![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষারা নিস্তব্ধ,নিরব
কাঙ্খিত রাত কবে আসবে!
ট্রাক বোঝাই ব্যস্ততার মাঝেও
কেবল সেই কাঙ্খিত রাতের অপেক্ষা৷
সকলের অগোচরে চাষ করা
প্রণয় ফুল হাতে নিয়ে একটু কাছে বসবো
শত জনমের চাষ করা সোনালি যৌবনের গন্ধ
শুঁকতে শুঁকতে বিড়াল হয়ে যাবো৷
নর্তকী এবং নিন্দুকেরা বলাবলি করতে থাকবে
'প্রেমের বিয়ে'
জানো সাগরদুহিতা,
আমি সেই কাঙ্খিত রাতের অপেক্ষায়
যে রাতের স্বপ্ন বুনো তুমি
সকলের অগোচরে
তোমার হৃদয়ের উঠোনে৷
লেখক:নাসিম আহমদ লস্কর
জকিগঞ্জ,সিলেট৷
তাং:১০-০৮-'১৬
২| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০
ম্যাক আলআমিন বলেছেন: বলার ভাষা হারিয়ে ফেলছি।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৯
অবনি মণি বলেছেন: অপেক্ষারা নিস্তব্ধ,নিরব