![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়নের পলকে আসো তুমি
আবার যাওতো চলে৷
আমি তিলতিল করে স্বপ্ন বুনি
ফের দেখা হবে কবে?
তুমি কেবল সামনের পানে পা বাড়িয়ে
আগামীর স্বপ্ন বুনো৷
পেছন ইতিহাসের কবর রচনা করে
আগামীর অট্টালিকা তৈরীতে থাকো বিভোর৷
হতে পারো তুমি স্বপ্নচারী
আগামী পৃথিবীর স্বাপ্নিক,
কেবল স্বাপ্নিক হলেই চলেনা
দেহাবয়বে থাকতে হয়
ভালোবাসার মাখামাখি,
ওষ্ঠাধরে ছুঁয়োছুঁয়ির চিহ্ন৷
ভালোবাসার পল্লীতে বুনোহাস
কেবলই দুঃখের ফেরিওয়ালা৷
লেখক:নাসিম আহমদ লস্কর
জকিগঞ্জ,সিলেট৷
তাং:০৫ ডিসেম্বর ২০১৭
২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
ল বলেছেন: পেছন ইতিহাসের মাড়িয়ে জ্যান্ত কবর,
আগামীর অট্টালিকা গড়তে বিভোর।
এভাবে অন্তমিল দেখতে পারেন।-----
চমৎকার কবিতায় মুগ্ধতা।
শুভ কামনা দেশী ভাই৷
আমার ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।