![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী ও প্রগতি একটি জেন্ডার বিষয়ক ষান্মাসিক জার্নাল। আমি এই জার্নালের সম্পাদনা পর্ষদের একজন সদস্য।
যাঁরা জেন্ডার (নারী-পুরুষ সম্পর্ক) বিষয়ে আগ্রহী তাঁরা এই জার্নালটির খোঁজ রাখতে পারেন। বেরিয়েছে এর ৭ম সংখ্যা (জানুয়ারি-জুন ২০০৮)। বাংলাদেশ নারী প্রগতি সংঘ থেকে প্রকাশিত এই জার্নালটির সম্পাদক নারীনেত্রী রোকেয়া কবীর এবং নির্বাহী সম্পাদক কবি মুজিব মেহদী।
শাহবাগ আজিজ সুপার মার্কেটের তক্ষশিলা, জনান্তিক, পলল ও বইপত্র এবং চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ের বাতিঘর ও সিলেটের উত্তর জিন্দাজারের বইপত্র থেকে জার্নালটি সংগ্রহ করতে পারবেন।
সফট কপিতে নারী ও প্রগতি পড়তে চাইল এখানে ক্লিক করুন।
http://www.bnps.org/journal7.html
এ সংখ্যার সূচি নিম্নরূপ :
১. সাহিত্যের কোণঠাসা কন্যারা যখন ঘুরে দাঁড়ায় : বাংলা উপন্যাসে নারী ও বিবাহবিচ্ছেদ
মল্লিকা সেনগুপ্ত
২. আধুনিককালের মুসলিম নারীদের লেখালেখির আদ্যকথা
শাহীন আখতার
৩. লোকসংস্কৃতি চর্চায় নারী
মাসুদুল হক
৪. জেন্ডারের আলোকে বাংলাদেশের শিক্ষাচিত্র : একটি বিশ্লেষণ
গৌতম রায়
৫. বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক চর্চা ও লিঙ্গীয় আধিপত্য : একটি প্রাথমিক পাঠ
সারোয়ার বাশার ও অনন্যা জুলফিকার শাওলী
৬. অমর্ত্য সেনের 'নিখোঁজ নারী'তত্ত্ব : বাংলাদেশ প্রেক্ষিত
খালিদ সাইফুল্লাহ
৭. সকলই তার হয়
মনীষা মজুমদার
৮. মুসলিম পারিবারিক আইনের ব্যাখ্যা : ক্ষমতায়ন না নারীর ওপর খবরদারি?
আনিসুর রহমান
৯. স্থানীয় সরকারে নারীর অবস্থান ও ভূমিকা
জেনিফার ফৌজি শীলা
©somewhere in net ltd.