নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসের গ্যাং ০০৭

নিজেই ভালোভাবে জানিনা

নাসের গ্যাং ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিদেশী চ্যানেল এবং আমাদের সংস্কৃতির অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৯

বিভীষণকে আমরা ঘরের শত্রু বলেই জানি কিন্তু ইদানিং আমাদের দেশে টেলিভিশনই যেন ভীষণ বিভীষণ হয়ে দাঁড়িয়েছে। যার মাধ্যমে খাল কেটে কুমীর আনার মত কিছু বিদেশী চ্যানেল ঢুকে পড়েছে আমাদের ঘরে। যা ক্ষত-বিক্ষত করে চলেছে আমাদের পরিবার ও সমাজকে। সম্ভবত এসব কারণেই নীতিবাক্যগুলোও এখন বিস্মৃতিতে আক্রান্ত। আসলে আমাদের অনেকেরই ভাবে দেশ প্রেম থাকলেও স্বভাবে তার বড়ই অভাব। যাদের এসব নিয়ে সোচ্চার থাকার কথা তারাও বা কেন চুপচাপ বোধগম্য নয়। উল্টো বিদেশী নাটক, সঙ্গীত বা চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে আমাদের এখানে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বেশ সোচ্চার-যা কাম্য নয়।
মিডিয়ার এই উন্মুক্ত যুগে আমাদের সচেতনভাবে নির্ধারণ করতে হবে আমরা কোনটা দেখবো আর কোনটা দেখবো না। আর এই সচেতনতার উপরই আমাদের জাতি ও জাতির সংস্কৃতির ভবিষ্যৎ নির্ভর করে। আসুন-আগ্রাসনে গ্রাস করার ত্রাস সৃষ্টিতে উদ্যত এইসব বিদেশী অনুষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার হই।

লিখেছেন:- হনিফ সংকেত

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৭

ভীনদেশী বলেছেন: আসুন-আগ্রাসনে গ্রাস করার ত্রাস সৃষ্টিতে উদ্যত এইসব বিদেশী অনুষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার হই।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

নাসের গ্যাং ০০৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৭

মেহেদী রবিন বলেছেন: হানিফ সংকেতের গলার আওয়াজ শুনলাম মনে হল

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

নাসের গ্যাং ০০৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৫

আহা রুবন বলেছেন: দেশি চ্যানেল দর্শকের আগ্রহ হারিয়েছে অনেক আগেই। কিন্তু ঈদ এলে সুন্দরিদের পায়ের ওপরে ঠ্যাং তুলে হা হা হি করা তো কমে না!

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২

নাসের গ্যাং ০০৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট!:)

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২

নাসের গ্যাং ০০৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন:
কথাগুলো হানিফ সংকেতের বলার ভঙ্গিমায় চিন্তা করেই অদ্ভুত অনুভূতি চলে এল। এই একটা লোকই অনেকগুলো বছর ধরেই নিজের একটা নিজস্বতা নিয়ে আছে। হানিফ সংকেত মানেই - সমাজের সমস্যাগুলোকে হাসির মাধ্যম হিসেবে সবার সামনে তুলে ধরবে।

এই দিকটায় এবার যদি কারো টনক নড়ে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

নাসের গ্যাং ০০৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৩

অনুকথা বলেছেন: সুন্দর পোস্ট।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

নাসের গ্যাং ০০৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০১

অনুকথা বলেছেন: সুন্দর পোস্ট।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০১

অনুকথা বলেছেন: সুন্দর পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.