নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগোছালো মানুষের পরিচয় খুব সীমিত!

নষ্ট অতীত

আমি আড্ডা দিতে ভালোবাসি, বিনয়ী মানুষ কে অনেক শ্রদ্ধা করি। আর মিশুক লোক সবসময় পছন্দনীয়!

নষ্ট অতীত › বিস্তারিত পোস্টঃ

প্রকাশ্য শাস্তি চাই অপরাধী দের!

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

একটা মঞ্চ তৈরি করা উচিত, মীনায় হাজী রা যেমন শয়তান কে পাথর মারে তার কিছুটা অনুকরনে হবে সেই মঞ্চ। তাতে কিছু শাস্তির বিচার জনসম্মুখে করা হবে, যেমন এসিড সন্ত্রাস, ধর্ষক, যৌতুক এর কারনে নারী হত্যার বিচার ইত্যাদি। আর সব গুলোই বিচার হতে হবে বিভিন্ন স্টাইলে শাস্তি প্রদান করে নিশ্চিত মৃত্যু। ফাসি দেয়া হবে কোন কালো কাপড় বা মুখোশ ছাড়া, যাতে অপরাধির মৃত্যুর সময় তার চেহারার ভাবভঙ্গি দেখে সবাই বুঝতে পারে, কোন কাজের দরুন তার এই পুরুষ্কার সে অর্জন করেছে।
আর কিছু বলার নাই, খুন এর বদলে খুন, এসিড নিক্ষেপকারী কে এসিড এর টাংকি তে চুবানো হোক। কিন্তু এতো কিছু করবে কে? আমরা সবাই যে টাকার কাছে ভীষনভাবে দুর্বল, বড় বড় সংগঠন আর বিচার বিভাগ এর অবস্থা "চাল তেরা ক্যায়া হ্যায় মাতলব তেরা মাল হ্যায়" এত এত হত্যাকান্ড অন্যায় অবিচার দেখে দিন শেষে বলে উঠি ইয়া নফ্সি ইয়া নফ্সি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই কি মানবাধিকার বিরোধী?
হাহাহাহাহা মজা করে বললাম আপনার কথার প্রসংগে।

২| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

মুখোশধারী মুসাফির বলেছেন: আপনি তো জঙ্গি ট্যাগ খাবেন।

৩| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

বিজন রয় বলেছেন: মনের আশান্তি চরমে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.