![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বভূমে ফেরার উন্মাদনা অামায় তাড়ায়
বড় নস্টালজিক রে মন
এক অদৃশ্য কায়ার মায়া
রোজই তাড়িয়ে বেড়ায়।
তুই বড় বেরসিক রে নস্টালজিয়া
রাশি রাশি দুঃখসব জমাট করে রাখিস
সুূদে অাসলে মিটিয়ে দেবো
তোর দেনা।
একদিন কর্মকর্তা হয়ে ক্লান্তশ্রান্ত অামি
সস্ত্রীক ফিরবো রে নস্টালজিয়া।
---------------- দুঃখবাদের কবি
তাং: ১ অাগস্ট ২০২০
২| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
৩| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:০৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: নস্টালজিয়া থাকা ভালো।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল কামনা। দেশের প্রতি ভালবাসার প্রকাশ।