২০১৫ রাত ১১:৫৬
আরজু পনি বলেছেন:
প্রায় দেড় বছর হয়ে গেল !
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
হাসান মাহবুব বলেছেন: আরে আসছেন যখন থাইকা যান কিছুদিন!