![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব স্বার্থপর। এটাই ভাবছ তাই না?? সত্যিই আমি খুব স্বার্থপর। কারন তোমার সুখটাকে আমি সব কিছুর বিনিময়েই ছিনিয়ে আনতে পারি। তাই আমি স্বার্থপর।
আমি তোমাকে কতটা ভালবাসী তা যদি একবার বুঝতে তাহলে দেখতে সাগরের লোনা পানি মিষ্টি হয়ে গেছে, পাথর ফেটে তৃণলতা গজিয়েছে, মরুর বুক সবুজে ছেয়ে গেছে, আকাশের কালো মেঘ কেটে গেছে,চাদের কলঙ্ক মুছে গেছে।
আমাকে যদি একটিবার বুঝার চেষ্ঠা করতে তাহলে দেখতে চাদের অমাবশ্যা পূর্ণিমা হয়ে গেছে।
তুমিও তো কারো কাছে কষ্ট পেয়েছ।তাহলে তো আমার হৃদয়ের যন্ত্রনাগুলো তোমার অজানা নয়।
প্রতিটা প্রহর, প্রতিটা মুহুর্ত আমি চিতার আগুনে জ্বলছি। বেচে থেকেও মৃত মানুষের মত করে বাঁচা কতটা ভয়ানক সেটা তোমার বোঝার কথা নয়। হয়তবা আমার আকাশ তোমার কাছে অনেক ছোট্ট মনে হয়েছিল কিন্তু তুমি কেন বুঝলে না যে আমার ঐ ছোট্ট আকাশটায় তুমিই তো একমাত্র চাঁদ হয়েছিলে।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
নাছি১২৩৪৫ বলেছেন: শুধু মেয়ে না, মেয়ের বড় বোন ও বুঝবে
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এমডি লাভ বলেছেন: hmm, it's my life,
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এমডি লাভ বলেছেন: পোষ্টে লাইক না দিয়ে এই ভাবে কপি পেষ্ট করা ঠিক না
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
maya111 বলেছেন: কথা গুলা হয়ত খাটি সত্যি , কিন্তু যে প্রেমে পড়েছে তার জন্য । যার প্রেমে পড়েছে তার জন্য নয় ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
এহসান সাবির বলেছেন: এই লেখা পড়ার পরও কি সে বুঝবে না?