নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

আজ মনটা খুব খারাপ

২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৯

আজ মনটা খুব বেশী খারাপ।

কিছুই ভালো লাগছে না। না ব্লগ , না....

থাক মন খারাপই থাক ।

তাতে কার কি মনটা তো আমারই না।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-২

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫১

নিলা বলেছেন: আরে একি?!!!!!!!!! আপনার কি হলো আবার?! মন খারাপ কেনো?!!!!!!!

২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৭

নিঃশব্দ শিশির! বলেছেন: অভিনয়টা ভালো লাগেনা । ভালো থাকার অভিনয়!

২| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৩

আহমেদ শারফুদ্দীন বলেছেন:
আমার মন খুব বালা। আইজ এট্টা কারবার ঘটচে

২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৮

নিঃশব্দ শিশির! বলেছেন: কারবার প্রতিনিদই ঘটে তবে মনখারাপ করা কারবার

৩| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৪

বিবর্ণ বলেছেন: শিশির, একটা নতুন দিয়াশলাই নিয়ে এক একটা করে সব কটা কাঠি পুড়িয়ে দেখেন মন কি বলে......!

৪| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৮

নিঃশব্দ শিশির! বলেছেন: এতারাতে নতুন দিয়াশলাই কোথায় পাব বলুনতো!

৫| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১১

সুলতানা শিরীন সাজি বলেছেন: মন ভালো হোক।
মন ভালো হোক।
মন ভালো হোক।
.................................।
কারো মন ভালো ভালো নেই জানলে মন খারাপ লাগে।
অনেক শুভেচ্ছা।

২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫১

নিঃশব্দ শিশির! বলেছেন: মন খারাপ করিয়ে দেওয়ার জন্য দুঃখিত।

৬| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১২

নিলা বলেছেন: আরে, আসল ঘটনা তো বললে না! কি হয়েছে?

২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৪

নিঃশব্দ শিশির! বলেছেন: নিলা কেন খারাপ সঠিক জানিনা।
আজ ক্লাসে অমনোযোগী থাকায় কেবল স্যার বলেছে এই লেভেলে একটু মনদিয়ে ক্লাস করো।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বলতে মনটা আরো বেশী খারাপ হয়। তার আপন দুলাভাই তোমাদের সিলেটি এবং তোমাদেরমত প্রবাসী এক নরপশুদ্বারা ধ..... হয়েছে।


আজ এই প্রথম মনে হল সাংবাদিকতা ছেড়ে দেব। ফোনে যে জারি দিয়েছে অফিসের বিগ ম্যান তাতে আর ভদ্রতা....
আরো বলব....

৭| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৬

রুবেল শাহ বলেছেন: ইয়াহুতে আসেন কথা বলি---------- মন ভাল করে দিতে পারি কিনা

৮| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৭

হ্যারি সেলডন বলেছেন: মন একটা জিনিস নাকি? মনের কথা চিন্তা বাদ দেন।

৯| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৭

রুবেল শাহ বলেছেন: [email protected]

২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৪

নিঃশব্দ শিশির! বলেছেন: অরেকদিন হবে ভাই! ধন্যবাদ।

১০| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৯

নিলা বলেছেন: হুমম, পুরো ঘটনা যদিও ভালো করে বুঝি নি। যাই হোক, মন খারাপ করো না। ভালো থাকো এই কামনা করি

১১| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫০

নিঃশব্দ শিশির! বলেছেন: কি বলব বলো বুঝিয়ে।
বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে তার আপন দুলাভাই যখন তুলে নিয়ে গিয়ে রাত ভর ধর্ষণ করে। হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।

মনটা ভালো থাকে বল।

আর .....

১২| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৮

মাহবুবা আখতার বলেছেন:
ইসস... মেয়েটার কথা শুনে খুব খারাপ লাগছে। কবে বদলাবে এ সমাজটা?

১৩| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:০২

অরুনাভ বলেছেন: বলার ভাষা নেই.........

মন ভালো হয়ে যাক.....

১৪| ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৫

নিলা বলেছেন: সরি টু হিয়ার দেট। শুধু ঘৃনা রয়ে গেলো ওদের মত মানুষ রূপে পশুদের জন্য।


তুমি ভালো থেকো

১৫| ২৬ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

নিলা বলেছেন: মন ভালো হয়েছে?!

২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০১

নিঃশব্দ শিশির! বলেছেন: মন কি কখনও ভালো হয়। ভালো থাকার অভিনয় করে।

১৬| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৭

চিকনমিয়া বলেছেন: আবেগই সকল নষ্টে গোড়া
এইডা ফালাইয়া দেও

২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০২

নিঃশব্দ শিশির! বলেছেন: ভাই চিকনমিয়া এই ফালতু আবেগটা ফালাইয়া দিলে আর কিছু বাকি থাকে না!

১৭| ২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৩

ফরিদুল ইসলাম শাওন বলেছেন: ২ দিন পরে পড়লাম এর মধ্যে নিশ্চয় মন ভালো হয়ে গেছে,এর মধ্য নিশ্চয় এমন কিছু ঘটেছে যা মন খারাপ করা ঘঠনার চেয়ে অন্য রকম তাই না

২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০৪

নিঃশব্দ শিশির! বলেছেন: হ্যা তাই! তবে জীবনটা বাংলা সিনেমা নয় যে ধর্ষণের পরের দৃশ্যেই নায়িকা নায়কের হাদ ধরে জঙ্গলে নাচানাচি করবে। এটা জীবন বহুত কঠিন।

১৮| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০১

প্রলয় হাসান বলেছেন: মন খারাপের কারনটা কমেন্টে না দিয়ে পোস্টে উল্লেখ করে দিন। অনেকেই পোস্ট পড়ে কমেন্ট করে চলে যায়, বাকীদের কমেন্ট পড়ে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.