নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামহীন ব্যক্তি

নামহীন ব্যক্তি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ও ভালোলাগা এক নয়

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৯

সমাজে বহুল প্রচলিত দুটি শব্দ একটি হলো "ভালো লাগা" আরেকটি হলো "ভালোবাসা" যা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলেও এর দুইটি অ্যাট্রাকশন দু'রকম। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ লোকেই এই দুইটিকে একই স্তরে মনে করে যা প্রকৃতপক্ষে সঠিক নয়। যেমনঃ আমরা একটি গোলাপকে ভালো লাগলে তা তুলে নিই কিন্তু ভালোবাসলে তাকে যত্ন করি। তুলে নিলে গোলাপটি শুকিয়ে যায়, সুবাস হারায়। আর যত্ন নিলে সতেজ থাকে, সুবাস ছড়ায়। আসলে
ভালবাসার সম্পর্কে থাকেন দু’জন ৷ তাদের দু’জনের সখ্যতার আরেক নাম ভালবাসা ৷ আর এই দু’জনের মনের মিল হলে, একে অপরকে বুঝলে, বিশ্বাস করলে তবেই
ভালবাসা সার্থক ৷ তাই, বলে যাকে তাকে তো আর ভালবাসা যায় না ৷ আরেকটি উদাহরণ, যেমনঃ xy ইংরেজির দুইটি বর্নমালা রাশি। ধরুন, x এর মান (4) এবং y এর মান (2)। x এবং y দুটি ইংরেজি বর্ণমালার রাশি হলেও এর মান দুইটি দু'রকম। অনুরূপ "ভালোবাসা" ও "ভালো লাগা" একে অন্যের সাথে জড়িত হলেও এই দুইটির অ্যাট্র্যাকশন দু'রকম। আশা করি বুঝতে পেরেছেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৪১

কবীর বলেছেন: দারুন গবেষনা আপনার B-)

২| ৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



ভাললাগা হতে ভালবাসার আগমন
ভালবাসা হতে ভাললাগার নির্বাশন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.